22/06/2025
#জীবন #গল্প
❝আমার সোনালী অতীত ❞
১ম খন্ড(২০০০-২০১০)★
আমার জন্ম তারিখ ১২-০৯-২০০০।দিনটি ছিলো মঙ্গলবার। জন্ম হয়েছিলো নানুর বাসায়।পিরোজপুর জেলার,নাজিরপুর উপজেলার,ঝনঝনিয়ায়।আমি বাবা মায়ের ২য় কন্যা সন্তান।বাবা ভালোবেসে নাম দিয়েছিলো : নুশরাত জাহান টুম্পা।
নিজের দেশের বাড়ি পিরোজপুর জেলার,কাউখালি উপজেলার, দক্ষিণ রঘুনাথপুর গ্রামে।বাবা পেশায় আলিয়া মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। আমরা চার বোন।বড় বোন:ইশরাত জাহান ত্বন্নী।আমি মেজো।তৃতীয় জন :নিশাত জাহান মোনালিছা।এবং ছোটো হলো : নূরে আফসানা নুঝাত।আম্মু বেশিরভাগ সময় আমাদের নিয়ে নানা বাড়িতে থাকতো।যখন নিশাতের জন্ম হয়(২০০৩),তার দু-তিন বছর পর স্হায়ীভাবে দেশের বাড়িতে আসা হয়।
আমার মনে আছে আমি খুব দুষ্ট ছিলাম।পড়তে বসলে নানা অযুহাতে পালায় বেড়াতাম।তখন নানু বাড়ি থেকে আসলে মাঝে-মাঝে মাদ্রাসায় যেতাম।দ্বিতীয় শ্রেণিতে(২০০৭) চার জনের মধ্যে আমার রোল নং হয়েছিলো চার।এর পর থেকে বাড়িতেই স্হায়ীভাবে থাকা হয়।এবং কোনো শ্রেণিতেই আর পিছিয়ে থাকিনি।২০০৯ এ জন্ম হয় নুঝাতের।বাবা এবং আম্মু ছিলো ভিষণ কড়া।পড়ার ব্যাপারে বা যে কোনো অন্যায়ের ব্যাপারে একদম ই ছাড় পাইনি আমরা।পঞ্চম শ্রেণিতে(২০১০) জেলা পর্যায়ে ১৭ তম স্হান অধিকার করেছিলাম।সে বছর আপু অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা দিয়েছিলো।এবং বৃত্তি পেয়েছিলো।বাবা-আম্মুর ছিলো ডাবল খুশি।সব থেকে বেশি খুশি ছিলো নানা ভাই।সে যেখানে যেতেন সব যায়গায় আমাদের নিয়ে গর্ব করতেন।আমার রেজাল্ট এর দিন আমি নানা বাড়িতে ছিলাম।সন্ধা বেলা নানা ভাই একটা সাদা বড় কৌটায় করে অনেকগুলো রসগোল্লা এনেছিলো সবার জন্য ।তার খুশিভরা মুখ আজো কেমন চোখের সামনে উজ্জল।সে ছিলো আমার দেখা এই দুনিয়ার সেরা মানুষ।
২০১১ থেকে আসছে... ... ...