Jibondhara - জীবনধারা

Jibondhara - জীবনধারা জীবনকে একটা ইন্টারেস্টিং উপন্যাসের মতো বানিয়ে ফেলুন। যাতে সবাই অধীর আগ্রহ নিয়ে পড়তে চায়। ☝️☝️☝️🕋☝️☝️☝️

ছোটকালে টিনের ঘরের কাঠের কালো খুঁটিতে চক দিয়ে একটি লেখা দেখে এবং পড়ে বড় হয়েছি।
লেখাটি ছিল-"ভালোবাসার দ্বারা ভুবন জয় করা যায়।"
তখন থেকেই মনের মধ্যে একটি প্রশ্নের উদ্রেক হয়-কেমন সেই ভালোবাসা,যার মাধ্যমে পৃথিবীকে জয় করা যায়?

একটি নির্দিষ্ট সময়ের পরে এই প্রশ্নের উত্তর আমার মত অনেকের কাছেই পরিস্কার হয়ে যায়।
ফিরে যান ১৪০০ বছর আগে।অধ্যায়ন করুন মানবতার মুক্তির দূত আমার মত কোটি কোটি মানুষের আইডল-রাসূলে ক

ারিম(সঃ) এর সিরাহ।
আল্লাহর রাসূল(সঃ) এর গৌরবময় জীবনের একটি গৌরবময় অধ্যায় হচ্ছে তাঁর সুন্দর আচরণ ও ব্যবহার।
যে সুন্দর আচরণ ও ভালোবাসা দিয়ে প্রিয় নবী (সঃ) জয় করেছেন সারা পৃথিবীকে এবং প্রিয় উম্মতকে শিখিয়েছেন সেই সুন্দর আচরণ ও ভালোবাসা।

আফসোস!
অস্হির পৃথিবীর অস্হির মানুষগু্লো আজ সুন্দর আচরণ ও ভালোবাসাকে কবর দিয়ে সর্বত্র নিষ্ঠুরতার বীজ বফন করে চলেছে।

অথচ আমার আপনার হিরো রাসূলে কারিম(সঃ) কে ভালোবাসতে হবে তাঁর সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে।

রাসূলে কারিম(সঃ) বলেছেন-
"প্রত্যেক ভালো কথা হচ্ছে সদাকাহ।"

দুনিয়ার জীবনে সবাই জিততে চায়।
অথচ এই মুল্যহীন জীবনে হার জিতের কি মুল্য আছে?

আর মুমিনরা সবসময়ই চিরস্থায়ী জীবনের জয় চায় এবং সেই জয় হচ্ছে সত্যিকারের জয় ।।

02/10/2025
একজন পুরুষকে পাওয়ার জন্য কখনো অন্য নারীর সাথে ফাইট করবেন না।সত্যি কথা এটাই যে, কোনো নারী আপনার পছন্দের পুরুষকে আপনার থে...
02/10/2025

একজন পুরুষকে পাওয়ার জন্য কখনো অন্য নারীর সাথে ফাইট করবেন না।

সত্যি কথা এটাই যে, কোনো নারী আপনার পছন্দের পুরুষকে আপনার থেকে ততক্ষণ পর্যন্ত কেড়ে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার পছন্দের পুরুষ নিজে সুযোগ এবং প্রশ্রয় দেয়। আর যদি অন্য নারী আপনার পছন্দের পুরুষকে কেড়ে নিয়ে যেতে সফল হয়, তাহলে তাকে দিয়ে দিন। এতে আপনার কোনো ক্ষতি নেই, বরং এটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। তিনি এমন কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন যে আপনাকে মূল্যায়ন করেনি, যে কখনো সত্যিকার অর্থে আপনার ছিলোই না।

একজন সত্যিকারের পুরুষ – যে সৎ , যার আত্মসম্মানবোধ আছে, এবং যার হৃদয়ে কেবল আপনি আছেন – তাকে আপনার থেকে কেড়ে নেয়া কারো পক্ষে সম্ভব নয়। আর লয়ালিটি এমন কোনো বস্তু নয় যেটা আপনাকে ভিক্ষা চেয়ে নিতে হবে, সঠিক মানুষ না চাইতেও আপনার প্রতি লয়াল থাকবে। তার জীবনে আপনার গুরুত্ব কতটুকু সেটা নিয়েও আপনাকে প্রশ্ন করতে হবে না, কারণ তিনি নিজেই আপনাকে বুঝিয়ে দেবে তার জীবনে আপনি কতোটা গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন, ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়। ভালোবাসা হয় ন্যাচারাল, মিউচুয়াল আর সিকিউর। যদি দেখা যায় আপনি একাই রিলেশন টিকিয়ে রাখতে লড়াই করছেন, তাহলে আপনার নিজেকে সংযত করা উচিৎ। নিজেকে প্রশ্ন করা উচিৎ এটা কি আসলেই মিউচুয়াল ভালোবাসা নাকি কেবল এক তরফা আসক্তি?

