বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা- Investigative Journalism in Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা- Investigative Journalism in Bangladesh

বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা- Investigative Journalism in Bangladesh The "Investigative Journalism in Bangladesh" platform has been set up for journalists involved with investigative journalism in Bangladesh.

10/07/2023

আল-হামরা প্রকাশনী'র ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন।

পেজের লিংক:

https://www.facebook.com/alhamrabd

অথবা আল-হামরা প্রকাশনী'র 01733890309 নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন।

সম্মানিত পাঠকবৃন্দ,আগামী ২৫ জুন প্রকাশিত হতে যাচ্ছে "ধর্মযোদ্ধা" বইটি।আগের পোস্টগুলোতেই বলেছি যে, এই বইটিতে এমন একজন মান...
23/06/2023

সম্মানিত পাঠকবৃন্দ,

আগামী ২৫ জুন প্রকাশিত হতে যাচ্ছে "ধর্মযোদ্ধা" বইটি।

আগের পোস্টগুলোতেই বলেছি যে, এই বইটিতে এমন একজন মানুষের লোমহর্ষক সফরের ঘটনাবলী নিয়ে এসেছি, যিনি পৃথিবীর নরক খ্যাত গুয়ান্তানামো কারাগারে বন্দী ছিলেন টানা পাঁচ বছর। তিনিই এই কারাগারে একমাত্র বাংলাদেশী হিসেবে বন্দী ছিলেন-- বিনা অপরাধে, শুধুমাত্র সন্দেহের বশে।
***

তিনি কিভাবে পাকিস্তানে গিয়েছিলেন, সেই দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে ধরা পড়েছিলেনল, কিভাবে তাঁকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র হাতে তুলে দেওয়া হয়েছিল, আবার তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোই বা হলো কিভাবে। সেই ঘটনাবলীগুলোই খণ্ড-খণ্ড চিত্র এই বইতে উঠে এসেছে।
***

পাশাপাশি উঠে এসেছে কয়েকজন মুজাহিদের গল্প। যাঁরা আশির দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে আফগানিস্তানে গিয়েছিলেন৷

তাঁরা কিভাবে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের কিছু ঘটনাবলীয় বইটিতে যুক্ত করা হয়েছে।

***
এখন থেকেই আল হামরা প্রকাশনীর ফেসবুক পেইজে বইটি প্রি-অর্ডার করতে পারেন।

(প্রথম কমেন্ট বক্সে আল হামরা প্রকাশনীর ফেসবুক পেজের লিংক দিয়েছি)।

ক্যাশ অন ডেলিভারি চার্জসহ বইটির পাওয়া যাবে মাত্র ৩৩০ টাকায়।

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নম্বরটি হামরা প্রকাশনীর ফেসবুক পেজের ইনবক্সে দিন।

প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে "ধর্মযোদ্ধা"।

এছাড়াও যেকোনো প্রয়োজনে আল হামরা প্রকাশনীর সাথে যোগাযোগ করা যাবে 01733890309 এই নাম্বারে।

আল-হামরা পেজ: https://www.facebook.com/alhamrabd
ধন্যবাদ।
***

(কৈফিয়তঃ শুরুতে বলেছিলাম যে, বইটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হবে। কিন্তু, সম্ভব হয়নি নানান জটিলতায়। এজন্য আন্তরিকভাবে দুঃখিত)

Investigation: Role of MI6 in Jihadists’ training in Bangladesh
07/03/2023

Investigation: Role of MI6 in Jihadists’ training in Bangladesh

new evidence suggest MI6's involvement in fostering and grooming terrorist in Bangladesh_____________________________________________________________________...

24/01/2023

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার ঘাঁটিতে ধ্বংস করেছে আরএসও
_______________

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের শূন্যরেখায় গত ১৯ জানুয়ারি কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার ঘাঁটিতে হামলা চালায় রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন আরএসও।

মূলতঃ ১৮ জানুয়ারি থেকে আরসা ও আরএসও গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। শূন্যরেখায় সংঘাতের পর দেওয়া আগুনে রোহিঙ্গাদের এক-তৃতীয়াংশ ঘর পুড়ে গেছে।

ইউটিউব লিংক: https://youtu.be/pbG6mkmmyv8

17/01/2023

সমসিদা বেগম (৪১)। বিধবা এই নারী ১৯৯২ সালে মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় মগদের নির্যাতন বার্মা থেকে বাঁচতে বাংলাদেশের এই শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেন।

কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এর সেড নম্বর ৩১ এর রুম নম্বর-০৬ এ থাকেন। সাথে থাকে তার ১২ ও ৭ বছরের মেয়ে।
২০২২ সালের ৬ই মে রাত ১১টার দিকে তার বাসায় যা ঘটেছে নিজ ভাষায় বর্ণনা করছেন তিনি।

