Shahin Ahmed

Shahin Ahmed কাছে এলে তোমাকে একদমই চেনা যায়না?
ঝাপসা হয়ে যাও যত দূরে যাও স্পষ্ট হয়ে ওঠো।

This goes back to the positive environment point: You need to be around others who are just as ambitious as you. American entrepreneur John Rohn once said, “You’re the average of the five people you spend the most time with it.” And whether or not that’s true is debatable, the reality is being around the right kind of people can only help you grow. If you’re surrounded by those who love your ambit

ion, you’ll be more ambitious and achieve more. If you’re surrounded by loved ones who tell you your goals are stupid and tell you to change them, you need to avoid them. Be around those who help you feel comfortable being the ambitious, go-getter you are, so you can become the successful person you’re meant to be.

24/08/2025

বাংগালী ক্রোয়েশিয়া, রোমানিয়া খাইছে এখন খাইলো সার্বিয়া পরের সিরিয়াল কি আল্লাহ ভালো জানে 😭

✈ ইউরোপে যাওয়ার স্বপ্ন? আগে পরিকল্পনা করুন সঠিকভাবেবাংলাদেশ থেকে সরাসরি ইউরোপে যাওয়ার পথে অনেক সময় জটিলতা দেখা দেয়।প্রথম...
08/08/2025

✈ ইউরোপে যাওয়ার স্বপ্ন? আগে পরিকল্পনা করুন সঠিকভাবে

বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপে যাওয়ার পথে অনেক সময় জটিলতা দেখা দেয়।
প্রথমে ভারত হয়ে যেতে চাইলে এখনকার ভিসা জটিলতার কারণে ঝুঁকি বেশি—

ভিসা ফি ও যাতায়াত খরচ অনেক বেশি

ভিসা রিজেক্ট হলে টাকা, সময়, দুই-ই নষ্ট

মানসিক চাপ তো আছেই

✅ বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে
প্রথমে মিডলইস্টে (সৌদি আরব, কাতার, দুবাই, ওমান ইত্যাদি) যান।
সেখানে ১-২ বছর কাজ করুন, অভিজ্ঞতা ও সঞ্চয় গড়ে তুলুন।
এরপর ইউরোপে ট্রান্সফার বা নতুন ভিসার জন্য আবেদন করলে
সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে—ইনশাআল্লাহ।

💡 কেন এই পথ ভালো?

কাজের অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা তৈরি হবে

অর্থনৈতিকভাবে প্রস্তুত হতে পারবেন

ভিসা প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা বাড়বে

🔹 সঠিক পরিকল্পনা = সফল যাত্রা

সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ও ভিসা‑ডি (Visa D – Employment)১. কোন ভিসা প্রয়োজন এবং এর মেয়াদ কত?Visa D (Long-stay) — দীর্ঘ ম...
07/08/2025

সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ও ভিসা‑ডি (Visa D – Employment)

১. কোন ভিসা প্রয়োজন এবং এর মেয়াদ কত?

Visa D (Long-stay) — দীর্ঘ মেয়াদের (৩–৬ মাস পর্যন্ত) কাজের উদ্দেশ্যে প্রবেশের জন্য ব্যবহৃত হয়। এটি ৯০ থেকে ১৮০ দিনের জন্য বৈধ থাকে।

যদি একই চাকরিতে আরও দীর্ঘ সময় থাকতে চান, তাহলে Single Permit (Temporary Residence + Work Permit) এর জন্য আবেদন করতে হয়, যা আপনাকে এক বছরের জন্য বা নির্ধারিত মেয়াদের জন্য থাকার ও কাজ করার অনুমতি দেয়।

২. প্রয়োজনীয় ডকুমেন্ট ও শর্তাদি

ভিসা‑D এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

বৈধ পাসপোর্ট (যার মেয়াদ অন্তত ভিসা শেষে ৯০ দিন বেশি থাকবে)

৩.৫ × ৪.৫ সেমি সাইজের ছবি

সার্বিয়ায় নিয়োগকারীর পক্ষ থেকে আমন্ত্রণপত্র বা নিয়োগ চুক্তি (employment contract)

যোগ্যতা প্রমাণ (শিক্ষাগত সনদ, অতিরিক্ত অভিজ্ঞতার ডকুমেন্ট)

