Dora's Family

Dora's Family cat society

20/09/2025

জীবনে এমন কিছু করে যাও যেটার জন্য মানুষ তুমি চলে গেলেও তোমার কথা মনে করবে

14/09/2025

সিসি ক্যামেরা ওরে দেখে আমি জোরে একটা ডাক দিছিলাম ভাবলাম মনে হয় শুনবে।আর কিছুক্ষণ পরেই আমি ওকে খুঁজে পাই

আলহামদুলিল্লাহ একদম সুস্থ বাচ্চা পেয়েছি🥰
14/09/2025

আলহামদুলিল্লাহ একদম সুস্থ বাচ্চা পেয়েছি🥰

  আসসালামু আলাইকুম আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। কালকে রাতে ও কিভাবে বাসা থেকে বের হয়ে গেছে কিছুই বুঝতেছিনা। আমা...
14/09/2025


আসসালামু আলাইকুম আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। কালকে রাতে ও কিভাবে বাসা থেকে বের হয়ে গেছে কিছুই বুঝতেছিনা। আমাদের ধারণা মতে ও বারান্দা থেকে পড়ে গিয়েছে। বয়স ৩ বছর তিন বছর যাবত ও আমার ঘরে ওর জন্য কখনোই cat proof করতে হয়নি। আমার বাসায় দুইটা বারান্দা ও যে বারান্দায় থাকতো সে বারান্দা ক্যাটপ্রুফ ছিল না কারণ ও কখনোই নিচে নামার চেষ্টা করত না।ছয় বছর বাচ্চা পালার লাইফে আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন কিছুই হয়নি। আমি কোনভাবেই মানতে পারতেছি না। আমার ফিলিংসটা তারাই বুঝবে যারা এরকম পরিস্থিতির শিকার হয়েছে। আপনাদের হাতে পায়ে পড়ি। গাজীপুর জয়দেবপুর উত্তর বিলাসপুর ছাপরা মসজিদের আশেপাশে যদি থাকেন কেউ যদি এমন বাচ্চা কারো চোখে পড়ে। দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে করা হবে খুশি করা হবে
01914709667

আমার ছোট্ট মনে একটা বড় প্রশ্ন। অনাদের কি কাপড়ের অভাব আছে তাইলে জামাই এর গেঞ্জি পইরা  মানুষের সামনে আসতে হবে কেন। হারা ...
14/09/2025

আমার ছোট্ট মনে একটা বড় প্রশ্ন।
অনাদের কি কাপড়ের অভাব আছে তাইলে জামাই এর গেঞ্জি পইরা মানুষের সামনে আসতে হবে কেন। হারা কি বুঝাইতে চাইতে আছে।

🐾 পার্সিয়ান মেইল বিড়ালের ম্যাটিং সার্ভিস 🐾বিশ্বাসযোগ্য ও যত্নবান পরিবেশে আপনার ফিমেল বিড়ালের জন্য ম্যাটিং সার্ভিস এখন...
06/09/2025

🐾 পার্সিয়ান মেইল বিড়ালের ম্যাটিং সার্ভিস 🐾
বিশ্বাসযোগ্য ও যত্নবান পরিবেশে আপনার ফিমেল বিড়ালের জন্য ম্যাটিং সার্ভিস এখন উপলভ্য।

🔸 বিড়ালের তথ্য:
• ব্রিড: পার্সিয়ান
• মুখের ধরন: লায়ন ফেস
• কোট টাইপ: ত্রিপল কোড
• বয়স: ১ বছর
• স্বভাব: শান্ত, বন্ধুসুলভ এবং পরিচ্ছন্ন
• অবস্থান:উত্তরা আব্দুল্লাহপুর ঢাকা ও গাজীপুর জয়দেবপুর

🔸 সার্ভিসের সুবিধাসমূহ:
✅ আপনার ফিমেল ক্যাট আমাদের বাসায় রেখে যেতে পারেন — পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত যত্নের নিশ্চয়তা থাকবে।
✅ চাহিদা অনুযায়ী আপনার বাসায় গিয়েও ম্যাটিং সার্ভিস দেওয়া সম্ভব।
✅ ম্যাটিং ব্যর্থ হলে দ্বিতীয়বারের জন্য অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হবে না।

📞 যোগাযোগ: ০১৯১৪৭০৯৬৬৭ (হোয়াটসঅ্যাপ চালু আছে)
📩 বুকিং বা বিস্তারিত জানতে ইনবক্স করুন।

🐱 আপনার প্রিয় বিড়ালের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমরা আছি সদা প্রস্তুত।

🌿 Cat Mating Service Available 🌿আপনার প্রিয় বিড়ালের জন্য খুঁজছেন সুস্থ ও অভিজ্ঞ সঙ্গী? 🐾আমাদের কাছে রয়েছে—✔️ এক্সপেরি...
06/09/2025

🌿 Cat Mating Service Available 🌿আপনার প্রিয় বিড়ালের জন্য খুঁজছেন সুস্থ ও অভিজ্ঞ সঙ্গী? 🐾আমাদের কাছে রয়েছে—✔️ এক্সপেরিয়েন্সড ও হেলদি ক্যাট✔️ ভ্যাকসিনেটেড ও সুস্থ-সবল✔️ সুন্দর বাচ্চার নিশ্চয়তা👉 আমাদের সার্ভিস সুবিধা:চাইলে আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে 🏡চাইলে আপনার বিড়ালকে আমাদের বাসায় রাখা যাবে 🏠আমাদের নিজের বাসাতেও সার্ভিস দেওয়া হয় ✨গ্রাহক নিজের পছন্দমতো বিড়াল বেছে নিতে পারবেন 🐱📍 যোগাযোগ: ০১৯১৪৭০৯৬৬৭💖 সুস্থ বিড়াল, সুন্দর বাচ্চা ও ঝামেলাহীন সার্ভিস—সবকিছু একসাথে পেতে এখনই যোগাযোগ করুন।

05/09/2025
05/09/2025

আমার ঘরের কিছু খরগোশের বাচ্চা 🥰

আমাকে একজন জিজ্ঞেস করল। এই যে তুমি এত রাতে যাওয়া আসা কর। তোমার বাচ্চা দুইটাকে নিয়ে একা এত দূরে যাও আবার একা একা চলে আস...
02/09/2025

আমাকে একজন জিজ্ঞেস করল। এই যে তুমি এত রাতে যাওয়া আসা কর। তোমার বাচ্চা দুইটাকে নিয়ে একা এত দূরে যাও আবার একা একা চলে আসো, তোমার ভয় লাগে না
উত্তরে তাকে বললাম কিসের ভয় ডাকাতের ভয় কপালে যদি বিপদ থাকে সেটা যেকোনোভাবেই হতে পারে🙃
আর মৃত্যুর ভয় সেটা তো আমি কবে থেকেই খুজতেছি কিন্তু দেখা তো পাচ্ছি না 🙂

02/09/2025

এগুলো বিড়াল নাকি খরগোশ 🤣

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dora's Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share