29/10/2023
গতকাল সোস্যাল মিডিয়ায় একটা ছবি দেখে আমার মনটা ভীষণ রকম বিক্ষিপ্ত হয়ে আছে।
ছবিটা, আমার ধারনা আপনারা সবাই দেখেছন। ছবিতে একজন পুলিশ কর্মকর্তা রাস্তার উপর উপুড় হয়ে মরে পড়ে আছেন। হাতে বন্দুক, মাথায় হেলমেট। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইটের টুকরো। হঠাৎ করে ছবিটা দেখলে মনে হবে এটা মনে হয় দুটো শক্র দেশের মধ্যকার যুদ্ধপরবর্তী কোন দৃশ্য। যেখানে একটি দেশের সৈন্য মরে পড়ে আছে। ছবিটি সেরকম কিছুনা। ছবিটি খোদ ঢাকা শহরের দৃশ্য।
ছবির নিচে অনেক কমেন্টস।
কেউ কেউ লিখেছেন দেশের মহান দ্বায়িত্ব পালন করতে যেয়ে জীবন দিয়েছেন। কেউ কেউ লিখেছেন পুলিশ যেমন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে,তাদেরও ঠিক এরকমই হওয়া উচিত। কেউ হাসি তামাসা করছে, কেউবা মর্মাহত হচ্ছেন।
আমার ছবিটা দেখে মনে হয়েছে একজন মানুষ মরে পড়ে আছেন যিনি কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই, কারো হয়তো বাবা। হয়তো দেশের প্রান্তিক এলাকা থেকে উঠে আসা একজন মানুষ, যিনি কিছুক্ষণ আগেও জীবিত ছিলেন। তার চোখেও তার সন্তান,বাবা, মা,প্রিয়তমা স্ত্রীর জন্য ভালবাসা, স্বপ্ন ছিলো। বারবার মনে হচ্ছিল এই ছবিটা যখন তার সন্তান, প্রিয়জনেরা দেখেছেন কিংবা দেখবেন তখন তারা কি রকম ট্রমাটাইজড হবেন। এই মানুষটার জন্য একটা পরিবার এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে।
আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেশের রাজনীতির নামে এই নোংরা খেলা দেখে আসছি। আমার সন্তানরাও এখন এই নোংরামি দেখে বড় হচ্ছে। পরবর্তী জেনারেশনও আমাদের মত এই একি রকম ঘৃনা নিয়ে বড় হবে। এই দেশে যারাই শ্বাসন ক্ষমতায় বসেছে তারাই একসময় স্বৈরশাসকের ভূমিকা নিয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা একসাথে বসে দেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করতে পারিনি। আমাদের তাকিয়ে থাকতে হয় অন্য দেশের হস্তক্ষেপের দিকে। আশেপাশের সব দেশ যেখানে সামনে এগিয়ে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে জাহেলিয়া যুগে ব্যাক করছি।