12/12/2025
*কোন মুসলিম যখনই কোন রোগ অথবা অন্য কিছুর মাধ্যমে কষ্ট পায়, কাঁটা বিধে বা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তা‘আলা এর কারণে তার গুনাহসমূহকে মোচন করে দেন এবং তার গুনাহসমূহকে এভাবে ঝরিয়ে দেয়া হয় যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়
—সহীহুল বুখারী : ৫৬৪৮, সহীহ মুসলিম : ৬৭২৪।
একজন মুসলিম হিসেবে অসুস্থ হওয়া মানে পাপগুলো মাফ হওয়া। প্রতিটি কাশি, মাথাব্যথা, জ্বর বা গলা ব্যথা—সবই মূল্যবান। ইসলাম কি অসাধারণ নয়? সত্যিই আল্লাহর রহমত সীমাহীন।