Sports Plus Cricket

  • Home
  • Sports Plus Cricket

Sports Plus Cricket নিয়মিত দেশ-বিদেশের সকল খেলার সংবাদ পড়ুন এখানে । ক্রিকেট, ফুটবল সহ যে কোন খেলা ।

টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজুর রহমান যেন দলের জন্য এক নির্ভরতার প্রতীক। ২০২৫ সালে এখন পর্যন্ত তিনি যেসব ম্যাচ খেলেছেন,...
17/07/2025

টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজুর রহমান যেন দলের জন্য এক নির্ভরতার প্রতীক। ২০২৫ সালে এখন পর্যন্ত তিনি যেসব ম্যাচ খেলেছেন, তার প্রতিটিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। শুধু জয়ই নয়, বল হাতে মুস্তাফিজ ছিলেন অসাধারণ কার্যকর।

📌 ম্যাচ খেলেছেন ৩টি
📌 বাংলাদেশ জিতেছে ৩টিতেই
📌 মোট উইকেট ৪টি
📌 গড় ইকোনমি রেট মাত্র ৪.৩৬

📊 ম্যাচভিত্তিক পরিসংখ্যান:

🗓 ১৭ মে ২০২৫
🆚 সংযুক্ত আরব আমিরাত 📍 শারজাহ
🎯 ৪ ওভার | ১৭ রান | ২ উইকেট | ইকোনমি: ৪.২৫

🗓 ১৩ জুলাই ২০২৫
🆚 শ্রীলঙ্কা📍 দাম্বুলা
🎯 ৩ ওভার | ১৪ রান | ১ উইকেট | ইকোনমি: ৪.৬৬

🗓 ১৬ জুলাই ২০২৫
🆚 শ্রীলঙ্কা📍 কলম্বো (আরপিএস)
🎯 ৪ ওভার | ১৭ রান | ১ উইকেট | ইকোনমি: ৪.২৫

📌 সবমিলিয়ে, বছরজুড়ে মুস্তাফিজ যেন বল হাতে টাইগারদের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই প্রতিপক্ষরা চাপে পড়ে, আর বাংলাদেশ পায় মূল্যবান জয়।

🔥 মুস্তাফিজ থাকলেই টাইগারদের থামানো দায় !

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়লেন আরেক দারুণ মাইলফলক। ১৩৬ উইকেট নিয়ে তিনি এখন টি-টোয়েন্...
17/07/2025

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়লেন আরেক দারুণ মাইলফলক। ১৩৬ উইকেট নিয়ে তিনি এখন টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট টেকার। সদ্যই তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদকে (১৩৫)।

মাত্র ১০৯ ম্যাচেই এই কীর্তি ছুঁয়েছেন 'The Fizz' খ্যাত মুস্তাফিজ। ২১.৩৩ গড়, ৭.৪২ ইকোনমি রেট এবং সেরা বোলিং ফিগার ৬/১০—সব মিলিয়ে দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা পেসার।

📌 উল্লেখ্য, এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, যার উইকেট সংখ্যা ১৪৯।

🌍 টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট টেকার (শীর্ষ ৫):

🇳🇿 টিম সাউদি ১৬৪ (১২৬)
🇦🇫 রশিদ খান ১৬১ (৯৬)
🇧🇩 সাকিব আল হাসান ১৪৯ (১২৯)
🇳🇿 ইশ সোধি ১৪৬ (১২৫)
🇧🇩 মুস্তাফিজুর রহমান ১৩৬ (১০৯)

👉 বয়স এখনো ৩০ হয়নি, ফলে আগামী বছরগুলোতে আরও অনেক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মুস্তাফিজের সামনে।

তানজিদ হাসান তামিম শেষ আটটি টি-টোয়েন্টি ম্যাচে যা ব্যাটিং করেছেন, তা চোখে পড়ার মতো 👇📈 স্কোর: 59, 40, 31, 33, 42, 16, 5, ...
17/07/2025

তানজিদ হাসান তামিম শেষ আটটি টি-টোয়েন্টি ম্যাচে যা ব্যাটিং করেছেন, তা চোখে পড়ার মতো 👇
📈 স্কোর: 59, 40, 31, 33, 42, 16, 5, 73*

🔹 মোট রান: 299
🔹 গড় রান: 42.71 😲

প্রথম পাঁচ ইনিংসে নিয়মিত ৩০+ রান ✅
শেষ ম্যাচে দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত ✅

⚠️ মাঝখানে ছোট দুই ইনিংস (১৬ ও ৫) ব্যতিক্রম, কিন্তু সামগ্রিক পারফরম্যান্সে তামিম হয়ে উঠছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নির্ভরতার নাম!

