20/07/2025
আমি আমার ফ্যামিলি এক সাথে ঘুড়াফেড়া করতাম ভিডিও দিতাম, এখন থেকে আমি আমার দুই ছেলে ঘুরব ,আমার বাচ্চার বাবা পরকীয়া করে ওর একেক বাবর এক একটা মহিলা লাগে সে যেমনি হকনা কেন ধরা পরলে মাফ চায় ভুল হয়েছে আর হবে না এখন ও একই রকম করছে আমাকে বলে ঐ মহিলা তো সংসার করছে আমার কি সমস্যা আর ছেলেরা এসব করে স্বামীর কথা বলা গুণাহ এসব বলে স্ত্রীর, পাপ গুণা হবে আর স্বামীর কিছু হবেনা।হাদিসে আসে একজন স্বামী যা করবে স্ত্রীকে শেয়ার করবে একসাথে করবে এখানে আমার স্বামী মজায় আছে আমাকে বাচ্চাদেরকে গুনাহ ও কষ্টে রেখেছে । আমি ১৪বছর এসব মেনে নিয়েছি এখন আর পারিনা তাই আমি ডিভর্স দিয়েছি হাতেনাতে ধরলাম এখন সে গার্মেন্সে কাজ করে মহিলা স্বামী বাস কন্টেক্টার তিন বছরের একটি মেয়ে সহ ইষ্ট্যম্প করে মহিলা কে নিবে ঐমহিলার সংসার নষ্ট করে স্বামীওস্ত্রীর সাথে প্রচুর ঝগড়াওডিভর্স তৈরী করে ঐমহিলাকে নিয়ে বিভিন্ন হোটেলে থাকেঐ মহিলার সাথে হোটেলে রুমে একসাথে ছবি দিলাম মহিলার স্বামীওবাচ্চার ছবি দিলাম আমার স্বামীর নাম শফিকুল ইসলাম সে ফেক নাম তানভীর আলম নামে ফেসবুক,ম্যাসেন্জার,হোয়াটস্আপে বিভিন্ন মেয়ে দের সাথে প্রেম পরকীয়া করে বেড়ায় ওর সাথে ওর ওনেক বন্ধুরাও জরিত এসব কর্মকান্ডে। এসব কি আমি আরও মেনে আবারও চুপ করে থাকব ,স্বামী এসব করতে পারে আমি জানতে চাই আমার স্বামী যদি বাচ্চাদের ভালোবাসত এমন কাজ করতে। পারত আমার কি দোষ ছিল এখানে।আমি আমার বাচ্চাদের কথা ভেবে আমি সব সময় মেনে নিয়েছি আমার স্বামী কখনও আমাকে একটুও সম্মান দেইনি স্ত্রী বা বাচ্চার মা হিসেবে ও না এই ১৪ বছর যার কাছথেকে কিছুঈ পাই নাই তাকে আমি কি আবারও সুযোগ দিব ভুল একবার হয় বারবার কি হয়।আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম আমি কিছুই করিনি আমার ঘৃণালাগে তাই ডিভর্স দিলাম। বাচ্চাহ জন্য সুযোগ দিব চরিত্রহীনাকে আমার বাচ্চাও খারাপ হব। আমি খারাপ আমার স্বামীর খারাপ কথা বলছি আমার জায়গায় আপনাদের মা, বোন ,ওমেয়ে কে রেখে একটু চিন্তা করুন দেখুন কি করলে ভালো হয় জানাবেন সব জনগনের কাছে আমার চাওয়া।