22/10/2025
💔 সংবেদনশীল সচেতনতা পোস্ট
আজও বাংলাদেশে কোথাও একটা পরী জন্ম নেয়,
আর ঠিক সেদিনই হয়তো তার মৃত্যুর তারিখও লেখা হয়ে যায়... 🕊️
সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের নবজাতক কন্যাকে নিজের হাতে খালে ফেলে দিয়েছেন এক মা।
কেন?
কারণ সে পরপর তিন কন্যাসন্তান জন্ম দিয়েছে!
কিন্তু ভাবো তো—
এই সমাজই কি তাকে এমন অবস্থায় ঠেলে দেয়নি?
যেখানে মেয়ে জন্ম মানে অপমান, তিরস্কার, ঠাট্টা আর অবহেলা!
যেখানে মা হয়েও তাকে শুনতে হয়— “আরেকটা মেয়ে?”
আমরা সবাই মিলে এই সমাজটা এমন করেছি,
যেখানে মা কাঁদে, আর পরীরা বাঁচতে শেখার আগেই হারিয়ে যায়... 💔
মেয়ে মানেই দুর্বল নয়,
সে একদিন মা হয়, মানুষ গড়ে, দেশ বদলায়।
তবুও আমরা মেয়েদের জন্মকে কেন এখনো অভিশাপ ভাবি? 😢
🌸 দয়া করে, চিন্তা বদলাও...
মেয়ে সন্তান মানেই আশীর্বাদ।