Silba

Silba Travel lover, gym enthusiast & photo storyteller. From foodie moments to epic journeys—capturing life in pictures & videos, one adventure at a time

📸ধৈর্যও আমার দুয়ারে এসে,অধৈর্য হয়ে ফিরে যায়।জীবন পেরোয়…তবু শান্তি কবে এসে থামে?🌊বেদনাকে গিলে নিতে নিতে,হাসির মুখোশ পরে চ...
02/08/2025

📸
ধৈর্যও আমার দুয়ারে এসে,
অধৈর্য হয়ে ফিরে যায়।
জীবন পেরোয়…
তবু শান্তি কবে এসে থামে?

🌊
বেদনাকে গিলে নিতে নিতে,
হাসির মুখোশ পরে চলি।
এই বুঝি শেষ, এই বুঝি শান্তি—
আবার শুরু, আরেক গলি।


সূর্যটা ডোবে, আমি দাঁড়িয়ে থাকি।
ঢেউ ছুঁয়ে যায়—শুধুই নীরবতা রেখে।
আমিও কেবল চলি… ধৈর্যের ছায়ায়।


02/08/2025

জীবন সবসময় সরল পথে চলে না।

কখনও এমন সময় আসে, যখন আপনি একদম নির্দোষ। তবুও চারপাশের মানুষ, পরিস্থিতি আর ঘটনাগুলো একে একে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়। মনে হয়, যেন গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এই সময়েই হয় আসল পরীক্ষা—ধৈর্যের, সহ্যশক্তির, আর মানসিক দৃঢ়তার।
আপনাকে দোষারোপ করা হতে পারে এমন কিছুর জন্য, যা আপনি করেননি। আপনার চরিত্র, বিশ্বাস, এমনকি নির্দোষ ইচ্ছাগুলোও প্রশ্নবিদ্ধ হতে পারে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, অনেক সময় খুব কাছের মানুষরাও আপনাকে বুঝতে চায় না—বরং পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

কিন্তু, এমন সময়েই মানুষ সবচেয়ে বেশি শেখে।

এই দুঃসময়
👉 আপনার সহ্যশক্তিকে বাড়ায়,
👉 চুপ করে থাকা শেখায়,
👉 আর আপনাকে ভরসা করতে শেখায়—নিজের ওপর, এবং সৃষ্টিকর্তার ওপর।

কারণ, সত্য একদিন ঠিকই প্রকাশ পায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নিজেকে হারিয়ে না ফেলা। মাথা ঠান্ডা রেখে সময়টা পার করতে হয়। কারণ, অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, সূর্য ঠিকই আবার ওঠে।

ঝড়ের পর আকাশ যেমন পরিষ্কার হয়,
তেমনই কষ্টের পর আসে শান্তি

28/07/2025

Today I read butterflies rest when it rains,
কারণ তাদের পাখা নষ্ট হতে পারে।
তাই জীবনে কিছু সময় থেমে যাওয়া ভালো — ঝড়গুলোকে যেতে দিতে হয়।
সব ঝড় আমাদের ভেঙে ফেলে না, কেউ কেউ আকাশ পরিষ্কার করতে আসে।
আর তখনই তুমি উড়তে পারো আরো উঁচুতে — বেশি স্বাধীনভাবে, বেশি সুন্দরভাবে। 🤍

28/07/2025

মাঝেমাঝে খুব গভীর রাতে ভাবি…
আল্লাহ চাইলে আমার সব সমস্যার সমাধান হতে পারে এক নিঃশ্বাসে।
তাঁর তো জানার বাকি কিছু নেই —
তিনি জানেন আমি কতটা কাঁদি না কাঁদার ভান করি,
তিনি জানেন আমি কোথায় ভেঙে যাই, আর কোথায় শক্ত হয়ে থাকি।

আমি শুধু চুপ করে থাকি।
অভিযোগ করি না আর।
কারণ জানি, আমার মতো হাজারো মানুষ আছে —
যাদের কান্না শব্দ ছাড়াই ঝরে পড়ে।

তবুও,
এই মন জানে, যেদিন আল্লাহ চাইবেন —
সেদিন সব সহজ হয়ে যাবে।
সেদিন হয়তো চোখে জল আসবে… কিন্তু সেটা কৃতজ্ঞতায়।

আল্লাহর উপর যে ভালোবাসা আর ভরসা,
সেটা কোনো মানুষকেই বোঝানো যায় না।
এই ভালোবাসা নিঃশর্ত।
এই প্রেম চিরন্তন। 🤍

27/07/2025

টাকা কম-বেশি সবার জীবনেই থাকে, কিন্তু মানুষকে সম্মান করা, নিঃস্বার্থে খুশি করা আর সুন্দর ব্যবহার করার শিক্ষা সবার থাকে না। এসব গুণ আসে ব্যক্তির বিবেকবোধ ও পারিবারিক শিক্ষার মাধ্যমে।

27/07/2025

আমি চাই না শুধু কেউ আমাকে ভালোবাসুক—
আমি চাই সেই ভালোবাসাটা হয় আমার আত্মার মধুর সঙ্গীত,
যা সারাজীবন বেজে থাকবে, কখনো থামবে না।

