সময়বেলা নিউজ

সময়বেলা নিউজ সত‍্যের পথে অধিকার আদায়ে একাকীত্ব জীবনটা অনেক সুন্দর হয়

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্র...
07/08/2025

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

ফেরত আসা দুই নারী হলেন শিল্পী খানম (২৯) এবং রুকসানা খানম মিতা (২৩)। এরা গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

শিল্পি খানম জানান, তারা দালালের মাধ্যমে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যান। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত ৮ মাসের সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসারা অবৈধ পথে ভারতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এই দুই নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাদের রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার হেফাজতে হস্তান্তর করা হবে।

যশোরের শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুইচোরাকারবারি আটকমনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশ...
07/08/2025

যশোরের শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুইচোরাকারবারি আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৭আগস্ট বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করা হয়। এসব মোবাইল অবৈধ পথে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে । আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোলে পাওনা টাকার জেরে ব্যবসায়ীকে মারধর, ৩টি গরু ও এক লাখ টাকা ছিনতাইবেনাপোল প্রতিনিধি:গরু বিক্রির পাওনা টাকার মুল মা...
07/08/2025

বেনাপোলে পাওনা টাকার জেরে ব্যবসায়ীকে মারধর, ৩টি গরু ও এক লাখ টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি:
গরু বিক্রির পাওনা টাকার মুল মালিক গরু ব্যবসায়ী আব্দুল আজিজকে না পেয়ে ব্যবসায়িক পার্টনার মনিরুল মল্লিক (৫৫) ও তার ছেলে তুহিন মল্লিককে বেধড়ক মারপিট করে তিনটি গরু ও এক লাখ নগদ টাকা ছিনিয়ে নেওয়ায় ৬ জনকে অভিযুক্ত করে বেনাপোল থানায় মনিরুল মল্লিক অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার (৬ আগষ্ট) বিকাল ৫ টার সময় মনির মল্লিক নিজের জীবনের নিরাপত্তা ও বাড়িতে প্রবেশ করলে রাস্তায় তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কায় নিজে বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর মোড়ে এ ঘটনা ঘটে। আসামিরা হলো কাগমারি গ্রামের জাহান আলী গাজির ছেলে জুয়েল গাজি (৪০), তার ছেলে জিসান গাজি (১৭), জাকির গাজি (৩৫), তার ছেলে জিহাদ গাজী (১৮), রাসেল গাজি (৩০) ও একই গ্রামের বাছের আলীর ছেলে মহাসিন।
বাদি মনিরুল গাজি বলেন, প্রায় এক মাস আগে তার ব্যবসায়িক পার্টনার আব্দুল আজিজ জাকির গাজির শাশুড়ি গয়ড়া গ্রামের বিধবা জাহানারা বেগম এর নিকট থেকে ১ লাখ ৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করে এক সপ্তাহ পর টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে। এরপর প্রায় এক মাসেরও বেশি সময় পার হলেও আব্দুল আজিজ ওই গরুর দাম পরিশোধ করেননি। এর পরিপ্রেক্ষিতে জাহানারা বেগমের জামাই জাকির গাজিরা মনে করে আমি ওই গরুর পার্টনার হিসাবে জড়িত। তারা আমার একটি গাড়িতে থাকা তিনিটি গরুসহ আমার নিকট থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা আমাকে বেধড়ক মারপিট করে। এ সংবাদ আমার ছেলে পেয়ে ঘটনা¯’ঘটনাস্তলে আসলে তাকেও রক্তাক্ত যখম করে। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ বুধবার দুপুরে আমার ছিনিয়ে নেয়া গরু আরো এক লাখ টাকা নিয়ে ফেরত দিয়েছে। আমি বাড়িতে প্রবেশ করতে পারছি না। তারা আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে।
ওই গ্রামে জুয়েল গাজীদের কাউকে না পেয়ে জুয়েলের পিতা জাহান আলীর সাথে কথা হয়। জাহান আলী বলেন, প্রায় এক মাস আগে তার ছেলের শাশুড়ী জাহানারার নিকট থেকে এক লাখ ৫ হাজর টাকায় একটি গরু ক্রয় করে বাকিতে মনিরুল ও তার পার্টনার আজিজ। সেই থেকে এ পর্যন্ত তারা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটে। এর জন্য দায়ী মনিরুল ও আজিজ।

