Sneha Islam Tayeba

Sneha Islam Tayeba Assalamu Alaikum, I'm Sneha Islam Tayeba this is my personal blog. Beauty blogger, Live Artist.

একটা আই-সুদিং কাপল ওরা আসলেই। নওরীনের স্নিগ্ধ হাসি আর দুজনের এতো বছরের সম্পর্কের পূর্ণতার প্রাপ্তি দুইয়ে মিলেমিশে স্নিগ্...
16/04/2025

একটা আই-সুদিং কাপল ওরা আসলেই। নওরীনের স্নিগ্ধ হাসি আর দুজনের এতো বছরের সম্পর্কের পূর্ণতার প্রাপ্তি দুইয়ে মিলেমিশে স্নিগ্ধতার একাকার ছবি গুলোতে। কি সুন্দর মাশাল্লাহ ❤️🌸

Free Palestine✊
07/04/2025

Free Palestine✊

21/03/2025

তুঁতু ভূতু আর কিটক্যাটের কথোপকথন 😹😹😹

07/02/2025

চাচা মিরপুর স্টেডিয়াম এতো সাজানো কেনো? আর চট্টগ্রাম কোথায়? 😆🥳🏆🎇 অভিনন্দন Fortune Barishal Tamim Iqbal

__বর্তমানের বহুল জনপ্রিয় উপস্থাপিকা "সমৃদ্ধি" এর একটা ইন্টারভিউ দেখলাম।যেখানে মেয়েটা এটা বলতে বলতে কেঁদে দিয়েছিল যে— সে ...
24/11/2024

__বর্তমানের বহুল জনপ্রিয় উপস্থাপিকা "সমৃদ্ধি" এর একটা ইন্টারভিউ দেখলাম।
যেখানে মেয়েটা এটা বলতে বলতে কেঁদে দিয়েছিল যে— সে ক্ষেত ছিলো বলে তার প্রাক্তন অনেকগুলো প্রেম করেছিলো। তাকে কথাও শুনিয়েছিলো। 😶😶

অথচ মেয়েটা তারপরও শেষ অব্দি প্রেমিকের জন্য অনেক কিছু করেছে। নিজের পড়াশোনা রেখে ছেলেটাকে পড়তে সাহায্য করেছে। নিজের রেজাল্ট খারাপ করেছে। ছেলেটা ওর সাথে চিট করার পর বহুবার ধরে পড়েছে তারপরও মেয়েটা এতটাই ডেডিকেটেড ছিলো ছেলেটার ক্যারিয়ার গড়তে যে সব চুপচাপ সয়ে গেছে। নিজের ডাকনামটা অব্দি বদলে ফেলেছিল! 🙂🙂

সেই ছেলের ঠিক সংসার হয়েছে, সন্তান হয়েছে অথচ মেয়েটা এখনো কোনো এক জায়গায় লোকটার কথা বলতে বলতে কেঁদে দিয়েছে! স্মৃতিও কি একপাক্ষিক হয়......? মেয়েটার আজও মনে আছে সব অথচ ছেলেটার সংসার করতে একটুও কষ্ট হয় না..…...?

এরপর.....
এই যে প্রেমের সংজ্ঞা এত সুন্দর আর এত নির্মম তারপরেও তো আমরা বলি মেয়েরা স্বার্থপর...!! মেয়েরা টাকা চায়..!! মেয়েরা বেকার ছেলের পাশে থাকে না...!!
আমরা কেন এই গল্পগুলো মনে রাখি না....? মেয়েদের মতোন নরম ভাবে ভালোবাসার ক্ষমতা আর কারো আছে.....? ছেলেটার থেকে তার মন ওইদিন ই উঠে গেছিলো,যেইদিন সে প্রথমবার ধরা খায়..!! তারপরেও ছেলেটার গ্রাজুয়েশন কমপ্লিট করা অবধি,সে পাশে ছিলো...!! 🙂🙂

আসলে ছেলেমেয়ে না,যারা বেইমানী করে তারা প্রিন্সেস ডায়নাকে পেলেও করবে। ভালোবাসা এমন একটা জিনিস, যে বাসে সে পুরো দুনিয়া ভুলে যেতে প্রস্তুত। আর যে বাসে না সে দুনিয়াকে অজুহাত বানিয়ে ছেড়ে যেতে তৈরি।