নিজেকে ভালো রাখার জন্য আপনি নিজেই যথেষ্ট। তাই কখনোই এমন কাউকে ধরে রাখতে নিজের স্ট্যান্ডার্ড লোয়ার করবেন না, যে আপনার মূল্যই বোঝে না। আপনি এমন কাউকে ডিজার্ভ করেন যে বিনা শর্তে, নিজের মন প্রাণ উজাড় করে কনস্ট্যান্টলি কেবল আপনাকেই ভালোবেসে যাবে ❤️

আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন, তাহলে সে আপনার জন্য সবকিছু করতে পারে !!! পুরুষ চায় তার "শখের নারী" সবসময়ই খ...
01/10/2025

আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন, তাহলে সে আপনার জন্য সবকিছু করতে পারে !!! পুরুষ চায় তার "শখের নারী" সবসময়ই খুশিতে থাকুক, এতেই তার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়..! 🥰

28/09/2025
আমাদের প্রতি নিয়তে হাজারো অভিমান সত্ত্বেও,তারপরও জীবন কখনো কখনো হাসি দিয়ে খুঁজে নেয় তার আলো। ভাঙাচোরা পথের ধুলোর মাঝেওফু...
26/09/2025

আমাদের প্রতি নিয়তে হাজারো অভিমান সত্ত্বেও,
তারপরও জীবন কখনো কখনো হাসি দিয়ে খুঁজে নেয় তার আলো। ভাঙাচোরা পথের ধুলোর মাঝেও
ফুটে ওঠে ফুলের মতো নির্মল আশা।

তবুও বেঁচে থাকি—
পৃথিবীর প্রতি বহুমাত্রিক অভিমান পুষে।
পঁচা-ডোবার এক কোণে,জড়োসড়ো হয়ে পড়ে থাকে শামুকের মতো নির্জীব হয়ে।

তবুও বেঁচে আছি
শুধুমাত্র সময়ের দায় মেটাতে।🤍

জীবনে যা-ই করেন না কেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছুই করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আ...
26/09/2025

জীবনে যা-ই করেন না কেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছুই করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবেন না। নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না। কারো জন্য নিজের জী'বন বা'জি রাখবেন না।

বিশ্বাস করুন! মানুষ এগুলোর মূল্য দিতে পারে না। কেউ আপনাকে বুঝবেও না, আপনি তার জন্য কী কী করেছেন, এটা সে কোনেদিনও স্বীকার করবে না। উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে, তার আপনাকে কোনো প্রয়োজন নেই।

আপনি যেটা করেছেন, সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্য সবটাই করবেন। কিন্তু, দিনশেষে আপনার অবস্থান হবে সবার নিচে। কেউ আপনাকে ফিরেও দেখবে না।

24/09/2025

স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করতে হবে.! কিন্তু বোকা পুরুষ সবচেয়ে নিকৃষ্ট আচরণ টা তার স্ত্রীর সাথেই করে।🥺

জীবনের শুধু বয়স ই বাড়ছে অথচ জীবন এমন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শুন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছ...
19/09/2025

জীবনের শুধু বয়স ই বাড়ছে অথচ জীবন এমন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শুন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছে, জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোন গন্তব্য নেই।
গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই। শক্তিটুকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই।

হাঁপিয়ে উঠা জীবনটা যেন এক সঙ্গীহীন পাখির মতো যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্যও মনে হয় বড্ড সংকীর্ণ..!!

