কাকাতুয়া / Kakatua

কাকাতুয়া / Kakatua কাকাতুয়া / Kakatua is the Music Label with dramas, Short, Feature/Art films and Motion picture Page. Division of কাকাতুয়া / Kakatua
1. Video Editing
3.

About কাকাতুয়া / Kakatua
কাকাতুয়া / Kakatua is a Record Label Music, Drama, Short Film, Film, Recitation and motion picture based Page in Dhaka, Bangladesh.

কাকাতুয়া / Kakatua is an Entertainment page/platform designed to promote arts and entertainment and to provide an inside look into the lifestyles of people from different creative fields with the aim of connecting people from all around the

world.
কাকাতুয়া / Kakatua produce entertainment content for all over the internet by making a research about the fans who liked the page. কাকাতুয়া / Kakatua also provides promotional services for creative peoples, organisations and companies and provides a platform for people to promote their talent & creativity. Story & Screenplay Writing & Shooting Content
2. Motion Graphics
4. Color Grading
5. Content Publishing & Marketing

Make........
• Feature Films
• Art Films
• Telefilms
• Short-films
• Web Series
• Television Series
• Mega Drama Series
• Telefilms
• Music Video
• Single Drama for Web/TV (40 Min & 60min)
• Online Commercial
• Television Commercial
• Documentary Film
• Reels
• Video Stories
• Live Productions
Email for any query - [email protected]
Send your story to us - [email protected]
For claim related issues - [email protected]

ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভদ্রলোকের কাছে দেশবাসীর যে আকাঙ্খা ছিল, এক বছরে তার কতটুকু ...
07/08/2025

ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভদ্রলোকের কাছে দেশবাসীর যে আকাঙ্খা ছিল, এক বছরে তার কতটুকু পূরণ হলো?

আপনাদের মতামত চাই।

আমি মনে করি, উনি অনেকটাই পূরণ করতে পেরেছেন এবং বাকিটা পুরো না পারলেও অনেকটাই পারবেন। মনে করি কারণ উনি যে পদ্ধতিতে এগিয়ে চলেছে সেটা একটু সময় সাপেক্ষ। সময় নিয়ে সংস্কার না করলে তা টেকসই হয় না। সে অভিজ্ঞতা আমাদের আছে। মইনুল-ফকরুদ্দিনের সংস্কার আমরা দেখেছিলাম। অনেক সংস্কার তারা করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া একমুখো সেঔ সংস্কারের একটাও টেকেনি। কিন্তু ড. ইউনূস সরকার যেগুলো করছে সেগুলো সব রাজনৈতিক দলগুলোর মাধ্যমে করছে। ফলে এগুলো টেকসই হবে প্রত্যাশা করা যায়।

অন্য একটা বিষয় খুব শুনি- প্রশাসন কেন তড়িৎ ব্যবস্থা নেয় না। বলুন, যে প্রশাসনের ৯৫% দলীয়ভাবে করাপটেড, তাদের পুরোটা বাদ দিয়ে তো সরকার চলবে না। চালানো সম্ভব না। আগে যতবার তত্ত্বাবধায়ক/অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল কোনবারই এই অবস্থা ছিলনা। পুলিশসহ, সবগুলো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর এমন কী জেলা উপজেলা পর্যায়ের অফিসগুলোও ছিল দলীয়ভাবে করাপটেড।

আর বেশী লিখছি না আশা করছি এটুকু যারা পড়বেন তারা বুঝবেন যে অবস্থায় এই সরকার দেশের দায়িত্ব নিয়েছিল তার থেকে দেশ এখন অনেক ভালো অবস্থায়। তাকিয়ে দেখুন অর্থনৈতিক দিকে, দ্রব্যমূল্যের দিকে।

কিছু সমস্যা এখনো বেশ খারাপ অবস্থায় যেমন চাঁদাবাজি, দূর্নীতি, এগুলোরও পরিবর্তন হবে, অপেক্ষা করুন। এমন সিস্টেমেটিক মববাজি, দূর্নীতি, সুপারিশ, দলীয় প্রশাসন, দলীয় পুলিশের দেশের সংস্কার করা খুব সহজ কাজ নয়।

