Simple LifeStyle

Simple LifeStyle নারী আল্লাহর সবচেয়ে নিকটতম তখন হয়, যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।❤️
(1)

03/03/2025

゚viralシ

*রমযান মাস: আল্লাহর সন্তুষ্টি ও মাগফিরাত লাভের এ অবারিত সুযোগ কাজে লাগাই!*রমযান মাস। এখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হ...
01/03/2025

*রমযান মাস: আল্লাহর সন্তুষ্টি ও মাগফিরাত লাভের এ অবারিত সুযোগ কাজে লাগাই!*

রমযান মাস। এখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়েছে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা করছে-

*يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشّرِّ أَقْصِرْ.*

*ওহে কল্যাণ-অন্বেষী! নেকীর পথে তুমি আরো অগ্রসর হও। ওহে অকল্যাণের পথিক! তুমি নিবৃত্ত হও, নিয়ন্ত্রিত হও।* -জামে তিরমিযী, হাদীস ৬৮২; সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৬৪২

চারিদিকে কেবল ক্ষমা ও মাগফিরাতের ঘোষণা- রোযা রাখো, পূর্বের সব গুনাহ মাফ করে দেব। তারাবী-তাহাজ্জুদ আদায় কর, ক্ষমা লাভে ধন্য হও। লাইলাতুল কদরে ইবাদত কর, মাগফিরাতের সাগরে অবগাহন কর।

*ইফতারের সময় ক্ষমা করা হয়, রাতে ক্ষমা করা হয়, দিনে ক্ষমা করা হয়। চারিদিকে ক্ষমা ক্ষমা রব।*

এমন সুযোগ যেন আমার হাতছাড়া না হয়। এজন্য সতর্ক হব রমযানের শুরুতেই।

*اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً*

*আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সবাইকে উপকারী ইলম, উত্তম রিজিক, মাকবুল আ’মল করার তৌফিক দান করুন, আমিন!*

21/02/2025

ছয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবেন..

শারীরিক সুস্থতা ,হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার জীবনসঙ্গী , নেককার সন্তান, ঈমানের সাথে মৃ//ত্যু,, আল্লাহ কবুল করুন! ❤️
(আমিন)

দেখতে দেখতে প্রতিটি মুসলমানের দরজায় কড়া নাড়ছে রমাদান। অন্তরে জাগছে প্রশান্তি, গুনাহে জর্জরিত হৃদয় যেন বলে উঠছে কানে কানে...
18/02/2025

দেখতে দেখতে প্রতিটি মুসলমানের দরজায় কড়া নাড়ছে রমাদান। অন্তরে জাগছে প্রশান্তি, গুনাহে জর্জরিত হৃদয় যেন বলে উঠছে কানে কানে, "এ সুযোগ হতে পারে জীবনের শেষ সুযোগ। হতে পারে নফসকে পরিশুদ্ধ করে রবের দরবারে ফিরে যাওয়ার শেষ রমাদান।"
কৃতজ্ঞতায় অবনত মস্তকে রব্বুল আলামীনকে জানাই হাজারো শুকরিয়া। যিনি গাফিলতির এ জীবনে নিজেকে পরিশুদ্ধ করার জন্য দিচ্ছেন আরেকটি রমাদান। চাইছি রমজানের প্রস্তুতির এই মাসটাকে কাজে লাগাই, কুরআনের আলোয় নিজেদের জীবনটাকে সাজাই।
দারুল কুরআন একাডেমির মাধ্যমে কুরআন শেখার সুযোগ পেয়েছি, আর এটা সত্যিই অনেক বড় নিয়ামত। তাজবিদ শিখে কুরআন পড়ার মজাই আলাদা! ভুলগুলো শুধরে, আল্লাহর কালামকে সঠিকভাবে পড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
কুরআন শেখা, তেলাওয়াত করা, এর অর্থ বুঝে পড়া—যেটাই হোক না কেন, এটাই আমাদের আল্লাহর কাছে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আমলের খাতা হয়ে উঠুক পরিপূর্ণ।

18/02/2025

*জীবনের কঠিন সময়গুলোতে__* নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব।

পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

> লেখক—অজ্ঞাত

ব্যস্ততার মাঝেও বরকতময় রমাদান: ধৈর্য, পরিকল্পনা ও ইতমিনানের গল্পজীবনের একেক সময় একেক রকম, তাই না? আমাদের কারো কারো জন্য...
18/02/2025

ব্যস্ততার মাঝেও বরকতময় রমাদান:
ধৈর্য, পরিকল্পনা ও ইতমিনানের গল্প

জীবনের একেক সময় একেক রকম, তাই না? আমাদের কারো কারো জন্য একটা সময় ছিল যখন‌ ফ্রী টাইম অফুরন্ত, ইবাদত ছিল নিরবচ্ছিন্ন, কিন্তু এখন? সংসারের দায়িত্ব, সন্তান লালন-পালন, রান্নাবান্না, কাজ—সব মিলিয়ে সময় যেন উড়ে যায়! অথচ রমাদান এসে মনে করিয়ে দেয়, “আপনাকে আল্লাহর জন্য জেগে উঠতে হবে, এই মাস নষ্ট করা চলবে না!”

