Fight For Bangladesh

Fight For Bangladesh ___আমি রক্তে রঞ্জিত রাজপথে নির্বিক___
_আমি প্রেসিডেন্ট জিয়ার আদর্শের‌ সৈনিক_

আগামীর ডাকসু ভিপি যিনি স্বৈরাচারের বিরুদ্ধে কোনদিন সামনে ছাড়া পিছনে থাকেননি। মহান জুলাই আন্দোলন থেকে শুরু করে বিগত কয়েকব...
18/07/2025

আগামীর ডাকসু ভিপি

যিনি স্বৈরাচারের বিরুদ্ধে কোনদিন সামনে ছাড়া পিছনে থাকেননি। মহান জুলাই আন্দোলন থেকে শুরু করে বিগত কয়েকবছর স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে সামনে থেকে সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। গোপনে লুঙ্গির নিচে থেকে যিনি ৫ আগস্টের পরে আত্মপ্রকাশ করেননি। জুলাই এর উত্তাল দিন গুলাতে যার রয়েছে অসংখ্য সরাসরি সংঘর্ষের ফুটেজ, ভিডিও।তিনি সংগ্রামে,প্রতিরোধে রাজপথে সামনের সারিতে থেকে প্রমাণ করেছেন সংখ্যালঘু মানেই যে আওয়ামীলীগের ভোট ব্যাংক এই তত্ত্ব মিথ্যা। দল তাকে ঢাবির সভাপতি বানিয়ে প্রমান দিয়েছে, বিএনপিতে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি আর কেওনাহ, তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি, ভবিষ্যৎ ছাত্রদলের কান্ডারী,নামের মতই যিনি সাহসী, রাজপথের পরীক্ষিত ও নির্ভিক যোদ্ধা।

দাদা গনেশ চন্দ্র রায় সাহস

18/07/2025

একদিকে স্লোগান হচ্ছে "তুমি কে আমি কে, জ*ঙ্গি জ*ঙ্গি" আরেক দিকে ঢাকায় চালু করতেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস।।

দেশের ভিতর রাজনৈতিক দল গুলোর মধ্যে ক্যাচাল লাগায় দিয়ে একটা পক্ষ দেশকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করছে তা তারা সুক্ষ্মভাবেই বাস্তবায়ন করে যাচ্ছে।।

জ*ঙ্গি স্লোগান কেনো দিতে হবে? তুমি কে, আমি কে, বাংলাদেশী স্লোগান তো দেওয়া যায়।।

এদের উদ্দেশ্য তো খারাপ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।।

বায়তুল মোকাররমে স্লোগান হচ্ছে “তুমি কে আমি কে, জ*ঙ্গি মিছিলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিস ও হিজবুত তাহরীর অসংখ্য পতাকা দেখা যাচ্ছে।।

দেশে নির্বাচিত সরকার কেন দরকার সেটা বাঙালি যে পযর্ন্ত বড় ধরনের মারা না খাবে ততক্ষণ পযর্ন্ত বুজবে না।

29/06/2025

😇

29/06/2025

যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায়।
🗣️তারেক রহমান

28/06/2025

ভারতের দালাল কে পাশে বসিয়ে ভারত বিরোধী স্লোগান দেয় 😁

কি হাস্যকর কান্ড🤣

বিতর্কিত বিষয়ে বিএনপির ঐক্যমতে আবারও প্রমাণিত হলো বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ! ধন্যবাদ বিএনপিকে! সংস্কারের সবচেয়ে ...
25/06/2025

