31/07/2025
প্রতিটি মানুষেরই গল্প একেকটা উপন্যাসের মত। আপনারও নিশ্চয় গল্প আছে। কারও শুরুটা অন্ধকার, কারও শুরুটা শূন্য, কারও শুরুটা দুঃখের- কিন্তু শেষটা? শেষটা নির্ভর করে আপনি কেমন লড়াই করেন তার ওপর।
ভাবুন তো-
একজন মানুষ, কয়েদি নম্বর ৪৬৬৬৪। ২৭ বছর জেলের অন্ধকারে দিন কাটিয়েছেন। ভেতরটা কি ভেঙে গিয়েছিল? না, তাঁর ভেতরটা তখন আরও শক্ত হয়েছিল? জেলে যাওয়ার আগে থেকে তিনি লড়াই করেছেন মানুষের জন্য, স্বাধীনতার জন্য। শেষ পর্যন্ত বিশ্ব তাঁকে চিনলো শান্তির প্রতীক হিসেবে, দিল নোবেল পুরস্কার।
- তাঁর নাম #নেলসন ম্যান্ডেলা।
আরেক তরুণ, যার নিজের ঘর নেই, নিজের বিছানা নেই। বন্ধুদের ফ্লোরে শুয়ে রাত কাটাতেন। পেটের ক্ষুধা মেটাতে ফেলে দেওয়া কোকের বোতল কুড়িয়ে ফেরত দিয়ে কয়েন জমাতেন। রবিবারগুলোয় সাত মাইল হেঁটে মন্দিরে যেতেন- শুধু একবেলা ভালো খাওয়ার আশায়। সেই অভুক্ত তরুণ একদিন তৈরি করলেন এমন কিছু, যা পৃথিবীর প্রযুক্তির ইতিহাস বদলে দিল।
- তিনি #স্টিভ জবস।
আরেকজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। SAT পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পেলেও লেখাপড়া ছেড়ে দিলেন- কম্পিউটারের নেশায়। সবাই বললো, বড় ভুল করছো। কয়েক বছর পর তার সেই বিশ্ববিদ্যালয় তাঁকে সমাবর্তনের মঞ্চে ডাকলো বক্তা হিসেবে।
- তাঁর নাম #বিল #গেটস।
শৈশবে এতিম হয়েছিলেন তিনি, ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে গিয়েছিলেন। জীবনযুদ্ধের প্রতিটি দিন ছিল ক্ষুধা, অপমান আর বেঁচে থাকার সংগ্রামে ভরা। তবু তিনি লিখলেন এমন সব গল্প, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।
- তাঁর নাম #মাক্সিম #গোর্কি।
এক মুদি দোকানির ছেলে, যার পেটে ভাত ছিল না, কিন্তু স্বপ্ন ছিল আকাশছোঁয়া। একদিন সেই স্বপ্নের ডানায় ভর করে তিনি হয়ে উঠলেন বিপ্লবী নেতা, গড়লেন এক নতুন দেশ।
- তাঁর নাম #মাও #সেতুং।
অভাবের কারণে বাস কন্ডাক্টরের চাকরিও পাননি যে যুবক, তিনিই পরে হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
- তাঁর নাম #জন #মেজর।
জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুই দিন দেরি হওয়া সেই গরিব ছেলেটিই বড় হয়ে ফুটবলের রাজপুত্র।
- তাঁর নাম #রোনাল্ডো।
শ্রীলঙ্কার এক মৎস্যজীবীর ছেলে, যিনি বাবার সঙ্গে পানিতে মাছ ধরতে গিয়ে শিখেছিলেন জলের ভেতর পরিষ্কার দেখ, সেই ক্ষমতাই তাঁকে বানিয়েছিল ক্রিকেটের মারকুটে ব্যাটসম্যান।
তিনি #সনাথ #জয়সুরিয়া।
শেষ বেঞ্চের ছাত্র, বারবার ফেল করা এক তরুণ, যাঁকে সবাই ভেবেছিল ‘অপদার্থ’। কিন্তু তাঁর চিন্তার ঝলক একদিন পৃথিবীকে কাঁপিয়ে দিল- দিল আপেক্ষিকতার তত্ত্ব।
নাম তাঁর #আলবার্ট #আইনস্টাইন।
স্কুল থেকে বহিষ্কৃত, পড়ালেখায় দুর্বল তবু অন্ধকারে আলো জ্বালানো সেই মানুষই আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাল্ব।
- তাঁর নাম #টমাস #এডিসন।
পৃথিবী বিখ্যাত অসাধারণ চিত্রশিল্পী ছিলেন তিনি। ছিলেন মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান—এমন সব ছবি এঁকেছেন তিনহ, যেগুলো আজও শিল্পের চূড়ান্ত নিদর্শন হিসেবে বিবেচিত।
তিনি কিন্তু এঁকেছিলেন উড়োজাহাজের প্রথম নকশাও। যখন মানুষের আকাশে উড়ার স্বপ্নও কল্পনার বাইরে ছিল, তখন এই মহান শিল্পী পাখির ডানা মেলে উড়া দেখে উড়োজাহাজের নকশা এঁকেছিলেন। তাঁর আঁকা Ornithopter আর Helical Air Screw ছিল আধুনিক বিমান ও হেলিকপ্টারের ধারণারও বহু আগের ছবি।
-তাঁর নাম #লিওনার্দো দা #ভিঞ্চি।
পরীক্ষায় ফেল করা, অথচ তিমি মিকি মাউসের জন্ম দিয়েছিলেন- যাঁর কণ্ঠেই মিকি প্রথম কথা বলেছিল।
- তাঁর নাম #ওয়াল্ট #ডিজনি।
সংখ্যা ৭-কে যিনি বলতেন ‘উল্টা নাক’, সেই শিশুটিই বড় হয়ে হলেন পৃথিবীর সেরা চিত্রশিল্পীদের একজন।
- তাঁর নাম #পাবলো #পিকাসো।
তাহলে প্রশ্ন হলো — এরা কি সবাই জন্ম থেকেই প্রতিভাবান ছিলেন?
নিশ্চয় না!
এদের জীবনের গল্পের শুরুটা অন্ধকার ছিল।
কিন্তু শেষটা?
শেষটা তারা নিজেরাই বদলে দিয়েছে, নিজেরা লিখেছেন পরম যত্নে।
আমরা সবাইকে একই মাপের কাঠিতে মাপতে চাই। সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হতে হবে- যেন আঙুল টেনে লম্বা করতে চাইছি, ভেঙে গেলেও সমস্যা নেই! অথচ পৃথিবী বৈচিত্র্যে সুন্দর। কেউ ছবি আঁকেন, কেউ লেখেন, কেউ গান গান, কেউ গণিত সমাধান করেন। প্রত্যেকটা মানুষই আলাদা।
মনে রাখবেন —
"পৃথিবীর সবাই জিনিয়াস। কিন্তু যদি আপনি মাছকে গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, সে সারাজীবন নিজেকে অপদার্থ ভেবে যাবে"- আলবার্ট আইনস্টাইন
আজ থেকেই শুরু করুন নিজের গল্পটা লিখতে। আর লিখে ফেলুন একেনার নতুন করে।
হয়তো একদিন আপনার নামও এঁদের তালিকায়ই যুক্ত হবে।
#অনুপ্রেরণা #সাফল্যেরগল্প #মোটিভেশন #সাফল্যেরকথা