Aynat's world

Aynat's world I’m not trying to be different. To me, I’m just being myself🙂❤️🍭
(15)

💔 সংবেদনশীল সচেতনতা পোস্টআজও বাংলাদেশে কোথাও একটা পরী জন্ম নেয়,আর ঠিক সেদিনই হয়তো তার মৃত্যুর তারিখও লেখা হয়ে যায়... 🕊️স...
22/10/2025

💔 সংবেদনশীল সচেতনতা পোস্ট

আজও বাংলাদেশে কোথাও একটা পরী জন্ম নেয়,
আর ঠিক সেদিনই হয়তো তার মৃত্যুর তারিখও লেখা হয়ে যায়... 🕊️

সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের নবজাতক কন্যাকে নিজের হাতে খালে ফেলে দিয়েছেন এক মা।
কেন?
কারণ সে পরপর তিন কন্যাসন্তান জন্ম দিয়েছে!

কিন্তু ভাবো তো—
এই সমাজই কি তাকে এমন অবস্থায় ঠেলে দেয়নি?
যেখানে মেয়ে জন্ম মানে অপমান, তিরস্কার, ঠাট্টা আর অবহেলা!
যেখানে মা হয়েও তাকে শুনতে হয়— “আরেকটা মেয়ে?”

আমরা সবাই মিলে এই সমাজটা এমন করেছি,
যেখানে মা কাঁদে, আর পরীরা বাঁচতে শেখার আগেই হারিয়ে যায়... 💔

মেয়ে মানেই দুর্বল নয়,
সে একদিন মা হয়, মানুষ গড়ে, দেশ বদলায়।
তবুও আমরা মেয়েদের জন্মকে কেন এখনো অভিশাপ ভাবি? 😢

🌸 দয়া করে, চিন্তা বদলাও...
মেয়ে সন্তান মানেই আশীর্বাদ।

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শ...
22/10/2025

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয়, বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো। 🖤
শুভ রাত্রি 🌸


.

 #মান্থিয়ার লেটেস্ট শারীরিক আপডেটঃ১ঃ আজ রাত বা আগামীকাল মুখে খাবার শুরু করতে পারে (খুব ভালো খবর)!২ঃ USG তে Neonatal chol...
22/10/2025

#মান্থিয়ার লেটেস্ট শারীরিক আপডেটঃ

১ঃ আজ রাত বা আগামীকাল মুখে খাবার শুরু করতে পারে (খুব ভালো খবর)!

২ঃ USG তে Neonatal cholestasis ধারণা করা হচ্ছে!

এটি হলে নবজাতকের লিভার থেকে পিত্ত (bile) সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। এর ফলে শরীরে bilirubin (বিশেষত conjugated bilirubin) এর পরিমাণ বেড়ে যায়।

৩ঃ দীর্ঘদিন NICU সাপোর্ট লাগতে পারে।
#কালেক্টড

22/10/2025

এক পাস্তা রান্নার আত্মকাহিনী 😑😑🥱🥱🥱

#সংসার

অপারেশন পরদিন রোগীর লোক এসে বলতেসে:- বাবা রোগীর খুব পিপাসা পাচ্ছে। কিছু খাওয়াতে পারবো? জ্বি, অল্প করে পানি খাওয়ান। লাল চ...
22/10/2025

অপারেশন পরদিন রোগীর লোক এসে বলতেসে:

- বাবা রোগীর খুব পিপাসা পাচ্ছে। কিছু খাওয়াতে পারবো?

জ্বি, অল্প করে পানি খাওয়ান। লাল চা দিয়ে বিস্কিট খাওয়াতে পারবেন। স্যুপ, নরম ভাতও খাওয়াতে পারবেন।

- কিছুক্ষণ পর : বাবা,রোগীর পেট ফুলে যাচ্ছে বলতেসে। একটু এসে দেখেন।

মা, কি খাওয়াইসেন?

- সুজি খাওয়াইসি বাবা।

সুজি? সুজি কেনো? আমি কি বলসি সুজি খাওয়াইতে?

