Jewel & Dream

Jewel & Dream সচেতনতাই Smartness Jewel & dream page is created to increase Social awareness among people.
(6)

25/05/2025

আমার জীবনে দেখা সেরা শাসন আমল হলো:-
"ফখরুদ্দিন আহমেদের শাসন আমল"।

এত শান্তিতে জীবনে থাকি নি। সর্বপ্রথম উনিই রাজনীতিবিদদের মুখোশ খুলে দিয়ে দিয়েছিলেন।
গোটা দেশে শান্তি স্থাপনের পর, উনি যখন স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে গিয়ে নির্বাচন আয়োজন করে তার কাজের ইতি টেনেছিলেন।

তারপর..... সেই নির্বাচনের মাধ্যমে আবারও রাজনীতিবিদরা তাদের পূর্বের স্বভাবে ফিরে গেল। তারমানে যাদের যে স্বভাব: "কয়লা ধুইলেও কখনো ময়লা যায় না।"

এদেশে যে কেউ যখনই আসুক শান্তি স্থাপন করতে। যদি সে সরে যাওয়ার পর ক্ষমতা আবারো প্রফেশনাল রাজনীতিবিদদের হাতে যায়। তাহলে দেশ বরাবরই বাঁশ খাবে।

এতে কোন সন্দেহ নেই।

অনেক মিস করি
21/05/2025

অনেক মিস করি

02/05/2025

New Air Bike !!!
What next?

এমন হলে কেমন হতো?
01/05/2025

এমন হলে কেমন হতো?

23/04/2025

তোমারা যদি আমাকে দেশপ্রেমিক, সৎসাহসী, ঈমানদার আইনশৃঙ্খলা বাহিনী গঠন করে দিতে পার, তোমরা নিশ্চিত থাকো- "আমি তোমাদেরকে একটা উন্নত দেশ উপহার দেব ইনশাআল্লাহ"।

কতটা অসচেতন হলেনিজের জারি করা আদেশনিজেরই অজান্তেইঅমান্য করছে?এরা জাতিকে কী দেবে?
21/03/2025

কতটা অসচেতন হলে
নিজের জারি করা আদেশ
নিজেরই অজান্তেই
অমান্য করছে?
এরা জাতিকে কী দেবে?

নিজের সাথে মিলিয়ে নিই!কে কতটা পারলাম?
12/03/2025

নিজের সাথে মিলিয়ে নিই!
কে কতটা পারলাম?

নিউজটা এখানে (comment section) দিয়ে দিলাম (অনেকে প্রমান চান তাই)ধর্ষককে ভাইরাল করুন ! ছবির দুইজন সম্পর্কে পিতা পুত্র। পি...
11/03/2025

নিউজটা এখানে (comment section) দিয়ে দিলাম (অনেকে প্রমান চান তাই)

ধর্ষককে ভাইরাল করুন ! ছবির দুইজন সম্পর্কে পিতা পুত্র। পিতার নাম রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার আর পুত্রের নাম রাকিব ঢাবির রসায়ন বিভাগের ১৪-১৫ ব‍্যাচের শিক্ষার্থী। এই রাকিব ছেলেটা আবার ৪১ বিসিএসের পররাষ্ট্র ক্যাডার।

এখন মূল ঘটনায় আসি; ক’দিন আগে শহীদ মিনারের জন্য ভোরবেলা ফুল চাইতে গিয়ে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনার কথা মনে আছে? এই পিতাই সেই ধর্ষক!!! এখন এই BCS ক‍্যাডার পোলা তার ধর্ষক বাবাকে বাঁচাতে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ধর্ষিতার পরিবারকে। অর্থ‍্যাৎ সে তার ক্ষমতার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে তার পিতাকে বাঁচাতে!!

এবার আসুন আমরাও আমাদের সর্বোচ্চ শক্তি ব‍্যয় করি এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে।

যে মেয়েকে ধর্ষন করা হয়েছে তাঁর বয়স ১১ এবং সে তার মায়ের এক মাত্র মেয়ে…..

এবার দেখেন আপনার বিবেক কিছু বলে কি না!! আসুন আমরা সাধারন মানুষ আমাদের পাওয়ার দেখাই। অন্তত প্রচুর শেয়ার করে এদের চেহারাটা ভাইরাল করি।

Collected from the post of Shahin Ara Sultana

10/03/2025
কার কাছে বিচার চাইবেন?সেটা আগে নির্ধারণ করুন
10/03/2025

কার কাছে বিচার চাইবেন?
সেটা আগে নির্ধারণ করুন

09/03/2025

কাঁদো! নারী কাঁদো!
ধর্ষণের সঠিক বিচার তুমি পাবে না। কিন্তু যে আইনে তুমি সত্যিকারের বিচার পাবে, সে আইন তুমি প্রতিষ্ঠিত করতেও চাওনা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jewel & Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share