23/06/2025
জাতীয় নাগরিক পার্টি (NCP) এর নির্বাচনী প্রতীক– "শাপলা" এর আইনগত ভিত্তি আছে কি?
বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বা কোনো স্বতন্ত্র প্রার্থী জাতীয় নির্বাচনে কোন কোন প্রতীক ব্যবহার করতে পারবে তা Representation of the People Order, 1972 এর আলোকে জাতীয় নির্বাচন কমিশনের "জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকসমূহ গেজেট (২৩ জানুয়ারি, ২০২৩)" গেজেটে উল্লেখ করা হয়েছে। পূর্বে ১৪০ টি প্রতীক জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত থাকলেও ২০০৮ এবং ২০১৭ সালে ১৯৭২ এর অর্ডারটিতে সংশোধনী আনা হয়েছে এবং বর্তমানে স্বীকৃত নির্বাচনী প্রতীক ৬৪ টি করা হয়েছে। সাথেসাথে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক ২৫ টি করা হয়েছে। এর পূর্ণাঙ্গ তালিকা উপরে উল্লেখিত গেজেটেই আছে। এর বাহির থেকে মনমতো কোনো প্রতীক কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী (তাদের জন্য আলাদা ২৫ টি ছাড়া) ব্যবহার করতে পারবে না। তবে, এই গেজেটে প্রতীক হিসাবে "শাপলা" ব্যবহার করার কোনো সুযোগ রাখা হয়নি৷ অর্থাৎ, ৬৪ টি প্রতীকের মধ্যে শাপলা নেই৷ তাই, জাতীয় নাগরিক পার্টি (NCP) তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা ব্যবহার করতে পারে না৷
এবার "নিষেধ কোথায়?" জানার চেষ্টা করি–
বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী "রাষ্ট্রীয় প্রতীকের সাথে সাংঘর্ষিক কিংবা বিভ্রান্তিকর প্রতীক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।" এখন আমরা বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় প্রতীকে (National Emblem) পানিতে ভাসমান শাপলা অবশ্যই দেখেছি৷ সেই সূত্রানুসারে নির্বাচনী প্রতীক শাপলা করাও নিষিদ্ধ হয়ে যাচ্ছে।
এখন প্রশ্ন– নির্বাচন কমিশনের এই নীতিমালার ভিত্তি কী? উত্তর হলো– The Bangladesh Names and Emblems (Prevention of Unauthorised Use) Order, 1972 (President's Order No. 45 of 1972).
এই আদেশের ৩ (১) নং আদেশে বলা হয়েছে– "No person shall, except with the previous permission in writing of, and in accordance with the conditions, if any, imposed by, the Government or any officer authorised it in this behalf, use or continue to use a name or emblem in any trademark or design or in the title or any patent or for the purposes of any trade, business, calling or profession or for any other purpose whatsoever.
অর্থাৎ রাষ্ট্রীয় প্রতীক যে রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করতে পারবে না, তা এখানে বলা হয়েছে। আবার এই আদেশের সিডিউলে জাতীয় প্রতীককে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। তাই এই আদেশও এটা বলে যে জাতীয় নাগরিক পার্টি তাদের দলীয় প্রতীক হিসাবে "শাপলা" ব্যবহার করতে পারে না৷ এই ধরণের প্রতীক নির্ধারণ নিসন্দেহে রাষ্ট্রীয় বিধানের পরিপন্থী।
✍️
আতিকুর রহমান
আইন বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
তাহলে সব জানার পরও কেন এনসিপি প্রতীক হিসেবে "শাপলা" চাইলো? (যদিও তারা মোট ৩ টা চয়েস দিছে কিন্তু হাইপ তোলতেছে শুধু শাপলা)
কারণ খুব সহজ, এনসিপি এটা ইচ্ছে করেই করছে, যাতে করে ইসি শাপলা প্রতীক না দিলে সেটাকে ইস্যু করে ইসি পদত্যাগের নামে একটা ঝামেলা বাঁধাতে পারে।। এটাই বর্তমানে এনসিপি নোংরা রাজনীতি অংশ।।