In Search Of Truth

  • Home
  • In Search Of Truth

In Search Of Truth RH CHANNEL 94

22/01/2025
তিনি ওয়াক্তিয়া নামাজের ইমামতি করতে পারেন। জুমার খোতবা দিতে পারেন। ইক্বামাতে দ্বীনের প্লাটফর্মকে সামনে থেকে নেতৃত্ব দিতে ...
19/01/2025

তিনি ওয়াক্তিয়া নামাজের ইমামতি করতে পারেন। জুমার খোতবা দিতে পারেন। ইক্বামাতে দ্বীনের প্লাটফর্মকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। আমানতের বোঝা বিশ্বস্ততার সাথে বহন করতে পারেন। উনার হাতে দেশের শাষন ব্যবস্থা একবার দিয়ে দেখুন, ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্রে পরিণত হবে সোনার বাংলাদেশ।
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাষন চাই।
সবাই মিলে দাও শ্লোগান,
প্রিয় নেতা ডাঃ শফিকুর রহমান।

Copy Post

16/01/2025

পদ বঞ্চিত করা, পদে বৈষম্যের শিকার হওয়া এবং ছাত্রলীগের দোসরদের কমিটিতে ঠাঁই দেয়ার প্রতিবাদে জাবি ছাত্রদলের নতুন কমিটির মিটিংয়ে অভ্যন্তরীণ সংঘাতে অডিটোরিয়াম এর সেমিনার রুমের গ্লাস ভাংচুর করেছে জাবি ছাত্রদলের কর্মীরা। এই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তবে এখন পর্যন্ত জাবি ছাত্রদল এই ঘটনার দায় ছাত্রশিবিরের উপর চাপায়নি!

07/01/2025

কুষ্টিয়ার একটি মাহফিলে শামিম সাঈদী সাহেবের মেজাজ হারানোকে কেন্দ্র করে অনেকেই একপাক্ষিকভাবে ওনার সমালোচনা করছেন। পুরো ঘটনাটি আদ্যোপান্ত বুঝে নেওয়ার পর মনে হচ্ছে— আপনার আমার সঙ্গে এমন করা হলেও আমরা মেজাজ না হারিয়ে পারতাম না। এটি আমাদের ওয়াজ মাহফিলগুলোর চিরায়ত সংকটের ফলশ্রুতি।

ভদ্রলোক নিজেই স্বীকারোক্তি দেন— তিনি আসলে কোনো বক্তা নন। সাঈদী সাহেবের ছেলে হিসেবে মানুষের আগ্রহের জায়গাটি বিবেচনায় রেখে বিভিন্ন মাহফিল কমিটির আমন্ত্রণে হাজির হন তিনি। এটি নিশ্চয়ই তাঁর অপরাধ নয়? এমনকি কোনো চুক্তিও করেন না তিনি কখনও। কুষ্টিয়াতেও সেই ধারাবাহিকতাতেই হাজির হয়েছিলেন জনাব শামীম সাঈদী।

মাহফিল কর্তৃপক্ষ রাত আটটা থেকে পৌনে বারোটা পর্যন্ত অহেতুক অপেক্ষা করায় তাঁকে। অপেক্ষা করায় জনতাকেও। তিনি বারংবার তাদের অনুরোধ করতে থাকেন— 'এই মানুষগুলোকে এত রাত পর্যন্ত অপেক্ষা করিয়ে কষ্ট দিচ্ছেন কেন? ওয়াজ শুনতে এসে যদি ফজরের নামাজই ঝুঁকিতে পড়ে যায়, তাহলে সেই ওয়াজ মাহফিলের ফায়দা কি?' অত্যন্ত যুক্তিযুক্ত কথা সন্দেহ নেই।

অবশেষে পৌনে বারোটায় যখন অবশেষে তাঁকে স্পেস দেওয়া হয়, তখনই ঘোষণা দেওয়া হয় কালেকশনের। মাহফিল কর্তৃপক্ষ কালেকশনের জন্য মোক্ষম সময়টিকে ব্যবহার করতে চায়। প্রধান আকর্ষণকে বসিয়ে রেখে কালেকশন। কারণ কি? কারণ হলো— তাদের ঈদের মাঠ করতে হবে! ঠিক তখনই রাগ করে উঠে চলে যেতে উদ্যত হন শামীম সাঈদী সাহেব। আপনি আমি হলেও কি একই কাজ করতাম না?

