নিয়ন প্রকাশন

নিয়ন প্রকাশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিয়ন প্রকাশন, Publisher, 47 Rasulpur, Dania, Dhaka.

একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে ২০২২ সালে নিয়ন বুকশপের যাত্রা শুরু।
এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে যাত্রা শুরু করে নিয়ন (প্রকাশন)। নিয়নের বই পাঠকদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা ইতিহাসের পাঠকদের প্রাধান্য দিয়ে বই প্রকাশ করবো। একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে ২০২২ সালে নিয়ন বুকশপ যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে যাত্রা শুরু করে নিয়ন (প্রকাশন)। নিয়নের

সকল বই পাঠকদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা ইতিহাসের পাঠকদের প্রাধান্য দিয়ে বই প্রকাশ করবো। আমাদের এই পথচলা কে সুগম করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

বর্তমান সময়ের আলোচিত দুইটা নতুন বইএকত্রে ১২০০ টাকা
20/08/2025

বর্তমান সময়ের আলোচিত দুইটা নতুন বই
একত্রে ১২০০ টাকা

কম্বো অফারে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি‘দ্য ন্যরো করিডর’ ও ‘চিপ ওয়ার’একত্রে ৫০% ছাড়ে ৯৫০ টাকাকে নিয়ন্ত্রণ করছে...
17/08/2025

কম্বো অফারে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি
‘দ্য ন্যরো করিডর’ ও ‘চিপ ওয়ার’
একত্রে ৫০% ছাড়ে ৯৫০ টাকা

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি, ক্ষমতা ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শুরুতে প্রযুক্তিগতভাবে এগিয়ে ছিল, আর কীভাবে চীন বিপুল বিনিয়োগ আর রাষ্ট্রীয় কৌশল দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইছে?
ইতিহাস, ভূরাজনীতি ও প্রযুক্তির সমন্বয়ে ক্রিস মিলার “চিপ ওয়ার” বইটিতে তুলে ধরেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ যুদ্ধের গল্প—চিপের দখল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, তাইওয়ানসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতা।
যারা প্রযুক্তি, আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনীতি নিয়ে আগ্রহী, তারা বইটি প্রি-অর্ডার করতে পারেন।

বইয়ের নাম: চিপ ওয়ার
মূল লেখক: ক্রিস মিলার
অনুবাদ: আনজুম বিনতি
পৃষ্ঠা: ৩৯৬
কাগজ: ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট
বাধাই: হার্ডকাভার
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩৫০ টাকা
প্রকাশনী: নিয়ন প্রকাশন
প্রকাশকাল: ৩১ আগস্ট’২৫

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"
এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ একটি "সংকীর্ণ করিডর" বা সীমিত গলি। এখানে রাষ্ট্র এবং সমাজ—দুই পক্ষেরই শক্তিশালী হতে হয়, কিন্তু সেই শক্তি যেন একে অপরকে ভারসাম্য রাখতে বাধ্য করে।
- যদি রাষ্ট্র দুর্বল হয়, তাহলে সমাজ বিশৃঙ্খলায় ডুবে যায়।
- আবার যদি রাষ্ট্র খুব শক্তিশালী হয়, তবে তা নিপীড়নে পরিণত হয়।
- স্বাধীনতা থাকে কেবল সেই সংকীর্ণ পথের মাঝে—যেখানে রাষ্ট্র এবং সমাজ দুটোই সক্রিয়, জবাবদিহিমূলক এবং একে অপরের উপর নজরদারিতে থাকে।
বইটিতে নানা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করে দেখিয়েছে, কেন কিছু রাষ্ট্র মুক্ত সমাজ গঠন করতে পেরেছে, আবার অন্যরা পরিণত হয়েছে স্বৈরতন্ত্রে বা বিশৃঙ্খলায়।
যারা রাজনীতি, ইতিহাস আর স্বাধীনতার দর্শন নিয়ে আগ্রহী, তাদের জন্য এই বইটি চিন্তার দরজা খুলে দিবে।
দ্য ন্যারো করিডর
মূল : দারোন আজেমগ্লু ও জেমস এ. রবিনসন
অনুবাদ: হাসান গালিব
পৃষ্ঠা : ৭৩৬
মুদ্রিত মূল্য: ৳১২০০
প্রি-অর্ডার মূল্য: ৳৬০০

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি, ক্ষমতা ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তর...
13/08/2025

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি, ক্ষমতা ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শুরুতে প্রযুক্তিগতভাবে এগিয়ে ছিল, আর কীভাবে চীন বিপুল বিনিয়োগ আর রাষ্ট্রীয় কৌশল দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইছে?

