JONEY TALOCDER

JONEY TALOCDER আল্লাহ সর্বশক্তিমান। I am a self-driven and self motivated Person. I like to motivate my friends of the school always and help them in their difficult times.

I am a bright student of my school and do well in the academic and sports activities. I am capable to do well under any stressful condition.

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে...
11/09/2024

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানু ষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মা নু ষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দা ঙ্গা! কয়েকশ মানুষের লা শ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মা নুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মা নুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মা রা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মা রা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!

#সংগৃহীত

প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি,যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়...
09/06/2024

প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি,যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।
শুকরিয়া ও আলহামদুলিল্লাহ,

গতকালকে ছিলো আমার জম্মদিন!

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছিঃ

গতকাল আমার জম্মদিন উপলক্ষে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইমো ও মুঠোফোনে কল করে এবং বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমার জম্মদিনে উইশ করে, আমার জন্য যারা দোয়া ও ভালোবাসা দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিরাম ভালোবাস।

আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতা সকলের ভালোবাসা আর আন্তরিকতা আজ আমাকে আগামী পথ চলার প্রেরণা যুগিয়েছে।

আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসে অনেক মানুষ রয়েছেন।
আমি কৃতজ্ঞ সকলের প্রতি,সবার ভালোবাসায় আমি সিক্ত।

ধন্যবাদ সবাইকে, অভিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। যে যেখানে যে অবস্হায় আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,আল্লাহ কাছে এই প্রার্থনা করি। সবার প্রতি রইলো শুভ কামনা।

❤️❤️❤️

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
25/12/2023

মানুষের পুরো জীবনটা হচ্ছে
একটা সরল অংক,
যতই দিন যাচ্ছে ততই
আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।

Address

Gohailbari
Dhaka

Telephone

+8801717472964

Website

Alerts

Be the first to know and let us send you an email when JONEY TALOCDER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JONEY TALOCDER:

Share