কর্তৃপক্ষের অনুরোধে মঞ্চে ফিরে এসে জনতাকে পুরো ঘটনার আদ্যোপান্ত খুলে বলতে শুরু করেন তিনি। তখনই পেছন থেকে একজন উঠে এসে বলে, 'আপনি এসব কথা বলা শুরু করেছেন কেন?' এই কৈফিয়ত এমন উদ্ধত ভঙ্গিতে চাওয়া নিঃসন্দেহে যে কারও জন্য অপমানজনক। তখনই মেজাজ হারিয়ে বসেন শামীম সাঈদী সাহেব। পুরো ব্যাপারটিকে নিবিড়ভাবে অবজার্ভ করার পর মনে হলো— এভাবে একপাক্ষিক সমালোচনা করা হলে ওনার সঙ্গে জুলুম করা হবে।

সত্যি বলতে, এখানে প্রধান সংকট আমাদের দাওয়াহ সিস্টেমের। এই ওয়াজ মাহফিলগুলো ইতোমধ্যেই আবেদন হারাতে শুরু করেছে। এগুলোর প্রধান উদ্দেশ্যই হলো অর্থ কালেকশন। দাওয়াহ, মানুষের হিদায়াত এসব মাহফিলের উদ্দেশ্যের দূরতম সীমার মধ্যেও নেই। যে মাহফিল আয়োজনের একমাত্র উদ্দেশ্যই হলো অর্থ কালেকশন, সেখানে আল্লাহর রহমতের প্রত্যাশা কীভাবে করা যেতে পারে? সম্মানিত মানুষদের অসম্মান সেখানে তো খুবই স্বাভাবিক একটি ব্যাপার!

✍🏻 লিখেছেন:লাবিব আহসান

ছাত্রনেতার দাবি—'ছাত্রলীগের বিচারের আগে ছাত্র সংসদ নির্বাচন নয়'। জনতার দাবি—'আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় সংসদ নির্বাচ...
06/12/2024

ছাত্রনেতার দাবি—

'ছাত্রলীগের বিচারের আগে ছাত্র সংসদ নির্বাচন নয়'।

জনতার দাবি—

'আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় সংসদ নির্বাচন নয়'।

বলুন ঠিক কি-না?

19/05/2024

কথায় কি মুগ্ধতা,কি সাহস আর আল্লাহভীতি

মুহতারাম আমিরে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কারামুক্তবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ...
11/02/2024

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কারামুক্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উচ্চ আদালতের নির্দেশে ১১ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।

কারাফটকে তাঁকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব হোসেন আলী, এড. মারুফুল ইসলাম, এড. মুজাহিদুল ইসলাম, মুহাম্মাদ আলী মিঠুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম খান ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। ৩০ মাস ৬ দিন পর তিনি আজ কারাগার থেকে মুক্তিলাভ করলেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

দীর্ঘ ৩ বছরের ও বেশী সময় পর জালিমের কারাগার হতে মুক্ত বাতাসে প্রিয় রাহবার, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হাফি.।...
09/02/2024

দীর্ঘ ৩ বছরের ও বেশী সময় পর জালিমের কারাগার হতে মুক্ত বাতাসে প্রিয় রাহবার, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হাফি.। আলহামদুলিল্লাহ।
সেক্রেটারি জেনারেল

ইনশাআল্লাহ!!
08/02/2024

ইনশাআল্লাহ!!

বাংলাদেশ জামায়াতে ইসলামীSUBSCRIBE MY CHANNEL

Address

Lakshmipur

Telephone

+8801754725430

Website

Alerts

Be the first to know and let us send you an email when In Search Of Truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to In Search Of Truth:

  • Want your business to be the top-listed Media Company?

Share