25/01/2025
ছাত্রীকে 'থ্রেট' দিতে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতার সহায়তা চান দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফুল ইসলাম!
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবের খুব ঘনিষ্ঠ হিসেবে দর্শন বিভাগের তারিফ স্যার ক্যাম্পাসে পরিচিত ছিলো। দর্শন বিভাগে চলে তার একক আধিপত্য।
আমাদের হাতে আসা এই অডিও রেকর্ডে ছাত্রলীগে যাযাবর নাঈম,সহ-সভাপতি অভি সাব্বিরের সাথে ঢাবি দর্শন বিভাগ ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফ স্যারের কথোপকথনে জানা যায় দর্শন বিভাগে কেউ ৪/৫ জন একসাথে চলাফেরা করলে,সেই গ্রুপকে কাছে টানতো জনাব তারিফুর রহমান। পরবর্তীতে যাযাবর নাঈমের সাথে রাজনীতি করার নির্দেশ দিতো। যাযাবর নাঈমের সাথে রাজনীতি না করলে তাকে বিভিন্ন নেতাকর্মী দিয়ে 'হুমকি' দেওয়ার নির্দেশ দেন তারিফুর রহমান।
দর্শন বিভাগে এক কাপল (নিলয়-ইতি) যাযাবর নাঈমের সাথে ছাত্রলীগের রাজনীতি না করায় তাকে থ্রেট দেন এবং সাইজ করার নির্দেশ দেন ছাত্রলীগের নেতা থিয়েটারের মোঃ ওবায়দুল্লাহ,হিমেলকে। এমনকি যাযাবর নাঈম, অভি সাব্বিরকে বিষয়টি 'দেখতে' বলেন।
একজন স্যার কিভাবে সন্তানতুল্য শিক্ষার্থীকে থ্রেট দেওয়া,সাইজ করার নির্দেশ দিতে পারেন?
ছাত্রলীগের সন্ত্রাসী যাযাবর নাঈমের স্থায়ী বহিষ্কার হলে কিন্তু ছাত্রলীগকে এসব কাজের নির্দেশ দেওয়া তারিফ স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি?
এমনকি হাউজ টিউটর হিসেবে থাকাকালে হলের সিট বন্টনে অনিয়ম, হলের ক্রীড়া সামগ্রীর বাজেট ছাত্রলীগের নেতাদের দেওয়ার প্রমান আছে৷
দর্শন বিভাগের সিনিয়র-জুনিয়র ব্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারিফ স্যার হস্তক্ষেপ করেন। পছন্দের ছাত্রীকে শিক্ষক বানাতে মরিয়া এই তারিফুর রহমান। বর্তমানে ছাত্রদলের নেতা ফরহাদ হুসাইনকে সহযোগিতা করছে। দর্শন-১৬ ব্যাচের শাকিরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। ছাত্রদলের নেতাকে সুবিধা দেওয়ায় বর্তমানে তাকে নিয়ে কোন আলোচনা হচ্ছে না,এখনও হলের হাউজ টিউটর হিসেবে স্বপদে বহাল আছেন। একজন ছাত্রলীগের দোসর কিভাবে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে?
পতিত সরকারের সুবিধাভোগী এই তারিফুর রহমান জুলাই বিপ্লবে কোন ভূমিকা রেখেছে?
কোন কোটায় তাকে দায়িত্বে রাখা হচ্ছে?
তারিফুর রহমান তথা আওয়ামী দোসরদের যারা প্রশ্রয় দিবে সকলের কোমরের গিট্টু খুলে দিবো।
তারিফ স্যার, পারলে এবার আপনার শুভাকাঙ্ক্ষীদের দিয়ে প্রতিবাদ জানিয়ে 'সংবাদ সম্মেলন' করেন!
তারিফ স্যারের বর্তমান পরিচয় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এবং বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর(গত প্রশাসনের আমলে দায়িত্বপ্রাপ্ত), অতীতের পরিচয় ঢাবি দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি ছিলো। (প্রমাণ সংযুক্ত)
©