Girls power

Girls power HasbunAllahu wa'niamal Wakil.�
Allah always with me �
O Allah grant me success.�
(2)

“স্ত্রীর পাশে স্বামী দাঁড়াবে—এটাই তো ভালোবাসার প্রথম শর্ত।কারণ এক মেয়ে তার চেনা পৃথিবী ছেড়েভরসা রাখে শুধু স্বামীর হাতে…স...
30/07/2025

“স্ত্রীর পাশে স্বামী দাঁড়াবে—
এটাই তো ভালোবাসার প্রথম শর্ত।

কারণ এক মেয়ে তার চেনা পৃথিবী ছেড়ে
ভরসা রাখে শুধু স্বামীর হাতে…

সেও তো একটা যু*দ্ধ,
আর স্বামী হয় সেই যু*দ্ধের সবচেয়ে আপন সৈনিক।” 👩‍❤️‍👨💍

29/07/2025

"হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই তোমার কাছে আশ্রয় চাই।"

(সুরা হুদঃ৪৭)

29/07/2025

‎তুমি কি জানো?
‎আল্লাহ কোনোদিন তোমার সফলতা দিয়ে তোমাকে বিচার করবেন না—
‎তিনি দেখবেন তুমি কতটা চেষ্টা করেছিলে,
‎তুমি কিভাবে কেঁদেছিলে, কিভাবে একা একা লড়েছিলে।
‎এই দুনিয়ার চাপ যতই বড় হোক,
‎আল্লাহর রহমত সবকিছুর ওপরে।

‎তুমি যদি রাতে একটুখানি সেজদায় মুখ রাখো,‎এ পৃথিবীর সব চাপ যেন অদৃশ্য হয়ে যায়।
‎তাই,
‎হারিয়ে যাওয়ার আগেই—চাপকে আল্লাহর কাছে সমর্পণ করো।
‎হারিয়ে যাওয়ার আগেই—একটু থেমে দোয়া করো।
‎কারণ শান্তি সফলতার মধ্যে নয়, বরং আল্লাহর সান্নিধ্যে।

©

29/07/2025

আমি জানি মৃত্যু এতো সহজ নয়।মৃত্যুর পরের জীবনও একেবারে সহজ নয়।তবুও আমি বিশ্বাস করি, আল্লাহ আমাকে মৃত্যুর সময় সাহায্য করবেন,কবরের জীবনে সাহায্য করবেন, হাশরের মাঠে সাহায্য করবেন, তিনি সব সহজ করে দিবেন।তিনি আমার সাথে দেখা করবেন এটা মনে প্রাণে বিশ্বাস করি।
আমি তাকে বলতে পারবো; আমি আপনাকে ভালোবাসি, ইয়া আরহামার রাহিমীন।

হ্যাঁ, এটাই আমার জীবনের লক্ষ্য।বেশি সংখ্যক মানুষকে নিয়ে জান্নাতে যাওয়া আর আল্লাহর সাথে দেখা করা।এটাই আমার জীবনের লক্ষ্য।

(জীবনের লক্ষ্য)
©

29/07/2025

জীবন কারো জন্য থেমে থাকে না 💔

29/07/2025

"আমি ভাবছি, পাপ করছি কেউ দেখছে না৷
দু'কাঁধে থাকা ফেরেশতারা, লেখার কিছুই ছাড়ছে না। "

বই- অপেক্ষার শেষ প্রহর।
লেখা- আদিব সালেহ।

28/07/2025

শুধু বিয়ে করাটা কঠিন কোন কাজ নয়, আসল চ্যালেঞ্জটা হলো এমন একজন সঠিক সঙ্গী খুঁজে পাওয়া, যে আপনার ঈমানকে আরো বৃদ্ধি করতে, এবং আল্লাহ'কে বেশি বেশি স্মরণ করতে আপনাকে সহায়তা করবে!

--ড.বিলাল ফিলিপ্সিট

28/07/2025

কাউকে ঠকানো বা অন্যায়ভাবে প্রতারণা করা ইসলামে খুব বড় গোনাহ। কেউ যদি ইনিয়ে-বিনিয়ে কথা বলে, মিষ্টি ভাষায় হাজারটা অজুহাত দিয়ে অন্যকে ঠকায়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ সব দেখছেন, সব জানেন। হয়তো দুনিয়াতে সে কিছুদিনের জন্য পার পেয়ে যাবে, কিন্তু আখিরাতে তার কঠিন হিসাব হবে।

অনেক সময় আমরা দেখি কেউ কারো দায়িত্ব নেয়, প্রতিশ্রুতি দেয় কিন্তু পরে সেই দায়িত্ব অস্বীকার করে বসে। এটা শুধু ন্যায়ের বিরুদ্ধেই নয়, এটা একপ্রকার মুনাফিকির মতো। কোরআন ও হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের পরিণতি ভালো হয় না।

আর যারা জায়গা-জমি, ঘরের সম্পদ বণ্টনের ক্ষেত্রে কারো প্রতি অন্যায় করে, কারো ভাগ বেশি দেয় আর কারো ভাগ কম দেয় – তারাও আল্লাহর কাছে কঠিন অপরাধী। কারো হক (অধিকার) মেরে দিলে তা যত ছোটই হোক না কেন, আল্লাহ তা ক্ষমা করেন না যতক্ষণ না যার হক নেওয়া হয়েছে সে ক্ষমা করে।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন,
"তোমরা মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকের কাছে অন্যায়ভাবে পৌঁছার জন্য মিথ্যা সাক্ষ্য দিও না।" (সূরা বাকারা)

তাই আমাদের উচিত সৎ থাকা, ন্যায়ের পথে থাকা এবং কারো অধিকার নষ্ট না করা। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে ঠকিয়ে হয়তো লাভ করা যাবে, কিন্তু আখিরাতে তার চরম মূল্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে ইনসাফ ও সততার সাথে চলার তৌফিক দান করুন। আমিন।

©

আলহামদুলিল্লাহ মিসরীয়দের পাঠানো খাবারের বোতল গুলো ফিলিস্তিনিরা পেয়েছেন।❤️
28/07/2025

আলহামদুলিল্লাহ মিসরীয়দের পাঠানো খাবারের বোতল গুলো ফিলিস্তিনিরা পেয়েছেন।❤️

28/07/2025

চোখ দিয়ে পাপ বেশি করে দেখলে এবং হৃদয়ে পাপ বারবার জায়গা দিলে একটু একটু করে হৃদয় থেকে পাপের ভয়াবহতা দূর হয়ে যায়। একটা সময়ে এসে মানুষ পাপ দেখে, কিন্তু তার মনেই হয় না এগুলো পাপ। কারণ বারবার দেখতে দেখতে তার হৃদয় তাতে অভ্যস্ত হয়ে গেছে।

— ইবনুন নাহ্‌হাস (রাহিমাহুল্লাহ)
[সূত্র : তাম্বীহুল গাফিলীন, পৃ. ৯৩]

28/07/2025

"আল্লাহ কখনো তোমার চোখের অশ্রু অপচয় করেন না। প্রতিটি কষ্টের হিসাব তিনি রাখেন।"

28/07/2025

❝তাঁদের সাথে বন্ধুত্ব করো, যারা সকাল-সন্ধ্যা মানুষকে আল্লাহর পথে ডাকে।❞

(সূরা ইব্রাহীম : ২৭)।

Address

Rampura, Dhaka
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Girls power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Girls power:

Share