রবীন্দ্রনাথ ও নজরুলের প্রচলিত শত্রুতার গল্প বনাম বাস্তব ইতিহাস- বাঙালি সমাজে এমন এক প্রপাগান্ডা দীর্ঘদিন ধরে চালু আছে যে...
06/08/2025

রবীন্দ্রনাথ ও নজরুলের প্রচলিত শত্রুতার গল্প বনাম বাস্তব ইতিহাস-

বাঙালি সমাজে এমন এক প্রপাগান্ডা দীর্ঘদিন ধরে চালু আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম নাকি একে অপরকে অপছন্দ করতেন। একজন জমিদার, অভিজাত হিন্দু, বিশ্বকবি অন্যজন বিদ্রোহী মুসলমান কবি, এঁরা যেন দুই মেরুর দুইজন। অনেকে এমনকি নজরুলের 'বিপ্লবী চেতনা' ও রবীন্দ্রনাথের ‘ভদ্রলোক’ ভাবমূর্তির মধ্যেও অদৃশ্য বিরোধ খুঁজে পান। কিন্তু ঘটনা কি সত্যিই তাই!

ইতিহাস কিন্ত আমাদের অন্য ছবি দেখায়-
একজন গুরু, একজন শিষ্য। রবীন্দ্রনাথের ‘১৪০০ সাল’ কবিতার জবাবে নজরুল যখন ‘১৪০০ সাল’ লেখেন, সেটি কেবল রবী ঠাকুরের কবিতার উত্তর ছিল না, ছিল শ্রদ্ধার্ঘ্য, পুষ্পাঞ্জলি।
রবীন্দ্রনাথ নজরুলকে সম্বোদন করতেন 'তুই', আর নজরুল তাঁকে বলতেন 'গুরুদেব।' তাঁদের প্রথম সাক্ষাৎ শান্তিনিকেতনে; রবীন্দ্রনাথ নজরুলের গান শোনার জন্য অস্থির ছিলেন, আর নজরুল শুনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথের কণ্ঠ।

রবীন্দ্রনাথের স্নেহের উদাহরণ ‘বসন্ত’ গীতিনাট্য তিনি নজরুলকে উৎসর্গ করেছিলেন। এটি রবীন্দ্র পরিবারের বাইরে কাউকে দেওয়া প্রথম উৎসর্গ। পরে নজরুলও তাঁর ‘সঞ্চিতা’ উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে।

স্নেহ ও আশীর্বাদ-
রবীন্দ্রনাথ একাধিকবার নজরুলকে আশীর্বাদ পাঠিয়েছেন। হুগলি জেলে অনশনে থাকা নজরুলকে তিনি টেলিগ্রাম পাঠিয়েছিলেন-

“Give up hunger strike, our literature claims you.”

এই লাইনেই ফুটে ওঠে গুরু শিষ্যের সম্পর্ক কতটা গভীর ছিল! নজরুল কেবল নজরুল নন, তিনি বাংলা সাহিত্যের ভবিষ্যৎ।

প্রপাগান্ডার জন্ম-
নানা সময় ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক মেরুকরণে এই সম্পর্ককে নিয়ে অনেক রটনা সৃষ্টি করেছে কেউ কেউ। হিন্দু মুসলিম বিভাজন, বাম ডান আদর্শের দ্বন্দ্ব, অভিজাত বনাম সাধারণ মানুষের ফ্রেম, সবই রবীন্দ্র ও নজরুল সম্পর্কে কৃত্রিম দেয়াল তুলেছে।
কেউ বলেন নজরুল রবীন্দ্রনাথকে অপছন্দ করতেন। কেউ বলেন রবীন্দ্রনাথ নজরুলকে অবহেলা করেছেন। অথচ বাস্তবে তাঁরা দুজনেই পরস্পরকে স্বীকার করেছেন, ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, সম্পর্ক গভীর করছেন সাধ্যমত।

দুই কবির মিল-
দুজনের কবিতার ভাষা আলাদা, ভঙ্গি আলাদা; কিন্তু মানুষ ও মানবতার প্রতি তাঁদের ভালোবাসা একই। রবীন্দ্রনাথ লিখেছেন-

