17/10/2025
২০১০ সালের আজকের দিনেই ইতিহাস লেখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে,
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ড কে ৪-০ তে উড়িয়ে দিয়ে, হোয়াইট ওয়াশ না বাংলাওয়াশ করেছিলো,
এখনো চোখের সামনে ভাসে সেই শেষ ম্যাচটা বোলিং এ রুবেল হোসেনে, শেষ ওভারের খেলা ব্যাটিং এ কাইল মিলস ৪৭ বলে ৩৩ রান করে অপরাজিত, ৩ রান করলেই জিতে যাবে নিউজিল্যান্ড আর বাংলাদেশের দরকার একটা উইকেট!
রুবেল হোসেন বোলিং এ ছারলেন একটা গোলা বোল্ড হয়ে ফিরে গেলেন মিলস, দে এক দৌড় রুবেল হোসেন,
আতার আলি খানের কন্ঠে ভেষে উঠলো নতুন এক শব্দ _ বাংলাওয়াশ
রুবেল হোসেন সেই ম্যাচে ৯.৩ ওভার বল করে ২৫ রানে ৪ উইকেট নিয়েছিলো,
ম্যাচ সেরা রুবেল হোসেন,
মাঠে নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান,
ব্যাটে ২১৩ রান, বলে ১১ উইকেট — দুই দিকেই সর্বোচ্চ, সিরিজের সেরা! সাকিব
মনে রাখবেন আমাদের কাছে ক্রিকেট শুধু খেলা না এটা ভালোবাসা, এটা আমাদের আবেগ, এটা ইতিহাস,
তাই বর্তমান ক্রিকেটারদের বলছি এমন ভাবে খেলতে হবে যেন প্রতিটি বল মানে ১৮ কোটি প্রাণের স্পন্দন।আমরা হারলে, হেরে যাবে পুরো বাংলাদেশ! এটা মনে রাখতে হবে,
তাই খেলতে হবে জান-প্রাণ দিয়ে, প্রতিটি রান, প্রতিটি উইকেটের পেছনে থাকবে জাতির গর্ব। জাতির ইতিহাস,
এটাই তো আমাদের পরিচয় — বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশ মানে ইতিহাস , বাংলাদেশ মানে জয়!