নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস

নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস ★•••হেথা সবে সম পাপী।
আপন পাপের বাটখারা
দিয়ে অন্যের পাপ মাপি!•••★

Source:চালাইদেন
30/01/2025

Source:চালাইদেন

28/01/2025

আমাদের প্রিয় মিতু আপু।😍

27/01/2025

দেশ স্বাধীন করার প্রতিদান দিতে হয় চোখের পানি দিয়ে।😔
Hasnat Abdullah

25/01/2025

TEDx Jatiya Kabi Kazi Nazrul Islam University er organizer ❌
Kamla ✅

ইনবক্স থেকে প্রাপ্ত...

25/01/2025

ছাত্রীকে 'থ্রেট' দিতে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতার সহায়তা চান দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফুল ইসলাম!

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবের খুব ঘনিষ্ঠ হিসেবে দর্শন বিভাগের তারিফ স্যার ক্যাম্পাসে পরিচিত ছিলো। দর্শন বিভাগে চলে তার একক আধিপত্য।
আমাদের হাতে আসা এই অডিও রেকর্ডে ছাত্রলীগে যাযাবর নাঈম,সহ-সভাপতি অভি সাব্বিরের সাথে ঢাবি দর্শন বিভাগ ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফ স্যারের কথোপকথনে জানা যায় দর্শন বিভাগে কেউ ৪/৫ জন একসাথে চলাফেরা করলে,সেই গ্রুপকে কাছে টানতো জনাব তারিফুর রহমান। পরবর্তীতে যাযাবর নাঈমের সাথে রাজনীতি করার নির্দেশ দিতো। যাযাবর নাঈমের সাথে রাজনীতি না করলে তাকে বিভিন্ন নেতাকর্মী দিয়ে 'হুমকি' দেওয়ার নির্দেশ দেন তারিফুর রহমান।
দর্শন বিভাগে এক কাপল (নিলয়-ইতি) যাযাবর নাঈমের সাথে ছাত্রলীগের রাজনীতি না করায় তাকে থ্রেট দেন এবং সাইজ করার নির্দেশ দেন ছাত্রলীগের নেতা থিয়েটারের মোঃ ওবায়দুল্লাহ,হিমেলকে। এমনকি যাযাবর নাঈম, অভি সাব্বিরকে বিষয়টি 'দেখতে' বলেন।
একজন স্যার কিভাবে সন্তানতুল্য শিক্ষার্থীকে থ্রেট দেওয়া,সাইজ করার নির্দেশ দিতে পারেন?
ছাত্রলীগের সন্ত্রাসী যাযাবর নাঈমের স্থায়ী বহিষ্কার হলে কিন্তু ছাত্রলীগকে এসব কাজের নির্দেশ দেওয়া তারিফ স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি?

এমনকি হাউজ টিউটর হিসেবে থাকাকালে হলের সিট বন্টনে অনিয়ম, হলের ক্রীড়া সামগ্রীর বাজেট ছাত্রলীগের নেতাদের দেওয়ার প্রমান আছে৷
দর্শন বিভাগের সিনিয়র-জুনিয়র ব্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারিফ স্যার হস্তক্ষেপ করেন। পছন্দের ছাত্রীকে শিক্ষক বানাতে মরিয়া এই তারিফুর রহমান। বর্তমানে ছাত্রদলের নেতা ফরহাদ হুসাইনকে সহযোগিতা করছে। দর্শন-১৬ ব্যাচের শাকিরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। ছাত্রদলের নেতাকে সুবিধা দেওয়ায় বর্তমানে তাকে নিয়ে কোন আলোচনা হচ্ছে না,এখনও হলের হাউজ টিউটর হিসেবে স্বপদে বহাল আছেন। একজন ছাত্রলীগের দোসর কিভাবে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে?
পতিত সরকারের সুবিধাভোগী এই তারিফুর রহমান জুলাই বিপ্লবে কোন ভূমিকা রেখেছে?
কোন কোটায় তাকে দায়িত্বে রাখা হচ্ছে?
তারিফুর রহমান তথা আওয়ামী দোসরদের যারা প্রশ্রয় দিবে সকলের কোমরের গিট্টু খুলে দিবো।

তারিফ স্যার, পারলে এবার আপনার শুভাকাঙ্ক্ষীদের দিয়ে প্রতিবাদ জানিয়ে 'সংবাদ সম্মেলন' করেন!