এ বিষয় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, গরুর বিক্রির পাওনা টাকা নিয়ে কাগমারী এলাকায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে গরু ব্যবসায়ী মনিরুল মল্লিক বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিতমাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ ...
07/08/2025

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে "জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান" এর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতিচারণ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই বিজয় মিছিলটি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। পুরো শহরে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে নেতারা বলেন,
“জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ছিল এ দেশের ছাত্র ও জনতার এক ঐতিহাসিক বিজয়। সেই চেতনা ধারণ করে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে।”

তারা আরও বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করতে চায়। তাই অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া

সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু

জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান

পৌর বিএনপি'র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা

নাচোল থানা বিএনপির সভাপতি এম মজিদুল হক

গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন

রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় মিছিলটি চাঁপাইনবাবগঞ্জে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আন্দোলনের শক্তি পুনরায় জাগিয়ে তোলে।

গণ-অভ্যুত্থান দিবসে বেনাপোল পৌর বিএনপি’র সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ- জুলাই গণ-অভ্য...
07/08/2025

গণ-অভ্যুত্থান দিবসে বেনাপোল পৌর বিএনপি’র সাড়াজাগানো বিজয় মিছিল অনুষ্ঠিত





মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ- জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার বৈপ্লবিক আন্দোলণে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে তার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায়। ভয়ংকর এবং বিভৎস ঐ আন্দোলণে সহস্রাধিক ছাত্র-জনতা নিহত হয় এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত এবং পঙ্গু হয়ে মৃত্যু’র ঝুকি নিয়ে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

৫ আগষ্ট/২০২৪ আওয়ামী সরকারের পতনের পর দেশের ক্ষমতার আসনে বসেন ড.ইউনুসের অন্তর্বর্তী সরকার। আনন্দের এই দিবসটিকে যথাযথ পালণে জাতীয় দিবস এবং সরকারী ছুটির দিন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সাল ইং থেকে প্রতিবছরের ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হবে।

সমগ্র দেশের ন্যায় যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র বেনাপোল পৌর শাখার উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি এবং বিশাল বিজয় র‍্যালি ও গণ মিছিল বের করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার(৫ আগষ্ট) বিকাল ৩ টায় বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে বিএনপি’র শত শত নেতাকর্মী সহ সাধারণ মানুষ টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকে।

এ সময় বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন ফলফিল্ড প্রাঙ্গণ সহ মহাসড়ক জুড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রায় ১ কিলোমিটার ব্যাপি দীর্ঘ র‍্যালির কারণে বেনাপোলে যানজট সৃষ্টি হয়, যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি মো. রাসেল মিয়ার নেতৃত্বে বেনাপোল পোর্টথানা পুলিশ হিমশিম খায়। বিজয় মিছিলে একে অপরের প্রতি রং মাখামাখি করে আনন্দ ভাগাভাগি করে নেয় উৎসুক নেতা-কর্মীরা।

“বীরের বেশে আসবে ফিরে,তারেক রহমান বাংলাদেশে”। এমন হরেক রকমের মুহুর্মূহু শ্লোগান ওঠে বিজয় মিছিলে,এ যেন অন্য রকম আনন্দ ফিরে এসেছে নেতা-কর্মীদের মাঝে। র‍্যালি টি বলফিল্ড হতে শুরু করে বেনাপোল বন্দর এলাকা প্রদক্ষিন শেষে পুণরায় মিছিলটি বলফিল্ডে ফিরে আসে।

বৃহৎ ঐ বিজয় মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সহ:সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত।

