Ruhul Amin

Ruhul Amin আমি ভিডিও করতে ভালোবাসি, সকলে ফলো করুন

04/05/2025

গাব ও আম

14/04/2025

পদ্মাপাড়ে মিলনমেলা

09/04/2025

গ্রামীণ বিয়ের বৌভাত

10/02/2025

সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে

জমি জরিপ প্রশিক্ষণ ও পরামর্শ

জমি জমার যাবতীয় বিষয় অত্যন্ত সহজ ভাবে শেখানো হবে।
প্রাকটিকাল ও থিউরি কাল।

যা যা শেখানো হবে
জমির হিসাব নিকাশ, পর্চা/খতিয়ান, দলিল নকশা ও সরে জমিনে জমির হিসাব নিকাশ শেখানো হবে।

উপকারিতা:
নিজের জমি পরিমাপ করত পারবেন, বিচার সালিসি ও দলিল লেখকের কাজ করতে পারবেন। আমিন পেশা হিসেবে কাজ করতে পারবেন।

প্রশিক্ষণ শেষে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্স ফি মাত্র ৭০০৳
অনলাইনে আপনার সুবিধা মতো সময়ে ক্লাস করার সুবিধা, তত্বীয় ও প্রাকটিকাল বিষয়ে শেখানো হবে।
অফলাইনে ক্লাস করার সুবিধা তত্বীয় ও প্রাকটিকালি ক্লাস করার সুবিধা।

পেমেন্ট : :01712957049 (BKash /Nagad/Rocket পার্সোনাল)

এই নম্বরে ৭১০ টাকা সেন্ড মানি করে লাস্ট ৩ ডিজিট মেসেজ/ ইমেইল করে জানালেই কোর্সে ভর্তি করে নেওয়া হবে।
যোগাযোগ :01712957049 (হোয়াটসঅ্যাপ)।

ফেসবুক আইডি : www.facebook.com/ruhulaminhaq
ফেসবুক পেজ: www.facebook.com/surveyamin
ফেসবুক গ্রুপ: জমি জরিপ প্রশিক্ষণ ও পরামর্শ
ইমেইল: [email protected]

প্রয়োজনীয় তথ্য :
নাম :
১. হোয়াটসঅ্যাপ নাম্বার :
২. ফেসবুক আইডি লিংক:
৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
৪. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি

পরিচালক:
সার্ভেয়ার রুহুল আমীন হক (উকিল)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রেজিস্ট্রেশন নং ৩০২৪০৬৭৯১৭
এল.এল.বি, এম.এম.এস (রাষ্ট্রবিজ্ঞান)
মোবাইল: 01712957049

বিলাসী জীবন নয়-🤟শুধু একটু ভালো থাকা যাবে এমন একটা জীবন হলেই,_আলহামদুলিল্লাহ।💓
29/11/2024

বিলাসী জীবন নয়-
🤟শুধু একটু ভালো থাকা যাবে এমন একটা জীবন হলেই,
_আলহামদুলিল্লাহ।💓

ভালোবাসা কোনো চুক্তির নাম নয় যে, তুমি আমার জন্য এই এই করবে, বিনিময়ে আমিও এই এই করব৷ তুমি করবে না, তো আমিও ব্যধ্য না। ভাল...
27/11/2024

ভালোবাসা কোনো চুক্তির নাম নয় যে, তুমি আমার জন্য এই এই করবে, বিনিময়ে আমিও এই এই করব৷ তুমি করবে না, তো আমিও ব্যধ্য না।

ভালোবাসা একটি নিঃস্বার্থ সম্পর্ক। এখানে লেনাদেনার কোনো হিসেব থাকতে নেই। পাওয়া-না পাওয়ার কোনো অংক কষতে নেই। যেখানে এসবের হিসেব হয়, প্রতিটি পদক্ষেপের অংক কষা হয়, সেখানে ভালোবাসা কীভাবে হয়!
শীঘ্রই আসছে
~লাভ ক্যান্ডি- Jafor BP
তার অন্যতম আরও বই হচ্ছে, রিমেডি ও দৃষ্টি নিয়ন্ত্রণ

