Raqi Hossain

Raqi Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Hossain, Digital creator, Dhaka.



জ্বীন, জাদু ও বদনজর হাসাদ অথবা প্যারানরমাল
সমস্যায় শারইয়াহ্ রুকাইয়াহ্ আমি কুরআনী ট্রিটমেন্ট করি তাই যারা করতে চান আমাকে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার : 01788859323

🌿🌸 জুমআর দিনের আমল ও ফজিলত 🌸🌿(কোরআন ও হাদীসের আলোকে)🔹 জুমআ (শুক্রবার) মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় একটি...
31/10/2025

🌿🌸 জুমআর দিনের আমল ও ফজিলত 🌸🌿

(কোরআন ও হাদীসের আলোকে)

🔹 জুমআ (শুক্রবার) মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় একটি দিন।
এই দিনটি আল্লাহ তা‘আলার নিকট সর্বোত্তম দিন — রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের দিন।
রাসুলুল্লাহ ﷺ বলেন,

🌿“সূর্য যেদিন উদিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনেই আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই পৃথিবী থেকে বের করা হয়েছে।”
(সহিহ মুসলিম: ৮৫৪)

🌿 ১️⃣ গোসল করা ও পরিচ্ছন্ন থাকা

রাসুলুল্লাহ ﷺ বলেন,

✨“যে ব্যক্তি জুমআর দিনে গোসল করে, পবিত্র হয়, সুগন্ধি ব্যবহার করে, উত্তম পোশাক পরে, এরপর মসজিদে যায়, এবং ইমাম খুতবা শেষ না করা পর্যন্ত নীরবে বসে শোনে— তার এক জুমআ থেকে পরের জুমআ পর্যন্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।”
📖(সহিহ বুখারি: ৮৮৩, সহিহ মুসলিম: ৮৫৭)

🕌 তাই শুক্রবার সকালে গোসল করে পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত।

🌿 ২️⃣ আগেভাগে মসজিদে যাওয়া

✨✨রাসুলুল্লাহ ﷺ বলেন,✨✨

🌿“যে ব্যক্তি জুমআর দিনে প্রথম সময়ে মসজিদে যায়, সে যেন একটি উট কুরবানির সওয়াব পায়; এরপরের ঘন্টায় গেলে গরু কুরবানির সওয়াব, এরপর ছাগল, এরপর মুরগি, এরপর ডিম দান করার সওয়াব পায়। আর যখন ইমাম খুতবা দিতে বের হয়, তখন ফেরেশতারা তাদের রেজিস্টার বন্ধ করে দেয়।”
📖(সহিহ বুখারি: ৮৮১, সহিহ মুসলিম: ৮৫০)

🌿 ৩️⃣ সূরা আল-কাহফ তেলাওয়াত করা

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

🌿 “যে ব্যক্তি শুক্রবারে সূরা আল-কাহফ তেলাওয়াত করে, এক জুমআ থেকে পরবর্তী জুমআ পর্যন্ত তার জন্য নূর ছড়িয়ে দেওয়া হয়।”
📖(সহিহ আল-জামি: ৬৪৭০, হাকিম, বায়হাকি)

🕯️ তাই শুক্রবারে সূরা আল-কাহফ (সুরা নং ১৮) সম্পূর্ণ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

🌿 ৪️⃣ নবী ﷺ-এর উপর বেশি বেশি দরুদ পাঠ করা

✨✨রাসুলুল্লাহ ﷺ বলেন,✨✨

🌿“তোমরা শুক্রবারে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”
📚(আবু দাউদ: ১৫৩১, ইবনে মাজাহ: ১০৮৫)

💖 দরুদ শরিফ:
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

🌿 ৫️⃣ দোয়া কবুলের বিশেষ সময়

✨✨রাসুলুল্লাহ ﷺ বলেন,✨✨

🌿“জুমআর দিনে একটি সময় আছে, মুসলমান যদি সে সময়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই তাকে দান করেন।”
📖(সহিহ বুখারি: ৯৩৫, সহিহ মুসলিম: ৮৫২)

🕰️ অনেক আলেমের মতে, এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত।

🌿 ৬️⃣ কবর জিয়ারত করা

✨শুক্রবার কবর জিয়ারত করা মুস্তাহাব।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

🌿 “তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।”
📚(সহিহ মুসলিম: ৯৭৬)

