It's Sanju

It's Sanju Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from It's Sanju, Digital creator, Mirpur, Dhaka.

গতকাল সোস্যাল মিডিয়ায় একটা ছবি দেখে আমার মনটা ভীষণ রকম বিক্ষিপ্ত হয়ে আছে। ছবিটা, আমার ধারনা আপনারা সবাই দেখেছন। ছবিতে এক...
29/10/2023

গতকাল সোস্যাল মিডিয়ায় একটা ছবি দেখে আমার মনটা ভীষণ রকম বিক্ষিপ্ত হয়ে আছে।
ছবিটা, আমার ধারনা আপনারা সবাই দেখেছন। ছবিতে একজন পুলিশ কর্মকর্তা রাস্তার উপর উপুড় হয়ে মরে পড়ে আছেন। হাতে বন্দুক, মাথায় হেলমেট। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইটের টুকরো। হঠাৎ করে ছবিটা দেখলে মনে হবে এটা মনে হয় দুটো শক্র দেশের মধ্যকার যুদ্ধপরবর্তী কোন দৃশ্য। যেখানে একটি দেশের সৈন্য মরে পড়ে আছে। ছবিটি সেরকম কিছুনা। ছবিটি খোদ ঢাকা শহরের দৃশ্য।
ছবির নিচে অনেক কমেন্টস।
কেউ কেউ লিখেছেন দেশের মহান দ্বায়িত্ব পালন করতে যেয়ে জীবন দিয়েছেন। কেউ কেউ লিখেছেন পুলিশ যেমন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে,তাদেরও ঠিক এরকমই হওয়া উচিত। কেউ হাসি তামাসা করছে, কেউবা মর্মাহত হচ্ছেন।
আমার ছবিটা দেখে মনে হয়েছে একজন মানুষ মরে পড়ে আছেন যিনি কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই, কারো হয়তো বাবা। হয়তো দেশের প্রান্তিক এলাকা থেকে উঠে আসা একজন মানুষ, যিনি কিছুক্ষণ আগেও জীবিত ছিলেন। তার চোখেও তার সন্তান,বাবা, মা,প্রিয়তমা স্ত্রীর জন্য ভালবাসা, স্বপ্ন ছিলো। বারবার মনে হচ্ছিল এই ছবিটা যখন তার সন্তান, প্রিয়জনেরা দেখেছেন কিংবা দেখবেন তখন তারা কি রকম ট্রমাটাইজড হবেন। এই মানুষটার জন্য একটা পরিবার এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে।
আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেশের রাজনীতির নামে এই নোংরা খেলা দেখে আসছি। আমার সন্তানরাও এখন এই নোংরামি দেখে বড় হচ্ছে। পরবর্তী জেনারেশনও আমাদের মত এই একি রকম ঘৃনা নিয়ে বড় হবে। এই দেশে যারাই শ্বাসন ক্ষমতায় বসেছে তারাই একসময় স্বৈরশাসকের ভূমিকা নিয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা একসাথে বসে দেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করতে পারিনি। আমাদের তাকিয়ে থাকতে হয় অন্য দেশের হস্তক্ষেপের দিকে। আশেপাশের সব দেশ যেখানে সামনে এগিয়ে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে জাহেলিয়া যুগে ব্যাক করছি।

28/09/2023

😅

09/06/2023

ফ্রিল্যান্সিং সহিদুলের সাফল্যগাঁথা

13/05/2023

ফ্রিল্যান্সিং করতে হলে আপনার মধ্যে সর্বপ্রথম ধৈর্য থাকতে হবে ফ্রিল্যান্সিং শিখে শুরুতেই আপনি ইনকাম করতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সফলতা একদিন আসবেই😊❤️


13/05/2023

Digital marketing best❤️🔥

হাতের স্মার্ট ফোনটি দিয়েও ফ্রিল্যান্সিং করা যায় এই তিনটি বিষয় নিয়ে।  ভালো রেম+রোমের ফোন দিয়ে পাবজি, ফ্রি ফায়ার না খেলে ক...
13/05/2023

হাতের স্মার্ট ফোনটি দিয়েও ফ্রিল্যান্সিং করা যায় এই তিনটি বিষয় নিয়ে। ভালো রেম+রোমের ফোন দিয়ে পাবজি, ফ্রি ফায়ার না খেলে কাজে লাগান সময় টাকে।