ভুক্তভোগী নারী কাঁদতে কাঁদতে বলছেন, তার কক্ষে ঢুকেই লোকজন অভিযোগ তোলেন যে, সমসিদা বেগমের বাসার ছাদে ডিশ লাইন রয়েছে। সেটা তখনই নামিয়ে ফেলতে বলেন। এক পর্যায়ে তারা উৎকোচও দাবি করেন। বাসায় ঢোকা লোকদের একজন বিধবা ওই নারীকে মারধর ও তার লজ্জাস্থানেও আঘাত করেন বলেও অভিযোগ করেন এই নারী।

কাঁদতে কাঁদতে তিনি বলছেন, গত ৬ই মে রাত আনুমানিক ১১টার দিকে আমার বাসায় গিয়ে ওরা ডিসের লাইন খুলতে বলেন। তখন আমি তাদেরকে বলি যে আমি মহিলা মানুষ এত রাতে উপরে উঠে কীভাবে এটা খুলব। আগামীকাল খুলে দেব। তখন তারা আমাকে বলেন যে, ৫ হাজার টাকা দে।

আমি তাদেরকে বলি ৫ হাজার টাকা এখন কোথায় পাব? আমি একজন বিধবা অসহায় মহিলা। কষ্ট করে খাই।

এটা বলার সাথে সাথে তারা আমার বুকে ঘুষি,গালে চড় ও লাথি মারেন। লাথি মারার পর বন্দুক দিয়ে আমার লজ্জাস্থানে কয়েকবার আঘাত করে দরজা ভেঙ্গে আমার মোবাইল নিয়ে যান।

আমি একজনের পা ধরলে আমাকে গলা চিপে আবার আমার লজ্জাস্থানে লাথি মারলে আমি বেহুঁশ হয়ে পড়ে যাই। পরে স্থানীয় কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়। বেহুঁশ অবস্থায় হাসপাতাল থেকে আমাকে কক্সবাজার হাসপাতালে পাঠানোর ১ ঘণ্টা পর আমার হুঁশ ফিরে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন স্থানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।

13/01/2023

আরসা প্রধান কোথায় আতাউল্লাহ জুনুনী কোথায়?

তাঁদের সশস্ত্র সংগ্রামের পক্ষে ফতোয়া না দেয়ায় আলেমদেরকে সাজা দিচ্ছেন তিনি!

এক্সক্লুসিভ ভিডিও দেখুন।

৭ জানুয়ারি ফেলানী হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হচ্ছে__________________বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা ...
06/01/2023

৭ জানুয়ারি ফেলানী হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হচ্ছে
__________________

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ২০১১ সালের ০৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেলানী খাতুন নামের কিশোরীকে গুলি করে হত্যা করে।

বর্বর বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয়।

ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। বিএসএফ নিজস্ব আদালতে এ ঘটনার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যদিও পরে মামলা থেকে খালাস পায় খুনীরা।

বিয়ের উদ্দেশে সে দেশে ফিরছিল।

ফেলানীর শেষ কথাগুলো বাবার মুখে শুনুন ...

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ২০১১ সালের ০৭ জানুয়ারি ভ.....

৭ জানুয়ারি ফেলানী হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হচ্ছে__________________বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা ...
06/01/2023

৭ জানুয়ারি ফেলানী হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হচ্ছে
__________________

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ২০১১ সালের ০৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেলানী খাতুন নামের কিশোরীকে গুলি করে হত্যা করে।

বর্বর বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয়।

ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। বিএসএফ নিজস্ব আদালতে এ ঘটনার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যদিও পরে মামলা থেকে খালাস পায় খুনীরা।

বিয়ের উদ্দেশে সে দেশে ফিরছিল।

ফেলানীর শেষ কথাগুলো শুনুন মায়ের মুখে শুনুন ...

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ২০১১ সালের ০৭ জানুয়ারি ভ.....

06/01/2023

এক্সক্লুসিভ ভিডিও
আরসা প্রধান কোথায়?
আতাউল্লাহ জুনুনীর আদালতে আলেমের সাজা?
________________

পুরো ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://youtu.be/KASSoZzkyhw

30/08/2022

জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম করতে হবে। আইনের বাইরে যেয়ে সরকারি যেসব লোকেরা গুমে লিপ্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তদন্তের পরিপ্রেক্ষিতে গুমে জড়িতদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং যতো গোপন ডিটেনশন সেল আছে, যতো আয়নাঘর আছে, আপনারা যেই নামেই যেখানে আমাদের ভাইদেরকে লুকাইয়া রাখেন না কেন তাদেরকে জীবিত আমাদের কাছে ফেরত দিতে হবে। আমাদের সব পরিবারের কাছে ফেরত দিতে হবে।"

মঙ্গলবার (৩০শে আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে এই দাবি জানান গুম হওয়াদের পরিবারের সংগঠন "মায়ের ডাক" এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি।

গুম মানবতাবিরোধী অপরাধ।স্বজনদের ফিরিয়ে দিন।২০১৩ সালে গুম হয়ে গেছে তাঁর ছেলে ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেল
28/08/2022

গুম মানবতাবিরোধী অপরাধ।
স্বজনদের ফিরিয়ে দিন।

২০১৩ সালে গুম হয়ে গেছে তাঁর ছেলে ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেল

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা- Investigative Journalism in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা- Investigative Journalism in Bangladesh:

Share