📿 তাই শুক্রবারে কবর জিয়ারত করে মৃত আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করা উত্তম আমল।

🌿 ৭️⃣ কুরআন তেলাওয়াত ও নফল নামাজ আদায় করা

🌿ফজর থেকে জুমআর নামাজের আগ পর্যন্ত সময়টি ইবাদতের জন্য বরকতময়।
📖 বেশি বেশি কুরআন তেলাওয়াত, তাসবিহ, ইস্তেগফার ও নফল নামাজ পড়া সুন্নত।

🌿 ৮️⃣ গীবত, মিথ্যা ও ফালতু কথা থেকে বিরত থাকা

✨✨রাসুলুল্লাহ ﷺ বলেছেন,✨✨

🌿“যে ব্যক্তি জুমআর দিনে খুতবা চলাকালীন ‘চুপ করো’ বলে, সে-ও অনর্থক কথা বলল।”
📖(সহিহ বুখারি: ৯৩৪, সহিহ মুসলিম: ৮৫১)

🛑 তাই জুমআর দিন ও নামাজের সময় জিহ্বা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

🌸 অত এব,

🌿জুমআর দিন শুধু বিশ্রামের বা ছুটির দিন নয় —
এটি আল্লাহর রহমত, মাগফিরাত ও জান্নাতের পথে এগিয়ে যাওয়ার দিন।
তাই আসুন, এই দিনটিকে আমরা ইবাদতে, দোয়ায় ও দরুদে পরিপূর্ণ করি।

اللهم اغفر لي ولوالدي وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات
🌿“হে আল্লাহ! আমাকে, আমার পিতা-মাতাকে, সকল মুসলিম ও মুমিন পুরুষ-মহিলাকে ক্ষমা করে দিন।”

✍️ Raqi Hossain 🌿
fans

31/10/2025

এই গ্রুপের অবিবাহিত ভাই এবং বোনকে কে কে আছেন যাদের বিয়ের বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে হচ্ছে না তারা কমেন্ট করেন আমল দেওয়া হবে
Raqi Hossain

31/10/2025

আলহামদুলিল্লাহ এক বোনের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন।

31/10/2025

দুরুদ পড়ছেন তো⁉️
শুক্রবার দুরুদ পাঠের দিন‼️
তাই বেশি থেকে বেশি নবীজি * ﷺ * এর উপর দুরুদ পাঠ করুন। 🤍🖤
আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মোহাম্মদ * ﷺ *
বেশি বেশি ইস্তেগফার পড়ুন।

30/10/2025

🌿✨ আসমানের দরজা খুলে দেয় এমন এক তাসবীহ ✨🌿

✨✨কল্পনা করুন—
আপনি কারো ঘরে গেলেন, কিন্তু দরজা বন্ধ!
আপনি যতবারই কড়া নাড়েন, ভিতর থেকে কোনো সাড়া নেই...
অবশেষে যখন দরজাটি খুলে যায়, তখন আপনি মেহমান হিসেবে ঘরে প্রবেশ করেন।

🌿ঠিক তেমনি—
আল্লাহ তাআলা কিছু বিশেষ যিকর ও তাসবীহ দান করেছেন,
যা পাঠ করলে আল্লাহর রহমত ও আসমানের দরজা খুলে যায়,
এবং বান্দার আবেদন সরাসরি পৌঁছে যায় আল্লাহর দরবারে। 🌸

🌺 সেই মহান তাসবীহটি হলো ⤵️

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا
🍂🍂উচ্চারণ:
আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।

✨অর্থ:
আল্লাহ মহান—অত্যন্ত মহান,
সমস্ত প্রশংসা আল্লাহর—অগণিত প্রশংসা,
এবং সকাল-সন্ধ্যায় আল্লাহ পবিত্র। 🌙☀️

🌸 হাদীসের ঘটনা

📖 সহীহ মুসলিম (হাদীস: ৬০০), মুসনাদে আহমদ (৪৮৬০), তাবরানী কাবীর (১২৭৭২)

🌿হযরত আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন—

✨“আমরা একদিন রাসূলুল্লাহ ﷺ–এর সঙ্গে নামাজে দাঁড়িয়ে ছিলাম।
নামাজ শেষে এক সাহাবী বললেন:

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا

🌿তখন রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞাসা করলেন, ‘কে এই কথা বলল?’

সাহাবী বললেন, ‘আমি, হে আল্লাহর রাসূল!’

