
09/07/2025
মহিলা বিষয়ক অধিদপ্তর (dwa) এর নিয়োগ কার্যক্রম বাতিল সংক্রান্ত নোটিশ - ২০/০৭
পরীক্ষা সহ নিয়োগ কার্যক্রম বাতিল
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অধিদপ্তরের ২৯/০৬/২০১৫ তারিখের ৩২.০১.০০০০.০০১.০১১.৩৯৭.১৪-২৩৬১ নং স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড ইন্সট্রাক্টরের ৬৬টি শূন্য পদ পূরনের লক্ষ্যে বিগত ২৭/০৫/২০১৬ তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। ২৭/০৫/২০১৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষাসহ উক্ত পদের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত: বাতিল করা হলো।

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/CareerGuideBD
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/BDCareerGuide
ওয়েবসাইট: www.prebd.com