09/08/2025
🌙 নামাজ – ঈমানের ঢাল ও দাজ্জালের ফিতনা থেকে রক্ষার চাবিকাঠি 🌙
💔 দুঃখজনক বাস্তবতা‼️
আজ আমাদের অনেক ভাই ও বোন দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত যে, আল্লাহর সাথে আসল সাক্ষাতের সময় – নামাজের সময় তারা ফাঁকা রাখতে চায় না।
অনেক ভাই সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়েন,
অনেক বোন ও ভাই ঘণ্টার পর ঘণ্টা শপিং, ভ্রমণ, আড্ডায় ব্যস্ত থাকেন,
কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কয়েক মিনিটও সময় বের করতে চান না।
এটাই দাজ্জালের যুগের বড় ফেতনা – দুনিয়া বড়, আখিরাত ছোট ভেবে নেওয়া।
📖 আল্লাহর সতর্কবাণী‼️
> إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ
“নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
(সূরা আনকাবুত: ৪৫)
> فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
“অতএব ধ্বংস তাদের জন্য, যারা নামাজে গাফিল।”
(সূরা মাউন: ৪-৫)
🕌 রাসূল ﷺ-এর হুঁশিয়ারি‼️
"আমাদের ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ; যে তা ত্যাগ করল, সে কুফর করল।"
(তিরমিজি, হাদিস: ২৬২১)
"কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে; যদি নামাজ ঠিক থাকে, তবে সব ঠিক হবে, আর নষ্ট হলে সব নষ্ট হবে।"
(তাবরানী, সহিহুল জামে: ২৫৭৩)
💡 কেন নামাজ এত গুরুত্বপূর্ণ❓
✅ শয়তান, জিন ও যাদুর ক্ষতি থেকে রক্ষা
✅ রিজিক বৃদ্ধি ও কাজে বরকত
✅ মন শান্তি ও ঈমানের দৃঢ়তা
✅ দুনিয়া ও আখিরাতে সাফল্য
📌 বাস্তবতার আয়না
আল্লাহর সাথে মানুষের দুইবার সাক্ষাৎ অথবা দাঁড়াতে হয়—
1️⃣ দুনিয়ায় – পাঁচ ওয়াক্ত নামাজের সময়
2️⃣ আখিরাতে – হাশরের ময়দানে
যে দুনিয়ার সাক্ষাৎকে (নামাজ) অবহেলা করবে, সে কি আখিরাতের সাক্ষাতে নিরাপদ থাকতে পারবে❓
🤲 হেদায়াতের দোয়া
اللَّهُمَّ اجعل قلوبنا عامرةً بحبك، وألسنتنا رطبةً بذكرك، وأقدامنا ثابتةً على صلاتك، ونجِّنا من فتنة الدجال، واجعلنا من أهل الجنة
"হে আল্লাহ! আমাদের অন্তর আপনার প্রেমে পূর্ণ করুন, আমাদের জিহ্বা আপনার যিকিরে সিক্ত রাখুন, আমাদের পা নামাজে দৃঢ় রাখুন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান এবং আমাদের জান্নাতবাসী করুন।"
📢 প্রিয় ভাই ও বোন,
দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে এখনই নামাজের সাথে শক্ত সম্পর্ক গড়ে তুলুন। আজকের অবহেলা কাল আখিরাতে অশ্রুতে পরিণত হবে। আজই তওবা করুন, নিয়মিত নামাজ শুরু করুন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।
✒️ Raqi Hossain 🌿
#নামাজ #দাজ্জালের_ফিতনা #ঈমান #আখিরাত #হেদায়াত #ইসলাম