
08/09/2025
টানা তিনটি সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপের মিশনে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছে টাইগাররা।
এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
📌 বাংলাদেশ দলের সূচি (গ্রুপ পর্ব):
🆚 হংকং – ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
🆚 শ্রীলঙ্কা – ১৩ সেপ্টেম্বর, শনিবার
🆚 আফগানিস্তান – ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার
সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮:৩০ এ আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।