মাদরাসাতুত তাহফিজ

মাদরাসাতুত তাহফিজ আসসালামু আলাইকুম, আমার এ-ই পেইজটি সর্বক্ষেত্রে দ্বীনি কাজের জন্য ব্যবহার করা হবে ইনশাআল্লাহ,,

অশ্রুসিক্ত মুনাজাতে সম্পন্ন হলো বরুণায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ‘‘ইসলাহী জোড়’’মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার ম...
13/10/2025

অশ্রুসিক্ত মুনাজাতে সম্পন্ন হলো বরুণায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ‘‘ইসলাহী জোড়’’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রাযি. প্রাঙ্গণে বৃটিশ আমলে প্রতিষ্ঠিত ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক আলমগীরী দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল এগারোটা থেকে শুরু হয়ে পরদিন বাদ ফজর আমীরে আঞ্জুমান হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)-এর অশ্রুসিক্ত আখেরী মুনাজাতের মাধ্যমে জোড়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
দিন-রাতব্যাপী এই ইসলাহী জোড়ে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আত্মশুদ্ধি, আমল ও তাকওয়ার দাওয়াতে।
জোড়ে হেদায়াত ও আত্মশুদ্ধি বিষয়ে মূল্যবান বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদ।
সমাপনী অধিবেশনে আমীরে আঞ্জুমান বলেন,
“আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী ইসলাহী অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মুসলমানদের মাঝে জরুরিয়াতে দ্বীনের শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাই প্রতিটি মুসলমানের উচিত নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে দ্বীনি তালীমের ব্যবস্থা করা।”
তিনি আরও বলেন,
“আঞ্জুমানের ইসলাহী কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের শাখা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। আল্লাহর ওলীদের দোয়া ও বরকতে এই দ্বীনি দাওয়াত সারা দেশে ছড়িয়ে যাক; এটাই আমাদের কামনা।”
আখেরী মুনাজাতে আমীরে আঞ্জুমান দেশ, জাতি ও বিশ্বের মজলুম মুসলমানদের কল্যাণ কামনায় আবেগভরা দোয়া পরিচালনা করেন। তাঁর মুনাজাতের সময় হাজারো মুসল্লির কণ্ঠে ‘আমিন, আমিন’ ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে, অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
জোড়ে আমন্ত্রিত বিশিষ্ট ওলামা-মাশায়েখ,
মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল কাদির বাগেরখালী, মাওলানা ইয়াকুত বর্ণভী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরি, অধ্যাক্ষ আব্দুস সবুর, মাওলানা নজমুল হুদা চৌধুরি, মাওলানা রশীদ আহমদ হামিদী, মাওলানা আবদাল হোসেন খান, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন আঞ্জুমানের যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী এবং প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী প্রমুখ।

11/10/2025

শায়েখ ও মুরশিদ শায়খুল ইসলাম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী দা: বা: হাফিজাহুল্লাহ পীর সাহেব বরুনা
হজরতের সোহবত নেওয়ার জন্য,,,,,
ঢাকা থেকে এক ঝাঁক দিনি ভাইদের কে নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছি। আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইসলাহি জোর নিজেদের আত্মশুদ্ধি নিয়তে আল্লাহ পাক কবুল করুন।
দেশবরণ ওলামায়ে কেরাম তাসরীফ আনবেন। ইনশাআল্লাহ

07/10/2025

আগামী শনিবার আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় সফল হোক।
দাওয়াত ক্রমে,
শায়খুল ইসলাম আল্লামা মুফতী মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী দা:বা: হাফিজাহুল্লাহ (পীর সাহেব বরুণা)
আমীর আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ

05/10/2025

কথা গুলো অনেক দামী বিশেষ করে মাদরাসার উস্তাদের শুনলে ফায়দা হবে। ইনশাআল্লাহ,,,

মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দোয়া মাহফিলে,,,,,,, প্রদান মেহমান উস্তাদে মোহতারাম হজরত মাওল...
03/10/2025

মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও দোয়া মাহফিলে,,,,,,,
প্রদান মেহমান উস্তাদে মোহতারাম হজরত মাওলানা লিয়াকত আলী দা: বা: হাফিজাহুল্লাহ,,

নরসিংদী যাচ্ছি দোয়া চাই,,,,,

আসুন, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করি।
এই মহত্‍ আয়োজনে আপনাকে সপরিবারে উপস্থিত থাকার অনুরোধ রইল।

📖 হৃদয় ছুঁয়ে যাওয়া বয়ান
🕋 ইলমে দীন ও আত্মশুদ্ধির বার্তা
🤲 বিশেষ মুনাজাত ও দোয়া

📅 তারিখ: [তারিখ ৩ অক্টোবর ২০২৫ ইং
🕰️ সময়: [সময় বাদ আছর হয়তে
📍 স্থান: মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া প্রাঙ্গণ

02/10/2025

রাশিয়ার শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সর্বোচ্চ নম্বর ধরা হয় ৫। আর আশ্চর্যজনকভাবে, যদি কোনো ছাত্র একটিও উত্তর না লিখে খাতা জমা দেয়, তবুও সে পায় ২।

প্রথমদিন মস্কো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি যখন এই নিয়ম জানলাম, তখন সত্যিই বিস্মিত হলাম। আমার কাছে মনে হলো, কেউ যদি কিছুই না লিখে, তার তো প্রাপ্য শূন্য হওয়া উচিত।

আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম ড. থিওদর মেদ্রায়েভকে, “স্যার, একজন ছাত্র কিছু না লিখে ২ পাবে, এটা কিভাবে যুক্তিযুক্ত?”