'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।'

নজরুল গেয়েছেন-

“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই।'

একজন বিশ্বনাগরিক, শান্তির কবি, অন্যজন বিপ্লবী সাম্যের কবি। কিন্তু দুজনেই মানুষকে ধর্ম ও জাতির ঊর্ধ্বে দেখেছেন।

রবীন্দ্রনাথের মৃত্যু-
রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন মারা গেলেম, নজরুল লিখেছিলেন ‘ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে’-
সেই বিদ্রোহী কবিও তখন আর বিদ্রোহী নন, তিনি হয়ে উঠেছিলেন শোকাহত শিষ্য।

এক বছর পরই নজরুল নিজেও অসুস্থ হয়ে নির্বাক হয়ে গেলেন। প্রায় একই সময়ে দুই কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, একটি যুগের অবসান হলো।

কেন এই ইতিহাস জরুরি?
আজও আমাদের সমাজে রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে বিভাজনের চেষ্টা চলছে। ধর্ম, ভাষা, শ্রেণি, আদর্শসহ বিভিন্ন বিষয় নিয়ে দুজনকে আলাদা করার চেষ্টা হচ্ছে। রবীন্দ্রনাথ ও নজরুলের সম্পর্ক মনে করিয়ে দেয়, মানবতা ধর্মের ঊর্ধ্বে, ভালোবাসা বিভাজনের ঊর্ধ্বে।

তাঁরা কেউ কারও শত্রু ছিলেন না, ছিলেন বাঙালির দুই নক্ষত্র, একই আকাশের দুটি উজ্জল তারা।

এই লেখাটা পড়ার পরও কি আপনি বিশ্বাস করেন, রবীন্দ্রনাথ ও নজরুলের মধ্যে শত্রুতা ছিল? নাকি এখন মনে হচ্ছে, আমাদের হাতে তুলে দেওয়া ইতিহাসটাই ছিল বিকৃত?

#রবীন্দ্রনাথ #বিশ্বকবি #লজরুল #জাতীয়_কবি

এসব ছবি বড্ড মন খারাপ করে দেয়! আপনাদের কার কার এই ছবি দেখে ছেলেবেলার কথা মনে পড়লো, জানাবেন।❤️❤️
05/08/2025

এসব ছবি বড্ড মন খারাপ করে দেয়! আপনাদের কার কার এই ছবি দেখে ছেলেবেলার কথা মনে পড়লো, জানাবেন।❤️❤️

ঐশ্বরিয়ার শাড়ির প্রতি ভালোবাসা🌷🌷ঐশ্বরিয়া রাই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর, এক বিদেশি সাংবাদিক তাঁর কাছে প্রশ্ন ক...
04/08/2025

ঐশ্বরিয়ার শাড়ির প্রতি ভালোবাসা🌷🌷

ঐশ্বরিয়া রাই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর, এক বিদেশি সাংবাদিক তাঁর কাছে প্রশ্ন করলেন- আচ্ছা, প্রিয় পোশাক কী?

ঐশ্বরিয়া হেসে উত্তর দিলেন-, Sari is the most elegant attire.

সাংবাদিক শুনলেন Sorry. সাংবাদিক বলেও ফেললেন কথাটা।

ঐশ্বরিয়া মৃদু হাসি দিয়ে বললেন- No, not sorry. S-A-R-I, the Indian sari!

উপস্থিত সবাই হেসে উঠলেন, আর ঐশ্বরিয়ার আত্মবিশ্বাসে ফুটে উঠলো ইন্ডিয়ান সংস্কৃতিক পরিচয়।

আর একবার কান ফিল্ম ফেস্টিভ্যালে ২০০২ সালে, ঐশ্বরিয়া যখন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে উপস্থিত হলেন, তখন তিনি লাল-সোনালি শাড়ি পরে রেড কার্পেটে হাঁটলেন- একেবারে অনন্য লাগছিল তাকে!