--সমৃদ্ধির মতোন মানুষ গুলোর ভালো হোক।ওরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাক❤️💗

Benjir Munne tnq so so sooo much for this treat. It's such a good time ❤️🫶
20/11/2024

Benjir Munne tnq so so sooo much for this treat. It's such a good time ❤️🫶

হ/ত্যা, খুন এগুলো কখনোই কোনো মানুষের কাজ হতে পারেনা অমানুষ ছাড়া। মেধা আর মনসত্ব এক জিনিস নয়। তবে একটু হলেই যারা"ছাত্র আন...
20/09/2024

হ/ত্যা, খুন এগুলো কখনোই কোনো মানুষের কাজ হতে পারেনা অমানুষ ছাড়া। মেধা আর মনসত্ব এক জিনিস নয়। তবে একটু হলেই যারা
"ছাত্র আন্দোলনকে" প্রশ্নবিদ্ধ করছেন, তাদের থেকে একটু জানতে চাই, আচ্ছা বিশ্বজিৎ এর কথা মনে আছে? যাকে প্রকাশ্যে "কু/পি/য়ে" হ/ত্যা করা হয়েছিলো। বিশ্বজিৎ চিল্লায়ে বলতে ছিলো, "আমি শিবির না, আমি হিন্দু, বিশ্বাস না হলে আমার প্যান্ট খুলে চেক করে দেখেন।" মনে পরে আপনাদের?
আচ্ছা ২০১৩ তে যে শত-শত আলেম "ব্রাশ/ফা/য়া/র" দিয়ে হ/ত্যা করে আবার সেই আলেমদের লা/শ গুলো নিয়ে গলিয়ে ময়লার স্তুপে ফেলা হয়েছিল। সেগুলো হয়তো মনে নেই আপনাদের। কারণ তারা তো হুজুর ছিলো, দেশের কোনো কাজেই আসতো না। আচ্ছা "আবরারের" কথা মনে আছে? তাকেও কিন্তু দফায় দফায় পি/টি/য়ে হ/ত্যা করা হয়েছিলো, আবরার একটু পানি খেতে চেয়েছিলো সেইটুকুও দেয়নি। আচ্ছা বিডিআর "বি/দ্রো/হ" নামে যে "হ/ত্যা/য/জ্ঞ" চালানো হয় সেটা মনে আছে আপনাদের? আচ্ছা রানাপ্লাজা উদ্ধার কাজ না করে যে মাটির সাথে "মি/শি/য়ে" দিতে বলা হয়েছিলো, সেসব কি মনে আছে আপনাদের? এতো পুরাতন কথায় কেনো যাচ্ছি? এইতো দেড় মাসও হলোনা আমাদের ৯০০শর অধিক ভাইবোনকে
"হ/ত্যা" করা হয়েছে। মনে আছে সেই মাথার "খু/লি" ফুুটো হয়ে "ম/স্তি/স্ক" বের হয়ে যাওয়া যে
"লা/শ/টা" আরেকটা ছেলে কোলে নিয়ে দৌড়ানোর ভিডিওটা? আচ্ছা বনশ্রীতে নির্মানাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকা যে ছেলেটাকে পরপর দুজন ৬ রাউন্ড "গু/লি" করে এবং "গু/লি" করতে করতে ছেলেটাকে বারবার "ঝা/প" দিতে বলা হচ্ছিলো, ওই ছেলেটার কথা নিশ্চয়ই আপনারা ভুলে গিয়েছেন তাইনা? হসপিটালে এখনো হাজারের অধিক আছে শিক্ষার্থী চিকিৎসাধীন। এমন শত নয় হাজার ঘটনা আছে গত ১৭বছরে। "হ/ত্যা, খু/ন" এগুলো কখনোই সভ্য মানুষের কাজ হতে পারেনা এবং সব থেকে বেশি ঘৃণিত কাজ। স্রষ্টার দেওয়া "প্রা/ণ" নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু একটু কিছু হলেই "ছাত্র আন্দোলনকে" প্রশ্নবিদ্ধ করা বন্ধ করুন। এতোদিনের ঝঞ্জাল সমাজ থেকে দূর করতে, পরিস্কার করতে কিছুটা সময় লাগবে, সেই সময়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করে এই ৯০০+ "শ/হী/দ" দের "র/ক্ত/কে" এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিয়েন না দয়া করে। এবং একটা জিনিস মাথায় রাখবেন আমরা বাঙ্গালীরা অধিক সেন্টিমেন্টাল একটা জাতী। আমাদের সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেউ আবার পরিস্থিতি অস্থিতিশীল কোরে তোলার নীল নকশা করেছে কিনা সে-বিষয়েও সতর্ক থাকা উচিত আমাদের। আর এই কথাটা কেনো বললাম সেটা এই পোস্টের সাথে জুড়ে দেওয়া স্ক্রিনশটটা দেখলে আশাকরি বুঝতে পারবেন।

