01/08/2025
⭕--কি সুন্দর সমাধান.......!!
""------♦️♣️♦️যখন আমি কষ্ট পাই.!
আল্লাহ বলেনঃ-"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে..!!
[সূরা ইনশিরাহঃ-৬]
""------💞💦💞যখন আমি সুখ চাই.!
আল্লাহ বলেনঃ-"আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন..!!
[সূরা তালাকঃ-০৭]
""------♦️♣️♦️যখন আমি প্রিয় জিনিস টা পেলাম না.! আল্লাহ বলেনঃ-"তোমরা হয়তো এমন জিনিস পছন্দ কর,,যা তোমাদের জন্য অকল্যাণকর..!!
[সূরা বাকারাঃ-২১৬]
""------💞💦💞যখন আমি বিচার চাই.!
আল্লাহ বলেনঃ-"আপনি ধৈর্য ধারণ করুণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন..!!
[সূরা ইউসুফঃ-১০৯]
""------♦️♣️♦️যখন আমি কষ্ট সহ্য করতে চাই না.! আল্লাহ বলেনঃ-"যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে,,আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না.! তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে..!!
[সূরা আরাফঃ-৪২]
""------💞💦💞যখন আমি আল্লাহর সাহায্য চাই.! আল্লাহ বলেনঃ-"ভেঙে পড়ো না,,নিরাশ হইও না,,আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা.! জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে..!!
[সূরা বাকারাঃ-২১৪]
""------♦️♣️♦যখন আমি ধৈর্য ধারণ করি.! আল্লাহ বলেনঃ-"যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত..!!
[সূরা যুমারঃ-১০]
""------💞💦💞যখন আমি হতাশায় থাকি.!
আল্লাহ বলেনঃ-"আল্লাহর উপর ভরসা কর,,যদি তোমরা বিশ্বাসী হও..!!
[সূরা মায়িদাঃ-২৩]
""------♦️♣️♦️যখন আমি তাওবা করি.!
আল্লাহ বলেনঃ-"আল্লাহ তাওবা কবুলকারী, করুণাময়..!!
[সূরা তাওবাঃ-১০৪]
""------💞💦💞যখন আমি নিরাশ হই.!আল্লাহ বলেনঃ-"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না..!!
[সূরা ইউসুফঃ-৮৭]
""------♦️♣️♦️অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে,,তার চেয়েও উত্তম..!!
[সূরা আনফালঃ-৭০]
""------💞💦💞যখন আমি ভালো কিছু করি.! আল্লাহ বলেনঃ-"উত্তম কাজের প্রতিদান,,উত্তম ছাড়া আর কি হতে পারে..??
[সূরা আর রহমানঃ-৬০]
""------♦️♣️♦️যখন আমি বিপদে পড়ি.! আল্লাহ বলেনঃ-"আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয়,,ক্ষুধা,,মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে.! তবে সুসংবাদ দাও সবরকারীদের..!!
[সূরা বাকারাঃ-১