তারিফ স্যারের বর্তমান পরিচয় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এবং বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর(গত প্রশাসনের আমলে দায়িত্বপ্রাপ্ত), অতীতের পরিচয় ঢাবি দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি ছিলো। (প্রমাণ সংযুক্ত)
©

24/01/2025

পেইজের নাম সাজেস্ট করুন প্লিজ। প্রশাসন দৌড়ানি দিচ্ছে।

এটা কে তৈরি করলো?😂
23/01/2025

এটা কে তৈরি করলো?😂

ঔ মামা না প্লিজ😁🫣
23/01/2025

ঔ মামা না প্লিজ😁🫣

22/01/2025

আসলেই কি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়?🫣

©AI Hilal Mahmud

লও ঠেলা🥴
22/01/2025

লও ঠেলা🥴

21/01/2025

বিশ্ববিদ্যালয়ে পরিচয়ের নামে এমন অত্যা*চারই চলে। র‍্যাগিং বন্ধ হওয়া অতীব জরুরি।

সমাজবিজ্ঞান বিভাগের র‍্যাগিং-এর ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ৩০ শিক্ষার্থী।"ম্যানার শিখানোর নামে আ...
21/01/2025

সমাজবিজ্ঞান বিভাগের র‍্যাগিং-এর ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ৩০ শিক্ষার্থী।
"ম্যানার শিখানোর নামে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা হ্যারেজমেন্ট করে। ছেলেদেরকে বেশি অত্যাচার করা হয়,শারীরিকভাবে এবং মানসিকভাবে।বঙ্গবন্ধু হলের ৪১৬, ৮২৪ অগ্নিবীণা হলের ৫০৫, নম্বর রুম এবং জঙ্গলবাড়িতে নিয়ে ফজর পর্যন্ত আটকে রেখে র‍্যাগিং করা করে বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থী।"

তেমন কিছু না বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাস নিয়ে আসলাম।😃
20/01/2025

তেমন কিছু না বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাস নিয়ে আসলাম।😃

19/01/2025

মেয়ে দুই বছর ধরে প্রেম করে। অথচ রিলেশনশিপ স্ট্যাটাসে লিখে রাখছে সিঙ্গেল।🫣

নাম প্রকাশে অনিচ্ছুক...।
কলা অনুষদ
২০২১-২২ সেশন

এই সিন্ডিকেট সভায় আমার অধ্যাপক দ্বিতীয় গ্রেডের প্রমোশন হওয়ার কথা ছিল। নানা কারণ দেখিয়ে "মানববিদ্যা" জার্নালটি আটকে দে...
18/01/2025

এই সিন্ডিকেট সভায় আমার অধ্যাপক দ্বিতীয় গ্রেডের প্রমোশন হওয়ার কথা ছিল। নানা কারণ দেখিয়ে "মানববিদ্যা" জার্নালটি আটকে দেয়ায় তা বাধাগ্রস্ত হলো। আমার আরো অনেক সহকর্মীর ক্ষেত্রে এমন হয়েছে। যে সব শিক্ষক এক কালে বলতেন তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন, প্রমোশন হয়নি, পদ পাননি, তারা আজ ক্ষমতা কুক্ষিগত করে অন্যদের বঞ্চিত করছেন কোন বিবেকে? অত্যন্ত হাস্যকর ও ন্যাক্কারজনক! আমাদের প্রমোশন বিলম্বিত হলেও একদিন হবে। কিন্তু তাদের পরিণতি কখনো ভালো হতে পারে না। অনেক শিক্ষকের লেখা আছে ওই জার্নালে। ওই জার্নালের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানাই।
©

ড. মো. শফিকুল ইসলামের নিয়োগ কতটুকু বৈধ? - ২০১১ সালের ১৫ই অক্টোবর অত্র বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ...
18/01/2025

ড. মো. শফিকুল ইসলামের নিয়োগ কতটুকু বৈধ?

- ২০১১ সালের ১৫ই অক্টোবর অত্র বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিলো "সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি"।

-এখন প্রশ্ন হচ্ছে 'সংশ্লিষ্ট' বিষয় বলতে কোন বিভাগকে বোঝায়?
আমাদের সাধারণ জ্ঞানে সংশ্লিষ্ট বিভাগ বলতে 'একাউন্টিং' বিভাগকেই বোঝি।

-তাহলে পরবর্তী প্রশ্ন ড. মো. শফিকুল ইসলামের কি সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি ছিলো নিয়োগের সময়?
না, উনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও একাউন্টটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

-তাহলে কোন যোগ্যতার বলে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো লোভনীয় পদে নিয়োগ পেয়েছিলেন?
দৈনিক ডেল্টা টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সুপারিশেই উনার নিয়োগ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন ওই নেতার নাম আফজাল হোসেন।

17/01/2025

"তারেক জিয়া আসছে, দেশের মানুষ হাসছে" বলে ক্যাম্পাসে রাত ১ টায় মিছিল করলেন কারা?🫣

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাজ কি?😬
17/01/2025

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাজ কি?😬

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নজরুল বিশ্ববিদ্যালয় এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share