25/11/2024
মাঝে মাঝে আমরা সম্পর্কের জন্য হাহাকার করি। কিন্তু আমরা একটা সম্পর্ক কিংবা বিচ্ছেদ কোনকিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের পরিবার, আত্মীয়,স্বজন, প্রতিবেশী, প্রিয়জন এগুলোর নির্বাচন কখনোই আমাদের এখতিয়ারে ছিল না।এটা বরং আমাদের জন্য আমাদের রব্ব আল্লাহর পছন্দ। তিনিই জানেন আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কোন জায়গায় যথাযথ। আর আমরা শুধু সম্পর্কগুলো বজায় রাখার চেষ্টা করতে পারি । আমাদের ভাল আচরণ, কিছু স্বার্থত্যাগ, আপোস, মীমাংসা ভালবাসা, যত্ন এগুলোর মাধ্যমে।
এই যে আমাদের ফেইসবুকে এত এত ফ্রেন্ড। কিন্তু প্রয়োজনের সময় আমরা অল্পকিছু সংখ্যক মানুষকে আমাদের পাশে পাই। আমরা খুব করে চাই সেই মানুষগুলো আজীবন আমাদের আশেপাশেই থাকুক। অনেক সময় সেই চাওয়া অনুযায়ী আমরা ফল পাই না। সেটাও আল্লাহর পরীক্ষা। মানুষ থেকে মানুষের হারিয়ে যাওয়া, সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই। চিরস্থায়ী শুধু বান্দার সাথে তাঁর রব এর সম্পর্ক।
তবুও আমরা প্রতিদিন সম্পর্ক নিয়েই বাঁচি। আমরা অনেক সময় অনুভূতিপ্রবণ হয়ে সম্পর্কের প্রতিদানের পিছনে ছুটি। মানুষ কখনো প্রতিদান দিয়ে অথবা পেয়ে পরিতৃপ্ত হয় না। মানুষ তার সাধ্যমতো প্রতিটা সম্পর্কের প্রতি শুধু যত্নশীল হতে পারে, দায়িত্বশীল হতে পারে। প্রতিদান আল্লাহ দেন যে কোন কাজের পিছনে মানুষের করা নিয়্যতের প্রেক্ষিতে।
আমরা যখন কাজ শেষে বাড়িতে রাতের বেলা বিশ্রাম নিই তখন খুব অল্পকিছু মানুষকে আমরা কাছে পাই। হাসপাতালের বেডে যখন শুয়ে থাকি সেখানেও সেই অল্পসংখ্যক মানুষ। আমাদের যখন খুব হাত টানাটানি যায় সামান্য কয়জনকে আমরা সাহায্যের জন্য কল করি।
তারপরেও কিছু নিঃসঙ্গতা থাকে। খুব ব্যক্তিগত। সেটা থাকবেই। যদি খেয়াল করে দেখি সেই অল্পকিছু মানুষ নিয়ে দুঃখ, আনন্দবোধ দিয়ে আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিই। আসলে পৃথিবীতে ভালভাবে বাঁচতে গেলে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না।
~সু প্রভাত বিডি