
25/05/2025
আমার জীবনে দেখা সেরা শাসন আমল হলো:-
"ফখরুদ্দিন আহমেদের শাসন আমল"।
এত শান্তিতে জীবনে থাকি নি। সর্বপ্রথম উনিই রাজনীতিবিদদের মুখোশ খুলে দিয়ে দিয়েছিলেন।
গোটা দেশে শান্তি স্থাপনের পর, উনি যখন স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে গিয়ে নির্বাচন আয়োজন করে তার কাজের ইতি টেনেছিলেন।
তারপর..... সেই নির্বাচনের মাধ্যমে আবারও রাজনীতিবিদরা তাদের পূর্বের স্বভাবে ফিরে গেল। তারমানে যাদের যে স্বভাব: "কয়লা ধুইলেও কখনো ময়লা যায় না।"
এদেশে যে কেউ যখনই আসুক শান্তি স্থাপন করতে। যদি সে সরে যাওয়ার পর ক্ষমতা আবারো প্রফেশনাল রাজনীতিবিদদের হাতে যায়। তাহলে দেশ বরাবরই বাঁশ খাবে।
এতে কোন সন্দেহ নেই।