কিন্তু প্রশ্ন হলো, এত ব্যস্ততার মাঝে কীভাবে রমাদানকে ফলপ্রসূ করা যায়? উত্তর একটাই: ইবাদতকে জীবনের অংশ বানান, আল্লাহর কাছে সময়ের বরকত চান।

◼ ১. নিয়ত ঠিক করুন, হতাশা দূর করুন
সবার রমাদান একরকম হয় না। অবিবাহিতদের ইবাদত আর একজন গৃহিণী বা কর্মজীবীদের ইবাদত এক হতে পারে না। তাই নিজের পরিস্থিতি মেনে নিয়ে আল্লাহর কাছে বরকত চান।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল।" (বুখারী ১)

আপনার রান্না, সন্তানের যত্ন, স্বামীর খেদমত—সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে এটাই হবে ইবাদত। হতাশ হবেন না, বরং আল্লাহর রহমতের আশা করুন।

◼ ২. পরিকল্পনা করুন, তবে নমনীয় থাকুন
সকালে উঠে ভাবুন, “আজ আমি কীভাবে ইবাদতকে অন্তর্ভুক্ত করব?”

খাবার বানানোর সময় কুরআন তিলাওয়াত শোনুন।

সন্তানকে কুরআনের গল্প শোনান।

বাড়ির কাজের মাঝে ধীরস্থিরভাবে দুআ পড়ুন।

তারাবির সময় পুরো রাকাত না পড়তে পারলে যতটুকু সম্ভব করুন।

বাচ্চারা ঘুমিয়ে গেলে ১০ মিনিট হলেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন।

এভাবে ইবাদতকে দৈনন্দিন কাজের সঙ্গে মিশিয়ে নিন।

◼ ৩. অল্প করুন, কিন্তু একাগ্রতায় করুন
অনেক কাজের চাপে যদি দীর্ঘ সময় ইবাদত করতে না পারেন, হতাশ হবেন না। অল্প করুন, কিন্তু হৃদয় দিয়ে করুন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।" (মুসলিম)

১০ মিনিট কুরআন, ৫ মিনিট দুআ, অল্প অল্প করে ইবাদতের অভ্যাস গড়ে তুলুন।

◼ ৪. রমাদানে রাগ বা হতাশা নয়, ধৈর্যের চর্চা করুন

সন্তানদের বিশৃঙ্খলা, সংসারের চাপ, স্বামীর ব্যস্ততা—এসব দেখে হতাশ হবেন না। নিজেকে বলুন, “এই কষ্টও আমার জন্য জান্নাতের পথে সওয়াব বাড়াবে।”

আল্লাহ বলেন,
"নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (
সূরা বাকারা ১৫৩)

ধৈর্য রমাদানের অন্যতম গুণ, তাই বিরক্ত না হয়ে আল্লাহর কাছে শক্তি চান।

◼ ৫. স্বামী-সন্তানকে ইবাদতে যুক্ত করুন

স্বামীর সঙ্গে একসঙ্গে দুয়া করার, কুরআন পড়ার পরিকল্পনা করুন।

সন্তানদের রমাদানের ছোট গল্প শোনান, ছোট ছোট আমলের প্রতিযোগিতা করান।

পরিবারের জন্য ইফতার বানানোর সময় মনে করুন, “এটা আমার ইবাদত, আমি আমার পরিবারের জন্য জান্নাতের পথ তৈরি করছি।”

◼ ৬. ঘুম ও বিশ্রামের প্রতি যত্নবান হোন
রমাদানে নিজেকে পুরোপুরি ক্লান্ত করে ফেললে ইবাদত টেকসই হবে না। তাই যত ব্যস্ত থাকুন না কেন, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের দিকে খেয়াল রাখুন, যেন দেহ-মন দুটোই সচল থাকে।

◼৭. আল্লাহর কাছে বরকত চান
সময় কম, কিন্তু বরকত চাইলে আল্লাহই আপনার জন্য সময় সহজ করে দেবেন। প্রতিদিন বলুন,

اللهم بارك لي في وقتي وفي حياتي
"হে আল্লাহ! আমার সময় ও জীবনে বরকত দাও।"

শেষ কথা

রমাদান মানে শুধু দীর্ঘ নামাজ বা ঘণ্টার পর ঘণ্টা কুরআন পড়া নয়। বরং রমাদান মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, যা-ই করুন, তাঁর জন্য করুন।

যদি আপনি সংসারের দায়িত্ব, সন্তান প্রতিপালন, চাকরির ব্যস্ততা সামলেও একটুখানি সময় ইবাদতের জন্য বের করতে পারেন, তবে জানুন, আল্লাহ আপনার আন্তরিকতাকে দেখেন, আপনার প্রচেষ্টাকে কবুল করেন।

তাই ক্লান্ত হওয়ার বদলে মনে প্রশান্তি আনুন, নিজের রমাদানকে সেরা রমাদানে পরিণত করুন, ইনশাআল্লাহ!

#রাইটিং_থেরাপি
©️ শারিন
ব্যস্ত বিবাহিতদের প্রোডাক্টিভ রামাদান

Nazmun Nahar

"রমজান শুধু উপোস থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধির, আল্লাহর নৈকট্য লাভের এবং নিজের আত্মাকে গুনাহ থেকে মুক্ত করার এক অপূর্ব স...
18/02/2025

"রমজান শুধু উপোস থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধির, আল্লাহর নৈকট্য লাভের এবং নিজের আত্মাকে গুনাহ থেকে মুক্ত করার এক অপূর্ব সুযোগ।"

18/02/2025

#

Address

Bashundhara R/A
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Simple LifeStyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simple LifeStyle:

Share