বিভিন্ন দেশের তারকারা ঝলমলে গাউনে থাকলেও ঐশ্বরিয়া নিজ দেশের ঐতিহ্য নিয়ে, মাথা উঁচু করে, কানের রেড কার্পেট মোহিত করেছিল।

শাড়ি শুধু ঐশ্বরিয়ার পোশাক নয় — শাড়ি ঐশ্বরিয়ার আত্মপরিচয়, সাহস আর সংস্কৃতির প্রতীক।

এনসিপি'র ইশতেহার  #সংস্কৃতি উন্নয়নের অভাব- গতকাল, ৩ আগস্ট ২০২৫, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসি...
04/08/2025

এনসিপি'র ইশতেহার #সংস্কৃতি উন্নয়নের অভাব-

গতকাল, ৩ আগস্ট ২০২৫, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে।

ইশতেহারে সংস্কৃতি উন্নয়নের জন্য কোনো নির্দিষ্ট উদ্যোগের উল্লেখ নেই। একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সংস্কৃতি, শিল্প ও সৃজনশীলতার প্রসার অপরিহার্য। তবে কি এনসিপি সংস্কৃতি ছাড়াই একটি কল্যান রাষ্ট্র গড়তে চাতে চায়। এটাই এনসিপি'র নতুন বাংলাদেশ?

গাজায় গণহত্যার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় তীব্র প্রতিবাদ!গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে আজ অস্ট্রেলিয়ার সিডনির Harbour Bridge...
03/08/2025

গাজায় গণহত্যার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় তীব্র প্রতিবাদ!

গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে আজ অস্ট্রেলিয়ার সিডনির Harbour Bridge এলাকাসহ দেশটির বিভিন্ন শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। তাদের কণ্ঠে একটাই দাবি- গাজায় রক্তপাত বন্ধ করো!

শিশুসহ হাজার হাজার মানুষের মৃত্যু, খাদ্যের অভাব, অপুষ্টি, শিশুর কান্না, মায়েদের আর্তনাদ আর বিধ্বস্ত জীবনের ছবি আজ বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। এই অবরোধ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানবতার পক্ষে দাঁড়াতে হবে মানুষকেই, দেশ, ধর্ম, সীমানা সবকিছু পেরিয়ে শুধু মানবতার বিবিচনায়।

এত মৃত্যুর পরেও কী মানুষ হয়ে কেউ নীরব থাকবে, যখন নিষ্পাপ মানুষগুলো খাবার সংগ্রহ করতে গিয়েও লাশে পরিণত হচ্ছে?
পৃথিবী জুড়ে আমাদের সবার নৈতিক দায়িত্ব উচ্চস্বরে প্রতিবাদ করা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে।

প্রতিটি মানুষেরই গল্প একেকটা উপন্যাসের মত। আপনারও নিশ্চয় গল্প আছে। কারও শুরুটা অন্ধকার, কারও শুরুটা শূন্য, কারও শুরুটা দ...
31/07/2025

প্রতিটি মানুষেরই গল্প একেকটা উপন্যাসের মত। আপনারও নিশ্চয় গল্প আছে। কারও শুরুটা অন্ধকার, কারও শুরুটা শূন্য, কারও শুরুটা দুঃখের- কিন্তু শেষটা? শেষটা নির্ভর করে আপনি কেমন লড়াই করেন তার ওপর।

ভাবুন তো-
একজন মানুষ, কয়েদি নম্বর ৪৬৬৬৪। ২৭ বছর জেলের অন্ধকারে দিন কাটিয়েছেন। ভেতরটা কি ভেঙে গিয়েছিল? না, তাঁর ভেতরটা তখন আরও শক্ত হয়েছিল? জেলে যাওয়ার আগে থেকে তিনি লড়াই করেছেন মানুষের জন্য, স্বাধীনতার জন্য। শেষ পর্যন্ত বিশ্ব তাঁকে চিনলো শান্তির প্রতীক হিসেবে, দিল নোবেল পুরস্কার।

- তাঁর নাম #নেলসন ম্যান্ডেলা।

আরেক তরুণ, যার নিজের ঘর নেই, নিজের বিছানা নেই। বন্ধুদের ফ্লোরে শুয়ে রাত কাটাতেন। পেটের ক্ষুধা মেটাতে ফেলে দেওয়া কোকের বোতল কুড়িয়ে ফেরত দিয়ে কয়েন জমাতেন। রবিবারগুলোয় সাত মাইল হেঁটে মন্দিরে যেতেন- শুধু একবেলা ভালো খাওয়ার আশায়। সেই অভুক্ত তরুণ একদিন তৈরি করলেন এমন কিছু, যা পৃথিবীর প্রযুক্তির ইতিহাস বদলে দিল।