ইতিহাস, ভূরাজনীতি ও প্রযুক্তির সমন্বয়ে ক্রিস মিলার “চিপ ওয়ার” বইটিতে তুলে ধরেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ যুদ্ধের গল্প—চিপের দখল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, তাইওয়ানসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতা।

যারা প্রযুক্তি, আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনীতি নিয়ে আগ্রহী, তারা বইটি প্রি-অর্ডার করতে পারেন।

বইয়ের নাম: চিপ ওয়ার
মূল লেখক: ক্রিস মিলার
অনুবাদ: আনজুম বিনতি
পৃষ্ঠা: ৩৯৬
কাগজ: ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট
বাধাই: হার্ডকাভার
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩৫০ টাকা
প্রকাশকাল: ৩১ আগস্ট’২৫

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শ...
11/08/2025

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শুরুতে প্রযুক্তিগতভাবে এগিয়ে ছিল, আর কীভাবে চীন বিপুল বিনিয়োগ আর রাষ্ট্রীয় কৌশল দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইছে, ।

ইতিহাস, ভূরাজনীতি ও প্রযুক্তির সমন্বয়ে ক্রিস মিলার “চিপ ওয়ার” বইটিতে তুলে ধরেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ যুদ্ধের গল্প—চিপের দখল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, তাইওয়ানসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতা।

যারা প্রযুক্তি, আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনীতি নিয়ে আগ্রহী, তাদের জন্য নিয়ন প্রকাশন থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে ‘চিপ ওয়ার’ বইয়ের বাংলা অনুবাদ।

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ...
09/08/2025

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"

এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ একটি "সংকীর্ণ করিডর" বা সীমিত গলি। এখানে রাষ্ট্র এবং সমাজ—দুই পক্ষেরই শক্তিশালী হতে হয়, কিন্তু সেই শক্তি যেন একে অপরকে ভারসাম্য রাখতে বাধ্য করে।

- যদি রাষ্ট্র দুর্বল হয়, তাহলে সমাজ বিশৃঙ্খলায় ডুবে যায়।
- আবার যদি রাষ্ট্র খুব শক্তিশালী হয়, তবে তা নিপীড়নে পরিণত হয়।
- স্বাধীনতা থাকে কেবল সেই সংকীর্ণ পথের মাঝে—যেখানে রাষ্ট্র এবং সমাজ দুটোই সক্রিয়, জবাবদিহিমূলক এবং একে অপরের উপর নজরদারিতে থাকে।

বইটিতে নানা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করে দেখিয়েছে, কেন কিছু রাষ্ট্র মুক্ত সমাজ গঠন করতে পেরেছে, আবার অন্যরা পরিণত হয়েছে স্বৈরতন্ত্রে বা বিশৃঙ্খলায়।

যারা রাজনীতি, ইতিহাস আর স্বাধীনতার দর্শন নিয়ে আগ্রহী, তাদের জন্য এই বইটি চিন্তার দরজা খুলে দিবে।

দ্য ন্যারো করিডর
মূল : দারোন আজেমগ্লু ও জেমস এ. রবিনসন
অনুবাদ: হাসান গালিব
পৃষ্ঠা : ৭৩৬
মুদ্রিত মূল্য: ৳১২০০
প্রি-অর্ডার মূল্য: ৳৬০০

** অগ্রিম পেমেন্ট করলে কুরিয়অর চার্জ ফ্রি

বইটইতে মেলা চলছে...সকল ইবুকে ২৫% ছাড় পাবেন।নিয়নের বইগুলোও পাবেন মেলায়।
04/08/2025

বইটইতে মেলা চলছে...
সকল ইবুকে ২৫% ছাড় পাবেন।
নিয়নের বইগুলোও পাবেন মেলায়।

জুলাই স্মরণে অনলাইন বইমেলা’২৫চলবে ৩১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্তনিয়ন প্রকাশনের সকল বই ৬০% ছাড়বইয়ের তালিকা-১। নেক্সাস- ৳ ...
31/07/2025

জুলাই স্মরণে অনলাইন বইমেলা’২৫
চলবে ৩১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত

