
04/08/2025
ছোট বেলায় আম্মু অফিসে গেলে আছর আজানের পর থেকে আম্মুর আসার অপেক্ষায় থাকতাম কারন আম্মু অফিস থেকে এসেই মজা দিতো..আম্মুর অফিসে যে টিফিন দিতো সিঙ্গাড়া/সমুচা সাথে কলা আর আপেল/কমলা।আম্মু না খেয়ে আমাদের দুবোনের জন্য নিয়ে আসতো।একটা লোভ হয়ে গেছিলো তাই আম্মু অফিসে গেলেই প্রতিদিন বিকালের আযান হলেই আম্মুর আসার অপেক্ষা করতাম তখন সময় বুঝতাম না, বুঝতাম বিকালের আযান হলে কিচ্ছুক্ষণ পরেই আম্মু আসবে,,ঠিক তেমন এখন অপেক্ষা করি আপুর জন্য।আপুর যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড এক্সামের এক্সটার্নাল হিসেবে ডিউটি থাকে সেদিনই আপু বিরিয়ানি/কাচ্চি /চাইনিজ নিয়ে আসে।যদিও এখন এগুলো আমি নিজেই মজা করে রান্না করি তবু ও ওই যে আপু না খেয়ে আনবে এটাই জেনো শান্তি।এটার জন্য আমি আর সাওম বাবু দুপুরে না খেয়েই অপেক্ষা করি।জানি ২ টার আগেই চলে আসবে।আপু ও তড়িঘড়ি আসে জানে বাড়িতে তার আদরের হ্যাংলাগুলো অপেক্ষা করে আছে।আপু, ভাইয়া, বাবা অফিসে কিছু দিলে যখন না খেয়ে নিয়ে আসে তখন খুব আদুরি/আলহাদে/ লাকি ফিল হয়🥰🥰🥰🥰
Engr Setu