- তিনি #স্টিভ জবস।

আরেকজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। SAT পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পেলেও লেখাপড়া ছেড়ে দিলেন- কম্পিউটারের নেশায়। সবাই বললো, বড় ভুল করছো। কয়েক বছর পর তার সেই বিশ্ববিদ্যালয় তাঁকে সমাবর্তনের মঞ্চে ডাকলো বক্তা হিসেবে।

- তাঁর নাম #বিল #গেটস।

শৈশবে এতিম হয়েছিলেন তিনি, ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে গিয়েছিলেন। জীবনযুদ্ধের প্রতিটি দিন ছিল ক্ষুধা, অপমান আর বেঁচে থাকার সংগ্রামে ভরা। তবু তিনি লিখলেন এমন সব গল্প, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।

- তাঁর নাম #মাক্সিম #গোর্কি।

এক মুদি দোকানির ছেলে, যার পেটে ভাত ছিল না, কিন্তু স্বপ্ন ছিল আকাশছোঁয়া। একদিন সেই স্বপ্নের ডানায় ভর করে তিনি হয়ে উঠলেন বিপ্লবী নেতা, গড়লেন এক নতুন দেশ।

- তাঁর নাম #মাও #সেতুং।

অভাবের কারণে বাস কন্ডাক্টরের চাকরিও পাননি যে যুবক, তিনিই পরে হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
- তাঁর নাম #জন #মেজর।

জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুই দিন দেরি হওয়া সেই গরিব ছেলেটিই বড় হয়ে ফুটবলের রাজপুত্র।
- তাঁর নাম #রোনাল্ডো।

শ্রীলঙ্কার এক মৎস্যজীবীর ছেলে, যিনি বাবার সঙ্গে পানিতে মাছ ধরতে গিয়ে শিখেছিলেন জলের ভেতর পরিষ্কার দেখ, সেই ক্ষমতাই তাঁকে বানিয়েছিল ক্রিকেটের মারকুটে ব্যাটসম্যান।
তিনি #সনাথ #জয়সুরিয়া।

শেষ বেঞ্চের ছাত্র, বারবার ফেল করা এক তরুণ, যাঁকে সবাই ভেবেছিল ‘অপদার্থ’। কিন্তু তাঁর চিন্তার ঝলক একদিন পৃথিবীকে কাঁপিয়ে দিল- দিল আপেক্ষিকতার তত্ত্ব।
নাম তাঁর #আলবার্ট #আইনস্টাইন।

স্কুল থেকে বহিষ্কৃত, পড়ালেখায় দুর্বল তবু অন্ধকারে আলো জ্বালানো সেই মানুষই আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাল্ব।
- তাঁর নাম #টমাস #এডিসন।



পৃথিবী বিখ্যাত অসাধারণ চিত্রশিল্পী ছিলেন তিনি। ছিলেন মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভিট্রুভিয়ান ম্যান—এমন সব ছবি এঁকেছেন তিনহ, যেগুলো আজও শিল্পের চূড়ান্ত নিদর্শন হিসেবে বিবেচিত।

তিনি কিন্তু এঁকেছিলেন উড়োজাহাজের প্রথম নকশাও। যখন মানুষের আকাশে উড়ার স্বপ্নও কল্পনার বাইরে ছিল, তখন এই মহান শিল্পী পাখির ডানা মেলে উড়া দেখে উড়োজাহাজের নকশা এঁকেছিলেন। তাঁর আঁকা Ornithopter আর Helical Air Screw ছিল আধুনিক বিমান ও হেলিকপ্টারের ধারণারও বহু আগের ছবি।

-তাঁর নাম #লিওনার্দো দা #ভিঞ্চি।

পরীক্ষায় ফেল করা, অথচ তিমি মিকি মাউসের জন্ম দিয়েছিলেন- যাঁর কণ্ঠেই মিকি প্রথম কথা বলেছিল।
- তাঁর নাম #ওয়াল্ট #ডিজনি।

