Raqi Hossain

Raqi Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Hossain, Digital creator, Dhaka.



জ্বীন, জাদু ও বদনজর হাসাদ অথবা প্যারানরমাল
সমস্যায় শারইয়াহ্ রুকাইয়াহ্ আমি কুরআনী ট্রিটমেন্ট করি তাই যারা করতে চান আমাকে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার : 01788859323

10/08/2025

★ মহিলাদের আশিক জ্বীন ধরলে সাধারণত যেসব সমস্যা হয়ে থাকেঃ

১। পিরিয়ডে সমস্যা হয় (যেমন: অনিয়মিত হয়, বন্ধ হয়ে যায় ইত্যাদি)।
২। মেয়েদের গর্ভবতী হতে সমস্যা হয়।
৩। মেয়েদের গোপন স্থান থেকে তীব্র দুর্ঘন্ধ বের হয়।
৪। চুল পরে যায়।
৫। চেহারার লাবণ্যতা কমে যায়।
৬। খাওয়া-দাওয়া অস্বাভাবিক হয়ে যায় (যেমন: ক্ষুধা বেশি কমে যায় বা বেশি বেড়ে যায় )
৭। রাতের বেলা কেউ শারীরিক সম্পর্ক করছে এমন অনুভূতি হয়।
৮। প্রচণ্ড মাথাব্যথা হওয়া
৯। পিরিয়ডের সময় বা প্রায়শই তলপেটে ব্যথা হওয়া।
১০। মেজাজ খিটখিটে হওয়া।

পরের পোস্ট এ বলা হবে পুরুষদের আশিক জিন অথবা পরী ধরলে কি কি সমস্যা অথবা লক্ষন হয়ে থাকে।

বি:দ্র: তবে শারীরিক ও মানসিক সমস্যা ডাক্তারি কিছু সমস্যার কারনেও হতে পারে।

উল্লেখিত লক্ষণগুলো মিলে গেলে অবশ্যই একজন রাক্বীর শরণাপন্ন হয়ে রুকইয়াহ শারইয়াহ্ সুন্নাহভিত্তিক চিকিৎসা নিতে হবে।

রুক্ইয়াহ্ চিকিৎসা সেবা পেতে আমাদের সাথে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 01788-859323

✒️Raqi Hossain 🌿

10/08/2025

☘️ কালোজিরা তেল ও গুঁড়ার উপকারিতা

🔰 কালোজিরা (Black Seed / Nigella sativa) তেল ও গুঁড়া – ইসলামী চিকিৎসা ও প্রাচীন হারবাল চিকিৎসায় এক অসাধারণ উপকারী ভেষজ।

📜 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“কালোজিরাতে প্রতিটি রোগের জন্য আরোগ্য আছে, মৃত্যুর ব্যতীত।”
সহিহ বুখারি, সহিহ মুসলিম

🟢 কালোজিরা তেলের উপকারিতা

1️⃣ ইমিউন সিস্টেম শক্তিশালী করে
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বারবার অসুস্থ হওয়া কমায়।

2️⃣ হজমে সহায়তা করে
গ্যাস, এসিডিটি, কোষ্ঠকাঠিন্য দূর করে।

3️⃣ হৃদযন্ত্রের জন্য উপকারী
রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

4️⃣ ত্বক ও চুলের যত্নে
চুল পড়া কমায়, ঘন করে, খুশকি দূর করে।

5️⃣ ত্বকের সমস্যা দূর করে
ব্রণ, একজিমা, অ্যালার্জি কমাতে সহায়ক।

6️⃣ শ্বাসকষ্ট ও অ্যাজমা নিয়ন্ত্রণে
গরম পানি বা বাষ্পে কালোজিরা তেল ব্যবহার শ্বাসনালী পরিষ্কার করে।

7️⃣ জয়েন্ট ও পেশির ব্যথায়
ব্যথার জায়গায় মালিশ করলে প্রদাহ ও ব্যথা কমায়।

8️⃣ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে।

9️⃣ সংক্রমণ প্রতিরোধে
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ আছে।

🟢 কালোজিরা গুঁড়ার উপকারিতা

1️⃣ খাবারের সাথে সহজে গ্রহণযোগ্য
মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি-কাশি, গলা ব্যথা ও পেটের অসুখ কমায়।

2️⃣ হজম ভালো করে
গরম পানি বা মধুর সাথে গুঁড়া খেলে হজমশক্তি বাড়ে।

3️⃣ ওজন কমাতে সহায়ক
বিপাকক্রিয়া বাড়িয়ে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে।