নিয়ন প্রকাশনের সকল বই ৬০% ছাড়

বইয়ের তালিকা-
১। নেক্সাস- ৳ ৮০০ (৬০% ছাড়ে ৳ ৩২০)
২। ভারতবর্ষের ইতিহাস- ৳ ১২০০ (৬০% ছাড়ে ৳ ৪৮০)
৩। বিদেশীদের চোখে ভারতবর্ষ সিরিজ ৯টি বই- ৳ ২৫০০ (৬০% ছাড়ে ৳ ১০০০)
৪। পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস- ৳ ৬০০ (৬০% ছাড়ে ৳ ২৪০)
৫। একুশ শতকের একুশ পাঠ- ৳ ৬০০ (৬০% ছাড়ে ৳ ২৪০)
৬। ব্লুপ্রিন্ট- ৳ ৬০০ (৬০% ছাড়ে ৳ ২৪০)
৭। দি ইনটিমেট বন্ড- ৳ ৬০০ (৬০% ছাড়ে ৳ ২৪০)
৮। রুশদেশের উপকথা- ৳ ৩৫০ (৬০% ছাড়ে ৳ ১৪০)
৯। উভচর মানুষ- ৳ ৩৫০ (৬০% ছাড়ে ৳ ১৪০)
১০। রুশ বিপ্লব কী ঘটেছিল?- ৳ ৩০০ (৬০% ছাড়ে ৳ ১২০)

নি প্রকাশনের বই ৫০% ছাড়
১। ফিফটি শেডস অব গ্রে- ৳ ৬০০ (৫০% ছাড়ে ৳ ৩০০)

** অন্যান্য সকল প্রকাশনীর বইতে পাবেন পাইকারি ছাড়। (শর্ত প্রযোজ্য)

* ক্যাশ অন ডেলিভারি হবে না।
* কুরিয়ার চার্জ- ঢাকায় ৭০ টাকা, বাইরে ১২০ টাকা

16/07/2025
আন্তর্জাতিক বেস্ট সেলার ৪টি বইএকত্রে ৫০% ছাড়ে মাত্র ১৩০০ টাকাঅফার চলবে ২৫ মে পর্যন্তনেক্সাসইয়ুভাল নোয়াহ হারারির স্যাপিয়...
19/05/2025

আন্তর্জাতিক বেস্ট সেলার ৪টি বই
একত্রে ৫০% ছাড়ে মাত্র ১৩০০ টাকা
অফার চলবে ২৫ মে পর্যন্ত

নেক্সাস
ইয়ুভাল নোয়াহ হারারির স্যাপিয়েন্স বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এমন ননফিকশন বই এ শতাব্দীতে খুব একটা আসেনি। বইটিতে পৃথিবীর ইতিহাসে আদি থেকে বর্তমানে কী ঘটেছিল তার নির্মোহ বর্ণনা রয়েছে যা আমাদের জীবনকে বুঝতে সহায়তা করে। ২০১৬ সালে প্রকাশিত হোমো ডিউস আবারো আলোড়ন তুলে। এ বইতে তিনি মানবজাতির সামনে উপস্থিত কিছু বিপদের কথা বলেছিলেন। আমরা জেনেছিলাম, ইতিহাসের প্রকৃত নায়ক হোমোস্যাপিয়েন্স নয়, বরাবরই তথ্য। তিনি বইটিতে সতর্ক করেছিলেন, 'উন্নত তথ্যপ্রযুক্তি আমাদের সুস্থতা, সুখ ও শক্তি এনে দিবে, তবে বাস্তবে এটি আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই ধ্বংস করে দিতে পারে।' ২০২৪ সালের সেপ্টেম্বরে নেক্সাস প্রকাশিত হলে আবারো ঝড় ওঠে। হারারির বইগুলো নিয়ে আপনি ভিন্নমত পোষণ করতে পারেন কিন্তু তার যুক্তিগুলো আপনাকে আগ্রহী করবে এবং যুক্তিগুলোর সমর্থনে তিনি যে তথ্যের অবতারণা করেছেন তা আপনাকে চমৎকৃত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে কী ঘটিয়ে ফেলতে পারে তার একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। লোকরঞ্জনবাদী কর্তৃত্ববাদী শাসকদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান যে সম্ভাব্য হুমকি তৈরি করবে তা মানবজাতি কীভাবে মোকাবেলা করবে, সেই পাঠই রয়েছে বইটিতে। সাথে অসংখ্য ঐতিহাসিক ও পৌরণিক গল্প আমাদের বিষয়টি বুঝতে সহায়তা করে।

পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস
জীবনের ব্যস্ততার মধ্যে যাদের খুঁটিয়ে চিত্র ও মানচিত্র দেখে ইতিহাস পড়ার সময় নেই অথচ মানুষের উৎপত্তি, বিকাশ ও দুঃসাহসিক অভিযান সম্বন্ধে জানার আগ্রহ আছে এবং তাদের বিস্মৃত ও বিক্ষিপ্ত ধারণাকে ঝালিয়ে নিতে চান তাদের জন্যই মূলত এ বই। বইটিতে পৃথিবী এবং জীবনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। লেখক মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে এত সহজ কিন্তু শ্বাসরুদ্ধকরভাবে বর্ণনা করেছেন যে, পাঠক বইটিকে উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন। এইচ জি ওয়েলস বিগব্যাং থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবী এবং মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, স্থান ও বিভিন্ন সাম্রাজ্যকে ছবি ও মানচিত্রের সাহায্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ইতিহাসবিদেরা বইটি পড়বেন, পৃথিবী ও মানুষের অতীত নিয়ে ধারণা পেতে যে-কোনও পাঠকের জন্যও এ বই অবশ্যপাঠ্য।

দ্য ইনটিমেট বন্ড: প্রাণীদের সঙ্গে আমাদের হাজার বছরের সহযাত্রা
আধুনিক প্রত্নতত্ত্ব ও মানব ইতিহাসের বিশিষ্ট গবেষক ব্রায়ান ফাগান তাঁর দ্য ইনটিমেট বন্ড বইতে—মানুষ আর প্রাণীর সহাবস্থানের, পারস্পরিক নির্ভরতার, আর সেই বন্ধনের যে গভীর ছায়া আমাদের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে তার গল্প বলেছেন।
প্রাগৈতিহাসিক যুগে নেকড়ে ও মানুষের সম্পর্ক থেকে শুরু করে কৃষিবিপ্লবের সময় গৃহপালিত পশুর আবির্ভাব, এবং আধুনিক বিশ্বের ঘোড়া, গাধা, উট, গরু ও কুকুরদের সঙ্গে মানুষের জটিল সম্পর্কের গল্প বলতে বলতে ফাগান আমাদের নিয়ে যান এক রোমাঞ্চকর অভিযানে। প্রতিটি অধ্যায়ে তিনি দেখিয়েছেন, এই প্রাণীগুলো শুধু শ্রমশক্তি বা খাদ্য সরবরাহ করেনি, বরং তারা গড়ে দিয়েছে আমাদের সমাজের কাঠামো, ধর্মীয় বিশ্বাস, ভ্রমণের পথ এবং যুদ্ধের ধরন।
বইটি ইতিহাসপ্রেমী, প্রাণীপ্রেমী ও মানব-প্রকৃতি সম্পর্ক নিয়ে ভাবতে আগ্রহী প্রত্যেক পাঠকের জন্য।

ব্লুপ্রিন্ট: ডিএনএ-ই আমাদের গড়ে তোলে
বিখ্যাত আচরণগত জেনেটিসিস্ট রবার্ট প্লোমিন তাঁর ব্লুপ্রিন্ট বইতে তুলে ধরেছেন এক গভীর ভাবনা—আমাদের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আচরণ, এমনকি জীবনের লক্ষ্য বেছে নেওয়ার প্রবণতা— এসবকিছুর মূল ভিত্তি গড়ে দেয় আমাদের জিন, আমাদের ডিএনএ।
প্লোমিনের ভাষায়, পরিবেশ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, শেষ পর্যন্ত ব্যক্তিগত পার্থক্যের সবচেয়ে বড় ব্যাখ্যা নিহিত থাকে জেনেটিক কোডেই। আধুনিক জেনেটিক গবেষণার আলোকে তিনি দেখিয়েছেন, মানুষ আসলে জন্মলগ্ন থেকেই আচরণগত ও মানসিক বৈশিষ্ট্যের একটি ব্লুপ্রিন্ট মস্তিষ্কে বহন করে চলে।
স্পষ্ট ভাষায় লেখা, গবেষণাসমৃদ্ধ এই বইটিতে প্লোমিন ব্যাখ্যা করেছেন কীভাবে ডিএনএ-ভিত্তিক ভবিষ্যদ্বাণী একদিন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমাজ গঠনের পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনতে পারে। এটি একাধারে এক বৈজ্ঞানিক যাত্রাপথ, ব্যক্তিগত অনুধাবন এবং ভবিষ্যতের প্রতি এক নির্মোহ দৃষ্টিপাত।
ব্লুপ্রিন্ট শুধু বিজ্ঞান অনুরাগীদের জন্যই নয়, এটি আত্ম-অন্বেষণকারী প্রতিটি পাঠকের জন্য এক নতুন দরজা খুলে দেয়—প্রশ্ন তোলে,
আমি আসলে কে? আমি কেন এমন?

প্রকাশিত হলো নিয়ন প্রকাশনের ২২ ও ২৩ তম প্রকাশনা।
15/05/2025

প্রকাশিত হলো নিয়ন প্রকাশনের ২২ ও ২৩ তম প্রকাশনা।

Address

47 Rasulpur, Dania
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নিয়ন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category