business promotion service

business promotion service I am SEO professional and digital marketing Expert

“বাবা — আমার নিরব নায়ক”বাবা শব্দটা খুব ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বিশাল এক জীবনের গল্প।মা যেখানে মমতা, স্নেহ আর চো...
15/06/2025

“বাবা — আমার নিরব নায়ক”

বাবা শব্দটা খুব ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বিশাল এক জীবনের গল্প।
মা যেখানে মমতা, স্নেহ আর চোখের জল; বাবা সেখানে শক্তি, সহ্য আর নিরব আত্মত্যাগ।
তুমি হয়তো কোনোদিন আমাকে বলে ওঠোনি, “আমি তোমায় ভালোবাসি।”
কিন্তু প্রতি ভোরে তোমার ঘুমভাঙা মুখ, ক্লান্ত পা, কপালের ঘাম — সবই বলেছে,
“তুমি আমার সব।”

তুমি ছিলে আমার ছায়া, অথচ আমি তোমার অস্তিত্ব টের পাইনি তখন।
আজ যখন বড় হয়েছি, জীবনের কিছু ধাক্কা খেয়েছি — তখন বুঝি,
তুমি না থাকলে আমাদের আকাশটাই ফাঁকা থাকত।
শুভ বাবা দিবস, বাবা।
❤️পৃথিবীর সকল বাবা ভালো থাকুক❤️

16/05/2025

Their eyes don't have colorful dreams, but our dreams are woven by their hands.

Every day, while thousands of people are sleeping soundly, some wake up before the sun shines—putting on factory clothes and going out in search of a living.

Traffic, crowds, heat, fatigue—all bypassed—in a small space surrounded by the machinery of that factory, they began work—for 10-12 hours or more straight.

With sweaty bodies, cracked wrists, signs of fatigue under their eyes, yet with a smile on their faces, they make one garment after another—one that reaches from one end of the world to the other.

In fact, they don't make clothes,
they build the economic foundation of the country,
they control the flow of foreign exchange,
they keep thousands of families, thousands of dreams alive.

But they don't hold any big positions,
they don't have offices,
they don't have glamour,
they don't make news,
they don't go viral.
Their life stories remain buried—
within the factory walls.

Yet, they are satisfied at the end of the day—
because their small income pays for their children's education, their elderly father's medicine, house rent, and market expenses.

They are garment workers—
the silent warriors, the unsung heroes of this country's economy.

They have no demands, no arrogance,

only tireless work and a sense of responsibility.

If we can't give anything today,
then let's give at least one thing—
respect.

A 'thank you' from the bottom of our hearts—
to these silent workers.

They are not just part of the garment industry, they are the pride of Bangladesh.

Office time
27/04/2025

Office time

19/03/2025

How are you all friends

09/03/2025

It was one of those days.

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
23/01/2025

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই💗

চায়না pp ফেব্রিক এর জার্সি পোলো শার্ট স্টক শিমিত যাদের লাগবে দূরুত ইনবক্স করুন প্রাইস -410
01/11/2024

চায়না pp ফেব্রিক এর জার্সি পোলো শার্ট
স্টক শিমিত যাদের লাগবে দূরুত ইনবক্স করুন
প্রাইস -410

এপোল ইয়ারপোডস ৫৫% ডিসকাউন্ট এ পাচ্ছেনI found this great deal on Daraz! Check it out! Product Name:  Apple Airpods Pro /...
11/07/2024

এপোল ইয়ারপোডস ৫৫% ডিসকাউন্ট এ পাচ্ছেন
I found this great deal on Daraz! Check it out!
Product Name: Apple Airpods Pro / tws wireless Bluetooth
Product Price: ৳600
Discount Price: 272টাকা
ইয়ারপোডস টি কিনতে ভিজিট করুন👇👇
https://s.daraz.com.bd/s.mCC?cc

27/06/2024

প্লাস্টিকের ব্যাগ দ্রুত সিল করার সস্তা এবং সহজ উপায়। মাল্টি-ফাংশনাল মিনি প্লাস্টিক ব্যাগ সিলার, মাইক্রো-থার্মাল প্রযুক্তি ব্যবহার করে সহজে এবং নিরাপদে প্লাস্টিকের ব্যাগ সিল করা। আপনি যে কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে! অবিলম্বে কাজ করে! শুধু ব্যাগের প্রান্তে ম্যাজিক সিলার রাখুন এবং যেমন দেখানো হয়েছে তা দিয়ে টানুন। সেফটি বারে বিল্ট ইন ব্যবহার না হলে আঘাত প্রতিরোধ করে। সহজ স্টোরেজ জন্য পিছনে চুম্বক.
এখনি কিনে ফেলুন এই অফার সীমিত সময়ের জন্য 👇👇👇👇
লিংক এ লিংকে ক্লিক করে নিজে নিজেই কিনুন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দেন
https://click.daraz.com.bd/e/_bePAyTL
Whatsapp 👉👉 01981-153585

Address

Gazipur
Dhaka
1746

Alerts

Be the first to know and let us send you an email when business promotion service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share