ঘটনা প্রবাহ

ঘটনা প্রবাহ জীবনে সুখ আসে মুহূর্তের জন্য, আর দুঃখ থাকে শেখার জন্য। প্রতিটি অভিজ্ঞতা আমাদের আরও পরিপূর্ণ করে তোলে।
(7)

13/09/2025

জাকসুতে ২৫ পদের মধ্যে জিএস, এজিএস সহ ২১ টা পদই ছাত্রশিবির এর প্যানেল পেয়েছে
তবে ভিপি পদ জিতেছে স্বতন্ত্র জিতু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ফল প্রকাশ:
১/ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)
২/জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩/এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪/এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)
৫/শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬/পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭/সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮/সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল)
৯/সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০/নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১/ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২/সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩/সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪/তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫/সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮/স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯/ পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)
২০/কার্যকরী সদস্য---
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)
পুরুষ-৩: মো. মহসিন (শিবির প্যানেল)
নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

রাজশাহীর পবা সিটি হাটে বিষাক্ত সাপ কামড়, রোগী নিজেই সাপ ধরে মেডিকেলে হাজির!রাজশাহীর পবা সিটি হাটের নিচের একটি গ্রাম থেকে...
08/09/2025

রাজশাহীর পবা সিটি হাটে বিষাক্ত সাপ কামড়, রোগী নিজেই সাপ ধরে মেডিকেলে হাজির!

রাজশাহীর পবা সিটি হাটের নিচের একটি গ্রাম থেকে আজ এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্থানীয় এক যুবককে ভয়ঙ্কর চন্দ্রগোবরা রাসেল ভাইপার সাপ কামড় দিলে, আতঙ্কিত হওয়ার বদলে তিনি সরাসরি সাপটিকে ধরে ফেলেন! 🐍

👉 অবিশ্বাস্য হলেও সত্য— কামড় খাওয়ার পরও তিনি অটো চালিয়ে সাপসহ নিজেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন!
হাসপাতালে সাপ দেখে কর্তব্যরত ডাক্তার–নার্স পর্যন্ত হতবাক হয়ে যান।

💉 তাৎক্ষণিকভাবে রোগীকে সাপের এন্টিভেনাম দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন— এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

ঘটনাস্থল থেকে সাপের ছবিও পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে আরও ভয় ও চাঞ্চল্য সৃষ্টি করেছে।
#রাসেলভাইপার 🐍
#হাসপাতাল
#সাপ

07/09/2025

রাজশাহী বাঘা , চন্দ্রগ্রহণ শুরু।
আজ রাতে সাড়ে চারশো কোটি বছরের চেনা চাঁদটা কিছুক্ষণের জন্য হবে অচেনা। ধারণ করবে রক্তিম বর্ণ।হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ বিশ্বের ৭৭% মানুষ সাক্ষী হতে যাচ্ছে বিরল এই দৃশ্যের।
শুরু হয়েছে রাত ৯টা ২৮ মিনিটে

পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে
সর্বোচ্চ (চাঁদ সবচেয়ে লাল) হবে রাত ১২টা ১১ মিনিটে
পূর্ণগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে
সম্পূর্ণ শেষ হবে ভোর ২টা ৫৫ মিনিটে।

07/09/2025

সরাসরি>>> রাজশাহীর বাঘা থেকে চন্দ্রগ্রহণ

07/09/2025

চন্দ্রগ্রহণ শুরু

অন্যকে দোষ দেওয়া খুব সহজ, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দুর্বলতার দিকে তাকান, পরের সমালোচনা না করে বরং নিজের ভুলগুলো...
06/09/2025

অন্যকে দোষ দেওয়া খুব সহজ, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দুর্বলতার দিকে তাকান, পরের সমালোচনা না করে বরং নিজের ভুলগুলো শোধরানো উচিত।
সংগৃহীত :-

31/08/2025

এমন মনুষরূপী জানোয়ার গুলো এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোবরা তে রয়ে গেছে। এমন নেক্কার জনক ঘটনা দেশ ও জাতির জন্য অবশ্যই ভালো কিছু বই আনবে না ।

বদলে যাচ্ছে ইতিহাসঢাকা নগরের বয়স আড়াই হাজার বছরের বেশিরাজধানী হিসেবে ঢাকার বয়স ৪০০ বছর বলেই সবার জানা। মোগল সুবাদার ইসলা...
31/08/2025