- না বাবা।

তাহলে খাওয়াইলেন কেনো?

- গ্রামের লোক খাইতে বলে বাবা, তাই!

সুজি একটা ফালতু খাবার। এই খাবারের পুষ্টি গুণাগুণ নাই। বাচ্চার ছয়মাস হওয়ার পর ডাক্তার বাচ্চাদের কমপ্লিমেন্টারি ফুড এড করতে বলে। বেশিরভাগ বাবা-মা বাচ্চাদের সুজি খাওয়ান। সুজি খাইতে সুস্বাদু হলেও এর মধ্যে পুষ্টি থাকে কম। সুজিতে প্রোটিন থাকে না যার ফলে রোগীর শরীর ফুলতে থাকে আর মা বাবা ভাবে! ওয়াও! আমার ছেলের স্বাস্থ্য মাশা আল্লাহ।

লেখা: আব্দুল মোহাইমিন হৃদয়

ছবি: ডা: মাহফুজ বাধন ভাই

মেয়েরা যা সহ্য করে,তা যদি পুরুষেরা একদিনের জন্যও অনুভব করত —তাহলে “সহ্যশক্তি” শব্দটার মানে নতুনভাবে লিখতে হতো 🌧️ওরা হাসে...
22/10/2025

মেয়েরা যা সহ্য করে,
তা যদি পুরুষেরা একদিনের জন্যও অনুভব করত —
তাহলে “সহ্যশক্তি” শব্দটার মানে নতুনভাবে লিখতে হতো 🌧️
ওরা হাসে, সাজে, রান্না করে —
কিন্তু কেউ বোঝে না, হাসির আড়ালে কতটা ক্লান্তি লুকিয়ে থাকে 🍂
💜🌸
Aynat's world 💜🌸


#সংসার
💜

মেয়েরা ছোটবেলা থেকে নিজের একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে —নিজের মতো করে সাজানো ঘর, ভালোবাসায় ভরা সম্পর্ক, একটু আদর–সম্ম...
22/10/2025

মেয়েরা ছোটবেলা থেকে নিজের একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে —
নিজের মতো করে সাজানো ঘর, ভালোবাসায় ভরা সম্পর্ক, একটু আদর–সম্মান...

কিন্তু বিয়ের পর বাস্তবটা অনেক সময় বদলে যায় —
নিজের স্বপ্নের সংসারটা আর থাকে না নিজের,
সেই সংসারটা হয়ে যায় শাশুড়ির সংসার,
যেখানে মেয়ের ভালোবাসা, পরিশ্রম, হাসি–কান্না সবই যেন পরীক্ষার অংশ।❤️

মেয়েরা তখনও চুপ করে বোঝে, মানিয়ে নেয়,
কারণ সে জানে — সংসার মানে শুধু নিজের সুখ নয়,
বরং ত্যাগ, সহ্য আর ভালোবাসার নাম 🥀
সিমি🥀

22/10/2025

আমি এক সাধারণ মানুষ! আমার ছাত্র জীবনের ২০বছরের ৪টি সার্টিফিকেট কোনো কাজে আসেনি। কেবল মাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সাইন করা ছাড়া নিজের নামটাও সারা বছর অলেখা থেকে যায়।

মা, চাচি, খালা, মামি, আন্টির ভিড়ে নিজের নামটা শোনাও হয় না কারো মুখ থেকে। তাতে কোনো আফসোস হয় না আমার। শুধু মাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি?

আসলে আমি কি করি নিজেই হিসেবে মিলিয়ে পাইনা। না আমি কোনো ব্যাংকে চাকুরী করিনা। কোন স্কুলের শিক্ষিকা নই আমি। না কোনো ব্যাবসা কিংবা অনলাইনের কোনো কেনাবেচা করি। না না আমি ফ্রিল্যান্সার নই,নেইনা কোনো খাবারের অর্ডার।

আসলে কিছুই করিনা। তবুও আমার নেই অবসর। সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো চাকরি জীবি মহিলা আমাকে প্রশ্ন করে। কারণ যদি আমি হোম মেকার তবে তার বড্ডো হাসি পায়। কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায়। তার কাছে তো আমি আরও মূল্যহীন।

তবে আমার কি বলা উচিত আমি আসলে করি কি? না না সারাদিন সেলফি তুলে ফেসবুক ভরাই না। আমি টিকটক করতেও জানিনা। না জানি গান গাইতে না জানি কবিতা লিখতে।। তবে আমি আসলে করি কি?

