03/08/2025
বাঙালি জাতি হিসেবে আমরা কতটা নিকৃষ্ট আবেগি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো জামাতের আমিরের হার্টের অপারেশন ইউনাইটেড হাসপাতাল থেকে করানো। এই হাসপাতাল থেকে চিকিৎসা ব্যয় যে কত তা আমরা সবাই জানি যা বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার সমতুল্য। উনি যদি সত্যিই দেশের চিকিৎসার উপর আস্থা রাখতেন তাহলে অবশ্যই সেটা কোন সরকারি হাসপাতাল থেকে হওয়া উচিৎ ছিলো। উনি যেহেতু একজন জনপ্রতিনিধি হতে চাচ্ছেন তাহলে দেশের সিংহ ভাগ লোক কোথায়, কিভাবে চিকিৎসা করে সেখানেই যেতেন। উনি বিদেশ যায়নাই তাতেই দেখতেছি তারে সবাই বিশাল দেশপ্রেমিক বানায়া দিচ্ছে। অবস্থাতো এমন যে পারলে তাকে এখন ৮ম ব্যক্তি হিসেবে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা উচিত। আমরা কত আর হিপোক্রেসিকে আদর্শের মান্দন্ড হিসেবে বিবেচনা করবো? সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে নাকি দল চলে। আর এই সাধারণ জনগণের চিকিৎসার প্রয়োজন পরলে কি তারা দলের পক্ষ থেকে সবাইকে ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করে দিবে?
প্রশ্ন রইলো আপনাদের কাছে?