Munir

Munir সত্য ও ন্যায়ের পথে সর্বদা।

পুরুষ আটকায় কিসে?
06/08/2025

পুরুষ আটকায় কিসে?

স্ত্রীর কিছু আচরণযা স্বামীর সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে পারে
05/08/2025

স্ত্রীর কিছু আচরণ
যা স্বামীর সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে পারে

খারাপ সময়গুলোএকদিন ঠিকই কেঁটে যাবেশুধু মনে থেকে যাবেখারাপ সময়ে করামানুষের ব্যবহারগুলি!
02/08/2025

খারাপ সময়গুলো
একদিন ঠিকই কেঁটে যাবে
শুধু মনে থেকে যাবে
খারাপ সময়ে করা
মানুষের ব্যবহারগুলি!

"তোমার বদমেজাজ আমার কাছে ঝড় নয়,বরং এমন এক ভালোবাসার মৌসুমযেটা কেবল আমি বোঝার চেষ্টা করি।"
01/08/2025

"তোমার বদমেজাজ আমার কাছে ঝড় নয়,
বরং এমন এক ভালোবাসার মৌসুম
যেটা কেবল আমি বোঝার চেষ্টা করি।"

একটা বিবাহিত পুরুষেরজীবন ধ্বংস করার জন্য একজনবদমেজাজি ঝগড়াটে স্ত্রীই যথেষ্ট!
30/07/2025

একটা বিবাহিত পুরুষের
জীবন ধ্বংস করার জন্য একজন
বদমেজাজি ঝগড়াটে স্ত্রীই যথেষ্ট!

"একটু ধৈর্য, একটু নীরবতাঅনেক বড় কলহকেথামিয়ে দিতে পারে।"
29/07/2025

"একটু ধৈর্য, একটু নীরবতা
অনেক বড় কলহকে
থামিয়ে দিতে পারে।"

"কলহ নয়সহানুভূতি হোক সংসারের ভিত্তি।"
24/07/2025

"কলহ নয়
সহানুভূতি হোক সংসারের ভিত্তি।"

নাদিয়ার পর এবার তার ভাই নাফিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলো।দুই ভাইবোন — নাদিয়া ও নাফি, বাবা আশরাফুল ইসলাম নীরব সাহেবে...
23/07/2025

নাদিয়ার পর এবার তার ভাই নাফিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলো।
দুই ভাইবোন — নাদিয়া ও নাফি, বাবা আশরাফুল ইসলাম নীরব সাহেবের জীবনের আলো ছিল।
মাইলস্টোন কলেজের ভয়াবহ দুর্ঘটনায় তারা দু’জনেই দগ্ধ হয়েছিল।
নাদিয়া গতকালই ৯০% দগ্ধ হয়ে জান্নাতের মেহমান হয়।
আজ কিছুক্ষণ আগে নাফিও চলে গেলো তার বোনের পাশে — বাবা-মাকে সম্পূর্ণ শূন্য করে দিয়ে।

ভাবতে পারছি না, আশরাফুল সাহেব আর কীভাবে বেঁচে থাকবেন।
দুই সন্তানের লাশ দেখার যন্ত্রণায় তিনি যেন জীবন্ত এক লাশ হয়ে গেছেন।

বিশ্বের সবচেয়ে ভারী জিনিস — সন্তানের লাশ বহন করা বাবার কাঁধ।
এই কষ্ট শুধু এক ভুক্তভোগী বাবা-ই বুঝতে পারেন।

গতকাল থেকে আমার চোখ বারবার আটকে যাচ্ছে নিজের সন্তানদের মুখে।
তাদের দিকে তাকালেই বুক কেঁপে ওঠে, ভয় হয় — যদি...

আমার ছেলেদের স্কুলের আকাশ দিয়ে প্রতিদিনই উড়ে যায় অনেক বিমান।
প্রতিবার সেই শব্দে বুক কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে।

হে আল্লাহ, আর কোনো বাবার কাঁধে যেন সন্তানের লাশ না ওঠে।
আর কোনো পরিবার যেন এমন শূন্যতার যন্ত্রণায় না পুড়ে।
আল্লাহ, নাদিয়া ও নাফিকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন। 🖤

আজ আমরা হারালাম এক সাহসী হৃদয়, এক সত্যিকারের শিক্ষিকাকে — **মেহেরীন চৌধুরীকে**, যিনি নিজের জীবন দিয়ে তাঁর শিক্ষার্থীদের ...
22/07/2025

আজ আমরা হারালাম এক সাহসী হৃদয়, এক সত্যিকারের শিক্ষিকাকে — **মেহেরীন চৌধুরীকে**, যিনি নিজের জীবন দিয়ে তাঁর শিক্ষার্থীদের বাঁচিয়ে গেছেন।

এমন মানুষ খুব কমই আসেন পৃথিবীতে, যারা নিজের প্রাণের চেয়ে অন্যের জীবনকে বেশি মূল্য দেন। শিক্ষার্থীদের ভালোবাসা, দায়িত্ববোধ আর মাতৃসুলভ স্নেহে আপু যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, তা শুধু শিক্ষক নয় — একজন মানুষের শ্রেষ্ঠত্বেরও প্রতীক।

মেহেরীন আপু আমাদের চোখে শুধুই একজন শিক্ষক ছিলেন না, ছিলেন আমাদের বন্ধু, মায়ের মতো অভিভাবক, অনুপ্রেরণার উৎস। আজ তিনি নেই, কিন্তু তাঁর করা আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে।

শিক্ষার্থীদের চোখে তাঁর শেষ চাওয়া ছিল— “তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো।” কতটা ভালোবাসলে একজন মানুষ এমন মৃত্যু বরণ করতে পারে!

আমরা শোকাহত, হতবাক... কিন্তু গর্বিতও। কারণ আমরা একজন সত্যিকারের হিরোকে চিনতে পেরেছি। তাঁর ভালোবাসা, ত্যাগ, আর সাহস আমাদের পথ দেখাবে প্রতিদিন।

তাঁর আত্মা যেন শান্তিতে থাকে। আর আমরা যেন তাঁর স্বপ্ন আর আদর্শ বুকে ধরে এগিয়ে যেতে পারি।

**ভালোবাসা ও শ্রদ্ধা মেহেরীন চৌধুরী ম্যাম, আপনি থাকবেন আমাদের হৃদয়ে চিরকাল।**
🖤

"নারী মানেই রহস্য নয়,নারী মানেই সাহসিকতার গল্প।"
20/07/2025

"নারী মানেই রহস্য নয়,
নারী মানেই সাহসিকতার গল্প।"

"নারী কখনো দুর্বল নয়,বরং সমাজের নীরব শক্তি। তার সহ্যশক্তিই তাকে মহান করে তোলে।"
18/07/2025

"নারী কখনো দুর্বল নয়,
বরং সমাজের নীরব শক্তি।
তার সহ্যশক্তিই তাকে মহান করে তোলে।"

18/07/2025

Banglamotor, Dhaka

Address

121 Kazinazrul Islam Avenue, Kawran Bazzar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Munir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category