বদলে যাচ্ছে ইতিহাস

ঢাকা নগরের বয়স আড়াই হাজার বছরের বেশি

রাজধানী হিসেবে ঢাকার বয়স ৪০০ বছর বলেই সবার জানা। মোগল সুবাদার ইসলাম খান ১৬১০ সালে নগর ঢাকার পত্তন করেন, এমনটাই ইতিহাসের প্রচলিত বিশ্বাস ছিল। কিন্তু বদলে যাচ্ছে সেই ইতিহাস। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতত্ত্বিক খননে পাওয়া নিদর্শন ও প্রাচীন দুর্গের অস্তিত্ব প্রমাণ করছে, ১৪৩০ সালেই এখানে বিশাল প্রাসাদ দুর্গ নির্মিত হয়েছিল; অর্থাৎ সমৃদ্ধ রাজধানী শহর ছিল এখানে।

শুধু তা-ই নয়, খননে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে, যা থেকে প্রত্নতত্ত্ববিদেরা অনুমান করছেন, ঢাকা নগরীতে মানববসতির শুরু যিশুখ্রিষ্টের জন্মেরও আগে। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে। ফলে এই জনপদের বয়স আড়াই হাজার বছরের বেশি।

আজ মঙ্গলবার বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খনন: ঢাকার গোড়াপত্তনের বিশ্লেষণ’ শীর্ষক আলোচনায় খননে প্রাপ্ত নিদর্শন ও চমকে যাওয়ার মতো এ তথ্য তুলে ধরেন স্বনামখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও খননকাজের তত্ত্বাবধায়ক সুফি মোস্তাফিজুর রহমান। এশিয়াটিক সোসাইটি তাদের ‘ঐতিহ্য জাদুঘর’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করে।

সুফি মোস্তাফিজুর রহমান জানান, তাঁর নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতত্ত্ব গবেষক ও শিক্ষার্থী ২০১৭-১৮ সালে পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননকাজ করেন। তাঁরা কারাগারের প্রধান ফটকের সামনের অংশ, রজনীগন্ধা ভবনের আঙিনা, কারা হাসপাতালের সামনের অংশ, দশ সেল ও যমুনা ভবনের পশ্চিম এলাকা-এই পাঁচ স্থানে ১১টি খননকাজ করেন। এতে তাঁরা একটি প্রাচীন দুর্গের দেয়াল, কক্ষ, নর্দমা, কূপের সন্ধান পান। এ ছাড়া এখানে কড়ি, মোগল আমলের ধাতব মুদ্রা, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির ভাস্কর্যসহ অনেক রকম প্রত্ননিদর্শন পেয়েছেন।

সংগৃহীত -

19/08/2025
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। এতে প্রায় ২০ থেকে ২৪ ...
03/08/2025

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। এতে প্রায় ২০ থেকে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। নিহত মহিষগুলো নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে।

সূত্র : মোহনা টিভি

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। স্থানীয় ...
31/07/2025

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটা ঘটে বলে সিএনএন জানিয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর এফ–৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

নৌবাহিনী জানিয়েছে, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ–১২৫–কে বিমানটি দেওয়া হয়েছিল; যা রাফ রেইডার্স নামে পরিচিত। এই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার বাড়িটি পল্লী বিদ্যুৎ খুটি থেকে  ১৩০ ফুটের মধ্যে না হলে একটি খুঁটি অফিস থেকে ফ্রি পাবেন আবেদন এর প্রেক্ষিতে। জমির ...
24/07/2025

আপনার বাড়িটি পল্লী বিদ্যুৎ খুটি থেকে ১৩০ ফুটের মধ্যে না হলে একটি খুঁটি অফিস থেকে ফ্রি পাবেন আবেদন এর প্রেক্ষিতে। জমির খতিয়ান,ছবি,আইডি কার্ড দিয়ে আবেদন করুন।বিদ্যুৎ অফিস থেকে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি গিয়ে তদন্ত সাপেক্ষে ঠিকাদার দ্বারা খুটি স্থাপন করে দিবে।
#জরুরীবিদ্যুৎসেবা24



সংগৃহীত :-

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when ঘটনা প্রবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘটনা প্রবাহ:

Share