সেন্টমা‌র্কিন নি‌য়ে চিন্তা হ‌চ্ছে? আপ‌নি কী সেন্টমা‌র্কিন লীগ!বাংলা‌দে‌শের কো‌নো দ্বীপ ভারত ব‌্যতীত অন‌্য কেউ দখ‌লে নি...
07/09/2024

সেন্টমা‌র্কিন নি‌য়ে চিন্তা হ‌চ্ছে? আপ‌নি কী সেন্টমা‌র্কিন লীগ!
বাংলা‌দে‌শের কো‌নো দ্বীপ ভারত ব‌্যতীত অন‌্য কেউ দখ‌লে নি‌য়ে‌ছে বা মোংলা পো‌র্টের ম‌তো চু‌ক্তি‌তে নি‌য়ে‌ছে এমন কোন দৃষ্টান্ত নাই, হ‌বেও না। দ‌ক্ষিণ তালপ‌ট্টি দ্বীপটা ১৯৭০ সা‌লে বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে জে‌গে ও‌ঠে। প্রচুর প্রাকৃ‌তিক সম্প‌দের সম্ভাবনা থাকায় ভারত দ্বীপ‌টির দি‌কে আড়‌চো‌খে তাকায়। এ‌তো‌দিন পা‌কিস্তা‌নের রক্ত‌চক্ষুর ভ‌য়ে বিড়া‌লের ম‌তো মেউ মেউ কর‌লেও ১৯৭৪ সা‌লে সদ‌্য স্বাধীন দে‌শের দুর্বলতার সুু‌যোগ‌কে কা‌জে লা‌গি‌য়ে দ্বীপটা দখ‌লে নি‌য়ে নি‌জে‌দের মান‌চি‌ত্রে প্রকাশ ক‌রে ভারত। ১৯৭৫ এর পর দ্বীপ নি‌য়ে দুই দেশ ক্রমাগত বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়ায় ১৯৮১ সা‌লে চা‌পের মু‌খে ভারত নৌ সেনা পা‌ঠি‌য়ে দ্বীপ‌টি‌তে নি‌জে‌দের পতাকা উ‌ড়ি‌য়ে দেয় এবং দ্বীপ‌টি‌তে নৌ ঘা‌ঁটি স্থাপন ক‌রে। তখন বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান। ভার‌তের এমন আচর‌ণে বাংলা‌দে‌শের জনম‌নে ব‌্যাপক ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌লে ০৩ মে ১৯৮১ তা‌রিখ জিয়াউর রহমান দ‌ক্ষিণ তালপ‌ট্টি দ্বী‌পে ভারতীয় নৌ-বা‌হিনীর বিরু‌দ্ধে বাংলা‌দেশ নৌ বা‌হিনীর এক‌টি আ‌ভিযা‌নিক দল‌কে প্রেরণ ক‌রেন। চরম উ‌ত্তেজনাকর প‌রি‌স্থি‌তি‌তে ভারতীয় নৌ সেনারা পিছু হ‌টে। কিন্তু এর অল্প ক‌য়েক‌দিন পর এক সাম‌রিক বি‌দ্রো‌হে চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে জিয়াউর রহমান মারা যান। জিয়াউর রহমানের অবর্তমা‌নে ভারত দ্বীপ‌টি‌কে নি‌জে‌দের দখ‌লে রা‌খে এবং সবসময় অন‌্যায়ভা‌বে নি‌জে‌দের ব‌লে দা‌বি ক‌রে আস‌ছে। গত ১০/১৫ বছর যাবৎ ভারত দ্বীপ‌টি সমু‌দ্রে ডু‌বে গে‌ছে ম‌র্মে স্থানীয় ও আন্তর্জা‌তিক ফোরা‌মে মিথ‌্যা প্রাচারণা চা‌লি‌য়ে আস‌ছে। শেখ হা‌সিনার ১৫ বছ‌রের স্বৈরাতা‌ন্ত্রিক সম‌য়ে দ্বীপ‌টির ব‌্যাপা‌রে ভারতীয় যু‌ক্তি‌কেই গ্রহণ করা হয়। কিছু‌দিন আ‌গেও সমুদ্রসীমা জ‌য়ের যে লম্বা লম্বা কা‌হিনি শুনা গে‌ছে সেখা‌নেও এই দ্বীপটি‌কে অ‌স্তিত্বহীন দে‌খি‌য়ে ভার‌তের হা‌তে তো‌লে দেওয়া হয়।