২০২৫ সালে আন্তর্জাতিক ও লিগ মিলিয়ে টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যাট থেকে বেরিয়েছে ছক্কার বন্যা। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্...
17/07/2025

২০২৫ সালে আন্তর্জাতিক ও লিগ মিলিয়ে টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যাট থেকে বেরিয়েছে ছক্কার বন্যা। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তবে চোখে পড়ার মতো চমক দেখিয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ২০ ইনিংসে ৫৫টি ছক্কা হাঁকিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ ছক্কাবাজের তালিকায়।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ফর্মে ফিরেছেন তামিম। প্রথম দুই ম্যাচে (১৬ ও ৫ রান) ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে ৪৭ বলে ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংসে হাঁকিয়েছেন ৬টি বিশাল ছক্কা ও একটি চারের মার। ক্যারিয়ারের পঞ্চম টি২০ ফিফটিটা এসেছে মাত্র ২৭ বলেই। তার ঝড়ো ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ এবং সিরিজও জিতে নেয় ২-১ ব্যবধানে।

২০২৫ সালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান:

🔴 🏝 নিকোলাস পুরান – ৭৪ ছক্কা (৩৭ ইনিংস)
🔴 🇵🇰 সাহিবজাদা ফারহান – ৬৭ ছক্কা (২১ ইনিংস)
🔴 🇿🇦 ডিয়োয়াল্ড ব্রেভিস – ৬৭ ছক্কা (২৪ ইনিংস)
🔴 🇳🇿 ফিন এলেন – ৬৫ ছক্কা (২৯ ইনিংস)
🔴 🇦🇺 মিশেল ওয়েন – ৬৫ ছক্কা (৩০ ইনিংস)
🟢 🇧🇩 তানজিদ হাসান তামিম – ৫৫ ছক্কা (২০ ইনিংস)

মাত্র ২০ ইনিংসে এমন ছক্কা-তাণ্ডব তানজিদ তামিমকে এনে দিয়েছে বিশেষ আলাদা অবস্থান। তার এই আগ্রাসী ফর্ম যদি ধরে রাখতে পারেন, তবে সামনের এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে বাংলাদেশ পাবে বড় এক ম্যাচউইনার।

দলের অধিনায়ক হিসেবে নিজের সিদ্ধান্তে আস্থা রাখছেন লিটন দাস। আগের দুই ম্যাচে শেখ মেহেদীকে না খেলিয়ে একাদশে জায়গা দেওয়া হয়...
16/07/2025

দলের অধিনায়ক হিসেবে নিজের সিদ্ধান্তে আস্থা রাখছেন লিটন দাস। আগের দুই ম্যাচে শেখ মেহেদীকে না খেলিয়ে একাদশে জায়গা দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। তবে তৃতীয় ম্যাচে উইকেটের চরিত্র বিবেচনায় শেখ মেহেদীকে সুযোগ দেওয়া হয়।

এ নিয়ে লিটন জানান, আমি অধিনায়ক হিসেবে সফলতায় বিশ্বাস করি। শেখ মেহেদীর এই উইকেটে সফল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এর মানে এই নয় যে, মিরাজ খারাপ প্লেয়ার। যদি উইকেট আবার ব্যাটিং সহায়ক হয়, তখন মিরাজ আবার খেলবে।

অর্থাৎ কন্ডিশন বুঝে দল গঠন করছেন লিটন, যার পেছনে কাজ করছে পরিসংখ্যান ও সম্ভাবনার হিসাব।

গ্লোবাল সুপার লীগে হারতে হারতে জিতে যাওয়ার নামই রংপুর রাইডার্স ।⛔প্রথম ম্যাচে গায়নার বিপক্ষে ৪ বল থাকতে  ৮ রানে জয়🥴দ্বি...
16/07/2025

গ্লোবাল সুপার লীগে হারতে হারতে জিতে যাওয়ার নামই রংপুর রাইডার্স ।
⛔প্রথম ম্যাচে গায়নার বিপক্ষে ৪ বল থাকতে ৮ রানে জয়
🥴দ্বিতীয় ম্যাচে হোবার্টের বিপক্ষে শেষ বলে ১ রানে জয়
🤔তৃতীয় ম্যাচে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৫ বল থাকতে ৮ রানে জয় ।
প্রত্যেকটা ম্যাচই শেষ ওভারে গড়িয়েছে ।

টি২০ সিরিজে অসাধারণ ব্যাটিং ও অধিনায়কত্বের জন্য ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হলেন লিটন দাস । শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ট...
16/07/2025

