Mahabub Tech

Mahabub Tech ইনশাআল্লাহ সবাইকে ভালো কিছু ভিডিও উপহার দিবো❤️❤️❤️
(10)

৫০ ওভারে ৪৩১ রান করলো অস্ট্রেলিয়া, একটুর জন্য ভাঙা হলো না ১৮ বছরের পুরনো ঐতিহাসিক ৪৩৪ রানের রেকর্ড, উফফ মাত্র ৪ রানের জন...
24/08/2025

৫০ ওভারে ৪৩১ রান করলো অস্ট্রেলিয়া, একটুর জন্য ভাঙা হলো না ১৮ বছরের পুরনো ঐতিহাসিক ৪৩৪ রানের রেকর্ড, উফফ মাত্র ৪ রানের জন্য হলো না,

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে পঞ্চম বারের মত কোনো ওয়ানডে ম্যাচে এক ইনিংসে ৩ টা সেঞ্চুরি সাথে আবার একটা হাফ সেঞ্চুরি ফ্রী,

ট্রাভিস হেড ১০৩ বলে ১৪২ রান,
মিচেল মার্শ ১০৬ বলে ১০০ রান,
ক্যামিরন গ্রিন ৫৫ বলে ১১৮ রান নট আউট
এলেক্স ক্যারি ৩৭ বলে ৫০* নট আউট।

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এটা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় রানের দ্বিতীয় ম্যাচ,
প্রথম ম্যাচ ২০০৬ সালে প্রতিপক্ষ ছিলো সাউথ আফ্রিকা এবং মাঠও ছিলো সাউথ আফ্রিকার সেদিন অস্ট্রেলিয়া ৪৩৪/৪(৫০)

আজ ২০২৫ সালে নিজেদের মাঠে কিন্তু প্রতিপক্ষ সেই সাউথ আফ্রিকা এবং রান ৫০ ওভারে ৪৩১/২

কী খেলা দেখাইলো পুরা জোস 🫰

©Extrem Easin

ভাইরে ভাই কছু বলার নাই 🏏🏏😍অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুত ওয়ানডে সেঞ্চুরি হাকালেন ক্যামিরন গ্রিন,৪৭ বলে ১০০*৭ টা ছক্কা এব...
24/08/2025

ভাইরে ভাই কছু বলার নাই 🏏🏏😍
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুত ওয়ানডে সেঞ্চুরি হাকালেন ক্যামিরন গ্রিন,
৪৭ বলে ১০০*
৭ টা ছক্কা এবং ৫ টা চার মেরেছেন।
স্ট্রাইক রেট ২১২.৭৭

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরি,
ম্যাক্সওয়েল ৪১ বলে সেঞ্চুরি
ক্যামিরন গ্রিন ৪৭ বলে সেঞ্চুরি।

এর আগে হেড এবং মার্শ শতক হাকিয়ে আউট হয়েছেন 🏏

প্রথম দুই ম্যাচ হারার পর আজকে পুরাই ক্ষেপাটে অস্ট্রেলিয়া 🏏

অবশেষে ২৫০ রানের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হইলো 🏏🤔 অসাধারণ এক ইনিংস খেলে ১৪২ রান করে আউট হলেন হেড। ১৫০ করলে আ...
24/08/2025

অবশেষে ২৫০ রানের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হইলো 🏏🤔

অসাধারণ এক ইনিংস খেলে ১৪২ রান করে আউট হলেন হেড। ১৫০ করলে আরো ভালো লাগতো।💔

প্রথম ম্যাচ ১৯৮/১০(৪০.৫ ওভার) দ্বিতীয় ম্যাচ ১৯৩/১০( ৩৭. ৪ ওভার) তৃতীয় ম্যাচ ২১৫/০ (৩০ ওভার) 🇦🇺💥এটাকেই বলে ঘুরে দাঁড়ানো 🏏...
24/08/2025

প্রথম ম্যাচ ১৯৮/১০(৪০.৫ ওভার)
দ্বিতীয় ম্যাচ ১৯৩/১০( ৩৭. ৪ ওভার)

তৃতীয় ম্যাচ ২১৫/০ (৩০ ওভার) 🇦🇺💥

এটাকেই বলে ঘুরে দাঁড়ানো 🏏👍

হেড ১১৫* মার্শ ৮৮*

ঘরের মাঠে প্রথম ২ ম্যাচ হেরে দিশেহারা অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচে ফায়ারিং কাম ব্যাক 💥১৯.৩ ওভারে ১৪৬/০ 🤨 ( ওয়ানডে ম্যাচ)মানে...
24/08/2025