সংখ্যা ৭-কে যিনি বলতেন ‘উল্টা নাক’, সেই শিশুটিই বড় হয়ে হলেন পৃথিবীর সেরা চিত্রশিল্পীদের একজন।
- তাঁর নাম #পাবলো #পিকাসো।

তাহলে প্রশ্ন হলো — এরা কি সবাই জন্ম থেকেই প্রতিভাবান ছিলেন?
নিশ্চয় না!
এদের জীবনের গল্পের শুরুটা অন্ধকার ছিল।
কিন্তু শেষটা?
শেষটা তারা নিজেরাই বদলে দিয়েছে, নিজেরা লিখেছেন পরম যত্নে।

আমরা সবাইকে একই মাপের কাঠিতে মাপতে চাই। সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হতে হবে- যেন আঙুল টেনে লম্বা করতে চাইছি, ভেঙে গেলেও সমস্যা নেই! অথচ পৃথিবী বৈচিত্র্যে সুন্দর। কেউ ছবি আঁকেন, কেউ লেখেন, কেউ গান গান, কেউ গণিত সমাধান করেন। প্রত্যেকটা মানুষই আলাদা।

মনে রাখবেন —

"পৃথিবীর সবাই জিনিয়াস। কিন্তু যদি আপনি মাছকে গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, সে সারাজীবন নিজেকে অপদার্থ ভেবে যাবে"- আলবার্ট আইনস্টাইন

আজ থেকেই শুরু করুন নিজের গল্পটা লিখতে। আর লিখে ফেলুন একেনার নতুন করে।

হয়তো একদিন আপনার নামও এঁদের তালিকায়ই যুক্ত হবে।
#অনুপ্রেরণা #সাফল্যেরগল্প #মোটিভেশন #সাফল্যেরকথা

 #আপনজনেরা- সবচেয়ে বেশি কষ্ট দেয়। সবচেয়ে বেশি প্রতারণা করে।সবচেয়ে বেশি  #অভিনয় করে।সবচেয়ে বেশি  #শারিরীক ও  #মানষিক অত্য...
30/07/2025

#আপনজনেরা-
সবচেয়ে বেশি কষ্ট দেয়।
সবচেয়ে বেশি প্রতারণা করে।
সবচেয়ে বেশি #অভিনয় করে।
সবচেয়ে বেশি #শারিরীক ও #মানষিক অত্যাচার করে।

কারণ-
#আপনজনের মধ্যে স্বার্থের #সম্পর্ক বেশি।
আপনজনের মধ্যে কেউ না কেউ অর্থ পিশাচ থাকে।
কেউ না কেউ #ভন্ড #ধার্মিক থাকে।
কেউ না কেউ পা চাটা থাকে।
আর কেউ কেউ #অকৃতজ্ঞ থাকে

#আপনারা কি আমার সাথে একমত?
#একমত না থাকলে কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেন!

চেনা পথনতুন কোথাও গিয়ে দুই চার দিনেজায়গাটার আবহাওয়া বুঝা যায়মানিয়ে নিতেও বেশি দিন লাগে নাখাদ্যাভাসেও পরিবর্তন এসে যায় সহ...
28/07/2025

চেনা পথ

নতুন কোথাও গিয়ে দুই চার দিনে
জায়গাটার আবহাওয়া বুঝা যায়
মানিয়ে নিতেও বেশি দিন লাগে না
খাদ্যাভাসেও পরিবর্তন এসে যায়
সহজেই হয়ে উঠা যায় তাদেরই একজন।

কোন নতুন পথে চলতে শুরু করলেও
অল্পক্ষণেই বুঝা যায় পথের মেজাজ
পিচ উঠা রাজপথ যতই ভাঙা হোক
গাড়ি তবু চলে তার নিজস্ব গতিতে
মাটির খানাখন্দ রাস্তায়ও থামে না
শ্রমজীবি মানুষের অবাধ চলাফেরা।