পরকীয়া ধ্বংস নিশ্চিত। তবুও মানুষ কেন করে এই জগৎ জুড়ে। প্রেম যখন দ্বিতীয়বার ডানা মেলে, তখন পুরোনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে...
17/09/2025

পরকীয়া ধ্বংস নিশ্চিত।
তবুও মানুষ কেন করে এই জগৎ জুড়ে।
প্রেম যখন দ্বিতীয়বার ডানা মেলে, তখন পুরোনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। পরকীয়া মানে শুধুই একটা নতুন মানুষ নয়, এটা আসলে দুটো অসমাপ্ত গল্পের অসমাপ্ত মিলন। এখানে ভালো কিছু নেই, আছে শুধু কিছু জটিল সমীকরণ আর গোপন কষ্ট।
সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, আর ভেঙে দেওয়া আরও কঠিন। পরকীয়া আসলে একটা কঠিন পথ, যেখানে সুখের সংজ্ঞাটা পাল্টে যায়। সো, মিন্নি কারাগারে ভালো থাকবে কি করে!🙃

একটা সময় আসে,যখন কারো পাশে থাকাটাও আর দরকার হয় না।নিজের ভাঙা টুকরোগুলো একা একাই গুছিয়ে নিতে হয়, তখন আর অভিযোগও জমে ন...
15/09/2025

একটা সময় আসে,
যখন কারো পাশে থাকাটাও আর দরকার হয় না।
নিজের ভাঙা টুকরোগুলো একা একাই গুছিয়ে নিতে হয়, তখন আর অভিযোগও জমে না,
শুধু বোবা হয়ে যায় সব অনুভূতি।

চোখে জল আসে না, হৃদয় কাঁপে না,
শুধু একটা নিঃশ্বাস বেরিয়ে আসে-
যা নীরবতা দিয়ে মোড়া দীর্ঘশ্বাস।

এই নীরবতাই তখন সবচেয়ে কাছের সাথী হয়,
আর একাকীত্ব....???
তা হয়ে ওঠে নিজের ঘর !!! 😥
নিজের তৈরি একটা নিরাপদ পৃথিবী।

আপনার ইনকাম এর প্রথম অধিকার আপনার স্ত্রীর; তারপর আপনার সন্তানের তারপর বাবা-মায়ের, বাকি যদি সম্ভব হয় প্রতিবেশী বা আত্মীয়...
15/09/2025

আপনার ইনকাম এর প্রথম অধিকার আপনার স্ত্রীর; তারপর আপনার সন্তানের তারপর বাবা-মায়ের, বাকি যদি সম্ভব হয় প্রতিবেশী বা আত্মীয়-স্বজনের।

আপনাকে কেউ বলে নি; নিজের স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে - পাড়া প্রতিবেশির ,আত্মীয় স্বজনের বা দেশবাসীর মঙ্গল করতে। খেয়াল রাখুন ,আপনার বউ সুখী কিনা , আপনার সন্তানরা আপনার সাধ্যের মধ্যে নিজেদের আবদার পূরন করতে পারে কিনা।

নারীরা হাজার কাজ করেও ক্লান্ত হয় না , ক্লান্ত হয় আপনার আচরনে। ক্লান্ত হয় আপনার করা তার অসম্মানে। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না দেন; বিশ্বাস করেন পৃথিবীর কেউ তাকে সম্মান দিবে না।

আপনি শুধু তাকে গুরুত্ব দিন, দেখবেন আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানেরাও তার সাথে সম্মান দিয়ে কথা বলবে।

বউ কে ছোট করে আপনার বাবা মায়ের সামনে তাকে কথা শোনাবেন না, দুজনের জায়গা ই আপনার জীবনে সমান গুরুত্বপূর্ণ ।

আপনি যদি মনে করেন , আপনার বাবা মায়ের সম্মান পাওয়ার অধিকার আছে তাহলে আপনার কোনো অধিকার নেই আপনার সন্তানের মাকে অসম্মান করার।

পরিবারের সবার শখ আহ্লাদ পূরন করতে গিয়ে ঐ মানুষটাকে ভুলে যাবেন না ,যে আপনার মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সুখ বিসর্জন দেয়।

দিনশেষে বউকে বলুন , তুমি অনেক পরিশ্রম করো ধন্যবাদ। পরেরদিন থেকে দেখবেন তার কাজের স্পীড দ্বিগুন হয়ে গেছে।

একবার রান্নার প্রসংশা করুন ,দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন পদ খেতে পাবেন। কারন আপনার ভালো লাগবে এটা ভেবেই সে রান্নায় আরো বেশি মনোযোগী হবে। তাকে ভালোবাসুন , আপনার পুরো পৃথিবী টাই জান্নাত হয়ে যাবে।

আপনি ভালো হলে এই দুনিয়াই আপনার জন্য জান্নাত হয়ে যাবে; উপরওয়ালার বিচার কখনো কখনো এই দুনিয়াতেই হয়।

Address

Dhaka

Telephone

+8801671848326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jibondhara - জীবনধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jibondhara - জীবনধারা:

Share

Category