এ ছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-.মাসুদুর রহমান মিলন(সহ: সভাপতি,বেনাপোল পৌর বিএনপি),শাহাবুদ্দিন(সহঃসভাপতি),ইদ্রিস মালেক(সহঃসভাপতি,পৌর বিএনপি),মো.মেহেরুল্লাহ(যুগ্ম-সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি).মো. আব্দুল আহাদ(সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর বিএনপি-১),মো.আক্তারুজ্জামান আক্তার(সাংগঠনিক সম্পাদক-২),মফিজুর রহমান বাবু(আহবায়ক,বেনাপোল যুবদল )

এছাড়াও বেনাপোল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের এবং শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ বিজয় মিছিলে
অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিতমাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি৩৬ জুলাই ঐতি...
07/08/2025

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

৩৬ জুলাই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যারি অনুষ্ঠিত হয়েছে। “জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক এই র‍্যালিটি আজ মঙ্গলবার সকাল ৯টায় পৌরসভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শান্তিমোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারী ইউসুফ আল গালিবের সঞ্চালনায় উক্ত বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ও রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা তোহরুল ইসলাম সোহেল, মোঃ এনায়েতুল্লাহ এবং জেলা পশ্চিমের সাবেক সভাপতি সেলিম রেজা।

আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, জেলা পশ্চিম শাখার সভাপতি মামুনুর রশিদ, জেলা পূর্বের সেক্রেটারি আব্দুল্লাহ এবং জেলা পশ্চিমের সেক্রেটারি শহিদুল্লাহসহ ছাত্রশিবিরের তিন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, “গত বছরের এই দিনে আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম। এই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা। কিন্তু এক বছর পরেও আমরা দেখছি, সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি। বরং ‘জুলাই যোদ্ধার’ মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, নিজেদের মধ্যেই সংঘর্ষে কর্মী নিহত হচ্ছে।”

তিনি বলেন, “যারা জীবন দিয়ে এই দেশের ফ্যাসিবাদ মুক্তির পথ সুগম করেছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। এখনো অনেকেই খুনি হাসিনাকে খুনি বলতে দ্বিধা করে। সরকারের বিভিন্ন পদে এখনো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন রয়েছে।”

আসাদুজ্জামান ভূঁইয়া আরও বলেন, “আসাদুল্লাহ তুহিন হত্যার বিচার আজও হয়নি। বিচারকের রাজনৈতিক পক্ষপাতিত্ব এ বিচারকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই—আপনারা যদি ন্যায়বিচার নিশ্চিত না করেন, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।”

তিনি উল্লেখ করেন, “জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি জাতির ঐতিহাসিক দলিল। এই সনদে সকল স্তরের ‘জুলাই ভূমিকা’ অন্তর্ভুক্ত করতে হবে।”

যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা মনির হোসেন, বেনাপোল  প্রতিনিধি: -যশোর: শার্শা উপজেলা প্রশাসনের উদ...
05/08/2025

যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: -
যশোর: শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সারে ১১টার সমায় উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, শার্শা থানা অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম, পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা, শার্শা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, প্রমুখ। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

দিনাজপুরে জুলাই ঘোষণাপত্রে সার্বজনীন মত উপেক্ষায় গণঅধিকার পরিষদের প্রতিবাদে সংবাদ সম্মেলনমো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর ...
05/08/2025

দিনাজপুরে জুলাই ঘোষণাপত্রে সার্বজনীন মত উপেক্ষায় গণঅধিকার পরিষদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতামত উপেক্ষিত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা। এ প্রতিবাদে তারা সোমবার (০৪ জুলাই ২০২৫) রাত ৮টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুন-উর রশিদ হিমেল। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম, কেন্দ্রীয় মানবসম্পদ ও কর্মসংস্থান সম্পাদক মোসাদ্দেক হোসেন, বিরল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, ক্রীড়া সম্পাদক মোসাদ্দেক হোসেন, রেজাউল ইসলাম ও জাবেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখে সরকারের পক্ষ থেকে প্রকাশিত জুলাই সনদের খসড়ায় ঐতিহাসিক আন্দোলনগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদের আত্মত্যাগ, নিরাপদ সড়ক আন্দোলন, হেফাজতে ইসলামের ৫ মে’র হত্যাকাণ্ড, ডাকসু নির্বাচন, মোদীবিরোধী আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার লড়াইগুলোর কথা খসড়ায় উপেক্ষিত রয়েছে।

নেতারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের প্রকৃত অংশীদার সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটি বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে খসড়া প্রকাশ করা হয়েছে। এতে করে আন্দোলনের সার্বিক ইতিহাস বিকৃত হয়েছে বলে দাবি করেন তাঁরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রে যেন ২০১৮-এর কোটা সংস্কার আন্দোলনসহ ছাত্র-জনতার পূর্ববর্তী সকল আন্দোলন সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবি জানানো হচ্ছে।

তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়, বরং এটি দেশের সাধারণ জনগণ ও সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফল।

বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল গণ মিছিল ও র‌্যালি বের করা হয়  মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-জুলাই ২৪ গণঅভ্...
05/08/2025

বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল গণ মিছিল ও র‌্যালি বের করা হয়

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
জুলাই ২৪ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণ মিছিল ও র‌্যালি বের করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল শাখা। এ সময় জামায়াতে ইসলামপন্থী তাদের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (৪ আগস্ট) বিকাল ৬ টায় বেনাপোল বাজার থেকে বিশাল এক গন মিছিল ও র‌্যালি বের করে।
প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ গেটের মুখে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করেন ।

এ সময় বেনাপোল থানা শাখা জামায়াত ইসলামী সভাপতি আমির মো,রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক মো,ইউসুফআলী,পৌর শাখা, সভাপতি মাওলানা রিয়াছাত আলী, সাধারণ সম্পাদক নুরুল হক,

প্রধান অতিথি যশোর জেলা, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রম হয়েছে কিন্তু বাংলাদেশ সেই আগের জায়গায় রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটাতে এবং নতুন এক বাংলাদেশ গড়তে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, সাকিব আনজুম ও শহীদ আলী রায়হানরা জীবন দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এখনো এদেশে গণতান্ত্রিক চর্চার অভাব, নেই গণমানুষের স্বাধীনতা।

তিনি আরো বলেন দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিস্ট শেখ হাসিদনা পালাতে বাধ্য হয়। বর্তমানে কিছুটা দ্বিমত পরিলক্ষিত হলেও আমরা ফ্যাসিস্টের প্রশ্নে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার জনমনের আশা পূরণ করতে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে। সকলকে অন্তর্র্বতীকালীন সরকারের পাশে থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করার আহ্বান জানান।

আয়োজনে :-বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা, শার্শা, যশোর।

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্...
05/08/2025

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা শহরের বিশ্বরোড মোড়-বেলেপুকুর প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (০৪ আগষ্ট) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাকের কার্যালয় চত্ত্বরে এলাকাবাসী আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বেলেপুকুরসহ ৩নং ওয়ার্ডের কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷

স্থানীয়রা বক্তব্যে বলেন, এ অঞ্চলে বেলেপুকুর সহ আশে পাশের কয়েক হাজার মানুষের বসবাস করেন। প্রাচীন আমল থেকেই শাহনেয়ামতুল্লাহ কলেজের মধ্য দিয়ে বিশ্বরোড মোড় যাওয়ার একটি পাত্র রাস্তা ছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহনেয়ামতুল্লাহ কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আনোয়ারুল ইসলাম ও সাবেক এমপি আব্দুল ওদুদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীন নির্মাণ করেন। সে সময় এলাকাবাসীর আবেদন ছিল কলেজের মধ্যে দিয়ে মানুষের চলাচলের সুযোগ-সুবিধা দেওয়ার। কলেজ কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছিলেন। তবে আশ্বাস চার দেয়ালের মাঝেই থেকে গেছে।