🔹 কখনও কখনও একটি ক্ষুদ্রতম সিদ্ধান্ত যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করতে পারে।👍একটি সঠিক সিদ্ধান্ত,আপনার বাবা মায়ের মু...
13/05/2023

🔹 কখনও কখনও একটি ক্ষুদ্রতম সিদ্ধান্ত যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করতে পারে।👍
একটি সঠিক সিদ্ধান্ত,আপনার বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারে। 🌞
সত্যি,, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারা অনেক বড় একটি জিনিস। ✨✨

🔹 অনেক ভাই বোন আমাকে বলে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো???
তাদের উদ্দেশ্যে বলছি, আরে ভাই / বোন ১৩ বছরের একটা ছেলে যদি ফ্রিল্যান্সিং করে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না। অবশ্যই আপনারাও পারবেন। এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ইন শা আল্লাহ।



★ আমাকে এমন একটি প্রফেশন দেখান যেখানে, আপনি সফল হচ্ছেন কিন্তু আপনাকে ১০ জন  জন নিচে নামানোর চেষ্টা করতেছে না । সব প্রোফে...
09/05/2023

★ আমাকে এমন একটি প্রফেশন দেখান যেখানে, আপনি সফল হচ্ছেন কিন্তু আপনাকে ১০ জন জন নিচে নামানোর চেষ্টা করতেছে না । সব প্রোফেশনে এমন অসুস্থ প্রতিযোগিতা চলে যেখানে আপনি উপরের দিকে উঠতে গেলে আরো ১০ জন চাইবে আপনাকে নিচে নামাতে। কেননা এখনকার যুগে কেউ কারো ভালো দেখতে পারেনা।
✨কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটি প্রফেশন যেখানে আমি সফল হচ্ছি আরে ১০ জনকে নিয়ে হচ্ছি । আমার সফলতার জন্য আরো 10 জন ব্যক্তি কাজ করতেছে।
ফ্রিল্যান্সিং, সত্যিই একটা শান্তির প্রফেশন। 🦋❤️
যেখানে আছে সম্মান।
সময়ের স্বাধীনতা
অর্থের স্বাধীনতা
✅একজন ব্যাক্তি এই তিনটা বিষয়ে টাকে চাই আর এই তিনটা বিষয় আছে ফ্রিল্যান্সিংয়ে ।


04/05/2023

অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে।
কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো,
তবে দিন শেষে তুমি একজন সফল হবেই

সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো।
সাফল্য এমনিই আসবে।😌💖



04/05/2023

এই নাটকটা সবাই দেখবেন
ফ্রিল্যান্সিংয়ের প্রতি আপনার ধারনা টাই পাল্টে যাবে

একজন বিবাহিত নারী কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তার জীবনে সাফল্য অর্জন করেছে।

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আজ আমাদের সমাজের অনেক বেকার ছেলে মেয়ে তাদের ইনকামের একটা সোর্স খুঁজে পেয়েছে এবং যা তাদের জীবনকে বদলে দিচ্ছে।
শুধু বেকাররা নয় এই সাইট থেকে স্টুডেন্টরাও তাদের পড়াশোনার পাশাপাশি ইনকাম করার সুযোগ পায়।
এর জন্য দরকার হয় কোন একটি বিষয়ে দক্ষতার।
যা আজকাল অল্প খরচে, অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখা সম্ভব 😃😃।এ সেক্টরের একটি সুবিধা হলো ঘরে বসে আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
বাংলাদেশের ফ্রিল্যান্সিং পেশা টি স্টুডেন্টদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠছে বর্তমান সময়ে। বাংলাদেশে অনেক স্টুডেন্ট ফ্রিল্যান্সার রয়েছে যারা পড়ালেখার পাশাপাশি ফিলান্সিং এর মাধ্যমে তাদের জীবনকে বদলে দিয়েছে। সমাজে তাদের একটা আলাদা সম্মান গড়ে তুলেছে। একজন সফল উদ্যোক্তা হয়েছে।
Digital Marketer



ফ্রিল্যান্সিং কি? What is Freelancing?ফ্রিল্যান্সিং (Freelancing) শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা।  ফ্রিল্যান্সিং মূলত এমন...
03/05/2023

ফ্রিল্যান্সিং কি?
What is Freelancing?

ফ্রিল্যান্সিং (Freelancing) শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে।



Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Sanju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Sanju:

Share