মেদ্রায়েভ হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, “শূন্য মানে যার কোনও অস্তিত্ব নেই। মানুষ যতক্ষণ চেষ্টা করছে, ততক্ষণ সে শূন্য কীভাবে হয়? ভেবে দেখো, একজন ছাত্র কত ত্যাগ স্বীকার করে প্রতিদিন সকালে ক্লাসে আসে। হয়তো কনকনে শীতের মধ্যে সে ভোরে ঘুম থেকে উঠেছে, লম্বা পথ পাড়ি দিয়ে বাসে, ট্রামে কিংবা ট্রেনে দাঁড়িয়ে এসেছে। খালি খাতা জমা দিলেও সে ক্লাসে এসেছে, মানে চেষ্টা করেছে। এখন বলো, আমি কীভাবে তাকে শূন্য দিই?”

তিনি আরও বললেন, “ছাত্রটি হয়তো উত্তর লিখতে পারেনি। কিন্তু তাই বলে তার সব প্রচেষ্টা বৃথা যাবে? সে যে রাত জেগে পড়াশোনা করেছে, নোটবুক কিনেছে, বই খুলে চেষ্টা করেছে, সেই শ্রম কি আমরা অবহেলা করবো?

না বাবা, মানুষ শূন্য নয়। শূন্য দিলে আমরা তার আত্মবিশ্বাস কেড়ে নেবো, তার ভেতরের আগুন নিভিয়ে দেবো। আর আমরা শিক্ষক হিসেবে চাই, ছাত্র যেন বারবার উঠে দাঁড়াতে পারে, হেরে না যায়।”

আমি নির্বাক হয়ে শুনছিলাম। সেই মুহূর্তে আমার ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম, শিক্ষা মানে শুধু নম্বর বা খাতার উত্তর নয়, শিক্ষা মানে মানুষকে বাঁচিয়ে রাখা, তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া।

মেদ্রায়েভ সেদিন আমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শিখিয়েছিলেন— শিক্ষা শুধু জ্ঞান বিতরণ নয়, শিক্ষা হচ্ছে মানবিকতার চর্চা।

শূন্য নম্বর অনেক সময় ছাত্রদের জন্য মৃত্যুঘণ্টা হয়ে দাঁড়ায়। খাতায় শূন্য দেখে তারা ভয় পায়, আগ্রহ হারিয়ে ফেলে। ধীরে ধীরে পড়াশোনার প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। অথচ একজন শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রকে উত্সাহিত করা, তাকে বোঝানো— "তুমি পারবে, আবার চেষ্টা করো।"

যখন আমরা একটি খালি খাতার জন্যও ন্যূনতম নম্বর দিই, তখন আমরা আসলে বলি— "তুমি শূন্য নও, তুমি এখনও যোগ্য। তুমি ব্যর্থ হওনি, শুধু সফল হতে পারোনি। আবার চেষ্টা করো।"

এটাই হলো আসল শিক্ষা।

শিক্ষকের হাতেই ছাত্রের ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই

আজ ২১ সেপ্টেম্বর’২৫ ইং ইমারাতে ইসলামিয়া আ ফ গানিস্তানের  সিনিয়র মন্ত্রী, পানি ও বিদ্যুৎ মন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুর...
21/09/2025

আজ ২১ সেপ্টেম্বর’২৫ ইং ইমারাতে ইসলামিয়া আ ফ গানিস্তানের সিনিয়র মন্ত্রী, পানি ও বিদ্যুৎ মন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুর সাথে সাক্ষাৎ করেন আ ফ গান সফরে থাকা বাংলাদেশী আলেম প্রতিনিধি দল।

আমরা স্বপ্ন দেখি, একদিন এই কাফেলা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার জায়গা থেকে এভাবে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন ইনশাআল্লাহ্।

এ দৃশ্য শুধু চোখে নয়, অন্তরেও প্রশান্তি ছড়িয়ে দেয়, এর চেয়ে অপূর্ব কিছু নেই ▫️❤️

20/09/2025

গা*জা*র একটি শিশু বলেছে, আমাদের মরতে হবে এবং জান্নাতে যেতে হবে তবেই খাবার পাব কারণ পৃথিবীতে আমাদের জন্য খাবার নেই ! কতটা কষ্ট পেলে এভাবে বলতে পারে😢 #

আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করুন,,,,,,,,
11/09/2025

আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করুন,,,,,,,,

Address

২৭২ পশ্চিম নাখালপাড়া তেজগাঁও
Dhaka

Telephone

+8801687027802

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসাতুত তাহফিজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাদরাসাতুত তাহফিজ:

Share