Abu Sayed - দ্য ভাগিনা

Abu Sayed - দ্য ভাগিনা Student, University of Dhaka
EX Student, Dhaka College, Dhaka

Hey, I'm Abu Sayed from University of Dhaka
ISWR - 18th Batch,
Ex Student, Dhaka College, Dhaka
HSC- 23 Batch,
Contact : [email protected]

মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষ হতে চাই।

07/10/2025

৬০০ বছরের প্রাচীন মসজিদের নাম থেকেই একটা গ্রামের নামকরন। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের অনুরুপেই তৈরি এই মসজিদকুঁড় মসজিদ। প্রায় ৩০০ বছর কাদামাটিতে চাপা পড়েছিল এই মসজিদ..

৬০০ বছরের পুরাতন ঐতিহাসিক মসজিদ এটি। খুলনার কয়রায় এর অবস্থান। একটা মসজিদের নাম থেকেই একটা গ্রামের নামকরন। খুব দ্রুত ভিডি...
03/10/2025

৬০০ বছরের পুরাতন ঐতিহাসিক মসজিদ এটি। খুলনার কয়রায় এর অবস্থান। একটা মসজিদের নাম থেকেই একটা গ্রামের নামকরন।
খুব দ্রুত ভিডিও আসবে ইনশাআল্লাহ....

পোত্তোম আলুর (পো*দের আলো) এর রিপোর্ট আর সাতক্ষীরার বাস্তবতা দ্যাখেন কতটা ফারাক!! পোত্তোম আলুর সাংবাদিককে এসব রাস্তায় সকা...
03/10/2025

পোত্তোম আলুর (পো*দের আলো) এর রিপোর্ট আর সাতক্ষীরার বাস্তবতা দ্যাখেন কতটা ফারাক!!

পোত্তোম আলুর সাংবাদিককে এসব রাস্তায় সকাল বিকাল হাঁটাইতে হবে, তাইলে রিপোর্ট করা বের হয়ে যাবে। বারবার ঘূর্নিঝড়ে এ অঞ্চলের মানুষ কিভাবে হাতের মুঠায় তাদের প্রাণ রেখে টিকে থাকে সেই বাস্তবতাও দ্যাখাইতে হবে। প্রতিবার ঘূর্নিঝড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থা থেকে আবার কীভাবে সংগ্রাম করে ঘুরে দাঁড়াতে হয় সেই গল্প অগোচরেই থেকে যায়। সাতক্ষীরার এই করুন অবস্থা দেখার কেউ কখনোই ছিল না। কেউ এসে দ্যাখেওনি।
পোত্তম আলোর রিপোর্টারকে বলবো সাতক্ষীরায় ঘুরে যাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বলতে চাই, আমি কীরামভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেস!!

সাতক্ষীরা সবচেয়ে অবহেলিত একটি জেলা। ঈশ্বর থাকেন ঐ গ্রামে, এইখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ আমার মনে হয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সাতক্ষীরার মতো অবহেলিত অঞ্চলের কথা ভেবে মানিক বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেছিলেন। উপকূলে বেড়ে ওঠা সন্তান হিসেবে দেখেছি, তিলে তিলে অনুভব করেছি, জীবন সেখানে কতটা বিষাদময়।

সুন্দরবন, হোয়াইট গোল্ড সহ কৃষিতে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের ভুমিকা অনেক বেশি হলেও সবসময় আমাদেরকে অবহেলিত করা রাখা হয়েছে।

বিগত ১৫ বছরে এই জেলায় কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বরং রাজনৈতিক কারণে মিনি পাকিস্তান অথবা অন্যান্য ট্যাগ দিয়ে দাবিয়ে রাখা হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার যখন সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকল্প গ্রহণ করেছে তখনই গাত্রদাহ শুরু হয়েছে। দেশের প্রথমসারির দৈনিক প্রথম আলো তাদের সংবাদে প্রকৃত চিত্র তুলে ধরেনি বরং ভুলভাবে উপস্থাপন করেছে।

সাতক্ষীরার উন্নয়ন ঠেকানোর জন্য বারবার অপচেষ্টা চালানো হয়েছে। শিক্ষার দিক থেকেও সাতক্ষীরা অনেকটা এগিয়ে কিন্তু অবকাঠামোয় মারাত্মক বেহাল অবস্থা। যোগাযোগ ব্যবস্থা এত খারাপ তা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ রাস্তা এখনো কাঁচা।
সাতক্ষীরার উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে, কোন অপ্রচার করে উন্নয়ন আটকে রাখা যাবে না।

জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি....জুম্মা মোবারক
26/09/2025

জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি....

