Jihad Ahmed Rudro

Jihad Ahmed Rudro Is life really beautiful?

10/04/2025

ঘুমানোর সময় স্যাড সং শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা মানুষগুলো বিনা কারনে কাঁদে নাহ! এদের বুকের ভেতর পাহাড়ে সমান অভিমান আর কষ্ট নিয়ে ও এরা দিনভর "ভালো আছি"অভিনয় করে যায়! আর রাত হলে সব"ভালো থাকা"কান্না হয়ে ঝরে পড়ে! আর এই মানুষগুলোই আমাদের আশেপাশে আছে অথচ আমরা তাদের হাসিখুশি মুখ দেখে কিছু বুঝতেই পারি না।❤️

31/10/2024

আলফা, থেটা ছাড়িয়ে মস্তিস্কে যখন ডেলটা ওয়েভ বয়ে যায় অর্থাৎ যখন আমি গভীর ঘুমে থাকি ঐ সময়টাই আমার একটা দিনের সবচেয়ে সুন্দর সময়। ইশ.! জেগে থেকে যদি আমি আমার এই প্রশান্তির সময়টা উপভোগ করতে পারতাম, যখন মস্তিষ্কে ০.৫ থেকে ৪ হার্জের(Hz) তরঙ্গ দোল খেয়ে যায় নিরবে। আহা! যদি পারতাম, তাহলে খুব তাড়াহুড়ো করে নিজেকে আয়নার সামনে নিয়ে দাঁড় করতাম, মৃদু মুচকি হাসি নিয়ে খুব যত্ন সহকারে দেখতাম প্রশান্তি আমায় কতটা পরম ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে আছে। যে আলিঙ্গন বুক ভেদ করে স্পর্শ করেছে হৃদপিণ্ডকে, অমনি হৃদপিণ্ডটা তার স্পন্দন কমিয়ে আনে সাথে কমিয়ে আনে রক্তচাপও। সুন্দর প্রতিবেশীর মতো ফুসফুসও শ্বাস-প্রশ্বাস এর হার কমিয়ে নেয়। এ এমন এক আলিঙ্গন যে তার স্নিগ্ধতার বিচ্ছুরণে আমার অনুপস্থিতিতে আপন করে নেয় আমার প্রধান সব ইন্টারনাল অর্গানকে। নিজেকে আয়নার সামনে নিয়ে যাবো কি, চোখ খুলে শুধু দেখতে পাই পুরো শরীর জুড়ে আলিঙ্গনের ছাপ। এ যেন উপভোগ করার মতো সুন্দর এক ঝড়, কিন্তু আমি মিস করে যাই ঝড়ের পূর্ব মুহুর্তে প্রবাহিত হওয়া স্নিগ্ধ, প্রাণবন্ত, মনোরম বাতাস সাথে আকাশের ঘন কালো মেঘমালা।

আমার অলিখিত রুটিনে প্রতিদিন ঘুমের প্রথম সাইকেল অসম্পূর্ণ রেখেই ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর খুব টের পাই ডেলটা স্লিপ আমার মন ভাঙেনি আর ঘড়িতে তখন কেবল মাত্র রাত ১২ টা কিংবা ১ টা বাজে । যদিও আমি ১০ টায় বিছানায় যাই।ঘুম ভাঙার পর থেকে আর ঘুমাতে পারি না, সকাল ৬ টা বা ৭ টায় ঘুমাতে হয়।

আপনার মনে প্রশ্ন আসতে পারে এত সময় আমি কী করি? মশা মারি নাকি রাত জেগে জেগে? না ভাই, মশা নাই আসলে। আর এই ৬,৭ ঘন্টার জেগে থাকা সময়টা আমার কাছে ২ ঘন্টার মতোও মনে হয় না। সময়ের আপেক্ষিকতা অবশ্যই। এই সময়টা খুব সুন্দরভাবে কাটে, সত্যিই। এ নিয়ে অন্য একদিন বলবো। আজ এ অবধি থাক।
ধন্যবাদ।

