Md Morad Hossain

Md Morad Hossain Md Morad Hossain Is a Empowered Entrepreneur,Instructor Ministry of Expatriates’ Welfare and Overseas Employment Also Founder Of MTA BD.

নির্দয় নেতাদের সরিয়ে আমরা কেবল নতুন কোনো নেতার নিষ্ঠুরতা দেখতে পাই।-চে গুয়েভারা #সাহিত্য
06/08/2025

নির্দয় নেতাদের সরিয়ে আমরা কেবল নতুন কোনো নেতার নিষ্ঠুরতা দেখতে পাই।
-চে গুয়েভারা
#সাহিত্য

কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময়েই বলে দেয়।
26/07/2025

কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময়েই বলে দেয়।

চরিত্রে লেগেছে পোকাবুঝিনাপোকার কামড়ে অস্থির হিংসা নিন্দা গীবতে জড়িয়ে পড়িআগে পোকা দমন করি।।
19/07/2025

চরিত্রে লেগেছে পোকা
বুঝিনা
পোকার কামড়ে অস্থির
হিংসা নিন্দা গীবতে জড়িয়ে পড়ি
আগে পোকা দমন করি।।

জীবন কোনো সহজ পথের যাত্রা নয়—একটা নিরন্তর সংগ্রাম, এক অবিরাম যুদ্ধ। এ যুদ্ধে শত্রু শুধু বাইরের প্রতিকূলতা নয়, ভেতরের ভয়,...
10/07/2025

জীবন কোনো সহজ পথের যাত্রা নয়—একটা নিরন্তর সংগ্রাম, এক অবিরাম যুদ্ধ। এ যুদ্ধে শত্রু শুধু বাইরের প্রতিকূলতা নয়, ভেতরের ভয়, সংশয়, হতাশাও সমান শক্তিশালী। কখনো পরাজয়ের গ্লানি, কখনো জয়ের উল্লাস—জীবনের এই উত্থান-পতনই তাকে অর্থবহ করে তোলে।

মানুষ জন্ম নেয় যুদ্ধের মাঝেই। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়—অস্তিত্ব টিকিয়ে রাখতে, স্বপ্ন পূরণ করতে, প্রিয়জনদের রক্ষা করতে। কেউ হেরে যায় অল্পতেই, কেউ লড়াই চালিয়ে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই সংগ্রামের মাঝেই জীবনের সত্যিকারের সৌন্দর্য নিহিত।

জীবনযুদ্ধে জয়ের মূলমন্ত্র হলো সাহস ও ধৈর্য। ভুলে যাওয়া চলবে না, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যোদয় আসে। হাজার বার পড়ে গেলেও উঠে দাঁড়াতে হবে, কারণ জীবনের প্রকৃত বিজয়ী তারাই, যারা কখনো হাল ছাড়ে না।

> *"জীবন যুদ্ধে হারজিত আসে,
> কিন্তু যুদ্ধ না করেই যারা পালায়—
> তাদের জীবনে শুধু পরাজয়ের গন্ধ
> মিশে থাকে নিঃশ্বাসের সঙ্গে।"*

জীবনকে জয় করতে হলে ভয়কে জয় করতে হবে, স্বপ্নকে আঁকড়ে ধরে এগোতে হবে। কারণ, এই যুদ্ধেই আমাদের অস্তিত্ব, এই সংগ্রামেই আমাদের গৌরব।

The Lines of Life.
09/07/2025

The Lines of Life.

জীবনকে যদি সত্য ও সুন্দর করে না তুলতে পারো, তবে সমস্ত জ্ঞান ব্যর্থ, সমস্ত আরাধনা বৃথা।-রবীন্দ্রনাথ ঠাকুর
09/07/2025

জীবনকে যদি সত্য ও সুন্দর করে না তুলতে পারো, তবে সমস্ত জ্ঞান ব্যর্থ, সমস্ত আরাধনা বৃথা।

-রবীন্দ্রনাথ ঠাকুর

02/07/2025

ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র ১২ তম প্রতিষ্ঠা বাষিকী ২০২৫ উদযাপন জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া।।।।

তোমাকে জিততে হবেমনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে!রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
30/06/2025

তোমাকে জিততে হবে
মনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে!
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

অহংকার যার ভিতরে থাকবে...সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না..!
27/06/2025

অহংকার যার ভিতরে থাকবে...
সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না..!

27/06/2025

ব্যর্থতাই আপনার সাফল্যের চাবিকাঠি।।।। আসুন আলো ছড়াই

“যদি প্রতিটি ঘর্ষণেই বিরক্ত হও, তাহলে আয়নার মতো নিজেকে কখনোই উজ্জ্বল করতে পারবে না।” – জালাল উদ্দিন রুমি
25/06/2025

“যদি প্রতিটি ঘর্ষণেই বিরক্ত হও, তাহলে আয়নার মতো নিজেকে কখনোই উজ্জ্বল করতে পারবে না।” – জালাল উদ্দিন রুমি

“তুমি প্রতিদিনই নতুনভাবে জন্ম নিচ্ছো। তাই গতকালের চিন্তা নিয়ে কেন আজ বাঁচবে?- জালাল উদ্দিন রুমি
23/06/2025

“তুমি প্রতিদিনই নতুনভাবে জন্ম
নিচ্ছো। তাই গতকালের চিন্তা
নিয়ে কেন আজ বাঁচবে?

- জালাল উদ্দিন রুমি

Address

Manikganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Morad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Morad Hossain:

Share