ঘরের মাঠে প্রথম ২ ম্যাচ হেরে দিশেহারা অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচে ফায়ারিং কাম ব্যাক 💥

১৯.৩ ওভারে ১৪৬/০ 🤨 ( ওয়ানডে ম্যাচ)

মানে কি আজকে একবারে পুরাই ক্ষেপে গেছে অস্ট্রেলিয়া 😍🏏

স্যান্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৯ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন কাইরন পোলার্ড 🏏ওরে পোলার্ড বুড়ো হয়ে গেছে কিন্তু জোর কমে ...
24/08/2025

স্যান্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৯ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন কাইরন পোলার্ড 🏏

ওরে পোলার্ড বুড়ো হয়ে গেছে কিন্তু জোর কমে নাই 🤔
এই বয়সে এসেও ব্যাটিং ঝড় দেখাই দিলেন 🏏

২০২৫ এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াডে জায়গা হয়নি দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ  রিজওয়ানের। তাদের জায...
23/08/2025

২০২৫ এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াডে জায়গা হয়নি দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
তাদের জায়গায় যারা দলে জায়গা পেয়েছেন তাদেরই সাপোর্ট করতে বললেন শাহিন শাহ আফ্রিদি।

খুবই ভালো কথা বলেছেন 🏏⚾
তবে বাবর রিজওয়ান কে মিস করবে সাপোর্টাররা 🤔

ক্রিকেটে বয়স কখনোই শেষ কথা নয়—এই সত্যটাকে নতুন করে প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি লেগ স্পিনার ইমরান তাহির। ৪৬ ব...
23/08/2025

ক্রিকেটে বয়স কখনোই শেষ কথা নয়—এই সত্যটাকে নতুন করে প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি লেগ স্পিনার ইমরান তাহির। ৪৬ বছর বয়সেও তিনি মাঠে নামলেই যেন বল হাতে ঘূর্ণির ঝড় তোলেন। বয়সের সাথে শরীর ক্লান্ত হলেও মনোবল, উচ্ছ্বাস আর উইকেট নেওয়ার ক্ষুধা তাকে আজও করে রেখেছে দুর্দান্ত প্রাণবন্ত। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি একের পর এক অনন্য নজির গড়ে চলেছেন।

৪০ বছর বয়সের পর ২০০-র বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার ইমরান তাহির। এখানেই থেমে থাকেননি তিনি, ৪০ পেরোনোর পর টি-২০তে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ৩ বার—যা ক্রিকেট ইতিহাসে অন্য কারও নেই। বল হাতে তাহির এখনো ম্যাচ উইনার। চাপে ফেলে দেওয়া স্পেল হোক, কিংবা জাদুকরী গুগলি—প্রতিপক্ষের ব্যাটারদের ভোগান্তির নাম ইমরান তাহির।

মাঠে উইকেট পাওয়ার পর তার উদ্দাম দৌড় ক্রিকেটপ্রেমীদের চোখে এখনও দারুণ এক দৃশ্য। ফিটনেস, প্যাশন আর পরিশ্রম তাকে করে তুলেছে অনন্য। অনেকেই বয়সের কারণে বিদায় নিয়েছেন, কিন্তু তাহির যেন প্রমাণ করেছেন—ক্রিকেট শুধু তার ভালোবাসা নয়, তার অস্তিত্ব। তাই হয়তো বয়সের ক্যালেন্ডার বাড়লেও ইমরান তাহিরের স্পিনের জালে এখনো কুপোকাত হয় প্রতিপক্ষ 🏏⚾

©ক্রিকেট টাইম ম্যাগাজিন

ক্রিকেটে আপনার দেখা শেরা মুহুর্ত কোনটা ❤️🏏কমেন্টে জানিয়ে দিন 😍🏏
23/08/2025

ক্রিকেটে আপনার দেখা শেরা মুহুর্ত কোনটা ❤️🏏
কমেন্টে জানিয়ে দিন 😍🏏

এগুলো হচ্ছে মিরপুরে ১৩০,৪০ রানের পিচ বানিয়ে জেতার ফল, পাকিস্তানের প্লেয়ার টি টুয়েন্টিতে সেঞ্চুরি করলো, আজ অস্ট্রেলিয়ার এ...
23/08/2025

