06/08/2025
তার স্বপ্ন গুলো আজে লাশে রুপান্তরিত হয়েছে।
আল্লাহ শোক সহিবার শক্তি দিও তাকে।
ইন্না-লিল্লাহ 😭
মর্মান্তিক দূর্ঘটনা-
ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।