Sacrifice - ত্যাগ

Sacrifice - ত্যাগ চলো দুঃখ ভুলে একটু হাসি😊

21/10/2025

৩০ দিনের স্যালারী ২০ দিনে শেষ হ'য়ে যাওয়াকে অর্থনীতির ভাষায় কি ব'লে?'

20/10/2025

Keu amar vitorer ekta talent khuje dite parle take ekta treat ditam.!'🙂

মায়ের অসুস্থতার অজুহাতে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা ভাইরাল আনিসা, এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইসলামের ইতিহাসে ফেল করেছ...
16/10/2025

মায়ের অসুস্থতার অজুহাতে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা ভাইরাল আনিসা, এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইসলামের ইতিহাসে ফেল করেছেন।

লাং নিয়ে আসিস কাশবনে 😁🙃
08/10/2025

লাং নিয়ে আসিস কাশবনে 😁🙃

Don't be sad Man, You have done it Hridoy🙏🇧🇩
20/09/2025

Don't be sad Man, You have done it Hridoy🙏🇧🇩

যাদের হার্ট দুর্বল, তারা খেলা দেখা থেকে বিরত থাকুন! 🏏🙂
20/09/2025

যাদের হার্ট দুর্বল, তারা খেলা দেখা থেকে বিরত থাকুন! 🏏🙂

সবাই না'কে তে'ল দিয়ে ঘুমাও। ট্রলের রাস্তা বন্ধ। 😂
05/09/2025

সবাই না'কে তে'ল দিয়ে ঘুমাও। ট্রলের রাস্তা বন্ধ। 😂

The most beautiful story ever 🥹
05/09/2025

The most beautiful story ever 🥹

মেসি কে নিয়ে বেশি যোগ বিয়োগ করতে যাবেন না, শুধু তাকে দেখে যান 🫵😮
05/09/2025

মেসি কে নিয়ে বেশি যোগ বিয়োগ করতে যাবেন না, শুধু তাকে দেখে যান 🫵😮

শেষ নব্বই মিনিট তাঁদের সামনে... যারা আপনার অবসরের খবরে বুয়েনোস আইরেসের রাজপথে নেমেছিলো, অবরুদ্ধ করেছিলো দেশের প্রতিটি র...
05/09/2025

শেষ নব্বই মিনিট তাঁদের সামনে...

যারা আপনার অবসরের খবরে বুয়েনোস আইরেসের রাজপথে নেমেছিলো, অবরুদ্ধ করেছিলো দেশের প্রতিটি রাস্তা...হাতে প্লাকার্ড যাতে লেখছিলো "no te vayas lio", আপনাকে মাঠে ফেরোনোর দাবিতে।
আপনি শুধু ফিরেছেন তাই না, সামনের থেকে নেতৃত্ব দিয়ে দেশকে জিতিয়েছেন চারটি মেজর ট্রফি কয়েক বছরের ব্যবধানে...

শেষ ৫৪০০ সেকেন্ড তাঁদের সামনে....🇦🇷

THANK YOU FOR EVERYTHING MY CAPTAIN 💔😭

Leo Messi confiremd: on September 5th, He will play his last match in Argentina field 💔
04/09/2025

Leo Messi confiremd: on September 5th, He will play his last match in Argentina field 💔

চাপা কান্নায় ভেজা চোখে আজো ছোট্ট আছিয়া বাবার খোঁজ করে। বাবা নে"ই, তাই এক মুঠো ভাতও জোটে না তাদের। অসহায় মা শাহিনুর বেগম ...
02/09/2025

চাপা কান্নায় ভেজা চোখে আজো ছোট্ট আছিয়া বাবার খোঁজ করে। বাবা নে"ই, তাই এক মুঠো ভাতও জোটে না তাদের। অসহায় মা শাহিনুর বেগম সন্তানদের ক্ষু'ধা'র্ত মুখের দিকে তাকিয়ে দিশাহারা হয়ে পড়েন। তাঁর কণ্ঠ কাঁপতে কাঁপতে শুধু এ কথাই বলেন, আমার স্বামী যদি আজ বেঁচে থাকতেন, তবে আমার সন্তানরা না খেয়ে থাকতো না। মাইনসের পোলাপাইন কত ভাল খায়, ভাল থাকে, আর আমার পোলাপাইন ক্ষু"ধা'র কষ্টে দিন কাটায়।”

ভোলার সদর উপজেলার কন্দুবপুর গ্রামের এই দুঃখভরা সংসারে এখন শুধু বেঁ'চে থাকার লড়াই।

২০০৬ সালে ভোলার রামদাসপুরের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শাহিনুর বেগমের। কামাল ছিলেন পেশায় জেলে। সংসারটা অভাবের হলেও ভালোই চলছিলো। কিন্তু ২০২২ সালের এক ভ*য়া'ল রাতে সবকিছু ওলট-পালট হয়ে যায়। মাছ ধরতে গিয়ে মেঘনা নদীর পানিতে ত*লি'য়ে চিরতরে হা*রি'য়ে যান কামাল হোসেন। শুধু প্রা"ণ'টাই নয়, ভ*য়ংক*র সেই নদী গি/লে নিয়েছে তাদের সামান্য জমিজমাও।

এখন শাহিনুর বেগম সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন নানার বাড়িতে। কিন্তু সেখানেও নেই নি'রা'পত্তা। সকালের শুকনা উঠোন বিকালে নদীর জলে ভরে যায়। যেন প্রতিদিনই তারা মৃ*ত্যু ভ*য়ের সঙ্গে যু/দ্ধ করে বেঁচে আছে।

বড় ছেলে হযরত আলী ষষ্ঠ শ্রেণীতে পড়তো। কিন্তু টাকার অভাবে স্কুল থেকে ঝ"রে গেছে। ছোট ছেলে আলামিনের অবস্থাও একই রকম। আর সবচেয়ে ছোট্ট মেয়ে আছিয়া, যে বাবার মুখ মনে রাখতে পারেনি আজো বাবাকে খুঁজে বেড়ায়। তাদেরও স্বপ্ন আছে। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার। কিন্তু তারা কেউই বাবার মত জেলে হয়ে নদীতে হা*রিয়ে যেতে চায় না।

আজ প্রশ্ন দাঁড়ায়, এই জাতি কি পারবে শাহিনুর বেগমের সন্তানদের স্বপ্নগুলো পূরণ করতে।
না কি তারা ক্ষু"ধা আর দুঃখের অ"ন্ধকারেই হারিয়ে যাবে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sacrifice - ত্যাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share