Simple LifeStyle

Simple LifeStyle নারী আল্লাহর সবচেয়ে নিকটতম তখন হয়, যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।❤️

12/12/2025

*কোন মুসলিম যখনই কোন রোগ অথবা অন্য কিছুর মাধ্যমে কষ্ট পায়, কাঁটা বিধে বা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তা‘আলা এর কারণে তার গুনাহসমূহকে মোচন করে দেন এবং তার গুনাহসমূহকে এভাবে ঝরিয়ে দেয়া হয় যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়
—সহীহুল বুখারী : ৫৬৪৮, সহীহ মুসলিম : ৬৭২৪।

একজন মুসলিম হিসেবে অসুস্থ হওয়া মানে পাপগুলো মাফ হওয়া। প্রতিটি কাশি, মাথাব্যথা, জ্বর বা গলা ব্যথা—সবই মূল্যবান। ইসলাম কি অসাধারণ নয়? সত্যিই আল্লাহর রহমত সীমাহীন।

12/12/2025

🌻💌 *জুম'আ রিমাইন্ডার*💌🌻

- বেশি বেশি ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ)

- বেশি বেশি দুরুদ (আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ)

- সুরা কাহাফ তেলাওয়াত করা।(কমপক্ষে প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত পাঠ)

- দোয়া কবুলের মুহুর্তে (আসর মাগরিব এর মধ্যবর্তী সময়)দোয়া।

- কিছু হলেও সদাকাহ করা #সংগৃহীত #

12/12/2025

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩

12/12/2025

*শির্ক করলে সমস্ত আমল বরবাদ! ⚠️* *শির্ক - চিরস্থায়ী জাহান্নাম*

সংগৃহীত #সংগৃহীত

11/12/2025

ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো!
হয়তো তুমি তার আতর কিনবে অথবা নাহ
কিনলেও তার পাশে গিয়ে বসলে আতরের সুগন্ধি অবশ্যই পাবে?
আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের মতো
তার পাশে গিয়ে বসলে হয়তো আগুনের ফুলকি গায়ে লাগবে,
ফুলকি নাহ লাগলেও ধোঁয়া তোমার নাক মুখ দিয়ে যাবে।

সহীহ বুখারী- ২১০১
Owner
*Tasnim Nishat

11/12/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

11/12/2025

📖💙 আল্লাহ তাআলা বলেন- 💗আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়। #সংগৃহীত #

🍀 সূরা ফুরকান:৬৩-৬৪ 🍀

10/12/2025
09/12/2025

সময় ফুরিয়ে যাচ্ছে এতই দ্রুত যে,
সময়ের ঘড়িতে চোখ দিতে না দিতেই
ক্যালেন্ডারের পাতা বদলে যাচ্ছে!
অর্থাৎ হায়াতের দিন গুলো সংকুচিত হয়ে আসছে!
আল্লাহুম্মাগফিরলি🥀🥀

09/12/2025

*📚 এটি এক বরকতময় কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতগুলো চিন্তা করে।*
– (সূরা সোয়াদ: ২৯) #সংগৃহীত #

মৃ*ত্যুর আগ পর্যন্ত প্রতিটি মুহূর্ত হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ, কিন্তু আমরা সেই সুযোগগুলো নষ্ট করছি সাময়িক সুখের...
08/12/2025

মৃ*ত্যুর আগ পর্যন্ত প্রতিটি মুহূর্ত হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ, কিন্তু আমরা সেই সুযোগগুলো নষ্ট করছি সাময়িক সুখের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি মুহূর্ত– সবই হওয়া উচিত ছিল আমাদের অন্তরকে আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে নেওয়ার আন্তরিক প্রচেষ্টা। কিন্তু আমরা ভোগ-বিলাসিতায় ডুবে থেকে সময়টাকে নষ্ট করছি দুনিয়ার ফাঁকিবাজ আনন্দে।
দুনিয়ার এসব সাময়িক আনন্দের পেছনে দৌঁড়ানো বন্ধ করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, হৃদয় শান্তি পাবে!

লেখা : মাহমুদুল হাছান

08/12/2025

*আল্লাহর রহমত সবকিছু ছাড়িয়ে গেছে💐*

*আল্লাহ বলেনঃ আমার রহমত সবকিছুকে অন্তর্ভুক্ত করেছে।*
— সূরাঃ আল-আ'রাফ ১৫৬

তাই কোনোদিন ভাবো না— তোমার হৃদয় এই রহমতের বাইরে, অথবা তোমার গুনাহ আল্লাহর রহমতের চেয়ে বড়! তুমি যদি তাঁর দরজায় তাওবাহ নিয়ে কড়া নাড়ো—দরজা খুলে যাবে। তুমি যদি তাঁর সামনে কাঁদো—তিনি তোমার হৃদয়কে জোড়া লাগাবেন।

হে আল্লাহ! যদি আমাদের গুনাহ আমাদের দোয়াগুলোকে ফিরিয়ে দেয়— তবে তোমার অফুরন্ত রহমতে সেগুলো মাফ করে দাও। আমিন🤲🏻 #সংগৃহীত #সংগৃহীত

Address

Bashundhara R/A
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Simple LifeStyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simple LifeStyle:

Share