03/06/2024
২-০৬-২০২৪ সকাল ৯ টা বাবু তালুকদার তাল গাছ থেকে পড়ে আল্লাহর হুকুম এক্সিডেন্ট হয় চাঁদপুর সদর হাসপাতাল ৯:৩০ টা দিকে নিয়ে যায় ডাক্তার সাড়ে ১০:৩০ জানায় ওনাকে এখানে রাখা যাবে না, উনার খুব সিরিয়াস অবস্থা ঢাকা মেডিকেল নিয়ে যান,অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ১২:৩০ তারপরে ০১:০০দিগে গাড়িতেই নড়াচড়া করে না গাড়ি ঘুরিয়ে আবার সদর হাসপাতাল নিয়ে যান শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাবু তালুকদার ০২-০০এম্বুলেন্স গাড়িতেই আল্লাহ আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক যারা (ভিডিও ছাড়ছেন মেহেরবানী করে ডিলিট করবেন) আমার ভাইয়ের আত্মার শান্তির জন্য, জান্নাতুল ফেরদাউ উচ্চ মাকাম দান করক❤️