ভাই ব্রাদার বন্ধু বান্ধবীগণ, এখন আপনারা কী বল‌বেন? এ‌দে‌শে দ্বীপ বি‌ক্রির কামটা কেম‌নে সারা হ‌য়ে‌ছি‌লো বুঝ‌তে পে‌রে‌ছেন তো? দ্বীপ বি‌ক্রির ই‌তিহাস এমনই। দ্বীপ বা ছিটমহল বা বন্দর এস‌বের একমাত্র বৈধ/অ‌বৈধ ক্রেতা ভারত। এ‌দে‌শে এ‌সে আমে‌রিকা বা পা‌কিস্তান অথবা অন‌্য কোন শ‌ক্তি জ‌মি, রাস্তা, বন্দর বা দ্বীপ কিন‌বে না। তাই‌লে সেন্টমা‌র্টিন? সেন্টমা‌র্টিন কী ত‌বে সেন্টমার্কিন হ‌য়ে যা‌চ্ছে! আস‌লে ঘটনা কী! ৫ আগ‌স্টের পূ‌র্বে যারা ছাত্র-জনতার র‌ক্তে আ‌দিম উল্লা‌সে মে‌তে উঠ‌তো তারাই এখন সেন্টমা‌র্কিন নি‌য়ে সোচ্চার। অথচ গত বছর প‌তিত স্বৈরাচার সেন্টমা‌র্কিন যে‌তে রে‌জি‌স্ট্রেশন প্রথা চালু ক‌রে। প‌তিত স্বৈরাচা‌রের আন্ডাবাচ্চারা সেই সিদ্ধান্তটা পুনর্জ্জী‌বিত ক‌রে আ‌মে‌রিকা দ্বীপ নি‌য়ে গে‌ছে ব‌লে অপপ্রচার চালা‌চ্ছে। আপনা‌দের যা‌দের ‌নেত্রীর ম‌তো সে‌কেন্ড হোম আ‌ছে, তা‌দের দেশ‌প্রেম নি‌য়ে জনতার প্রশ্ন আ‌ছে। আপনারা বারবার বিপর্যয়ে পড়‌লে নি‌জের দে‌শে পা‌লি‌য়ে যা‌বেন আর প্রকৃত দেশ‌প্রেমিক‌দের দেশ‌প্রেম প্রশ্নে বিভ্রা‌ন্তি সৃ‌ষ্টি কর‌বেন, তা জনতা আর খা‌বে না।

