
24/08/2025
৫০ ওভারে ৪৩১ রান করলো অস্ট্রেলিয়া, একটুর জন্য ভাঙা হলো না ১৮ বছরের পুরনো ঐতিহাসিক ৪৩৪ রানের রেকর্ড, উফফ মাত্র ৪ রানের জন্য হলো না,
ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে পঞ্চম বারের মত কোনো ওয়ানডে ম্যাচে এক ইনিংসে ৩ টা সেঞ্চুরি সাথে আবার একটা হাফ সেঞ্চুরি ফ্রী,
ট্রাভিস হেড ১০৩ বলে ১৪২ রান,
মিচেল মার্শ ১০৬ বলে ১০০ রান,
ক্যামিরন গ্রিন ৫৫ বলে ১১৮ রান নট আউট
এলেক্স ক্যারি ৩৭ বলে ৫০* নট আউট।
ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এটা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় রানের দ্বিতীয় ম্যাচ,
প্রথম ম্যাচ ২০০৬ সালে প্রতিপক্ষ ছিলো সাউথ আফ্রিকা এবং মাঠও ছিলো সাউথ আফ্রিকার সেদিন অস্ট্রেলিয়া ৪৩৪/৪(৫০)
আজ ২০২৫ সালে নিজেদের মাঠে কিন্তু প্রতিপক্ষ সেই সাউথ আফ্রিকা এবং রান ৫০ ওভারে ৪৩১/২
কী খেলা দেখাইলো পুরা জোস 🫰
©Extrem Easin