Pinki's Diary

Pinki's Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pinki's Diary, Digital creator, Dhaka.

31/07/2025

যে সকল পুরুষরা বউকে মারে। খোঁজ নিয়ে দেখবেন বুড়া বয়সে ওই সকল পুরুষের ডান হাতটা আগে প্যারালাইজড হয়ে যায়

31/07/2025

সন্তানকে যদি কেউ হিং'সা করে,
অপছন্দ করে,কিংবা অবহেলা করে, সেটা সবার আগে মা-ই বুঝতে পারে❤️এরপরে যদি ওই মানুষটা সবার চোখে ফে'রেশতাও হয়,ওই মায়ের চোখে ই'বলিশ বলেই গণ্যহয়.🙂

এভাবে সরি না বলতে পারলে জীবনে আসার দরকার নেই প্রিয়😝
31/07/2025

এভাবে সরি না বলতে পারলে জীবনে আসার দরকার নেই প্রিয়😝

31/07/2025

অভাবী মানুষ একসময় তার অভাব কাটিয়ে উঠতে পারে, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না,
লাভের অতিরিক্ত ইচ্ছা তাকে সবকিছু থেকে বঞ্চিত করে।

30/07/2025

সব শাশুড়ীর কমন ডায়ালগ - সব কথা স্বামী-রে জানাইতে হয় না!

02/04/2025

আমার স্বামীর সফলতায় বিশ্বাস করেন আপনাদের রিজিক থেকে একটুও কমবেনা। তাই হিংসা ত্যাগ করা উচিত।

16/03/2025
ছবিটা দেখে বুকটা কেঁপে উঠল।যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা...
15/03/2025

ছবিটা দেখে বুকটা কেঁপে উঠল।

যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা।বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা, সবকিছু ছিল।

ইন্তেকালের সময় ডাক্তার কে বলছেন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার টাকা-পয়সা ব্যাংক ব্যালেন্স সব আপনাদের নামে লিখে দিবো, আমার শ্বাস নেওয়া টা কে একটু সহজ করে দেন,টাকা-পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে কিছুই হলো না, আল্লাহর ডাকে সারা দিয়ে,আল্লাহর মেহমান হয়ে গেলেন।

আজ কেবলই একটা কবর। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কবরটা আর দশটা কবরের মতোই সাধারন, একাকী, অতি সাধারন।

এমনই তো হবার কথা, এমনই হয়, এমনই হবে, সকলের, সবার।

মানুষ হয়ে কিসের এত অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, কূটচাল, স্বার্থপরতা, রাগ, অভিযোগ, ভালোবাসা! সাথে যায় না কিছুই।

দুনিয়ার নেশা ছেড়ে দাও,কবরে যাবার জন্য তৈরি হও।

( সংগৃহীত )

15/03/2025

কিছু কিছু মায়ের কাছে নিজের মেয়ে বাদে বাকি সবার মেয়েই খারাপ🤣হা হা সে ত যানে না তার মেয়ে যে ১২ বি।

🎉 জমজম সুইচ লোন থ্রি পিস!😘রুচিসম্মত ড্রেস হোক আপনার প্রতিদিনের সঙ্গী!🎇অফিস কিংবা ইউনিভার্সিটি সব জায়গায় নিজেকে সাজিয়...
09/02/2025

🎉 জমজম সুইচ লোন থ্রি পিস!
😘রুচিসম্মত ড্রেস হোক আপনার প্রতিদিনের সঙ্গী!
🎇অফিস কিংবা ইউনিভার্সিটি সব জায়গায় নিজেকে সাজিয়ে তুলুন আপন রুচিতে ।

:
✅জমজম সুইচ লোন কালেকশন।
✅100% Color Guarantee.
✅কামিজ লং ৪৮",
✅ওড়না: ৫ হাত।
✅সেলোয়ার 2.5 গজ।
প্রাইজ মাত্র ১০০০ টাকা মাত্র😍

গরমের জন্য আরামদায়ক । দেখতে যেমন সুন্দর পরতে তেমনটাই আরামদায়ক

ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ৮০ টাকা
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১৫০ টাকা
ঢাকার বাইরে ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ

কালাম কারি থ্রি পিস✅জামা = ৩ গজ✅ওড়না = ২.৫ গজ বা ৫ হাত✅সালোয়ার = ২.৫ গজপিউর সুতি কাপড়ের থ্রি পিছ
08/02/2025

কালাম কারি থ্রি পিস

✅জামা = ৩ গজ
✅ওড়না = ২.৫ গজ বা ৫ হাত
✅সালোয়ার = ২.৫ গজ

পিউর সুতি কাপড়ের থ্রি পিছ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinki's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pinki's Diary:

Share