Mahabub Tech

Mahabub Tech ইনশাআল্লাহ সবাইকে ভালো কিছু ভিডিও উপহার দিবো❤️❤️❤️
(10)

বল না লেগে এবার যাবে কই! ফুক্রি খেলা শুরু করে দিলো জাকের আলি অনিক, ফুক্রি মানে ফুটবলে ফু আর ক্রিকেটের ক্রি 😍কিন্তু ভাতিজ...
17/10/2025

বল না লেগে এবার যাবে কই!
ফুক্রি খেলা শুরু করে দিলো জাকের আলি অনিক,

ফুক্রি মানে ফুটবলে ফু আর ক্রিকেটের ক্রি 😍

কিন্তু ভাতিজা তোমার অনুশীলন করা দরকার ছিলো মারবেল দিয়া তাহলে ক্রিকেট বল চোখে দেখতা, কিন্তু এই ফুটবল দিয়া প্রাকটিস করলেতো ক্রিকেট বল আরো চোখে দেখবা না 🤔

হংকং এর সাথে ম্যাচ জিততে না পারলেও! ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠলো বাংলাদেশ ⚽বাংলাদেশ ফুটবলের যে টিম বর্...
17/10/2025

হংকং এর সাথে ম্যাচ জিততে না পারলেও! ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠলো বাংলাদেশ ⚽

বাংলাদেশ ফুটবলের যে টিম বর্তমানে শুধু কোচটা পরিবর্তন হলে অনেক কিছু করে ফেলবে এই টিম ইনশাআল্লাহ ❤️😍

সাইফ হাসানের ক্যারিয়ারটা আসলে একটা দারুণ উদাহরণ — কীভাবে আত্মসমালোচনা, ধৈর্য আর পরিশ্রম মিললে একজন ক্রিকেটার নতুন করে নি...
17/10/2025

সাইফ হাসানের ক্যারিয়ারটা আসলে একটা দারুণ উদাহরণ — কীভাবে আত্মসমালোচনা, ধৈর্য আর পরিশ্রম মিললে একজন ক্রিকেটার নতুন করে নিজেকে গড়ে তুলতে পারে। কয়েক বছর আগেও তার ফুটওয়ার্ক নিয়ে যত প্রশ্ন ছিল, সেটা শুধু দর্শকের চোখেই না, সাইফ নিজেও উপলব্ধি করেছেন। নিজের দুর্বলতা স্বীকার করা—এই জায়গাটাই তাকে আলাদা করে তোলে।

যদি সে তখনও ভেবে নিত, “আমি তো সবসময় এভাবেই খেলেছি”, তাহলে হয়তো আজকের এই সাইফকে আমরা দেখতামই না। সামনে কতদূর যেতে পারবেন, সেটা সময় বলবে—কিন্তু তার প্রচেষ্টা ও মানসিকতার পরিবর্তনটা চোখে পড়ার মতো।

একসময় সালাহউদ্দিন স্যার তাকে বলেছিলেন, “তুই পায়ে কাজ কর, অফসাইডে তোর শট দারুণ, কিন্তু ভেতরের বলগুলোতে সমস্যা হচ্ছে।” সেই কথাটা সাইফ মনে রেখেছিল। নিয়মিত অনুশীলনে নিজের ফুটওয়ার্কে কাজ করেছে, পরিবর্তন এনেছে। ২০২১ সালের সাইফ আর ২০২৫ সালের সাইফকে এক ফ্রেমে রাখলে পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়।

সবচেয়ে ভালো লাগে, এখনও সে ভাবে — “আরও উন্নতি করার জায়গা আছে।” এই চিন্তাটাই প্রমাণ করে, সে নিজের সীমা জানে এবং তা অতিক্রম করতে চায়।

একসময় ট্রলের শিকার হওয়া সেই সাইফ এখন জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছে — এটাই একধরনের ‘মিনি কামব্যাক’। ওয়ানডে অভিষেকে পারফরম্যান্স ভালো, কিন্তু সেরা নয়। সামনে যেন আরও আত্মবিশ্বাসী, আরও পরিণত সাইফকে দেখা যায়—এইটাই প্রত্যাশা।

©

আর আছে আমাদের নাইম শেখ,জাকের আলিরা দর্শকদের থামাতে চায় ফেসবুকে পোস্ট করে,

দর্শকদের ঠান্ডা করার একটাই উপায় পারর্ফম করো, মাঠে পারর্ফম করতে পারলে যারা তোমাদের গালি দিচ্ছে তারাই আবার বাহবা দিবে 👍💪

এমন উইকেট জীবনেও দেখিনি 🎙️ ওয়েস্ট ইন্ডিজ এর কোচ ড্যারেন সামি
17/10/2025

এমন উইকেট জীবনেও দেখিনি 🎙️ ওয়েস্ট ইন্ডিজ এর কোচ ড্যারেন সামি

২০১০ সালের আজকের দিনেই ইতিহাস লেখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ড কে ৪-০ তে উড়ি...
17/10/2025

