10/09/2025
মাঝেমাঝে মনে হয়, আমিই এই গ্রহের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ। সবার কত গুণ, কত স্বপ্ন, কত অর্জন আর আমি? আমি যেন নির্বাক দর্শক।
সবাই কোথাও পৌঁছে যাচ্ছে কেউ ক্যারিয়ারে, কেউ সৃজনশীলতায়, কেউ স্বপ্নের পথে। আর আমি? আমি এখনো বুঝে উঠতে পারিনি কোথা থেকে শুরু করবো।
নিজেকে দেখে মাঝেমাঝে মনে হয়, আমি একটা 'মিউটেড পারসন' চারপাশে শব্দ আছে, আলাপ আছে, উৎসাহ আছে কিন্তু আমার গলায় যেন স্বর নেই। মনে হয়, আমি একটা "সাইলেন্ট লাইন" যেটা সবার কথার ভিড়ে হারিয়ে যায়। একটা বিরামচিহ্ন যেটা থাকলেও কেউ পড়ে না। একটা "বাফারিং স্ক্রিন" যা চলছেও না, থামছেও না শুধু স্থির হয়ে ঝাপসা করে যাচ্ছে সময়টাকে💔