বে না মী - Be na mi

বে না মী - Be na mi "Uski yaadon mein khoya, dil ke dard ko chhupaaya. Mohabbat ka safar khatam, lekin uski khushi ab bhi meri dua hai." 💔
(1)

25/01/2025

🤍

22/12/2024

In sha allah 🥹

19/12/2024

Ami koi 🤡

13/12/2024

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ 🖤✨

Sub - Urdu.

02/12/2024

😒😁

23/11/2024

🥹🙏

22/11/2024

Jumma Mobarak ☪️💙

20/11/2024

তবে তাদের জন্য একটা সুখবর। 💙🥹☪️

19/11/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম উম্মাহর মধ্যে বিভাজন হবে। একসময় এই উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, কিন্তু এর মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে। সেই দল হবে যারা কুরআন এবং রাসূলের (সা.) সুন্নাহকে আঁকড়ে ধরে চলবে।

হাদিস:
"আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে একটিমাত্র দল জান্নাতে যাবে। আর তারা সেই দল, যারা আমার এবং আমার সাহাবিদের পথ অনুসরণ করবে।"
(তিরমিজি: ২৬৪১)

এ থেকে বোঝা যায়, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কুরআন ও সুন্নাহর পথে থাকতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ আবার জামাত-শিবির, কেউ ছাত্রশিবির—এভাবে আমাদের পরিচয় মুসলিমের পরিবর্তে দলের পরিচয়ে আবদ্ধ হয়ে যাচ্ছে। অথচ ইসলাম আমাদের একতা ও ঐক্যের শিক্ষা দিয়েছে।

আল্লাহ বলেন:
"তোমরা সবাই আল্লাহর রজ্জুকে (দীনকে) শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না।"
(সূরা আলে ইমরান: ১০৩)

তাই রাসূলুল্লাহ (সা.)-এর অনুসারী হতে হলে, আমাদের এমন বিভাজন পরিহার করতে হবে। আমাদের পরিচয় হবে একটাই—"আমরা মুসলিম।" যারা একমাত্র আল্লাহকে প্রভু এবং রাসূল (সা.)-কে পথপ্রদর্শক হিসেবে মানি। দল বা মতবাদে বিভক্ত হয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহের পরিপন্থী।

করণীয়:
কুরআন ও সুন্নাহ অনুসরণ করা: আমাদের উচিত দল-মত বাদ দিয়ে কুরআন এবং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা।
ঐক্যের জন্য কাজ করা: মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্য প্রতিষ্ঠা করা।
বিদআত ও ভুলপথ থেকে দূরে থাকা: এমন কাজ ও বিশ্বাস থেকে বিরত থাকা, যা কুরআন ও সুন্নাহতে নেই।
আলেমদের সঙ্গে পরামর্শ করা: সঠিক পথে থাকতে সত্যিকারের আলেমদের কাছ থেকে দীন শেখা।
রাসূলুল্লাহ (সা.) আমাদের সতর্ক করেছেন:
"তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ কোরো না, বিভাজিত হয়ো না। তোমরা সবাই আল্লাহর বান্দা, একে অপরের ভাই।"
(সহীহ মুসলিম: ২৫৬৪)

উপসংহার:
আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে এবং আমরা ইসলামের প্রকৃত পথ থেকে বিচ্যুত হবো। তাই আমাদের দলে বা মতবাদে বিভক্ত না হয়ে কুরআন ও রাসূলের (সা.) সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

"আসুন, আমরা নিজেদের পরিচয় মুসলিম হিসেবে গড়ে তুলি এবং উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় কাজ করি। আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তাওফিক দিন

Address

Kaptai Road Chattagong
Dhaka

Telephone

+8801701114960

Website

Alerts

Be the first to know and let us send you an email when বে না মী - Be na mi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বে না মী - Be na mi:

Share

Category