09/09/2025
দুর্গাপুজোয় প্রতিটি প্যান্ডেল পাবে ১,২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ! দুর্গাপুজোয় উৎসবের আমেজে মেতে উঠতে প্রস্তুত রাজধানী! দিল্লি সরকারের বড় উপহার, প্রতিটি প্যান্ডেল পাবে ১,২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, সিকিউরিটি ডিপোজিট মাত্র ২৫%, আর দ্রুত সমাধানের জন্য থাকছে বিশেষ কমিটি।
দুর্গাপুজো শুধু বাংলা আর বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়, দুর্গাপূজো সারা দেশের উৎসব।!