তখন নবী করিম ﷺ বললেনঃ

“لقد رأيت اثني عشر ملكاً يبتدرونها أيهم يرفعها.”

অর্থাৎ—“আমি দেখলাম বারোজন ফেরেশতা তাড়াহুড়া করছে—কে আগে এই তাসবীহ আসমানে তুলে নিয়ে যাবে।” 🌤️✨

🌿 কুরআনের আলোকে যিকর ও তাসবীহের ফজিলত 🌿

📖 সূরা আহযাব (৩৩:৪১–৪২)

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো,
এবং সকাল-সন্ধ্যায় তাঁকে তাসবীহ করো।”

📖 সূরা নূর (২৪:৩৬–৩৭)

🌿“যে ঘরগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়,
সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর প্রশংসা করা হয়।”

📖 সূরা গাফির (৪০:৫৫)

🌿“তুমি তোমার প্রভুর প্রশংসা সহকারে তাসবীহ করো এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো।”
📖 সূরা ত্বাহা (২০:১৩০)

🌿 “তুমি ধৈর্য ধরো এবং তোমার প্রভুর প্রশংসা সহকারে তাসবীহ করো,
সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পর।”

🌷 এই তাসবীহ পাঠের ফজিলত 🌷

✅ আসমানের রহমতের দরজা খুলে যায়।
✅ ফেরেশতারা দ্রুত এই যিকর আল্লাহর দরবারে নিয়ে যায়।
✅ বান্দার নাম আল্লাহর দরবারে স্মরণ করা হয়।
✅ দোয়া দ্রুত কবুলের মাধ্যম হয়।
✅ নামাজ শেষে পাঠ করলে বিশাল সওয়াব লাভ হয়।

🌸 সহজ আমল কিন্তু মহা ফলপ্রসূ 🌸

প্রতিদিন সকালে ও সন্ধ্যায়,
নামাজ শেষে বা নির্জনে—এই তাসবীহটি আন্তরিকভাবে পাঠ করুন।
দেখবেন, আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে 🌿
আর আল্লাহর রহমতের দরজা খুলে যাবে আপনার জীবনের জন্য ইনশাআল্লাহ 🤲✨

🌿🌺 তাসবীহ (পাঠের জন্য প্রস্তুত) 🌺🌿

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا
وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا
وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا

উচ্চারণ:
আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।

অর্থ:
আল্লাহ মহান—অত্যন্ত মহান,
সমস্ত প্রশংসা আল্লাহর—অগণিত প্রশংসা,
এবং সকাল-সন্ধ্যায় আল্লাহ পবিত্র। 🌙☀️

🌿 সূত্রসমূহ 🌿

📘 সহীহ মুসলিম — হাদীস ৬০০
📘 মুসনাদে আহমাদ — হাদীস ৪৮৬০
📘 তাবরানী আল-কাবীর — হাদীস১২৭৭৭২
📗 সূরা আহযাব — আয়াত ৪১-৪২
📗 সূরা গাফির — আয়াত 55
📗 সূরা নূর — আয়াত ৩৬-৩৭
📗 সূরা ত্বাহা — আয়াত ১৩০

🌸 اللهم اجعلنا من الذاكرين الله كثيراً والذاكرات 🌸
“হে আল্লাহ! আমাদেরকে সেইসব বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা তোমাকে অধিক পরিমাণে স্মরণ করে।” 🤲

✍️ Raqi Hossain 🌿

#যিকর #তাসবীহ #দোয়া #ইসলামিকপোস্ট #আসমানের_দরজা #রহমতের_দরজা #আল্লাহু_আকবার

30/10/2025

❝ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। ❞(সহিহ মুসলিম: ২৫৬৪)

30/10/2025

🌸 বাস্তবতার এক করুণ চিত্র 🌸

আফসোস! আমরা নিত্যদিন এমন অনেক কাজ করে ফেলি, অথচ তা যে কত বড় অন্যায়—সেটা উপলব্ধিই করি না। 💔

বিশেষ করে দেখা যায়, যখন কোনো মা দেখেন তাঁর ছেলে স্ত্রীকে ভালোবাসছে, যত্ন নিচ্ছে, তখন অনেক সময় সেই মায়ের মনে কষ্ট বা হিংসা জন্ম নেয়। তখন শুরু হয় অভিযোগ—
“নিশ্চয়ই ও (বৌমা) আমার ছেলেকে তাবিজ করেছে, জাদু করেছে!”
কী ভয়ংকর এই ধারণা! 😔