বিতর্কিত বিষয়ে বিএনপির ঐক্যমতে আবারও প্রমাণিত হলো বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ!
ধন্যবাদ বিএনপিকে!
সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐতিহাসিক ঐকমত্যে বিএনপি আবারও প্রমাণ করলো বিএনপি জনগণের দল এবং জনগণের ইচ্ছা অনিচ্ছাই বিএনপি ইনশাআল্লাহ এগিয়ে যাবে! বিএনপির ঐতিহাসিক কোন ভুল কখনো করেনি, কখনো ফ্যাসিবাদী শাসনের ক্রীড়ানকে বিএনপি কখনো পরিনত হয়নি এবং ষোল বছরেও বিএনপির নেতাকর্মীদের কখনো গুপ্ত সাম্রাজ্যে পদচারণা করতে দেখা যায় নি, হাজারো গুম হত্যা নির্যাতন নিপীড়ন জেল জুলুম লক্ষ লক্ষ মামলা বুক পেতে হলেও বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপ্নকে জিইয়ে রেখেছিল। এটাই বাংলাদেশের পরিবর্তনের স্বপ্নকে বেগবান করেছিল বলেই রক্তাক্ত জুলাইয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং ফ্যাসিবাদী শাসনের অবসান হয়ে নতুন করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গণতান্ত্রিক উত্থানের মাধ্যমে। ইনশাআল্লাহ আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের সেই মহিন্দ্রক্ষণ আসবে এবং বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ
ধন্যবাদ বিএনপিকে।

25/06/2025

জান্নাতের দারোয়ান কি তোর বাপ?

23/06/2025

এই তরুণদের সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন হতে পারতো *তাদের সততা*। তারা ট্র্যাডিশনাল রাজনীতির বাইরে এসে সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভরসা তৈরি করেছিল—একটা বিশ্বাস যে, এরা হয়তো ভিন্ন কিছু করবে, নতুন কিছু আনবে।

কিন্তু সেই পথ না ধরে তারা বেছে নিয়েছে নাটকীয়তা, ফাঁপা প্রতীকী কর্মকাণ্ড, লোকদেখানো এক্টিভিজম। ব্যাপারটা অনেকটা ছাত্রলীগের ধান কাটার মৌসুমের ঢংয়ের মতো—সবাই জানে, উদ্দেশ্য নির্মল সহানুভূতি নয়, বরং সস্তা প্রচারণা। ফলে মানুষের চোখে এটা হয়ে দাঁড়িয়েছে শুধুই ‘নাটক’, এবং তা ধরা পড়ে গেছে।

এদের এসব ঢংয়ের চূড়ান্ত ফল এখন চোখে পড়ছে—যেখানে একজন নেতার এপিএসের বিরুদ্ধে ১০ মাসে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আবার অন্য নেতাদের বিরুদ্ধে দুদকের নিষেধাজ্ঞা। অথচ এইসব ভণ্ডামির বদলে যদি তারা নিজেরাই সৎ ও স্বচ্ছ একটা উদাহরণ তৈরি করতো, তবে মানুষের আস্থা অটুট থাকত।

*মানুষ সব দেখে। মানুষ সব বোঝে। বিশ্বাস পাওয়াটা কঠিন, কিন্তু হারানোটা সহজ।*
এই বাস্তবতা না বুঝলে শুধু মুখোশ পড়ে রাজনীতি করে জনসমর্থন টিকিয়ে রাখা যাবে না।

তাইতো তাহলে তো তাদের উচিত আগামীকালই নির্বাচনের কথা বলা 😁
23/06/2025

তাইতো তাহলে তো তাদের উচিত আগামীকালই নির্বাচনের কথা বলা 😁

জাতীয় নাগরিক পার্টি (NCP) এর নির্বাচনী প্রতীক– "শাপলা" এর আইনগত ভিত্তি আছে কি? বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বা কো...
23/06/2025

জাতীয় নাগরিক পার্টি (NCP) এর নির্বাচনী প্রতীক– "শাপলা" এর আইনগত ভিত্তি আছে কি?

বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বা কোনো স্বতন্ত্র প্রার্থী জাতীয় নির্বাচনে কোন কোন প্রতীক ব্যবহার করতে পারবে তা Representation of the People Order, 1972 এর আলোকে জাতীয় নির্বাচন কমিশনের "জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকসমূহ গেজেট (২৩ জানুয়ারি, ২০২৩)" গেজেটে উল্লেখ করা হয়েছে। পূর্বে ১৪০ টি প্রতীক জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত থাকলেও ২০০৮ এবং ২০১৭ সালে ১৯৭২ এর অর্ডারটিতে সংশোধনী আনা হয়েছে এবং বর্তমানে স্বীকৃত নির্বাচনী প্রতীক ৬৪ টি করা হয়েছে। সাথেসাথে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক ২৫ টি করা হয়েছে। এর পূর্ণাঙ্গ তালিকা উপরে উল্লেখিত গেজেটেই আছে। এর বাহির থেকে মনমতো কোনো প্রতীক কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী (তাদের জন্য আলাদা ২৫ টি ছাড়া) ব্যবহার করতে পারবে না। তবে, এই গেজেটে প্রতীক হিসাবে "শাপলা" ব্যবহার করার কোনো সুযোগ রাখা হয়নি৷ অর্থাৎ, ৬৪ টি প্রতীকের মধ্যে শাপলা নেই৷ তাই, জাতীয় নাগরিক পার্টি (NCP) তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা ব্যবহার করতে পারে না৷

এবার "নিষেধ কোথায়?" জানার চেষ্টা করি–

বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী "রাষ্ট্রীয় প্রতীকের সাথে সাংঘর্ষিক কিংবা বিভ্রান্তিকর প্রতীক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।" এখন আমরা বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় প্রতীকে (National Emblem) পানিতে ভাসমান শাপলা অবশ্যই দেখেছি৷ সেই সূত্রানুসারে নির্বাচনী প্রতীক শাপলা করাও নিষিদ্ধ হয়ে যাচ্ছে।

এখন প্রশ্ন– নির্বাচন কমিশনের এই নীতিমালার ভিত্তি কী? উত্তর হলো– The Bangladesh Names and Emblems (Prevention of Unauthorised Use) Order, 1972 (President's Order No. 45 of 1972).

এই আদেশের ৩ (১) নং আদেশে বলা হয়েছে– "No person shall, except with the previous permission in writing of, and in accordance with the conditions, if any, imposed by, the Government or any officer authorised it in this behalf, use or continue to use a name or emblem in any trademark or design or in the title or any patent or for the purposes of any trade, business, calling or profession or for any other purpose whatsoever.

অর্থাৎ রাষ্ট্রীয় প্রতীক যে রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করতে পারবে না, তা এখানে বলা হয়েছে। আবার এই আদেশের সিডিউলে জাতীয় প্রতীককে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। তাই এই আদেশও এটা বলে যে জাতীয় নাগরিক পার্টি তাদের দলীয় প্রতীক হিসাবে "শাপলা" ব্যবহার করতে পারে না৷ এই ধরণের প্রতীক নির্ধারণ নিসন্দেহে রাষ্ট্রীয় বিধানের পরিপন্থী।

✍️
আতিকুর রহমান
আইন বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

তাহলে সব জানার পরও কেন এনসিপি প্রতীক হিসেবে "শাপলা" চাইলো? (যদিও তারা মোট ৩ টা চয়েস দিছে কিন্তু হাইপ তোলতেছে শুধু শাপলা)
কারণ খুব সহজ, এনসিপি এটা ইচ্ছে করেই করছে, যাতে করে ইসি শাপলা প্রতীক না দিলে সেটাকে ইস্যু করে ইসি পদত্যাগের নামে একটা ঝামেলা বাঁধাতে পারে।। এটাই বর্তমানে এনসিপি নোংরা রাজনীতি অংশ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি দলের সাথে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ এর লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।আজ ...
23/06/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিনিধি দলের সাথে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ এর লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।

আজ ২২ জুন ২০২৫, রবিবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপস্থিত আছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু।

Address

কামরাঙ্গীর চর থানা
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Fight For Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fight For Bangladesh:

Share