4️⃣ নারীদের স্বাস্থ্যে উপকারী
অনিয়মিত মাসিক ও হরমোনের ভারসাম্য রক্ষা করে।

5️⃣ স্নায়ুর স্বাস্থ্যে
মাথাব্যথা, নার্ভ দুর্বলতা ও ক্লান্তি দূর করে।

6️⃣ রুকইয়াহ ও ডিটক্সে কার্যকর
কালোজিরা গুঁড়া পানি, মধু বা তেলে মিশিয়ে পান/মালিশ করলে জাদু, জ্বিন ও বদ নজরের সমস্যায় উপকারী।

✒️ Raqi Hossain 🌿

09/08/2025

স্বপ্নে বিয়ে দেখা, অথচ বিয়ের প্রতি অনাগ্রহ, স্বপ্নে প্রায়ই সহবাস করতে দেখা
আশিক জীনের লক্ষ্মণ। এই সমস্যার জন্য রুকাইয়া করুন।

09/08/2025

শিশুর দেরিতে কথা বলার পিছনেও থাকতে পারে বদনজর অথবা জ্বিন জাতীয় কারণে সমস্যা এই সমস্যা জন্য রুকাইয়া করুন।

09/08/2025

কবরের প্রথম প্রশ্ন কি করা হবে ❓
উত্তর দিতে পারবেন কি ❓

09/08/2025

বিয়ের জন্য মন মত সম্বন্ধ আসে না অথবা পছন্দ করে জানাবো বলে জানাচ্ছেনা। কাদের বিয়ে বাধার সমস্যা তারা কমেন্ট করেন আমল দেয়া হবে

09/08/2025

যে দোয়া বারবার করছো, এবার সেটা কবুল হবেই — ইনশাআল্লাহ।

09/08/2025

🌙 নামাজ – ঈমানের ঢাল ও দাজ্জালের ফিতনা থেকে রক্ষার চাবিকাঠি 🌙

💔 দুঃখজনক বাস্তবতা‼️
আজ আমাদের অনেক ভাই ও বোন দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত যে, আল্লাহর সাথে আসল সাক্ষাতের সময় – নামাজের সময় তারা ফাঁকা রাখতে চায় না।
অনেক ভাই সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়েন,
অনেক বোন ও ভাই ঘণ্টার পর ঘণ্টা শপিং, ভ্রমণ, আড্ডায় ব্যস্ত থাকেন,
কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কয়েক মিনিটও সময় বের করতে চান না।

এটাই দাজ্জালের যুগের বড় ফেতনা – দুনিয়া বড়, আখিরাত ছোট ভেবে নেওয়া।

📖 আল্লাহর সতর্কবাণী‼️

> إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ
“নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
(সূরা আনকাবুত: ৪৫)

> فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ۝ ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

“অতএব ধ্বংস তাদের জন্য, যারা নামাজে গাফিল।”
(সূরা মাউন: ৪-৫)

🕌 রাসূল ﷺ-এর হুঁশিয়ারি‼️

"আমাদের ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ; যে তা ত্যাগ করল, সে কুফর করল।"
(তিরমিজি, হাদিস: ২৬২১)

"কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে; যদি নামাজ ঠিক থাকে, তবে সব ঠিক হবে, আর নষ্ট হলে সব নষ্ট হবে।"
(তাবরানী, সহিহুল জামে: ২৫৭৩)

💡 কেন নামাজ এত গুরুত্বপূর্ণ❓

✅ শয়তান, জিন ও যাদুর ক্ষতি থেকে রক্ষা
✅ রিজিক বৃদ্ধি ও কাজে বরকত
✅ মন শান্তি ও ঈমানের দৃঢ়তা
✅ দুনিয়া ও আখিরাতে সাফল্য

📌 বাস্তবতার আয়না

আল্লাহর সাথে মানুষের দুইবার সাক্ষাৎ অথবা দাঁড়াতে হয়—
1️⃣ দুনিয়ায় – পাঁচ ওয়াক্ত নামাজের সময়
2️⃣ আখিরাতে – হাশরের ময়দানে

যে দুনিয়ার সাক্ষাৎকে (নামাজ) অবহেলা করবে, সে কি আখিরাতের সাক্ষাতে নিরাপদ থাকতে পারবে❓