২০১০ সালের আজকের দিনেই ইতিহাস লেখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে,

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ড কে ৪-০ তে উড়িয়ে দিয়ে, হোয়াইট ওয়াশ না বাংলাওয়াশ করেছিলো,

এখনো চোখের সামনে ভাসে সেই শেষ ম্যাচটা বোলিং এ রুবেল হোসেনে, শেষ ওভারের খেলা ব্যাটিং এ কাইল মিলস ৪৭ বলে ৩৩ রান করে অপরাজিত, ৩ রান করলেই জিতে যাবে নিউজিল্যান্ড আর বাংলাদেশের দরকার একটা উইকেট!

রুবেল হোসেন বোলিং এ ছারলেন একটা গোলা বোল্ড হয়ে ফিরে গেলেন মিলস, দে এক দৌড় রুবেল হোসেন,

আতার আলি খানের কন্ঠে ভেষে উঠলো নতুন এক শব্দ _ বাংলাওয়াশ

রুবেল হোসেন সেই ম্যাচে ৯.৩ ওভার বল করে ২৫ রানে ৪ উইকেট নিয়েছিলো,
ম্যাচ সেরা রুবেল হোসেন,

মাঠে নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান,
ব্যাটে ২১৩ রান, বলে ১১ উইকেট — দুই দিকেই সর্বোচ্চ, সিরিজের সেরা! সাকিব

মনে রাখবেন আমাদের কাছে ক্রিকেট শুধু খেলা না এটা ভালোবাসা, এটা আমাদের আবেগ, এটা ইতিহাস,

তাই বর্তমান ক্রিকেটারদের বলছি এমন ভাবে খেলতে হবে যেন প্রতিটি বল মানে ১৮ কোটি প্রাণের স্পন্দন।আমরা হারলে, হেরে যাবে পুরো বাংলাদেশ! এটা মনে রাখতে হবে,

তাই খেলতে হবে জান-প্রাণ দিয়ে, প্রতিটি রান, প্রতিটি উইকেটের পেছনে থাকবে জাতির গর্ব। জাতির ইতিহাস,

এটাই তো আমাদের পরিচয় — বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশ মানে ইতিহাস , বাংলাদেশ মানে জয়!

বিমানবন্দরে ক্রিকেটাররা হেনস্তায় জরিতদের নাকি ধরতে চাচ্ছে 🤔একজনকেও যদি ধরা হয় ক্রিকেট খেলায় বন্ধ করে দেওয়া হবে এই দেশে, ...
17/10/2025

বিমানবন্দরে ক্রিকেটাররা হেনস্তায় জরিতদের নাকি ধরতে চাচ্ছে 🤔

একজনকেও যদি ধরা হয় ক্রিকেট খেলায় বন্ধ করে দেওয়া হবে এই দেশে, জিতা লাগবে এইটা তো কথা না, ভালো ক্রিকেট খেললে হেনস্তা নয় ভালোবাসা পেতো ক্রিকেটাররা,

ভারতে ২০০৭ সালে বাংলাদেশের সাথে হারার পর কী কী হয়েছিল, আমরা দেখেছি। দু ঘণ্টার মিটিংয়ে কোচ গ্রেগ চ্যাপেল কে বরখাস্ত করা হয়েছিল, এবং কোনো কথাই শোনা হয়নি।

সমস্ত কোচিং স্টাফ বরখাস্ত করা হয়েছিল, অধিনায়ক দ্রাবিড়কে সরিয়ে দেওয়া হয়েছিলো । রাতারাতি ধোনিকে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল। কেউ তখন চিনত না ধোনিকে।

২০০৭ বাংলাদেশের সাথে হারার পর ক্রিকেটাররা নিজেদের বাড়িতে ঢুকতে পারেনি বিদেশ থেকে এসে। বাড়ি তালা দিয়ে ফ্যামিলির লোকেরা অন্য জায়গায় চলে গেছিল। কয়েক মাস এরকম চলেছিল। বাংলাদেশের দর্শকরা অনেক বেশি সংযম দেখিয়েছে।

পারলে ভারতের মত এমন কিছু করুন, ক্রিকেট কিভাবে ভালো খেলা যায় সেটা করুন যেনো ভবিষ্যতে আর এইভাবে হেনস্তা হতে না হয় 🎯

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ❤️ঢাকার লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচন বিসিবির নতুন চমক 😍
17/10/2025

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ❤️
ঢাকার লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচন বিসিবির নতুন চমক 😍