এগুলো হচ্ছে মিরপুরে ১৩০,৪০ রানের পিচ বানিয়ে জেতার ফল,
পাকিস্তানের প্লেয়ার টি টুয়েন্টিতে সেঞ্চুরি করলো, আজ অস্ট্রেলিয়ার এডিলেট একাডেমির আরেকটা প্লেয়ার সেঞ্চুরি করলো অথচ এই একই টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়ার গুলা ৭০+ স্কোর উঠাতে হিমসিম খায়

অন্যদেশের তরুণরা যেখানে সেঞ্চুরি করেছে,বাংলাদেশ মধ্যেম বয়সি সোনার ছেলেরা তখন নার্ভাস হয়ে দাড়িয়ে থাকে,

কি আর বলবো আন্তর্জাতিক ম্যাচ তো বাদ, বিপিএল খেলাটাও মিরপুরের নিম্ন মানের পিচে চলছে বছরের পর বছর,

যেই মিরপুরে বল একটা যায় হাটুর নিচ দিয়ে আবার দ্বিতীয় টা যায় মাথার উপর দিয়ে সেই পিচে ক্রিকেট খেলে পাওয়ার হিটিং কোচ দিয়ে কোনো লাভ নাই, বাস্তবে বল মাঠে পরার সাথে ব্যাটে না আসলে এবং অনায়াসে আত্নবিশ্বাস নিয়ে শটস খেলতে না পারলে কোনো কোচ শটের পাওয়ার বারাতে পারবে না যাইহোক,

টপ এন্ড টি টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ১৭৫/৪(২০)
অস্ট্রেলিয়ান এডিলাইট একাডেমি ১৭৯/৩(১৮.১)

ম্যাকেনজি ৫৩ বলে ১০২* নট আউট।

এই টুর্নামেন্টে ৬ ম্যাচে বাংলাদেশের ২ জয়।

আগে ব্যাটিং করলে সর্বোচ্চ ক্ষমতা ১৭০-১৮০, আর পরে ১৮০+ চেইজ করতে গেলে ১৫০ রানে অলআউট এটাই অভ্যাস, ধন্যবাদ।

©Extrem Easin

মোট ৩ টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাও ফিনিশিং রোলে,প্রথম ম্যাচ ১৩ বলে ২২* রান,দ্বিতীয় ম্যাচ  ১৭ বলে ২৯ রান,তৃতীয় ম্যাচ ...
23/08/2025

মোট ৩ টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাও ফিনিশিং রোলে,
প্রথম ম্যাচ ১৩ বলে ২২* রান,
দ্বিতীয় ম্যাচ ১৭ বলে ২৯ রান,
তৃতীয় ম্যাচ ১৫ বলে ২৫* রান,

৩ ম্যাচে মোট ৭৬ রান,
স্ট্রাইক রেট ১৬৮.৮৮
৪ টা ছক্কা এবং ৫ টা চার মেরেছেন,

টপ এন্ড টি টুয়েন্টি টুর্নামেন্টে,
ইয়াসির আলী রাব্বি, বাংলাদেশ এ দল।

ইয়াসির আলি রাব্বির যে ফিটনেস আশা আরো ভালো কিছু করে জাতীয় দলে ফিরবে 🏏😍

বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রলের শিকার হওয়া প্লেয়ার ইয়াসির আলি রাব্বি 🏏

সব কিছুর জবাব যতটুকু সুযোগ পাইছে দেখাই দছে 😍🏏

অনেকদিন পরে বাংলাদেশ  'এ' দলের কাছ থেকে ভালো একটি খেলা দেখতে পেলাম, যেখানে লাস্ট ৪.৩ ওভারে ৬৮ রান, ওভার প্রতি প্রায় ১৬ ক...
23/08/2025

অনেকদিন পরে বাংলাদেশ 'এ' দলের কাছ থেকে ভালো একটি খেলা দেখতে পেলাম, যেখানে লাস্ট ৪.৩ ওভারে ৬৮ রান, ওভার প্রতি প্রায় ১৬ করে। আবার কোনো উইকেট না হাড়িয়ে। 🇧🇩🔥

এই রানের পিছনে বড় অবদান আফিফ হোসেন এবং ইয়াসির আলি রাব্বির 🏏

আফিফ হোসেন ২৩ বলে ৪৯*
ইয়াসির আলি রাব্বি ১৫ বলে ২৫* রান করে অপরাজিত থাকেন

Address

Rangpur
Dhaka
5410

Alerts

Be the first to know and let us send you an email when Mahabub Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahabub Tech:

Share