LX Sheikh Fuad Shuvo official

LX Sheikh Fuad Shuvo official আল্লাহ আমাকে সঠিক পথ দেখান

12/07/2023

এমবি কিনে হাজার টাকা
উড়িয়ে দেই পাপ তাপে
ইমামগণের বেতন চাইলে
এক "শ" দিতেই হাত কাঁপে।

বিলাসবহুল শপিং মলে
অনেক টাকা ছাইড়া যাই
ফকির এলে আমরা বলি
"মাফ কর ভাই" খুচরা নাই।

কত খাবার নষ্ট করে ‌
ডাস্টবিনে দেই ছড়িয়ে
টুকাই একটু খাবার চাইলে
মুখটাকে নেই ফিরিয়ে।

ঘর বাঁধিয়া কুকুর পালি
খাওয়াই তারে গরম ভাত
গৃহহীন কেউ আশ্রয় চাইলে
তুলি নানান অজুহাত।

হাজার টাকা নষ্ট করি
বিয়ে বাড়ির গেট করে
রিক্সাওয়ালার ভাড়া দিতে
গেলেই মোদের পেট পুড়ে।

ছেলে বউয়ের কথা শুনলে
ছেলেরে কই রা*মছা*গল
মেয়ের জামাই খুবই ভালো
হয় যদি সে বউ পাগল।

আসল কথা আমরা এখন
ভালো-মন্দ খুজিনা
কি করিতে কি না করি
কিছুই আমরা বুঝি না।

পাগল থেকে আমরা এখন
হইছি এমন ঘোর পাগল
কীর্তিকলাপ দেখে মোদের
হাসে পথের দুর্বাদল ।

কবিতা :- মানুষের মন।
লেখায় :- ফেরদৌস আহমেদ।

#সংগৃহীত_পোস্ট

06/07/2023

আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালো তামিম।
কেঁদেছেন Mashrafe Bin Mortaza 🙄
কাঁদলেন Tamim Iqbal 🥺
চুপ করে বিদায় নিয়েছেন Mushfiqur Rahim 😔
Mahmudullah Riyad তো খেলতে থাকলেও বিবেচনায় নাই
ক্রিকেটকে ঢেলে সাজাও, নান্নু-পাপন হটাও, দেশের ক্রিকেট বাঁচাও...

#হটাও পাপন বাচাও ক্রিকেট
# হটাও সিন্ডিকেট
শুধু যে তামিম ভাই কাদছিলো তা না,, তার সাথে কাঁদছিলো ক্রিকট প্রেমি পুরো বাংলাদেশ🥹আপনি কিংবদন্তী সারাজীবন কিংবদন্তি হয়েই থাকবেন। আপনার অবদান বাংলাদেশ মনে রাখবে সারাজীবন। ভাঙা আঙুল নিয়ে হয়তো ক্রিজে এসে ব্যাট করার এমন সাহস দেখাবে না দেশের হয়ে আর কেউ। মনে রাখবে সকলে আপনার সেই দিনের ম্যাচটিও ❤️❤️

বিদায় তামিম।

#২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১৪টি ও ফিফটি ৫৬টি।

# টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।

# টি–টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি।

09/06/2023

তুমি হয়তো কোনকিছুর এক ফোঁটা চাচ্ছ;
কিন্তু আল্লাহ তোমার জন্য এক সমুদ্র তৈরি করে রেখেছেন।

তুমি হয়তো আল্লাহর কাছে একটি ফুল চাচ্ছ;
কিন্তু আল্লাহ তোমার জন্যে একটি বাগান তৈরি করে রেখেছেন।

তুমি হয়তো আল্লাহর কাছে ভালোবাসা খুঁজছ;
কিন্তু আল্লাহ তোমার জন্য এমন এক হৃদয় প্রস্তুত করে রেখেছেন যা তোমার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ।

প্রয়োজন শুধু একটু সবর ও দুআয় অনড় থাকা...

~ অনূদিত একটি কাব্য 🌸

#ইসলামিকপোষ্ট

09/06/2023

Islamic content will be uploaded on this page. No bad songs, movies, will be posted. It is our duty to protect you, no obscenity will be posted by the grace of Allah.
Inshallah

এই পেজে ইসলামিক বিষয়বস্তু আপলোড করা হবে। কোন বাজে গান, মুভি, পোস্ট করা হবে না। আপনাদের হেফাজত করা আমাদের দ্বায়িত্ব , কোন অশ্লীল কিছু আল্লাহর রহমতে পোস্ট হবে না
ইনশাআল্লাহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when LX Sheikh Fuad Shuvo official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LX Sheikh Fuad Shuvo official:

Share