20/09/2024
হ/ত্যা, খুন এগুলো কখনোই কোনো মানুষের কাজ হতে পারেনা অমানুষ ছাড়া। মেধা আর মনসত্ব এক জিনিস নয়। তবে একটু হলেই যারা
"ছাত্র আন্দোলনকে" প্রশ্নবিদ্ধ করছেন, তাদের থেকে একটু জানতে চাই, আচ্ছা বিশ্বজিৎ এর কথা মনে আছে? যাকে প্রকাশ্যে "কু/পি/য়ে" হ/ত্যা করা হয়েছিলো। বিশ্বজিৎ চিল্লায়ে বলতে ছিলো, "আমি শিবির না, আমি হিন্দু, বিশ্বাস না হলে আমার প্যান্ট খুলে চেক করে দেখেন।" মনে পরে আপনাদের?
আচ্ছা ২০১৩ তে যে শত-শত আলেম "ব্রাশ/ফা/য়া/র" দিয়ে হ/ত্যা করে আবার সেই আলেমদের লা/শ গুলো নিয়ে গলিয়ে ময়লার স্তুপে ফেলা হয়েছিল। সেগুলো হয়তো মনে নেই আপনাদের। কারণ তারা তো হুজুর ছিলো, দেশের কোনো কাজেই আসতো না। আচ্ছা "আবরারের" কথা মনে আছে? তাকেও কিন্তু দফায় দফায় পি/টি/য়ে হ/ত্যা করা হয়েছিলো, আবরার একটু পানি খেতে চেয়েছিলো সেইটুকুও দেয়নি। আচ্ছা বিডিআর "বি/দ্রো/হ" নামে যে "হ/ত্যা/য/জ্ঞ" চালানো হয় সেটা মনে আছে আপনাদের? আচ্ছা রানাপ্লাজা উদ্ধার কাজ না করে যে মাটির সাথে "মি/শি/য়ে" দিতে বলা হয়েছিলো, সেসব কি মনে আছে আপনাদের? এতো পুরাতন কথায় কেনো যাচ্ছি? এইতো দেড় মাসও হলোনা আমাদের ৯০০শর অধিক ভাইবোনকে
"হ/ত্যা" করা হয়েছে। মনে আছে সেই মাথার "খু/লি" ফুুটো হয়ে "ম/স্তি/স্ক" বের হয়ে যাওয়া যে
"লা/শ/টা" আরেকটা ছেলে কোলে নিয়ে দৌড়ানোর ভিডিওটা? আচ্ছা বনশ্রীতে নির্মানাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকা যে ছেলেটাকে পরপর দুজন ৬ রাউন্ড "গু/লি" করে এবং "গু/লি" করতে করতে ছেলেটাকে বারবার "ঝা/প" দিতে বলা হচ্ছিলো, ওই ছেলেটার কথা নিশ্চয়ই আপনারা ভুলে গিয়েছেন তাইনা? হসপিটালে এখনো হাজারের অধিক আছে শিক্ষার্থী চিকিৎসাধীন। এমন শত নয় হাজার ঘটনা আছে গত ১৭বছরে। "হ/ত্যা, খু/ন" এগুলো কখনোই সভ্য মানুষের কাজ হতে পারেনা এবং সব থেকে বেশি ঘৃণিত কাজ। স্রষ্টার দেওয়া "প্রা/ণ" নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু একটু কিছু হলেই "ছাত্র আন্দোলনকে" প্রশ্নবিদ্ধ করা বন্ধ করুন। এতোদিনের ঝঞ্জাল সমাজ থেকে দূর করতে, পরিস্কার করতে কিছুটা সময় লাগবে, সেই সময়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করে এই ৯০০+ "শ/হী/দ" দের "র/ক্ত/কে" এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিয়েন না দয়া করে। এবং একটা জিনিস মাথায় রাখবেন আমরা বাঙ্গালীরা অধিক সেন্টিমেন্টাল একটা জাতী। আমাদের সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেউ আবার পরিস্থিতি অস্থিতিশীল কোরে তোলার নীল নকশা করেছে কিনা সে-বিষয়েও সতর্ক থাকা উচিত আমাদের। আর এই কথাটা কেনো বললাম সেটা এই পোস্টের সাথে জুড়ে দেওয়া স্ক্রিনশটটা দেখলে আশাকরি বুঝতে পারবেন।