তারা উল্লেখ্য করেন, বিগত ১ যুগ ধরে এ অঞ্চলের মানুষজন একটি করিডোরে বাসবাস করছেন। স্থানীয় সার্বিক বিবেচনায় বেলেপুকুর, শিয়ালা, গনকাসহ এ অঞ্চলের জনগোষ্ঠীর বিকল্প রাস্তার প্রয়োজনীয়তা দেখা দিলে। সরকারিভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বেলেপুকুর টু বিশ্বরোড পর্যন্ত ৩০ ফিটের প্রস্তাবিত এই রাস্তাটির মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেন।

বলেন, এখন শেষ মুহূর্তে অধিগ্রহণ শাখা সংযোগ সড়কের দুই দিকের জমি অধিগ্রহণ প্রক্রিয়া করছে। এমতাবস্থায় কলেজ সীমানার প্রান্ত ঘেঁষে রাস্তাটি যখন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে এসময় শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন।

এ অঞ্চলের মানুষের একটাই দাবি বিশ্বরোড মোড় টু বেলেপুকুর রাস্তাটির। দাবি আদায় না হলে পরবর্তীতে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা শামসুল হক (গানু), জেলা যুব দলের সদস্য সৈকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বেলেপুকুর সহ এ অঞ্চলের স্থানীয় বাসিন্দা।

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ০৩ আগষ্ট শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থান দিব...
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসে
সরকারি ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত হতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দিবস
উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু‘দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ থেকে ৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা। #

১৪০ জন এনজিও বেনাপোল কাস্টমস হাউস থেকে  অপসারণমনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ...
04/08/2025

১৪০ জন এনজিও বেনাপোল কাস্টমস হাউস থেকে অপসারণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন যোগদান করার পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
চাকুরী করে বেতন নেই তারপরও কোটিপতি, চলেন দামি গাড়িতে থাকেন আলিশান বাড়িতে। কাস্টমস হাউসে চাকুরি করি বলে দাপিয়ে বেড়ায় গোটা বন্দর এলাকা। এদের কাছে অনেকটাই অসহায় সিএন্ডএফ এজেন্টরা। এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে আদায় করতেন লক্ষ লক্ষ টাকা। বেনাপোল কাস্টমস হাউসের কর্মরত ১৪০ জন নন গর্ভানমেন্টাল অর্গানাইজেশন (এনজিও)দের কথা লোক মুখে ঘুরে বেড়াচ্ছে। যোগদান করার পর গত সপ্তাহে ১৪০ জন এনজিও কে বেনাপোল কাস্টমস হাউস থেকে অপসারণ করা হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদেও অভিযোগ ছিল কমিশনার দপ্তর থেকে শুরু করে শুল্কায়ন ও পরীক্ষন গ্রুপ পর্যন্ত প্রতিটি শাখায় দুই বা ততোধিক এনজিও অবস্থান করতো। আমদানি রফতানি বাণিজ্যে তাদের দ্বারা মারাত্মক ভাবে ব্যাহত হতো। তাদের দ্বারা মুলত কাস্টমস কর্মকর্তারা অনৈতিক কর্মকান্ডে বেশি জড়িত হতো। ফলে এসব এনজিওরা অল্পদিনে কোটি টাকার মালিক বনে গেছে। শুণ্য থেকে কোটিপতি হতে বেশি সময় লাগেনি তাদের। অবৈধ টাকার গরমে সমাজ ও পারিবারিক জীবনে নানা অশান্তির সৃষ্টি করছে তারা।

কাস্টমস হাউসের বেনাপোলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে কাস্টমস হাউসের জনবল সংকট ছিল। এর আগে যশোর ও খুলনা কাস্টমস হাউস থেকে জনবল ধার করে কাস্টমস হাউসের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সে সময় বিভিন্ন কর্মকর্তারা অফিসের কার্যক্রমের সুবিধার্থে কিছু নিকট আত্মীয় কিংবা পরিচিত লোকজন এনজিও হিসাবে নিয়োগ দেন। তিনি বর্তমান কমিশনারের এনজিও অপসারন কার্যক্রমকে স্বাগত জানান।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সময়বেলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়বেলা নিউজ:

Share

Category