31/03/2023
মিশর তাদের রাজধানী কায়রো থেকে সরিয়ে নিচ্ছে কেন | Why Egypt Is Building a New Capital City
মিশরের রাজধানী কায়রো শহরটির পুব দিকে গড়ে উঠছে আনকোরা নতুন একটি শহর। এখানে নিজেদের নতুন রাজধানী স্থাপনের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে মিশরের সরকার। কিন্তু মিশর তাদের রাজধানী ঐতিহ্যবাহী কায়রো শহর থেকে সরিয়ে নিতে চাচ্ছে কেন? আর এই বিরান মরুভূমির বুকেই বা কেন নতুন সেই রাজধানী স্থাপন করা হচ্ছে?