Sports Plus Cricket

Sports Plus Cricket নিয়মিত দেশ-বিদেশের সকল খেলার সংবাদ পড়ুন এখানে । ক্রিকেট, ফুটবল সহ যে কোন খেলা ।
(1)

টানা তিনটি সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপের মিশনে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে ন...
08/09/2025

টানা তিনটি সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপের মিশনে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

📌 বাংলাদেশ দলের সূচি (গ্রুপ পর্ব):

🆚 হংকং – ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

🆚 শ্রীলঙ্কা – ১৩ সেপ্টেম্বর, শনিবার

🆚 আফগানিস্তান – ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার

সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮:৩০ এ আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

🚨 কক্সবাজারে গোসলে নেমে মুশফিকুর রহিমের ভাতিজার মর্মান্তিক মৃ/ত্যু !! গতকাল (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে কক্সবাজ...
08/09/2025

🚨 কক্সবাজারে গোসলে নেমে মুশফিকুর রহিমের ভাতিজার মর্মান্তিক মৃ/ত্যু !!

গতকাল (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে কক্সবাজারের লাবণী পয়েন্টে গোসলে নেমেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা, ১৮ বছর বয়সী আহনাফ। সেসময় সাগরের স্রোতে ভেসে যান তিনি। তবে তার সঙ্গে থাকা দুই বন্ধুকে দ্রুত উদ্ধার করে সিসেইফ লাইফগার্ডের সদস্যরা।

দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ (৮ সেপ্টেম্বর) সকালে সমিতি পাড়া পয়েন্টে ভেসে থাকা আহনাফের ম*রদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

আফগান স্পিনাররা নাশতায় কী খায় জানেন? 😅 তাদের ভাষায় প্রতিপক্ষের ব্যাটসম্যানই নাকি তাদের প্রতিদিনের খাবার !ত্রিদেশীয় সিরি...
08/09/2025

আফগান স্পিনাররা নাশতায় কী খায় জানেন? 😅 তাদের ভাষায় প্রতিপক্ষের ব্যাটসম্যানই নাকি তাদের প্রতিদিনের খাবার !
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের ১৪১ টার্গেটে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ইনিংস বিরতিতে নুর আহমেদকে মজা করে প্রশ্ন করা হয়, সকালে কী খেয়ে নামো? তিনি হেসে জবাব দেন আমরা তো রোজই প্রতিপক্ষের ব্যাটার খাই 🤔🤪

এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে বড়াই করা আফগানিস্তান ব্যাট হাতে নামতেই ভেঙে পড়ল তাসের ঘরের মতো—১৪২ রানের টার্গেটে অলআউট মাত...
08/09/2025

এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে বড়াই করা আফগানিস্তান ব্যাট হাতে নামতেই ভেঙে পড়ল তাসের ঘরের মতো—১৪২ রানের টার্গেটে অলআউট মাত্র ৬৬ রানে! 😅
অপরদিকে পাকিস্তান স্বস্তিতে ৭৫ রানের জয় তুলে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিজের করে নিল 🏆।

রেকর্ড এলার্ট 🔥ওয়ানডে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করলো ইংল্যান্ড! 🌟দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪২ রানের বিশাল জয়—যা এখন পর্যন্...
07/09/2025

রেকর্ড এলার্ট 🔥
ওয়ানডে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করলো ইংল্যান্ড! 🌟

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪২ রানের বিশাল জয়—যা এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ ব্যবধানের জয়। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৪১৪ রান, জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।

জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের পরিবার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মা মারা যাওয়ার পর থেকেই বাবার সঙ্গে তার দূরত্ব তৈর...
07/09/2025

জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের পরিবার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মা মারা যাওয়ার পর থেকেই বাবার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। অভিযোগ, নাসুমকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেন তার বাবা। পরবর্তীতে নতুন সংসারের তিন সন্তানের দায়িত্ব নিতে নাসুমকে বারবার চাপ দেন, এমনকি ব্ল্যাকমেইলেরও শিকার হতে হয় তাকে।

নাসুমের বোন সাম্মির দাবি, তাদের বাবার কারণে শুধু নাসুম নয়, তারও পড়াশোনায় বারবার বাধা এসেছে। তিনি আরও জানান, নাসুম এবং তার স্ত্রী বাবার সঙ্গে মিলে থাকতে চাইলেও বাবার আচরণের কারণে তা সম্ভব হয়নি। অথচ বাবাকে প্রতি মাসে অর্থ পাঠান নাসুম।

শুধু তাই নয়, সিলেটের কোচ রাজিন সালেহ ও নাঈমের মাধ্যমে বাবাকে টাকা পাঠানোর প্রমাণও রয়েছে বলে জানা গেছে। সাম্মির অভিযোগ, তাদের বাবা দীর্ঘদিন ধরে নাসুমকে সবার কাছে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছেন।

তামিমের দাবি—এখন পর্যন্ত বিসিবিতে উল্লেখ করার মতো কোনো কাজই করেননি আমিনুল ইসলাম বুলবুল!ফারুকের পর বিসিবির দায়িত্ব নেন বু...
07/09/2025

তামিমের দাবি—এখন পর্যন্ত বিসিবিতে উল্লেখ করার মতো কোনো কাজই করেননি আমিনুল ইসলাম বুলবুল!