তোমার যে আলো ঝলমলে বাড়িঘর
সোনার মোড়ানো চকচকে রাজপথ
ও পথে আমার পায়ের ধুলো না পড়ুক
আমি পারবো না ওসবে অভ্যস্ত হতে
তুমি বরং থাকো তোমার চেনা পথে।

অবশ্যই, কবিতার ভাব অনুযায়ী ফেসবুক পোস্টের জন্য কিছু হ্যাশট্যাগ নিচে দিলাম:

#কবিতা
#বাংলাকবিতা
#আবেগ
#রূপক
#ভালোবাসা
#মননশীল
#বাংলাসাহিত্য
#ছন্দে_জীবন
#কল্পনারপথ
#স্বপ্নওবাস্তবতা

ছায়াতোমার চিবুকে কালো তিল  ওষ্ঠে গোলাপি রঙ যে আভা  তার প্রেমে অনেকেই পড়েআমিও কী পড়েছিলাম কভু?  হয়তো অথবা নয়  জীবনের কী য...
26/07/2025

ছায়া

তোমার চিবুকে কালো তিল
ওষ্ঠে গোলাপি রঙ যে আভা
তার প্রেমে অনেকেই পড়ে
আমিও কী পড়েছিলাম কভু?
হয়তো অথবা নয়
জীবনের কী যে চাওয়া
সব পেয়েও কেউ কী বুঝেছে তবু?

সবাই জানে সাপের দাঁতে থাকে বিষ
তবু সাপুড়ে কৌশলে ধরে নেয় ফনা
বৈশাখী ঝরে উঠে মৃদু ওষ্ঠের কাঁপন
স্বপ্নে ভেসে আসে মনের চিত্রকল্প যেন
সে কি প্রেম মোহ নাকি কামনার ভূত!

কামনার মেঘে ভেসে যায় মায়া
আয়নায় যার ছায়া পড়ে সে কী ছায়া!
এখনো ঘুমের ঘোরে সবাই খোঁজে
কী খোঁজে, কাকে খোঁজে জানে কি কেউ
তোমার শাড়ির আঁচল নাকি ফেও?

#বাংলা_কবিতা #ম্যাজিক_রিয়ালিজম #আবেগ #তিল_ও_তৃষ্ণা #অদৃশ্য_প্রেম

জোয়ারে ভাঙছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক।নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। অপেক্ষায় ছিল উদ্বোধনের। কিন্তু নিন্মচাপের জোয়া...
26/07/2025

জোয়ারে ভাঙছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক।

নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। অপেক্ষায় ছিল উদ্বোধনের। কিন্তু নিন্মচাপের জোয়ারের তোড়ে উদ্বোধনের আগেই কুয়াকাটার মেরিন ড্রাইভের আদলে তৈরি সড়কটি ভেঙে পড়তে শুরু করেছে।

২৯ জুলাই ২৫, বুধবার সকাল থেকে এই ভাঙন শুরু হয়েছে। জোয়ারের তাণ্ডবে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশের দুই কিলোমিটার সড়ক অনেকটাই ভেঙ গেছে।

কেন ভাঙছে নতুন সড়ক! তবে কী নির্মান নিন্মমানের হয়েছে? দ্রুত তদন্ত হওয়া দরকার।

ইলিশ মাচ খাবেন, ইলিশ?পদ্মার ইলিশ!চাঁদপুরের ইলিশ!বরিশালের ইলিশ!সাগরের ইলিশ!কোন ইলিশ চাই আপনার? #ইলিশ_মাছ  #পদ্মার_ইলিশ  #...
25/07/2025

ইলিশ মাচ খাবেন, ইলিশ?
পদ্মার ইলিশ!
চাঁদপুরের ইলিশ!
বরিশালের ইলিশ!
সাগরের ইলিশ!
কোন ইলিশ চাই আপনার?

#ইলিশ_মাছ #পদ্মার_ইলিশ #চাঁদপুরের_ইলিশ #বরিশালের_ইলিশ #ইলিশ #বাংলাদেশ #মাছ

Address

Dhaka

Telephone

+8801716230303

Website

https://bangladeshisportslover.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when কাকাতুয়া / Kakatua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাকাতুয়া / Kakatua:

Share