জুম্মা মোবারক

24/09/2025

আক্ষরিক অর্থে আমি যা.....

23/09/2025

তিনমাস অনাহারে থাকার পরে যখন খাবার জোটে আরকি...😃😃😃

সিরাজগন্জে এই দুইদিনে অনেক অভিজ্ঞতা হলো। যমুনার  ঠুটিয়ার চরের মানুষের সংগ্রামময় জীবনযাত্রা দেখার সুযোগ হলো। সেখানে নেই ...
22/09/2025

সিরাজগন্জে এই দুইদিনে অনেক অভিজ্ঞতা হলো। যমুনার ঠুটিয়ার চরের মানুষের সংগ্রামময় জীবনযাত্রা দেখার সুযোগ হলো।

সেখানে নেই কোনো স্কুল, ক্লিনিক /অথবা হাসপাতাল। অসুস্থ হলে ৫-৭ কিলো দূরের পথ নৌকা করে যেতে হয়। নেই তেমন কোনো সুযোগ সুবিধা। কেউ কেউ জীবনে ১২/১৪ বার নদীভাঙনের শিকার হয়েছেন। সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয় কখন আবার ভাঙন ধরে চরজুড়ে..🥲

ফিল্ডওয়ার্কের পাশাপাশি ভালো একটা সময়ও কেটেছে। সিরাজগঞ্জের মানুষের খাবারের রুচিবোধের প্রশাংসা না করে উপায় নেই। ২/৩ দিনে যা খেয়েছি তা এখনো মনে হচ্ছে স্বাদ লেগে আছে...

সবচেয়ে ভালো লেগেছে চরের মানুষের অ্যাপ্যায়ন। সত্যিই চমৎকার কেটেছে এই ফিল্ডওয়ার্ক....

214 k views ❤️🔥
18/09/2025

214 k views ❤️🔥

15/09/2025

ডাকসু পরে কাচ্চি লাভারদের অবস্থা খুবই শোচনীয়। এখন আর কেউ নাজিরাবাজারে নিতে চায় না 😃😃 আহা কি আফসোস 😃

নাজিরাবাজারের সেই আড্ডাটা আজ আর নেই।
কোথায় হারিয়ে গেল কাচ্ছি খাওয়ার রাত সেই,
আজ আর নেই 😃😃😃
হোটেল গুলো তবু আছে, ভীড় নেই আগের মতো।
আসবে কবে ডাকসু আবার, অপেক্ষা করতে হবে কত!!! 😃😃😃

বিশেষ দ্রষ্টব্যঃ ভিডিওটা মজা করেই বানানো। গান পারি না বলে সুর নিয়ে মন্তব্য কইরেন না 😃

14/09/2025

ডাকসু পরবর্তী সময়ে নাজিরাবাজারের কাচ্চির দোকানগুলোর অবস্থা কি? আগের মতো ভীড় আর জমজমাট পরিবেশ কি সত্যিই আছে?

বিভূতিভূষণ,  বাংলা সাহিত্যের কালজয়ী সব উপন্যাসের স্রষ্টা।  ১২ ই সেপ্টেম্বর ছিল তার জন্মদিন।  যদিও বেশিরভাগই পড়া, তারপরও ...
14/09/2025

বিভূতিভূষণ, বাংলা সাহিত্যের কালজয়ী সব উপন্যাসের স্রষ্টা। ১২ ই সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। যদিও বেশিরভাগই পড়া, তারপরও সংগ্রহের জন্য নিয়ে রাখা.....

আজকের সংগ্রহঃ
‎চাঁদের পাহাড়
‎আরণ্যক
‎নিশিপদ্ম
‎দুইবাড়ি
‎পথের পাঁচালি
‎আদর্শ হিন্দু হোটেল
‎অপরাজিত
‎ভয় ও ভৌতিক সমগ্র-
‎মরণের ডঙ্কা বাজে
‎হিরে মানিক জ্বলে
‎ইছামতী
‎আম আটির ভেঁপু
‎আশনি সংকেত
‎দৃষ্টিপ্রদীপ

Address

Dhaka University
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayed - দ্য ভাগিনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Sayed - দ্য ভাগিনা:

Share

Category