টি২০ সিরিজে অসাধারণ ব্যাটিং ও অধিনায়কত্বের জন্য ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হলেন লিটন দাস । শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টি২০ সিরিজে ৩৮ এভারেজ ১১৪ রান করেন লিটন দাস ( স্ট্রাইক রেট ১৪৪ )

তৃতীয় টি২০ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ১ লাখ ৮০ হাজার টাকার পুরষ্কার জিতে নিলো শেখ মাহাদী ।৪ ওভার বল করে মাত্র ১১ র...
16/07/2025

তৃতীয় টি২০ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ১ লাখ ৮০ হাজার টাকার পুরষ্কার জিতে নিলো শেখ মাহাদী ।
৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে গুরুত্বপুর্ণ চারটি উইকেট তুলে নেয় শেখ মাহাদী হাসান । তাঁর এই বোলিং পারফরম্যান্স এর কারণেই মাত্র ১৩২ রানে থেমে যায় শ্রীলংকার ইনিংস ।

ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে  টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ ।৩য় টি-২০তে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়...
16/07/2025

ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ ।

৩য় টি-২০তে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়ে ২-১ সিরিজ জিতলো বাংলাদেশ । তামিম অপরাজিত ৪৭ বলে ৭৩ রানে ও মাহাদী হাসান ১১ রানে ৪ উইকেট।

৫ ছক্কা ও ১ চারে ২৭ বলে দুর্দান্ত ফিফটি তুলে নিলেন তানজিদ হাসান তামিম ।তামিমের ব্যাটিং দেখা যেন চোখের শান্তি আহ্ ..❤️
16/07/2025

৫ ছক্কা ও ১ চারে ২৭ বলে দুর্দান্ত ফিফটি তুলে নিলেন তানজিদ হাসান তামিম ।
তামিমের ব্যাটিং দেখা যেন চোখের শান্তি আহ্ ..❤️

সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকাকে কার্যত একাই ধসিয়ে দিয়েছেন শেখ মাহেদী হাসান। নিয়মিত অফ স্পিনার মেহেদি হাসা...
16/07/2025

সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকাকে কার্যত একাই ধসিয়ে দিয়েছেন শেখ মাহেদী হাসান। নিয়মিত অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই স্পিনার সুযোগ পেয়েই বাজিমাত করেন। ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে নিজের জাত চেনান তিনি।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। তবে ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে তারা। প্রথম ওভারে পেসার শরিফুল ইসলামের বলে কুশাল মেন্ডিস ক্যাচ তুলে দিয়ে ফিরলে শুরু হয় লঙ্কান ব্যাটিং বিপর্যয়।

এরপর বল হাতে আসেন শেখ মাহেদী হাসান। প্রথম স্পেলেই আগুন ঝরান তিনি। টানা তিন ওভারে সাজঘরে ফেরান শ্রীলংকার তিন অধিনায়ককে। প্রথমে ফেরান সাবেক অধিনায়ক কুশাল পেরেরাকে। এরপর দলের আরেক সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমালকেও ফিরিয়ে দেন তিনি। এরপর তৃতীয় শিকার হিসেবে ফেরান বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে। এক স্পিনারে তিন অধিনায়কের বিদায়ে কার্যত ভেঙে পড়ে শ্রীলংকার টপ অর্ডার।

দ্বিতীয় স্পেলে এসে শেখ মাহেদী আঘাত হানেন আরেকবার। এ সময় লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ক্লিন বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। ৪৬ রান করা নিশাঙ্কাই ছিলেন লঙ্কানদের একমাত্র আশার আলো।

চার ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট তুলে নেন মাহেদী। ২৪ বলের মধ্যে ১৭টিই ছিল ডট বল, একটি মেডেন ওভারও করেন তিনি। তার ইকোনমি রেট ছিল মাত্র ২.৭৫, যা টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ। পাওয়ারপ্লেতেও দুই ওভার বোলিং করে দারুণ নিয়ন্ত্রণ দেখান এই ডানহাতি অফ স্পিনার।

দীর্ঘদিন পর একাদশে ফিরে এমন পারফরম্যান্সে নিজের সামর্থ্য প্রমাণ করে দিলেন শেখ মাহেদী। বুঝিয়ে দিলেন, কেন তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার।

টি২০ একাদশে ফিরেই মাহাদী হাসানের বাজিমাত উইকেটের পর উইকেট । প্রথম তিন ওভারে তিন উইকেট শিকার ❤️
16/07/2025

টি২০ একাদশে ফিরেই মাহাদী হাসানের বাজিমাত উইকেটের পর উইকেট । প্রথম তিন ওভারে তিন উইকেট শিকার ❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Plus Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share