মাঝে মাঝে আমরা সম্পর্কের জন্য হাহাকার করি। কিন্তু আমরা একটা সম্পর্ক কিংবা বিচ্ছেদ কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদে...
25/11/2024

মাঝে মাঝে আমরা সম্পর্কের জন্য হাহাকার করি। কিন্তু আমরা একটা সম্পর্ক কিংবা বিচ্ছেদ কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের পরিবার, আত্মীয়,স্বজন, প্রতিবেশী, প্রিয়জন এগুলোর নির্বাচন কখনোই আমাদের এখতিয়ারে ছিল না।এটা বরং আমাদের জন্য আমাদের রব্ব আল্লাহর পছন্দ। তিনিই জানেন আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কোন জায়গায় যথাযথ। আর আমরা শুধু সম্পর্কগুলো বজায় রাখার চেষ্টা করতে পারি । আমাদের ভাল আচরণ, কিছু স্বার্থত্যাগ, আপোস, মীমাংসা ভালবাসা, যত্ন এগুলোর মাধ্যমে।

এই যে আমাদের ফেইসবুকে এত এত ফ্রেন্ড। কিন্তু প্রয়োজনের সময় আমরা অল্পকিছু সংখ্যক মানুষকে আমাদের পাশে পাই। আমরা খুব করে চাই সেই মানুষগুলো আজীবন আমাদের আশেপাশেই থাকুক। অনেক সময় সেই চাওয়া অনুযায়ী আমরা ফল পাই না। সেটাও আল্লাহর পরীক্ষা। মানুষ থেকে মানুষের হারিয়ে যাওয়া, সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই। চিরস্থায়ী শুধু বান্দার সাথে তাঁর রব এর সম্পর্ক।

তবুও আমরা প্রতিদিন সম্পর্ক নিয়েই বাঁচি। আমরা অনেক সময় অনুভূতিপ্রবণ হয়ে সম্পর্কের প্রতিদানের পিছনে ছুটি। মানুষ কখনো প্রতিদান দিয়ে অথবা পেয়ে পরিতৃপ্ত হয় না। মানুষ তার সাধ্যমতো প্রতিটা সম্পর্কের প্রতি শুধু যত্নশীল হতে পারে, দায়িত্বশীল হতে পারে। প্রতিদান আল্লাহ দেন যে কোন কাজের পিছনে মানুষের করা নিয়্যতের প্রেক্ষিতে।

আমরা যখন কাজ শেষে বাড়িতে রাতের বেলা বিশ্রাম নিই তখন খুব অল্পকিছু মানুষকে আমরা কাছে পাই। হাসপাতালের বেডে যখন শুয়ে থাকি সেখানেও সেই অল্পসংখ্যক মানুষ। আমাদের যখন খুব হাত টানাটানি যায় সামান্য কয়জনকে আমরা সাহায্যের জন্য কল করি।

তারপরেও কিছু নিঃসঙ্গতা থাকে। খুব ব্যক্তিগত। সেটা থাকবেই। যদি খেয়াল করে দেখি সেই অল্পকিছু মানুষ নিয়ে দুঃখ, আনন্দবোধ দিয়ে আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিই। আসলে পৃথিবীতে ভালভাবে বাঁচতে গেলে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না।
~সু প্রভাত বিডি

25/11/2024

তুমি আমার মানসিক শান্তি হও, একটা ভালো বন্ধু হও, প্রেমিকা আমার চাইনা জানো!
একটা ভালো মানুষ হও!!

22/11/2024

পুরুষ মানুষের সুখ শান্তি পকেটের ওজনের সাথে ওঠা - নামা করে!
❤️💸

16/11/2024

মাশাল্লাহ

13/11/2024

গুলিস্তানের মলম বিক্রেতা, চট্টগ্রাম টা তর বাপদাদার

ক্ষণস্থায়ী জীবনটায় আমি এখন অভিনয়ে ভীষণ পাকা!Ruhul Amin
25/10/2024

ক্ষণস্থায়ী জীবনটায় আমি এখন
অভিনয়ে ভীষণ পাকা!
Ruhul Amin

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruhul Amin:

Share

Category