Justice For People

Justice For People - বেশি কিছু চাই না শুধু ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ��
- নতুন নতুন আপডেট পেতে আমাদের পেইজে এবং -

২০ ঘন্টায় ভিডিও ভাইরাল 😁
11/06/2025

২০ ঘন্টায় ভিডিও ভাইরাল 😁

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ(একটি সত্য ঘটনা)একজন লিবিয়ান যুবক, নাম তার আমের। সৌদি আরব যাচ্ছিল হজ করার উদ্দেশ্যে।যে...
26/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত্য ঘটনা)

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের। সৌদি আরব যাচ্ছিল হজ করার উদ্দেশ্যে।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে একটি নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”

এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল,
আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হলেও পাইলট দরজা খুলতে রাজি হল না।
প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।” কিন্তু আমের ছিল অটল বিশ্বাসে ভরপুর।
সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”

হঠাৎ খবর এলো—প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো…
তবুও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।

অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের আবারও বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”

প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরও একবার খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার পাইলট নিজেই ঘোষণা দিলেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”

শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল।
সৌদি এয়ারপোর্টে পৌঁছে সে একটি ভিডিও করল — তার চোখে ছিল আনন্দের অশ্রু।

---

“আল-কাহّহার” — এটি আল্লাহর একটি সুন্দর নাম, যার অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে” বা “কখন”—এসব নিয়ে চিন্তা কোরো না।
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস রাখো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, পথ খুলে দেবেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করে তুলবেন।

শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

© আবু বকর মুহাম্মদ যাকারিয়া
🇧🇩

এই সাইকোটি ~ নাম : জিয়া ড্রাইভার,বাড়ি : আউশনারা, রামকৃষ্ণবাড়ি,পেশা : ঘাটাইল ক্যান্টনম্যান্ট এ গাড়ি চালায়কোচিং থেকে ...
26/05/2025

এই সাইকোটি ~ নাম : জিয়া ড্রাইভার,
বাড়ি : আউশনারা, রামকৃষ্ণবাড়ি,
পেশা : ঘাটাইল ক্যান্টনম্যান্ট এ গাড়ি চালায়

কোচিং থেকে স্যারদের মিথ্যা কথা বলে (দাদা অসুস্থ্য বলে) বাসায় নিয়ে গিয়ে এই ২ শিশুকে (একজন ক্লাস ৩ থ্রি তে পড়ে, আরেকজন ক্লাস ৬ এ পড়ে) এইরকম নিষ্ঠুর ভাবে.. হাত-পা বেধে সারারাত মেরেছে। বাচ্চা গুলো এতিম.. দাদার কাছে বড় হচ্ছে। দাদা নাইট গার্ড, তাই জানতেও পারেনি তার ২ নাতিকে এইরকম নির্মম ভাবে মেরেছে। ওর দাদা সকালে যখন বাসায় আসে দেখে, তখন সাথে সাথেই
আবার ওর দাদাকে এইটাও বলেছে যদি এবিষয়ে কাউকে কিছু বলে তাহলে ওর দাদাকেও মারবে এবং ওর দাদার নামে মামলা দিবে। আজকে ঔষুধ কিনতে এসে ফার্মেসী তে আসাতে বাজারের সবাই দেখতে পায়। তাও ওর দাদা..যে মেরেছে, তার নাম বলতে ভয় পাচ্ছে।

বাচ্চা ২টির অপরাধ হলো : তারা এই সাইকোর ছেলেকে ধাক্কা মেরেছিল।
সেই বাচ্চা হলো ওদের ক্লাসমেট!
© (কপি পোষ্ট)

11/05/2025

চীন থেকে ১৬টি যু`দ্ধবিমান কিনছে বাংলাদেশ 🇧🇩

11/05/2025

শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না বন্ধ হচ্ছে আওয়ামী লীগের সকল ফেসবুক পেজ

11/05/2025

ও ভাইরে ভাইই...💔
Video Credit: Gen Z

জীবনের ফাস্ট ২৮ মিনিটের লাইভ দেখলাম 🙂আমার আবার কাইজ্জাঝগড়া দেখতে ভালো লাগে 🙅‍♀️
11/05/2025

জীবনের ফাস্ট ২৮ মিনিটের লাইভ দেখলাম 🙂
আমার আবার কাইজ্জাঝগড়া দেখতে ভালো লাগে 🙅‍♀️

11/05/2025

আমার কোন স্বাধীনতা নাই🥲🥲🥲

11/05/2025

আলহামদুলিল্লাহ

আওয়ামিলীগ কে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

10/05/2025
10/05/2025

Pakistan Army retuning from border areas ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Justice For People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Justice For People:

Share

Category