স্বাস্থ্য বিমা এবং পর্যাপ্ত আর্থিক যোগ্যতা প্রমাণ

অপরাধমুক্ত সনদ (clean criminal record certificate)

Single Permit (Temporary residence + Work Permit) এর জন্য:

পূর্বোক্ত সব ডকুমেন্ট

বাসস্থানের চুক্তি বা ভাড়া চুক্তি (landlord’s statement)

নিয়োগকারী (employer) সংক্রান্ত রেজিস্ট্রেশন ডকুমেন্ট

নিয়োগ সংক্রান্ত কাজের বর্ণনা, স্থান, যোগ্যতা উল্লেখ ইত্যাদি

৩. আবেদন প্রক্রিয়া

1. Visa D এর জন্য: সার্বিয়ীয় দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করেন বা অনলাইনে আবেদন করতে পারেন (welcometoserbia.gov.rs-এর মাধ্যমে)।

2. Single Permit: অনলাইন মাধ্যমে “Foreign Nationals’ Portal” (welcometoserbia.gov.rs) এ আবেদন দাখিল করতে হয়। আবেদন গ্রহণ হলে, পুলিশ ডিপার্টমেন্টে গিয়ে বায়োমেট্রিক তথ্য দিয়ে কার্ড সংগ্রহ করতে হয়।

৪. ফি এবং প্রসেসিং সময়

Work Permit / Single Permit: সাধারণত ~ €100 (RSD 12,530) বা প্রায় €100 প্রক্রিয়াকরণ ফি থাকে।

Processing Time:

Work Permit: প্রায় ১৫–৩০ দিন

Visa: ৭–১৪ দিন (দেশভেদে পরিবর্তিত হতে পারে)

৫. সারগ্রাহী সারণী (সংক্ষিপ্ত)

বিষয় বিবরণ

ভিসার ধরন Visa D (৯০–১৮০ দিন) → Single Permit (এক বছরের জন্য বা নির্ধারিত মেয়াদ)
আবেদন মাধ্যম ওয়েলকাম টু সার্বিয়া অনলাইন পোর্টাল বা দূতাবাস
প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট, ছবি, নিয়োগচুক্তি, শিক্ষাগত যোগ্যতা, বিমা, আর্থিক প্রমাণ, অপরাধমুক্ত সনদ, বাসভবন প্রমাণ ইত্যাদি
ফি প্রায় €100 / Work Permit
সময়সীমা Work Permit: ১৫–৩০ দিন; Visa: ৭–১৪ দিন

---

যদি আপনার বিশেষ দেশের নাগরিকত্ব অনুযায়ী কোনো অতিরিক্ত বা ভিন্ন নিয়ম প্রযোজ্য হয়, তার বিস্তারিত জানতে বা সঠিক তথ্য পেতে welcometoserbia.gov.rs পোর্টাল বা সংশ্লিষ্ট সার্বীয় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।

দরকারে আরও কোনো তথ্য বা সহায়তা দরকার বলবেন—আমি আছি সাহায্যের জন্য!

আপনি যদি ২০২৫ সালে নর্থ মেসেডোনিয়া (Republic of North Macedonia)–এর ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে সর্বশেষ আপডেট অনু...
07/08/2025

আপনি যদি ২০২৫ সালে নর্থ মেসেডোনিয়া (Republic of North Macedonia)–এর ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে সর্বশেষ আপডেট অনুসন্ধান করে থাকেন, তাহলে নিচের তথ্যগুলো আপনাকে সহায়তা করবে:

---

🛂 ভিসা ও পারমিট ধরনের সারাংশ

১. Type D Visa (Long‑stay Employment Visa)

৯০ দিনের বেশি সময়ের জন্য কর্মসংস্থান বা দীর্ঘকালীন অবস্থানের জন্য প্রযোজ্য।

কাজের চুক্তি (employment contract), হেলথ ইনস্যুরেন্স, অ্যাকোমোডেশন প্রমাণ, স police কিন ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মতো ডকুমেন্টস জমা দিতে হয় ।

২. ওয়ার্ক পারমিট (Work Permit) ও টেম্পোরারি রেসিডেন্স পারমিট (Employment‑linked)

ওয়ার্ক পারমিট ইস্যু করে Employment Agency, যা প্রায় ৪৫ দিন সময় নিয়ে অনুমোদন দেয় ।