নিজের বাড়ির বাজার করা, ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ। এর জন্য তো ১ টা সার্টিফিকেটের ও প্রয়োজন হয়না। তবে কি খুব ভোরে উঠে, স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা।রাত জেগে পরীক্ষার পড়া করা। এগুলো সব বৃথা গেছে?

আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার পাকের ঘরে। শুধু মাত্র হলুদ, মরিচ, জিরার কৌটায় নাম লিখতে এক বার কলম নিয়েছিলাম ওখানে। আর এখন তো কলম ও লাগেনা লিখতে গেলে। মেসেজেই বাজারের লিষ্টটা লিখে নেই।

অথচ এই সুন্দর হাতের লেখা শেখার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যেতাম। কোনো কিছুই কাজে আসেনি আমার। শুধু কাজে এসেছে যা যা জেনেছি আমার মায়ের কাছ থেকে।

তবে এটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না সব সাধারণ কথা যা স্কুল কলেজের বই তে থাকেনা লেখা। যা শুধু একটা মা তার সন্তান কে নিজের অজান্তেই শিখিয়ে দেয়। আচ্ছা এভাবে কি আমার মা ও ভাবতো সে কিছু করেনা? হয়তো ভাবতো। আমার মত অনেক বাঙালি নারী তাই ভাবে যুগ যুগ ধরে।

আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি। আমি আসলে কিছু করিনা। শুধু-'বেঁচে থাকি'।

22/10/2025

৩/৪ দিন টানা মাংস খাওয়ার পর যখন ভর্তা সবজি খেতে মনে চায়😑



22/10/2025

My morning story





রানবির আর দীপিকার মেয়ে " দুয়া " 💗এই প্রথমবারের  মতো তাদের মেয়েকে ইন্টারনেট এ রিভিল করেছে ফেস 😊 মাশাআল্লাহ, কি কিউট  😍Dee...
21/10/2025

রানবির আর দীপিকার মেয়ে " দুয়া " 💗

এই প্রথমবারের মতো তাদের মেয়েকে ইন্টারনেট এ রিভিল করেছে ফেস 😊

মাশাআল্লাহ, কি কিউট 😍
Deepika Padukone

💔 ওই বাচ্চা  #মান্থিয়ার সর্বশেষ আপডেট (দুপুর ৩টা | ২১ অক্টোবর ২০২৫)রক্তে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের পর বিলিরুবিন লেভেল ৮ এ...
21/10/2025

💔 ওই বাচ্চা #মান্থিয়ার সর্বশেষ আপডেট (দুপুর ৩টা | ২১ অক্টোবর ২০২৫)

রক্তে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের পর বিলিরুবিন লেভেল ৮ এ নামলেও, এখন ও সিভিয়ার নিউনেটাল সেপসিসে আক্রান্ত — মানে ওর ছোট্ট শরীরজুড়ে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়েছে 🥺

ডাক্তাররা দিন-রাত চেষ্টা করে যাচ্ছেন, প্রতিটা মুহূর্ত এখন একেকটা যুদ্ধ 💉
সবকিছু আল্লাহর হাতে... তিনি চাইলে মুহূর্তেই সব সম্ভব 🌙

🤲 আল্লাহ, এই ছোট্ট মান্থিয়াকে তুমি হেফাজতে রাখো,
তার শরীরে শিফা দাও,
তার মায়ের কোলে আবার হাসি ফিরিয়ে দাও।

আমিন... হাজারবার আমিন 💖

💕
#আল্লাহ_শিফা_দেন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aynat's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share