16/10/2025

শুধু শিক্ষা ব্যবস্থাই ধ্বংস হয়নি,ধ্বংস হয়েছে গার্জিয়ানদের মন মানসিকতাও।

সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যতে প্রজন্ম 😢

একটা ছেলে বা মেয়েকে ১০-১২ টা প্রাইভেট দিয়ে রাখে এর মধ্যে আবার স্কুল কলেজের ক্লাস আছে।

না আছে খেলার সময় না আছে রিলাক্স হওয়ার সময় না আছে সেলফ স্টাডির সময়।

মানে একটা ছেলে-মেয়ে মানুষ হবে তার জীবনে কোন ছেলেবেলা নাই, খেলাধুলা নাই, নিজেকে নিয়ে ভাবার সময় নাই,! ভাবেন তো এইটা কি কোন লাইফ

অথচ একজন ছাত্র-ছাত্রীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলাধুলা করা এবং সেল্ফ স্টাডি করা, তাহলেই শুধুমাত্র মেধার বিকাশ হয়।

মেধার বিকাশ হতে না দিলে তার পরিনতি কি হতে পারে তা এবার একটু এই এইচ এস সি রেজাল্টে বুঝা গেলো!

ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে যদি এভাবেই চলতে থাকে।

রংপুরের কৃষক আন্দোলনের ইতিহাস মনে করিয়ে দিলো আজকে রংপুরবাসি ❤️জাগো বাহে তিস্তা বাচাও 💪💪💪তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ...
16/10/2025

রংপুরের কৃষক আন্দোলনের ইতিহাস মনে করিয়ে দিলো আজকে রংপুরবাসি ❤️

জাগো বাহে তিস্তা বাচাও 💪💪💪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষেদর উদ্যোগে মশাল মিছিল।

এই মিছিলে পাঁচটা জেলার মানুষ অংশগ্রহণ করে যা চোখে দেখে শেষ করা যায় না এত বড় মিছিল।

স্থানীয়দের মতে প্রায় ১০০ কি.মি এলাকা জুড়ে এই মশাল মিছিল চলছে।

ছবি কালেক্টেড

আমাদের প্রধান নির্বাচকের কথা বার্তা দেখেন! এক রশিদ খানের ভয়ে থর থর অবস্থা তার, আর প্লেয়াররা কি করবে! এই গাজী আশরাফ হোসেন...
16/10/2025

আমাদের প্রধান নির্বাচকের কথা বার্তা দেখেন! এক রশিদ খানের ভয়ে থর থর অবস্থা তার, আর প্লেয়াররা কি করবে!

এই গাজী আশরাফ হোসেন লিপু রে একটু বুদ্ধিমান মনে হইতো, কিন্তু এই মাথা মোটা গদা দায়িত্ব নেওয়ার পর থেকে শুধু অযৌক্তিক আর ভুল ভাল বিশ্লেষণমূলক কথা বলেন!

রশিদ খানকে নিয়ে এমন ভাব যেন রশিদ খানের বলে দুনিয়া থেকে প্লেয়াররা আউট হয়নি এইটাই বিশাল কিছু — অথচ ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ব্যাটাররা এখন রশিদ খানকে পাত্তাই দেয় না!

এই গদাকেও পরিবর্তন করা জরুরি।আর শামিম, জাকের— কোনো পারফরম্যান্স নাই, তবুও আবার দলে! কোন পারফরম্যান্স এ এরা আবার দলে আমার মাথায় ঢুকে না!

আকবর আলীকে একটা সুযোগ দিতে পারতেন অন্তত।

মিচেল স্ট্রার্কের কাছে হারে পুরুষ দল আর মিচেল স্ট্রার্কের বউ এর কাছেই হেরো গেলো বাংলাদেশ নারী দল, নারী বিশ্বকাপে আবারও এ...
16/10/2025

মিচেল স্ট্রার্কের কাছে হারে পুরুষ দল আর মিচেল স্ট্রার্কের বউ এর কাছেই হেরো গেলো বাংলাদেশ নারী দল,

নারী বিশ্বকাপে আবারও একটা একশো মেরে দিলো , নারী বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সম্পূর্ণ করলেন এলিসা হেলি,

৭৭ বলে ১১৩* রান, কোনো ছক্কা নাই।
চার মেরেছেন ২০ টা।

বিশ্বকাপে টানা ২ টা সেঞ্চুরি,
ওয়ানডে ক্রিকেটে ১১০ ইনিংসে,
১৮ টা হাফ সেঞ্চুরি, ৭ টা সেঞ্চুরি,
মোট রান ৩,৫৭১ রান।

কি খেলে রে ভাই 🤔🫡

16/10/2025

যোগ দিতে পারল খুব ভালো লাগতো ❤️❤️❤️ যাগো বাহে কোন্টে সবায় 💪

Address

Rangpur
Dhaka
5410

Alerts

Be the first to know and let us send you an email when Mahabub Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahabub Tech:

Share