Ahmed.Xbr

Ahmed.Xbr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahmed.Xbr, Digital creator, Dhaka.

Feel free to react, comment and share! 💕🤝
পেইজ এর কিছু ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত নয় ❌
If you know then you know⚠️
জীবনে সফল নয় সুখী হওয়াটাই আসল!
আপনি মানুষের সাথে যা করবেন তাই পাবেন! ভাল কিংবা খারাপ!
ভুল ক্ষমা করা যায় বিশ্বাসঘাতক, বেঈমানকে নয়!

🖤🥀
31/01/2025

🖤🥀

30/01/2025
24/01/2025

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে? প্রতিদিন সবজি, ভর্তা তোমার গলা দিয়ে নামে কিভাবে?
এই কথাগুলি বলতে বলতে আমার বন্ধুকে ডিভোর্স দেয় তার বউ।

খুব ক্লোজ এক ক্লাসমেটের হবু বউ বলছিল তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার, বেতন ৮০ হাজার, ওর তখন ২০ হাজার। ঐ বউটি প্রায় বুঝাতো তার ভাই উচ্চ মানের আর তার হবু স্বামীটি নিন্মমানের ইঞ্জিনিয়ার।

এক জুনিয়রের চাকরির মাস থেকেই বাবা,মা, বোন, আত্মীয় সবাই এমন আচরন করছে যেন সে আলাদিনের চেরাগ পেয়ে গেছে, মাস গেলে বেচারির ধার করে চলতে হয়েছিল।

এখন আমার সেই বন্ধুর নিজস্ব ফ্ল্যাট আছে, আইফোন ইউজ করে, মাছ মাংসের অভাব পরে না। সেই ক্লাসমেট এখন বড় ইঞ্জিনিয়ার। সেই ছোট ভাইটি এখন অনেককে টাকা পয়সা ধার দেয়।

পড়াশুনা শেষে চাকরি পাওয়া এবং সেই চাকরির অভিজ্ঞতা অর্জনের সময়টুকু মানুষের বেশ টাফ টাইম। সদ্য পাস করা ডক্টর যেমন বড় ডক্টরের সহায়ক হন, নতুন ইঞ্জিনিয়ার হন পুরাতন ইঞ্জিনিয়ারের এসিস্ট্যান্ট। মালিক পক্ষ যে বেতন দেয় তা অনেক সেক্টরে দয়া বলা যায়, কারন এতে মালিকেরও বেশি লাভ হয় না। সেক্টর ভেদে অভিজ্ঞ হতে ২ থেকে ৫ বছর লাগে। এই সময়টুকুতে পরিবার, সমাজ, কাছের মানুষজনের তিতা ব্যবহার সেই মানুষটাকে একা করে ফেলে।

যদি কেউ প্রথম চাকরি পায় তাকে মিষ্টি খাওয়ান, তার কাছে বিরিয়ানি চেয়ে খাওয়ার অনেক মানুষ আছে। তার সেলারি জানাটা আহামরি দরকারি জিনিস না, পারলে তাকে একটা পোশাক গিফট করুন, একই জামা পরে তাকে আর প্রতিদিন চাকরিতে যেতে হবে না।

সবাই অমানুষ হলে আপনি হন প্রথম মানুষ। আপনাকে দেখে যেন ওদের মানুষ হওয়ার সখ জাগে।

24/01/2025

তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ - কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।

তোমার অভাবে নির্ঘুম রাত - বুকের শহরে দুর্ভিক্ষ। বাম পাঁজরে বিষাক্ত ঘা। নিঃশ্বাস আটকে যায় হুট করেই - ঘুমোতে পারি না।

লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিলো - কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিলো না।
আর না তো তোমায় ভোলার ওষুধ দিলো!

আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন।
আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন।

Address

Dhaka
1219

Telephone

+8801947387288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed.Xbr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed.Xbr:

Share