হ‌্যাঁ সেন্টমা‌র্কিন যে‌তে ভিসা পাস‌পোর্ট লাগ‌বে। এটা শুধুমাত্র স্বৈরাচার এবং তার দুসর‌দের জন‌্য। কারণ তারা সেন্টমা‌র্কিনের ম‌তো নির্জন দ্বী‌পে গি‌য়ে জ‌ঙ্গি প্রশিক্ষণ নি‌য়ে ভয়ঙ্কর রূ‌পে বাংলাদে‌শে ফেরত আস‌তে পা‌রে। এর কিছু প্রমাণও পাওয়া গে‌ছে। সম্প্রতি আটক হওয়া আ‌নিসুল আর সালমান এফ রহমান প্রচুর প‌রিমাণ বৈ‌দে‌শিক মুদ্রাসহ কো‌নো এক নির্জন দ্বী‌পের উ‌দ্দে‌শ্যে পালা‌নোর সময় ধরা প‌ড়ে। নির্জন দ্বী‌পে বৈ‌দে‌শিক মুদ্রাসহ তা‌দের কাম কী? নিশ্চয় খারাপ মতলব ছি‌লো! কা‌জেই ফ‌্যা‌সিবা‌দে ইমান আনা ব‌্যক্তি ব‌্যতীত এদে‌শের অন‌্য কোনো দল-ম‌ত-ধ‌র্মের ‌যে কো‌নো ‌লোক কোনো ধর‌ণের ভিসা-পাসপোর্ট ছাড়াই সেন্টমা‌র্টিন যে‌তে পা‌রবেন, যে কো‌নো সময়ই যে‌তে পার‌বেন।

বর্তমানে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধের পাশাপাশি মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়েও দেখলাম মোটামুটি সবাই তৎপর, কিন্তু এর পাশ...
23/08/2024

বর্তমানে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধের পাশাপাশি মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়েও দেখলাম মোটামুটি সবাই তৎপর, কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো পরার জন্য কাপর। কারণ অনেকেই কোনোমতে প্রাণ নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসছে, আসার সময় কোনোকিছুই সাথে আনতে পারিনি। আবার পরনের কাপড়টাও হয়তো বৃষ্টি কিংবা পানিতে ভিজে গিয়েছে। তাই যার যা সামর্থ্য কাপড় দিয়ে সহযোগিতা করুন। নতুন কাপড় না হোক আপনার ব্যবহৃত কাপড় দিন অন্তত। কিন্তু একটু সহমর্মিতা বোধ রেখে কাপড় গুলো দিবেন দয়া করে। কারণ ছেড়া বা সেলাই ছুটে যাওয়া কাপড় দিলে সেগুলো সেলাই করে পরার মতো অবস্থায় তারা এখন কেউ নেই। তাই কাপর দেওয়ার ক্ষেত্রে এই বিষয় টা মাথায় রাখবেন। মাথায় রাখবেন তারা গরিব-অসহায়-দুস্থ বলে এই কাপড় গুলো নিচ্ছে না, বরং তারা সবাই পরিস্থিতির শিকার। তাই দয়া করে ব্যবহার যোগ্য কাপড় দেওয়ার অনুরোধ রইলো🙏
এবং চেষ্টা করবেন কাপড় গুলো ব্যাগে ভরে, পিন করে আটকে দিতে। পাশাপাশি আলাদা আলাদা ভাবে প্যাকেট করার চেষ্টা করবেন। যেমন মেয়েদের থ্রিপিস দিলে, সেই ব্যাগে শুধু থ্রিপিস দিবেন এবং উপরে লিখে দিবেন, "মেয়েদের থ্রিপিস" এবং বডি সাইজ লিখে দিবেন যে কতো থেকে কতো বডি পর্যন্ত এগুলো ব্যবহার করতে পারবে। আবার শাড়ি দিলেও তেমন করবেন। ব্লাউজ, পেটিকোট, টি-শার্ট যা-ই দেননা কেনো সেটা সেই ব্যাগের উপরে লিখে সাইজ উল্লেখ্য করে দিবেন। এতে করে কাপড় গুলো সঠিক ভাবে বন্যার্তদের হাতে তুলে দেওয়া যাবে এবং ভলান্টিয়ারদেরও কষ্ট কম হবে। আপনার ঘরে বসে করা এইটুকু সহোযোগিতায় স্বেচ্ছাসেবকরা একটু স্বস্তি পাবে।
যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বন্যার্তদেরকে কাপড় দেয়ার জন্য দিয়ে আসতে চাচ্ছেন, তারা যদি একটু কষ্ট করে এমন করে বয়স অনুযায়ী ব্যাগ আলাদা প্যাক করে লিখে দিতে পারেন তাহলে পরিশ্রমী ছোট ভাই বোন গুলোর একটু হলেও সুবিধা হবে।

