20/09/2025
ইমাম আবু হানিফা (রহঃ )এর অভ্যাস ছিল ,,
তিনি সারারাত তাহাজ্জুদ পড়তেন ,,
ফজরের পর ফিকাহ ও হাদিসের দরস দিতেন,,
এরপর জোহর পর্যন্ত নিজের ব্যবসা দেখাশোনা করতেন,,
এবং যোহরের পর থেকে আসার পর্যন্ত ঘুমাতেন ,,
তিনি এই আমল করতেন,,।।
ইমাম আবু হানিফা( রহঃ ) জোহরের পর কেবল ঘুমিয়ে পড়েছেন ,,।।
এমন অবস্থায় একজন লোক এসে দরজায় শব্দ করল,,।।
তিনি দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলেন ,,।।
ভাই কেন এসেছেন ,,??
সে বলল হুজুর একটি মাসআলা জানার জন্য,,।। কিন্তু তা ভুলে গিয়েছি ,,।।
আবু হানিফা( রহঃ) বললেন আচ্ছা ঠিক আছে,, মনে হলে আসবেন,,।।
ইমাম আবু হানিফা( রহঃ ) ঘুমিয়ে পড়লেন,,
কিছুক্ষণ পর লোকটি পুনরায় এসে দরজায় শব্দ করল,, তিনি দোতলা থেকে নেমে গেট খুলে দেখলেন,,
আগের সেই লোকটাই,,।।
জিজ্ঞেস করলেন কি ভাই মাআসালা মনে পড়েছে?? লোকটা বলল হুজুর আপনি সিঁড়ি থেকে নামতে নামতে তাহা ভুলে গিয়েছি,,।।
আবু হানিফা (রহঃ)বললেন আচ্ছা ঠিক আছে স্মরণ হলে আসবেন ,,।।
ইমাম আবু হানিফা (রহঃ )দোতলায় গিয়ে আবার ঘুমিয়ে পড়লেন ,,কিছুক্ষণ পর লোকটি পুনরায় এসে দরজায় নক করলো,,
তিনি দোতলা থেকে নেমে এসে জিজ্ঞেস করলেন কি হয় মাসআলা স্মরণ হয়েছে ,,??লোকটি বলল জি হুজুর,,
মাসাআলা হলো মানুষের পায়খানা তিতা নাকি মিঠা,,??
আপনারাই বলুন এ অবস্থায় কেমন রেগে যাওয়ার কথা,,।।
তিনবার করে ঘুম ভাঙিয়ে আমাদের কাছে কেউ এর প্রশ্ন করলে আমরা তো চড় থাপ্পড় দিয়ে তাকে বের করে দিতাম,,।।
কিন্তু ইমাম আবু হানিফা বিন্দুমাত্র রাগ করলেন না বরং একেবারে শান্তভাবে জবাব দিলেন ,,।।
পায়খানা কাঁচা থাকা পর্যন্ত মিষ্টি থাকে কিন্তু শুকিয়ে গেলে তিতা হয়ে যায়,,।।
লোকটি পুনরায় জিজ্ঞেস করল আপনি কিভাবে বুঝলেন যে পায়খানা শুকিয়ে গেলে তিতা হয়ে যায়,,??
যেহেতু এই জবাবটি কোন কিতাব পত্র নেই ,,
তাই তিনি অত্যান্ত বিচক্ষণতার সাথে জবাব দিলেন,, মানুষের পায়খানা যখন কাঁচা থাকে তখন তার ওপর মাছি পড়ে ,,
আর যখন শুকিয়ে যায় তখন তারপর মাছি পড়ে না,
আর মাছি সর্বদা মিষ্টি জিনিসের উপর পড়ে,, তিতা জিনিসের উপর পড়ে না,, সুতরাং পায়খানা কাঁচা থাকা পর্যন্ত মিষ্টি আর শুকিয়ে গেলে তিতা হয়ে যায়,,
।।
এরপর ওই লোকটি ক্ষমা চাইল ও বলল,,।।
হযরত !আমি আপনার ধৈর্য পরীক্ষা করতে এসেছিলাম ,,।।
আমি শুনেছিলাম যে আপনি নাকি খুব কঠোর মেজাজি মানুষ,,।।
কিন্তু দেখলাম না আপনি সত্যিই একজন ধৈর্যশীল ও মহামানব,,।।
ঘটনা থেকে নেওয়া শিক্ষা,,
আলোচ্য ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ব্যক্তিগত কোন বিষয়ে রাগ করা যাবে না চাই তা যত কষ্টের হোক না কেন এমনকি আমার যদি মারাত্মক ক্ষতিও হয় তবুও রাগ করা যাবে না তবে শরীয়ত কোন বিষয় হলে সেটা ভিন্ন কথা,,।।
ঘটনাটি পড়ে মজা লাগলো !তাই আপনাদের সাথে শেয়ার করলাম,,।।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমরা যেন সবাই ধৈর্য ধারণ করে চলতে পারি,,।। সংগৃহীত
#কপিপোস্ট ゚viralシviralシfypシ゚viralシalシ