Journeyverse with Arman

Journeyverse with Arman Travelling || Moto Vlogging || Explorer

29/10/2025

অনেকদিন পর কাওয়ালী শুনলাম খুব তৃপ্তির অনুভূতি পেলাম সাথে অপরুপ সোনালী দিন





28/10/2025

n1

24/10/2025

শুভ সকাল

18/10/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল।

দীর্ঘ এক যাত্রার পর এক পশলা মেঘের রাস্তায় হারিয়ে যাওয়ার অনুভূতি সত্যি দারুণ। ঠিক তেমনি এক যাত্রার সাক্ষী হলাম এবার ঢাকা ...
16/10/2025

দীর্ঘ এক যাত্রার পর এক পশলা মেঘের রাস্তায় হারিয়ে যাওয়ার অনুভূতি সত্যি দারুণ।

ঠিক তেমনি এক যাত্রার সাক্ষী হলাম এবার ঢাকা থেকে রওনার সময়টায় ছিল ভারি বৃষ্টির আভাস! ভাবলাম হয়তো এবার ট্যুরের প্ল্যানে বাশ পড়লো নাকি?
এবারি প্রথম খুব বড়সড় গ্রুপিং করে বাইকে ট্যুর করলাম। খুব বেশি এক্সাইটমেন্ট নিয়ে সময়গুলো কেটে যাচ্ছিলো ট্যুরের আগে।
ফাইনালি ট্যুরের প্রস্তুতির সময় আকাশে মেঘ! গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় চিন্তার ভাজ। তবুও আশা ছাড়িনি আমরা যখন উত্তরা থেকে রওনা দিয়ে ভারী বৃষ্টির মধ্যেই ঘুটঘুটে অন্ধকারের ফগের আলোতে রওনা দিয়েছিলাম।
তারমধ্যে চিটাগাং রোড থেকে টোটালি ভয়ানক জ্যামের মধ্যে কাটাই দাউদকান্দি যেতে যেতে আমাদের ৩ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিলো তখনো সবাই ভাবছিলাম আমাদের ট্যুর কি আদৌও হবে? নাকি এখান থেকে ঢাকা ব্যাক করবো? সবাই লিটারেলী ভিজে শেষ এর মধ্যে আমাদের গ্রুপের বেশ কয়েকজনের রেইনকোট ও ছিলো না।
সকাল ১১ টা নাগাদ নাস্তা শেষ করে আবার রওনা দেই কুমিল্লা পর্যন্ত বৃষ্টি নিয়েই আগাই।

আমরা চিটাগাং যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায় তাও হতাশ না হয়ে লাঞ্চ সেড়ে নিয়ে কর্ণফুলীর উপর দিয়ে আবার যাত্রা শুরু করি ঠিক সন্ধার পর আমরা বান্দরবান পৌছাই।
প্রথমদিন এভাবেই হেলে দুলে ঘুমিয়ে কেটে যায়।

ডে- টু

সবাই সকাল সকাল উঠে নাস্তা সেড়ে নিয়ে বান্দরবান শহর থেকে ট্যাংক ফুল করে থানচির পথে রওনা দেই।
নীলগিরি যাওয়ার আগেই প্রায় ১/২ ঘন্টার মতো আবারও বৃষ্টির মধ্যে পরে যাই। পাহাড়ের চুড়ায় কোন এক ছাউনিতে দাড়িয়ে চা-য়ে চুমুক দিয়ে কাটিয়ে দেই আকাশ পরিষ্কার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময়টা ভালোই কাটছিলো প্রথম ব্রেকটা দেই নিলগিরিতে। যেহুতু নিলগিরি সেনাবাহিনীর তত্বাবধানে চলে সেহুতু এখানে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট নেই। যা ছিলো একটা ক্যান্টিন সেনাবাহিনী পরিচালিত সেখান থেকে মোটামুটি লাঞ্চ সেড়ে নিয়ে আবার রওনা দেই সামনে বলিপাড়া চেক পোস্ট সবার এন্ট্রি শেষ করে থানচি পথে আগাই যেতে যেতে অনেকবার মেঘের ভেতর দিয়ে যাওয়ার সুযোগ হয়ে এ এক অন্যরকম অনুভূতি কিছুক্ষনের জন্যে গা শীতল হয়ে গিয়েছিলো আর মনের শীতলতাও বাড়িয়ে দিয়েছিলো।

আর আপ হিল টু ডাউন হিল রাস্তা আঁকাবাঁকা রাস্তা সাথে কর্ণারিং এর মজা নিচ্ছিলাম। পাহাড়ে বাইক রাইড করার মজাই অন্যরকম প্রথমদিন থানচি কটেজে ঊঠেই আমরা তমাতুংগী চলে যাই কি অসাধারণ সেই অনুভূতি একই সাথে ডিম পাহাড় কেওক্রাডং এর ভিউ মেঘ গুলো এত সুন্দর ভাবে ধরা দিয়েছিলো মনে চাচ্ছিলো থেকেই যাই এই চূড়ায়

আমাদের রাতের খাবারে পাহাড়ি হাসের সাথে আলু ভর্তা ডাল সাথে মশিউর ভাইয়ের করা স্পেশাল বালাচাও ভর্তা সাথে পাহাড়ি নিস্তব্ধতার আমেজে লাইফের সেরা নিশিভোজন মনে হয়েছিলো।

ডে-থ্রী

সকালে আবার সবাই তমাতুংগী ঘুড়ে থানচি বাজারের আসি সকালের নাস্তায় গয়ালের মাংস দিয়ে ভাত খাওয়ার পরামর্শে সম্মত হলে আমরা সকালের নাস্তায় গয়ালের মাংস চেখে দেখি। সব যায়গার পাহাড়ি খাবারে ভিন্নতা রয়েছে তাই হতাশ না হয়ে আমরা বান্দরবানের উদ্দেশ্য রওনা দেই। এভাবেই কাহিনীগুলো ছোট্ট একটা ডায়েরিতে পরিনতি হয়েছিলো।

Journeyverse with Arman

15/10/2025

বাডির তলে জীবন চলে

Address

Street Sher E Bangla, Tongi, Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journeyverse with Arman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category