আসুন যারা আমার মত ঘরে বসে কিছুই করতে পারছেন না তারা তাদের সেই আফসোস টা এভাবে হলেও একটু কমিয়ে আনার চেষ্টা করি!🙏🙏

যারা ঘরে বসে কিছু না করতে পারার জন্য আক্ষেপ করছেন, তারা বন্যার্তদের মধ্যে সাহায্য অনুদান দিয়ে পাশে থাকার চেষ্টা করুক। এখ...
23/08/2024

যারা ঘরে বসে কিছু না করতে পারার জন্য আক্ষেপ করছেন, তারা বন্যার্তদের মধ্যে সাহায্য অনুদান দিয়ে পাশে থাকার চেষ্টা করুক। এখনই সময় একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াবার। যারা স্ব-শরীরে ভলান্টিয়ার হিসেবে সাহায্য করতে পারতেছেন তারা সেটাতে অংশগ্রহণ করুন, যারা অপারগ কিছু করতে পারছেন না তারা অন্তত সাহায্য অনুদান দিয়ে পাশে থাকুন। ১০টাকা হলেও দেওয়ার চেষ্টা করুন। ১২ জেলায় ২০লাখের বেশি মানুষ পানি বন্দি হয়ে আছে। উদ্ধারের পাশাপাশি খাবার বিশুদ্ধ পানি এবং ওষুধ দরকার তাদের জন্য। তাই যদি সম্ভব হয় ১০ টাকা দেওয়ার তবে সেটাতে লজ্জা না পেয়ে দেওয়ার চেষ্টা করুন। অনেকেই আছেন যারা অর্থিক ভাবে স্বচ্ছল না হওয়ায়, অনুদানের টাকার পরিমাণ স্বল্প পরিমাণ বলে কারো কাছে অনুদান দিতে লজ্জা বোধ করেছেন। তারা বিকাশ এ্যাপসের মাধ্যমে অনুদান দিতে পারেন। এতেকরে আপনার দানের পরিমাণও কেউ জানবে না, এবং আপনার অনুদানের টাকা সঠিক খ্যাতে ব্যায় হচ্ছে কিনা এ নিয়ে সংশয়েও থাকতে হবে না। ৫টাকা-১০টাকা যা পারেন সেটা দিয়েই অনুদান দিন। মনে রাখবেন আপনার ৫টাকা পরিমাণে স্বল্প হলেও সেটা দিয়ে একজনকে অন্তত একটা খাবার সেলাইন কিনে দেওয়া যাবে। তাই যে যার স্থান থেকে যতোটুকু সম্ভব সাহায্যে এগিয়ে আসুন।

অনুদানের নিয়মঃ-
🔴আপনার ফোনের বিকাশ এ্যাপসে ঢুকে, "ডোনেশন" লেখা অপশনটিতে ক্লিক করুন, সেখানেই পেয়ে যাবেন As sunnah Foundation এর নাম। এরপর আস-সুন্নাহ ফাউন্ডেশন সিলেক্ট করবেন এবং তারপরে আপনার কাছে আপনার নাম এবং জিমেই চাইবে, আপনি চাইলে পরিচয় গোপন রেখেও অনুদান দিতে পারবেন, সেই অপশনটিও ফরমটির উপরে উল্লেখ থাকবে। এরপর টাকার পরিমাণ লিখে, নিচে [I'm not Robot] লেখা একটি অপশন আসবে, সেটাতে ক্লিক করবেন। এরপর কিছু ছবি দিবে এবং নিদৃষ্ট একটা টপিক দিবে যার সাথে ছবির কোন দৃশ্য মিল আছে এমন দৃশ্য সিলেক্ট করে "ভেরিফাই" লেখা অপশনে ক্লিক করবেন। এরপর "নেক্সট" এ ক্লিক করে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই হয়ে যাবে। আপনার অনুদান চলে যাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফান্ডে। যা ব্যবহৃত হবে বন্যার্ত এবং অসহায় মানুষদের জন্য। তাই যে যতোটুকু পারেন সাহায্যে এগিয়ে আসুন 🙏

16/08/2024

দা*জ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও

একদল সুশীল লোক বলবে- "আপনারা কীভাবে পারলেন একজন কানা লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে?"🥲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sneha Islam Tayeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sneha Islam Tayeba:

Share

Category