ভালোবাসা আসে, আসে যাক—হয়তো হারিয়ে যায়ও,
তবে আমার প্রার্থনা হবে,
যে ভালোবাসবে, সে যেন আমার অন্তরের পর্দায় আঁকা এক অবিচল ছায়া,
যা কখনো ম্লান হবে না, কখনো ফিকে হবে না।

এই পৃথিবীর যত শব্দই শোনা হোক,
আমার ভালোবাসার একমাত্র গান হবে শুধু তার —
যে আমার হৃদয়ের প্রত্যেক স্পন্দনে লুকানো থাকবে,
আজীবন, অনন্তকাল।

আর কিছু চাই না, শুধু তার সেই অনবদ্য ভালোবাসা,
যা আমার নিশ্বাসে মিশে থাকবে,
সেই ভালোবাসাই হবে আমার চিরন্তন আশ্রয়।

27/07/2025

যখন মানুষ একাকিত্বের শেষ পর্যায়ে পৌঁছে, তখন সে নিজের সাথে কথা বলা শুরু করে—প্রশ্ন করে, উত্তর দেয় নিজেই। নিজের সঙ্গী হয়ে যায় একাকিত্ব, আর ব্যস্ত নগরীর কোলাহল থেকে নিজেকে আলাদা রাখতে পারে।

নিজেকে কথা বলার সঙ্গী বানানোই সত্যি শান্তি। মিথ্যা শোনার দরকার পড়ে না, কারো কমতি লাগে না—শুধু আমি আর আমিই।

27/07/2025

অতরাতগুলো আপনি শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলেন—
প্রিয় মানুষ পেলেন না,
স্বপ্ন পূরণ হয়নি,
যে জিনিস চেয়েছিলেন, কিনতে পারেননি,
মা-বাবার মুখে হাসি আনতে পারেননি।

সব ‘না’ গুলো রাতের ঘুম কেড়ে নিয়েছে।
বাইরে সবাই বলে আপনি ভালো আছেন,
কিন্তু শুধু আপনি জানেন, ভিতর থেকে কতটা ভালো নন।

ভ্রমণ শেখায় বিনয়, ধৈর্য আর কৃতজ্ঞতা।নিজেকে হারিয়ে ফেললেই তো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়।🌺 “বয়স? তা তো কেবল একটা সংখ্...
07/07/2025

ভ্রমণ শেখায় বিনয়, ধৈর্য আর কৃতজ্ঞতা।
নিজেকে হারিয়ে ফেললেই তো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়।
🌺 “বয়স? তা তো কেবল একটা সংখ্যা!
ঘুরে বেড়ানোর জন্য বয়স কোনো বাধা নয়, বাধা কেবল আমাদের মনের দেয়াল।

হয়তো একটা বয়সের পর মনে হয়—এখন আর ঘোরা-ফেরা সাজে না। দায়িত্ব, সংসার, সমাজ—সব কিছুতেই যেন নিজেকে আটকে ফেলি আমরা।
কিন্তু বিশ্বাস করো, জীবন তোমাকে ডাকে, সব বয়সেই।

নতুন জায়গা মানেই নতুন অনুভব।
তুমি যতই বয়সে বড় হও না কেন, তোমার ভিতরের ‘ভ্রমণ-পিয়াসী মন’ আজও তরুণ।
চাইলেই তুমি শুরু করতে পারো—হয়তো একটু ধীরে, কিন্তু গভীরভাবে।




Me,Music ,Memories 🎧🎵 ,  ,  ,  ,  ,  ,  ,  ,
07/07/2025

Me,Music ,Memories 🎧🎵

, , , , , , , ,

ঢাকাইয়া বিয়ে মানেই শুধুই দুজনের মিলন নয়—এটা পুরো বাড়ির প্রাণের উৎসব! ঐতিহ্যের মিলনমেলা! 💛🌼 গলি ভরা গান, উঠানে হলুদের...
03/07/2025

ঢাকাইয়া বিয়ে মানেই শুধুই দুজনের মিলন নয়—এটা পুরো বাড়ির প্রাণের উৎসব! ঐতিহ্যের মিলনমেলা! 💛🌼 গলি ভরা গান, উঠানে হলুদের হাসি, আর সবার চোখে টুকটুকে আনন্দ। শাড়ি, গয়না, খাবার, আর সেই পুরান ঢাকার আত্মার ছোঁয়া—এই তো আমাদের বিয়ে, আমাদের গল্প! ✨🥰 #ঢাকাইয়া_বিয়ে #হলুদের_উৎসব #পরিবারের_আনন্দ

10 June,2025  চাঁদের সফর tonight was magical — it gently hid Antares, the fiery heart of the Scorpion. এক অপার্থিব মিলন,...
10/06/2025

10 June,2025

চাঁদের সফর tonight was magical — it gently hid Antares, the fiery heart of the Scorpion. এক অপার্থিব মিলন, আকাশজুড়ে নীরব এক দৃশ্য।✨🌙



Address

Gandaria
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silba:

Share