06/10/2024
আপনার বন্ধু আবুল কে চিনেন না? আরেহ, নামটা ঠিক মনে পড়তেছে না। তবে আপনি ওর বার্থডে উইশ করতে যেই ফটো ইউজ করছেন তা দেখে মনে হলো নামটা নিশ্চয়ই আবুল হবে। যাইহোক, নাম দিয়ে আর কী হবে? আপনার বন্ধু আপনার কাছে আবাল, বলদ, বোকাচন্দ্র সহ আরও নিম্নমানের বিশেষণের হবে বা হতে পারা খুবই স্বাভাবিক। তবে আপনার বন্ধু আর আমি কিন্তু একে অপরের ফ্রেন্ড না। তার ফটো দেখে আমার ভেতর তৈরী হওয়া ইম্প্রেশন বা হ্যালো ইফেক্ট-এ তার কিছু যায় আসে না, তার সাথে আমার জীবনেও দেখা হবে না হয়তো। কিন্তু আপনার ট্যাগ করা পোস্ট তার ফ্রেন্ডলিস্টে থাকা বড় ভাই, টিচার, পাশের বাসার উৎসাহ দেওয়া আন্টি, আন্টির মেয়ে যাকে সে প্রতিনিয়ত ইম্প্রেস করার চেষ্টা করে, এলাকার ছোট ভাই, ক্লাসের বান্ধবী সহ আরও অনেকের কাছেই যাচ্ছে। ব্যাপারটা কেমন না? তাদের কাছে ওর একটা মান ইজ্জত বলেও তো কিছু থাকতে পারে রে ভাই! সেটা কি আপনি নষ্ট করতেছেন না?
ধরেন আপনি আর আপনার বন্ধু রাস্তায় হাটতেছেন। এখন আপনার বন্ধুর সাথে তার প্রিয় কুদ্দুস স্যারের দেখা হইলো। সে তার স্যারের সাথে কথা বলতেছে যে সে কোথায় ভর্তি হইছে, কী করতেছে এসব নিয়ে। আপনি একটু দূরে দাঁড়িয়ে আছেন। কথা বলতে বেশি টাইম নিচ্ছে, এতে করে কি আপনি বলবেন যে "এই সাদিয়ার বাপ, তাড়াতাড়ি কথা শেষ কর!"? বলবেন না। কারণ, আপনি জানেন স্যারের কাছে ওর আলাদা একটা পয়েন্ট অব ভিউ আছে, সেটা নষ্ট হয়ে যাবে।
তাহলে আপনি কেন একটা বিশেষ দিনে ওর শর্ট প্যান্ট পরা ফটো দিয়ে ক্যাপশন দেন শুভ জন্মদিন সাদিয়ার বাপ? এতে কি সাদিয়া রাগ করবে না? ফাইজলামি না মিয়া! বেচারার ব্রেক-আপ ও তো হয়ে যেতে এসবের কারণে।
যাইহোক, এসব কইরেন না। এর চেয়ে বরং ইনবক্সে গিয়ে শুভ জন্মদিন মাদারবোর্ড থেকে শুরু করে যত প্রকার গালি আছে সব দেন, সাথে যত বাজে ফটো তুলছেন সব দেন। ফার বেটার।
দ্বিমত থাকলে বইলেন , আলোচনা করবো নি!