🤲 হেদায়াতের দোয়া

اللَّهُمَّ اجعل قلوبنا عامرةً بحبك، وألسنتنا رطبةً بذكرك، وأقدامنا ثابتةً على صلاتك، ونجِّنا من فتنة الدجال، واجعلنا من أهل الجنة

"হে আল্লাহ! আমাদের অন্তর আপনার প্রেমে পূর্ণ করুন, আমাদের জিহ্বা আপনার যিকিরে সিক্ত রাখুন, আমাদের পা নামাজে দৃঢ় রাখুন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান এবং আমাদের জান্নাতবাসী করুন।"

📢 প্রিয় ভাই ও বোন,
দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে এখনই নামাজের সাথে শক্ত সম্পর্ক গড়ে তুলুন। আজকের অবহেলা কাল আখিরাতে অশ্রুতে পরিণত হবে। আজই তওবা করুন, নিয়মিত নামাজ শুরু করুন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।

✒️ Raqi Hossain 🌿

#নামাজ #দাজ্জালের_ফিতনা #ঈমান #আখিরাত #হেদায়াত #ইসলাম

09/08/2025

মানুষের ওপর জিন আছর করার প্রধান তিনটি কারণ

1️⃣ জিনের প্রেমে পড়া

জিন মানুষের প্রেমে পড়তে পারে।

ইতিহাসে বহু ঘটনা আছে যেখানে জিন কোনো মানুষের প্রতি আসক্ত হয়ে তার ওপর প্রভাব বিস্তার করেছে।

এটি কখনোই মানুষের জন্য কল্যাণকর নয়; বরং এতে নানা ধরনের ক্ষতির শিকার হতে হয়।

2️⃣ জিনের ক্ষতি করা

ভুলবশত বা অজ্ঞাতসারে যদি কেউ জিনের ক্ষতি করে, তারা প্রতিশোধ নিতে পারে।

যেমন: তাদের বসবাসের স্থানে প্রস্রাব করা, না জেনে জিনের বাচ্চাকে আঘাত বা হত্যা করা ইত্যাদি।

এতে জিন মানুষের ওপর আছর করতে পারে।

3️⃣ যাদুর প্রভাব

জিন ছাড়া যাদু করা সম্ভব নয়।

কেউ যদি অন্যের ওপর যাদু করে, তবে তা অবশ্যই জিনের সাহায্য নিয়েই করা হয়।

যাদুর প্রভাবে জিন মানুষের ওপর আছর করে।

⚔️ ⚔️⚔️সতর্কবার্তা:⚔️⚔️⚔️
জিন ও যাদুর অনিষ্টতা থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ ﷺ যে দোয়া আমাদের কে শিখিয়েছেন। সেগুলো পাঠ করলে আল্লাহ তায়ালা হেফাজত করবেন, ইনশাআল্লাহ।

📌 সারকথা:
মূলত এই তিনটি কারণেই মানুষের ওপর জিনের আছর সবচেয়ে বেশি হয়ে থাকে।

✒️ Raqi Hossain 🌿

08/08/2025

💔 "নফসকে আজই নিয়ন্ত্রণ করো"

🕌 আল্লাহ তাআলা বলেন:

"আর আমি নফসকে সৃষ্টি করেছি এবং তাকে সুসজ্জিত করেছি তার পাপাচার ও তাকওয়ার জ্ঞান দান করে। নিশ্চয়ই সফলকাম সে-ই, যে নফসকে পরিশুদ্ধ করেছে। আর ব্যর্থ হয়েছে সে-ই, যে তাকে কলুষিত করেছে।"
(সূরা আশ-শামস: ৭-১০)

📜 নবী ﷺ এর উপদেশ:

হযরত ফুযাইল ইবন ইয়া'য (রহ.) বলেন—

“যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, সে-ই সত্যিকার মুজাহিদ।”
(মুসনাদ আহমাদ, হাদিস: ২৩৪৪৫)

রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন—

“বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। আর নির্বোধ সেই, যে নিজের নফসের খেয়াল-খুশির অনুসরণ করে এবং আল্লাহর কাছে অবাস্তব আশা পোষণ করে।”
(সুনান আত-তিরমিজি, হাদিস: ২৪৫৯)

🔥 উপদেশ:

নফসের গোলামী ছেড়ে রবের গোলামী করো।

মৃত্যুর আগেই নফসকে জয় করো, নইলে তা তোমাকে হাশরের মাঠে লাঞ্ছিত করবে।

নফসের নিয়ন্ত্রণই তাকওয়া অর্জনের প্রথম ধাপ।

📌 মূল শিক্ষা:

০১. নফসকে শুদ্ধ করা – ইবাদত, জিকির, তওবা ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

০২. খেয়াল-খুশি দমন – হারাম কাজের দিকে ঝোঁক প্রতিরোধ করা।

০৩. আত্মসমালোচনা – প্রতিদিন নিজের আমল যাচাই করা।

✒️Raqi Hossain 🌿

#নফসের_জিহাদ #নফসকে_নিয়ন্ত্রণ_করো #ক্ষমা #তাকওয়া

08/08/2025

🟢 দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া

📜 আরবি

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

🔊 উচ্চারণ

আল্লাাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘আযাবি জাহান্নাম,
ওয়া মিন ‘আযাাবিল ক্বাবর,
ওয়া মিন ফিতনাতিল মাহইয়াা ওয়াল মামাাত,
ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দা-জ্জাল।

💬 অর্থ

হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে,
কবরের শাস্তি থেকে,
হায়াত ও মওতের যাবতীয় ফিতনা থেকে,
এবং মসীহ দাজ্জালের অনিষ্ট থেকে।

🌟 ফযীলত

হযরত আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

“যখন তোমাদের কেউ তাশাহহুদ শেষ করে, তখন সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। (১) জাহান্নামের শাস্তি থেকে, (২) কবরের শাস্তি থেকে, (৩) জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, এবং (৪) মসীহ দাজ্জালের অনিষ্ট থেকে।”
—সহীহ মুসলিম, হাদীস: ৫৮৮; সহীহ বুখারি, হাদীস: ১৩৭৭

📌 বি:দ্র:

এই দোয়া তাশাহহুদের পর সালাম ফেরানোর আগে পড়া সুন্নাহ।

চাইলে সালাম ফেরানোর পরও পড়া যাবে।

ফিতনা ও গোমরাহি থেকে নিরাপদ থাকার জন্য নিয়মিত পড়া অত্যন্ত জরুরি।

📖 কুরআনের প্রাসঙ্গিক নির্দেশনা:

"আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ ও জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।"
(সূরা আল-বাকারা: ১৫৫)

এই আয়াত প্রমাণ করে যে, দুনিয়ার জীবনে ফিতনা ও পরীক্ষাগুলো হবে, আর সেগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ঈমানের দাবি।

fans 👇👇👇👇👇👇👇👇👇
নিয়মিত আমল পেতে পেইজ ফলো করুন এবং শেয়ার করুন :

✒️ Raqi Hossain 🌿

08/08/2025

🌸 শুক্রবারের বিশেষ আমল ও ফজিলত 🌸

শুক্রবার মুসলমানদের জন্য এক মহামূল্যবান ও বরকতময় দিন। এ দিনে কিছু বিশেষ আমল রয়েছে, যা সুন্নাহ ও অধিক পুণ্যের কাজ। উল্লেখযোগ্য আমলগুলো হলো—

✅ সুরা কাহফ পাঠ করা
নবী কারিম ﷺ বলেছেন—

“যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর উদ্ভাসিত হবে।”
(হাকিম, বাইহাকি)

✅ বেশি বেশি দরূদ শরীফ পাঠ করা
রাসূল ﷺ বলেছেন—

“জুমার দিন ও রাতে তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো।”
(আবু দাউদ)

✅ আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দু’আ করা
নবী ﷺ বলেন—

“জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করেন।”
(বুখারি, মুসলিম)

💖 দরূদের বরকত
দরূদ পাঠের সবচেয়ে মজার ও বরকতময় দিক হলো—

যার উপর দরূদ পাঠ করা হয়, তার উপর শান্তি বর্ষিত হয়।

আর যে দরূদ পাঠ করে, তার উপরও শান্তি বর্ষিত হয়।

তাই দরূদ পাঠে কখনো কৃপণতা করবেন না।
আমরা আল্লাহর কাছে দুআ করি—

اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ
হে আল্লাহ! আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ ও তাঁর পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ করুন, যেমন শান্তি আপনি ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারবর্গের উপর বর্ষণ করেছিলেন।

যখন আপনি নবী ﷺ-এর জন্য শান্তি বর্ষণের দুআ করেন, তখন এই শান্তির ঢেউ আপনার জীবনকেও স্পর্শ করে। 🌺

সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

✒️ Raqi Hossain 🌿

Address

Dhaka

Telephone

+8801788859323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share