একজন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাকে জাদু বা তাবিজের প্রভাব বলা মানে হচ্ছে তাদের পবিত্র সম্পর্কের প্রতি অপবাদ দেওয়া। অথচ ইসলামে অপবাদ দেওয়া, ভিত্তিহীন অভিযোগ তোলা, অন্যের সম্পর্ক নিয়ে কটূ কথা বলা—সবই মারাত্মক গুনাহ।

🌿 আল্লাহ তায়ালা বলেন:

“হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকো, কারণ কিছু ধারণা পাপ।”
— (সূরা আল-হুজুরাত, ৪৯:১২)

তাই আমাদের উচিত, অন্যের দাম্পত্য ভালোবাসাকে হিংসা না করে আনন্দের সঙ্গে দেখা। কারণ, ভালোবাসা, যত্ন—এগুলোই পরিবারকে শান্তি দেয়, সমাজকে সুন্দর করে তোলে।

✨ আল্লাহ আমাদের সবাইকে হিংসা, অপবাদ ও ভুল ধারণা থেকে হেফাজত করুন।
🤲🏼 আমিন।

✍️ Raqi Hossain 🌿

30/10/2025

জাদুগ্রস্থ ব্যক্তির মাথার চুল স্বাভাবিকভাবে ঝরে যায়, চেহারা ফ্যাকাসে হয়ে যায়, সিদ্ধান্তহীনতা ভয়-ভীতি কাজ করে। এই সমস্যা হয়

✨✨দুঃখ কষ্টের সম্মুখীন হলে কোন দোআ পড়বেন❓জানুন‼️
30/10/2025

✨✨দুঃখ কষ্টের সম্মুখীন হলে কোন দোআ পড়বেন❓
জানুন‼️

30/10/2025

রাতে ঘুমানোর মধ্যে ঘন ঘন চেপে ধরা বা বোবা ধরা মানেই আপনি জিন জাদুতে আক্রান্ত❓

30/10/2025

অতিরিক্ত মাথা ব্যাথা ও অতিরিক্ত গ্যাসের সমস্যা, টয়লেট ক্লিয়ার না হওয়া (মেডিসিন সেবন সত্ত্বেও), এগুলো শয়তানের উক্বাদ ও জাদুর লক্ষণ।

29/10/2025

✨✨আপনার প্রিয় সন্তান কি দুষ্ট জ্বীনের আক্রমণে আক্রান্ত❓

🌿অনেক সময় আমরা দেখি—
সন্তান হঠাৎ করে বদলে গেছে।
আগে ছিল শান্ত, মিষ্টি স্বভাবের, কিন্তু এখন চঞ্চল, রাগী, বা ভয় পেয়ে কেঁদে ওঠে অকারণে।
✨✨রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, একা থাকতে ভয় পায়, হঠাৎ জেগে উঠে বলে “আমার পাশে কেউ আছে” — এসবকিছুর পেছনে দুষ্ট জ্বীনের প্রভাব থাকতে পারে।

🔹 দুষ্ট জ্বীনের আক্রমণের কিছু লক্ষণ:

🌑ঘুমের মধ্যে কান্না বা চিৎকার করা❗

🌑অকারণে ভয় পাওয়া❗

🌑হঠাৎ রাগ বা বিরক্তি❗

🌑নামাজ বা কুরআনের আয়াত শুনতে না চাওয়া❗

🌑খাবারে অনীহা বা শারীরিক দুর্বলতা❗

🔹 কি করবেন:
প্রথমেই ভয় পাবেন না।
👉 সন্তানকে নিয়মিত নামাজ ও দোয়ার অভ্যাস করান।
👉 ঘুমানোর আগে সূরা আল-ফালাক, আন-নাস ও আয়াতুল কুরসি পড়ে দিন।
👉 ঘরে কুরআন তেলাওয়াত চালু রাখুন।

সমস্যা বেশী মনে হলে একজন অভিজ্ঞ রাকির শরণাপন্ন হন। যিনি কোরআন এর আলোকে রুকইয়াহ করান।
আমাদের অভিজ্ঞ রাকি দ্বারা চিকিৎসা নিতে
প্রয়োজনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন 01788-859323 আজই।

✍️ Raqi Hossain 🌿
fans

Address

Dhaka

Telephone

+8801788859323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share