ফারুকের পর বিসিবির দায়িত্ব নেন বুলবুল। ক্রিকেট উন্নয়নে নানা কর্মশালা আয়োজন, নতুন পরিকল্পনা ও কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন তিনি, যা সাধারণ মহলে প্রশংসাও কুড়িয়েছে। তবে যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিমের বক্তব্য ছিল ভিন্ন। তার দাবি, এখনো বুলবুল এমন কিছু করতে পারেননি, যা নিয়ে আলাদা করে আলোচনা হবে।

👉 আপনার দৃষ্টিতে, সত্যিই কি বুলবুলের উল্লেখযোগ্য কোনো কাজ নেই?

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগাররা 🏏🇧🇩 বাংলাদেশের ম্যাচ সূচি (গ্রুপ পর্ব):১১ সেপ্টেম্বর: বাংলাদেশ vs হংকং১৩ সেপ্...
07/09/2025

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগাররা 🏏
🇧🇩 বাংলাদেশের ম্যাচ সূচি (গ্রুপ পর্ব):
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ vs হংকং
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ vs শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ vs আফগানিস্তান

📌 সবগুলো ম্যাচ শুরু হবে রাত ৮:৩০টায় (বাংলাদেশ সময়)।

বিপিএলের আসল শক্তি নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজির মানের ওপর, তামিম ইকবালতামিম ইকবালের মতে, বিপিএল সফল করার মূল চাবিকাঠি হলো ...
07/09/2025

বিপিএলের আসল শক্তি নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজির মানের ওপর, তামিম ইকবাল

তামিম ইকবালের মতে, বিপিএল সফল করার মূল চাবিকাঠি হলো শক্তিশালী ও মানসম্মত ফ্র্যাঞ্চাইজি। আপনি IMG-কে দায়িত্ব দিলেন, কিংবা অন্য কাউকে দিলেন—এটা বড় কোনো বিষয় নয়। চাইলে আতিফ আসলামকে দিয়ে গান করালেন বা অন্য কাউকে দিয়ে নাচের আয়োজন করলেন, তাতে আসলে টুর্নামেন্টের কিছুই পরিবর্তন হবে না। আসল পরিবর্তন আসবে কেবল ভালো ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে।

তামিম আরও যোগ করেন সরকারের প্রধান চাইলে ১০টি বড় ব্যাংকের সঙ্গে সহজেই সমঝোতা করাতে পারেন। আমাদের দেশে খেলাধুলায় সরকারের সহযোগিতা পাওয়া ততটা কঠিন বিষয় নয়। কিন্তু যদি আমরা এই ভ্যালু তৈরি করতে না পারি, তাহলে বিপিএল কখনোই কাঙ্ক্ষিত সাফল্য পাবে না

আমি একজন ক্রিকেটার, কোনো সন্ত্রাসী নই। বুলবুল ভাই সবকিছু খোলাসা করুন, যেন কোনো প্রশ্ন না থাকে।হুমকির ঘটনা যদি সত্যিই ঘটে...
07/09/2025

আমি একজন ক্রিকেটার, কোনো সন্ত্রাসী নই। বুলবুল ভাই সবকিছু খোলাসা করুন, যেন কোনো প্রশ্ন না থাকে।

হুমকির ঘটনা যদি সত্যিই ঘটে থাকে, নম্বরটা তাঁর কাছেই থাকার কথা। আমাদের গোয়েন্দা সংস্থা কলকারীকে খুঁজে বের করার মতো সক্ষম। তাই কোনো তথ্য গোপন না করে চিঠিতেই নম্বরটি স্পষ্ট করে লিখুন 🔥🤔

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির আসন্ন নির্বাচনকে সরকারের প্রভাব থেকে মুক্ত রাখতে সরকারের প...
06/09/2025

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির আসন্ন নির্বাচনকে সরকারের প্রভাব থেকে মুক্ত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে কোন ধরনের বাইরের প্রভাব থাকা উচিত নয়, যাতে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়।

এছাড়া, তামিম ইকবাল স্পষ্টভাবে উল্লেখ করেন, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া উচিত। তার মতে, এই পদত্যাগ ছাড়া নির্বাচনের সুষ্ঠু আয়োজন সম্ভব নয়।

সাম্প্রতিক এক পডকাস্টে ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল জানিয়েছেন বাংলাদেশকে কীভাবে ব্যাটিং করতে হয়—তার প্রথম পাঠটা দিয়েছ...
06/09/2025

সাম্প্রতিক এক পডকাস্টে ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল জানিয়েছেন বাংলাদেশকে কীভাবে ব্যাটিং করতে হয়—তার প্রথম পাঠটা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। উদাহরণ হিসেবে তিনি স্মরণ করেন ২০০৭ বিশ্বকাপে জহির খানের বলে তামিমের সেই বিখ্যাত ছক্কার কথা।

নাবিলের ভাষায় আমাদের প্রজন্মে এমন কেউ ছিল না যে তামিমকে দেখে অনুপ্রাণিত হয়নি। ব্যক্তিগতভাবে আপনি তাঁকে পছন্দ করুন বা না করুন, তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। আজকের দিনে ব্যাটসম্যানরা বড় বড় ছক্কা হাঁকাবে, আধুনিক ক্রিকেটের নানা কৌশল ব্যবহার করবে—কিন্তু বাংলাদেশকে কীভাবে ব্যাট করতে হয়, সেটি প্রথম দেখিয়েছেন তামিমই।

Address

Mirpur
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Plus Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share