Type D ভিসা পাওয়ার পর Ministry of Interior-এর কাছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট আবেদন করতে হয়।

ভ্রমণ ও পারমিট উভয় প্রক্রিয়া Employers এর মাধ্যমে পরিচালিত হয়, শতাংশগতভাবে কাজের প্রয়োজনীয়তাও বিবেচিত হয় ।

#সার্বিয়া #রোমানিয়া

🇧🇩 🇹🇩বাংলাদেশ সরকারের অনুরোধ ও পরবর্তি কর্মসূচিফেব্রুয়ারি ২০২৫: বাংলাদেশের রাষ্ট্রদূত শাহনাজ গাজি রোমানিয়ার প্রেসিডেন্ট ...
06/08/2025

🇧🇩 🇹🇩বাংলাদেশ সরকারের অনুরোধ ও পরবর্তি কর্মসূচি

ফেব্রুয়ারি ২০২৫: বাংলাদেশের রাষ্ট্রদূত শাহনাজ গাজি রোমানিয়ার প্রেসিডেন্ট ইলি বোলোজনের সাথে কথা বলেন এবং ঢাকায় রোমানিয়ার দূতাবাস পুনরায় চালু করার অনুরোধ করেন ।

মে ২০২৫: ঢাকায় একটি রোমানিয়ান কনস্যুলার বা দূতাবাস খুলার জন্য একাধিক রোমানিয়ান পার্লামেন্ট সদস্য ও উদ্যোক্তাদের আন্তরিক প্রস্তাবনা আসে ।

---

🛂 ভিসা ব্যবস্থা এবং বিকল্প পরিকল্পনা

এপ্রিল ২০২৫-এ রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সাথে আলোচনায় সম্মত হয় যে, ভিসা ইস্যুর জন্য বিকল্প ব্যবস্থা চালু করা যায় – যেমন তৃতীয় দেশ (থাইল্যান্ড, ভিয়েতনাম) থেকে আবেদন গ্রহণ বা অন্য কোনো বিশেষ ব্যবস্থাপনা ।

ইতিমধ্যে, বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা রোমানিয়ার ভিসার জন্য ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়ান দূতাবাসগুলোতে আবেদন করতে পারছেন ।

#রোমানিয়া #বুলগেরিয়া #সার্বিয়া

বৃষ্টির কিছু মিষ্টি ছবি 🌧️
21/05/2025

বৃষ্টির কিছু মিষ্টি ছবি 🌧️

21/05/2025

কয়দিন পর বাসা থেকে চাপ দিবে কাঁঠাল খাওয়ার জন্য, ভাবলেই কান্দন আসে! 🥸

18/05/2025

বাংলাদেশের গুইসাপের কি অবস্থা?
আছে না সান্ডা ভেবে সব শেষ 🤣

এইটা একটা বিরল প্রজাতির রেন্ডিয়ান সান্ডা    #সান্ডা  #ভাইরাল
18/05/2025

এইটা একটা বিরল প্রজাতির রেন্ডিয়ান সান্ডা

#সান্ডা #ভাইরাল

বন্ধু মেসি ও আমি কোলাকুলির মুহুর্তে 🥰
16/05/2025

বন্ধু মেসি ও আমি কোলাকুলির মুহুর্তে 🥰

10/05/2025

ভারত এবং ই💥স💥রা💥য়ে 💥ল মিলে যড়যন্ত্র করে মুসলিম কি🪚লিং মিশন এবং ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির ধামাচাপা দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছে,পুরো পৃথিবীর নজর এখন পাকিস্তান এবং রেন্ডিয়ায়,
এতে করে ই💥রা💥য়ে💥ল তার পরিকল্পনা বাস্তবায়ন করবে।

24/04/2025

মুসলিম কি🪚🪚লিং মিশনে একধাপ এগিয়ে গেলেন চা ওয়ালা মোদি😡

ওয়াকফ আইনের বিষয়টি হাইড করতেই মোদির এই নাটক।

চা ওয়ালা এখন জঙ্গিবাদ নিধনের নামে নিরীহ মুসলিম হ 🪚ত্যা করবে।

Address

Dhaka

Telephone

+8801679583800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin Ahmed:

Share