06/10/2024

আপনার বন্ধু আবুল কে চিনেন না? আরেহ, নামটা ঠিক মনে পড়তেছে না। তবে আপনি ওর বার্থডে উইশ করতে যেই ফটো ইউজ করছেন তা দেখে মনে হলো নামটা নিশ্চয়ই আবুল হবে। যাইহোক, নাম দিয়ে আর কী হবে? আপনার বন্ধু আপনার কাছে আবাল, বলদ, বোকাচন্দ্র সহ আরও নিম্নমানের বিশেষণের হবে বা হতে পারা খুবই স্বাভাবিক। তবে আপনার বন্ধু আর আমি কিন্তু একে অপরের ফ্রেন্ড না। তার ফটো দেখে আমার ভেতর তৈরী হওয়া ইম্প্রেশন বা হ্যালো ইফেক্ট-এ তার কিছু যায় আসে না, তার সাথে আমার জীবনেও দেখা হবে না হয়তো। কিন্তু আপনার ট্যাগ করা পোস্ট তার ফ্রেন্ডলিস্টে থাকা বড় ভাই, টিচার, পাশের বাসার উৎসাহ দেওয়া আন্টি, আন্টির মেয়ে যাকে সে প্রতিনিয়ত ইম্প্রেস করার চেষ্টা করে, এলাকার ছোট ভাই, ক্লাসের বান্ধবী সহ আরও অনেকের কাছেই যাচ্ছে। ব্যাপারটা কেমন না? তাদের কাছে ওর একটা মান ইজ্জত বলেও তো কিছু থাকতে পারে রে ভাই! সেটা কি আপনি নষ্ট করতেছেন না?
ধরেন আপনি আর আপনার বন্ধু রাস্তায় হাটতেছেন। এখন আপনার বন্ধুর সাথে তার প্রিয় কুদ্দুস স্যারের দেখা হইলো। সে তার স্যারের সাথে কথা বলতেছে যে সে কোথায় ভর্তি হইছে, কী করতেছে এসব নিয়ে। আপনি একটু দূরে দাঁড়িয়ে আছেন। কথা বলতে বেশি টাইম নিচ্ছে, এতে করে কি আপনি বলবেন যে "এই সাদিয়ার বাপ, তাড়াতাড়ি কথা শেষ কর!"? বলবেন না। কারণ, আপনি জানেন স্যারের কাছে ওর আলাদা একটা পয়েন্ট অব ভিউ আছে, সেটা নষ্ট হয়ে যাবে।

তাহলে আপনি কেন একটা বিশেষ দিনে ওর শর্ট প্যান্ট পরা ফটো দিয়ে ক্যাপশন দেন শুভ জন্মদিন সাদিয়ার বাপ? এতে কি সাদিয়া রাগ করবে না? ফাইজলামি না মিয়া! বেচারার ব্রেক-আপ ও তো হয়ে যেতে এসবের কারণে।
যাইহোক, এসব কইরেন না। এর চেয়ে বরং ইনবক্সে গিয়ে শুভ জন্মদিন মাদারবোর্ড থেকে শুরু করে যত প্রকার গালি আছে সব দেন, সাথে যত বাজে ফটো তুলছেন সব দেন। ফার বেটার।

দ্বিমত থাকলে বইলেন , আলোচনা করবো নি!

30/08/2024

আর চার মাস দেখবো, প্রেম না হলে 2025 সালে বিয়ে করে ফেলবো!🙂

14/08/2024

অন্য নামে হলেও ছুটিটা রাখা যায় না!
ধরেন,
জাতীয় শোক না দিবস
জাতীয় আগে শোক ছিল দিবস

13/08/2024

আমার পোস্টে যে রিয়েক্ট দেয় না সে হাউন আঙ্কেল!

একজন মায়ের পোস্ট৷ এ ছেলেটার বয়স কত হবে! ওরা তাকেও মে* ফেললো৷ আমাদের ছোট ভাই শহীদ ফারহান৷ এরপরেও যারা সংলাপে বসবে, আপনারা...
18/07/2024

একজন মায়ের পোস্ট৷ এ ছেলেটার বয়স কত হবে! ওরা তাকেও মে* ফেললো৷ আমাদের ছোট ভাই শহীদ ফারহান৷ এরপরেও যারা সংলাপে বসবে, আপনারা বেঈমান :)

18/07/2024

শ*হী*দ আবু সাইদ ভাই আলোচনায় বসতে চাইলে আমরা রাজি আছি আলোচনায় 🖤

14/07/2024

বাজারের সব ইলিশ 'পদ্মার', সব দই 'বগুড়ার', সব বিরিয়ানি 'হাজির', সব আম 'রাজশাহীর' আর বাসার সব দোষ 'আমার!'🙂

পরিচিত মুখ 🙂
10/07/2024

পরিচিত মুখ 🙂

08/07/2024

২০২০ ব্যাচ, শতভাগ প্রশ্নফাঁস মুক্ত এইচএসসি ব্যাচ হিসেবে গর্ববোধ করছি ❤️😌

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jihad Ahmed Rudro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share