Nirjhar - নির্ঝর

Nirjhar - নির্ঝর Endless love for everyone !

24/06/2025

বয়স যতই বাড়ছে, ঈদ ততই নিরানন্দ হচ্ছে

https://youtu.be/JpmpZLRdQv4?si=0DqJMKAdOsfJi6SB
24/06/2025

https://youtu.be/JpmpZLRdQv4?si=0DqJMKAdOsfJi6SB

আমাদের এলাকায় আশ্রয় নিয়েছে এই কুকুর ছানা দুটি। অসহায় দেশি কুকুরের মিষ্টি দুষ্টুমি, ওরাও আল্লাহর সৃষ্টি। দেখুন বি...

23/06/2025

কে আমি?
কি আমার পরিচয়?
- মাটি থেকে তৈরি আমি, একদিন মাটিতেই মিশে যাবো। 🙁

22/06/2025

যখন আপনি কঠিন সময় পার করছেন, আর ভাবছেন, আল্লাহ কেন আপনাকে সাহায্য করছেন না! তখন মনে রাখবেন, পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নিরব থাকেন।
- ইবনুল আরাবী রহ.

বিস্তারিত কমেন্টে
10/06/2025

বিস্তারিত কমেন্টে

10/06/2025

সারা বাংলাদেশের চার ভাগের এক ভাগ ডেঙ্গু রোগী বরগুনায়। ইতোমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরগুনায় অকাল মৃত্যু ....

বয়স যতই বাড়ছে, ঈদ ততই নিরানন্দ হয়ে উঠছেঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা, ঈদ মানেই আনন্দ—এই বাক্যটি এখন আর আগের মতো সত্য বলে...
09/06/2025

বয়স যতই বাড়ছে, ঈদ ততই নিরানন্দ হয়ে উঠছে

ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা, ঈদ মানেই আনন্দ—এই বাক্যটি এখন আর আগের মতো সত্য বলে মনে হয় না। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ঈদের রূপ, বদলে যাচ্ছে আমাদের অনুভবের ধরন।

এক সময় ঈদ মানেই ছিল বর্ণিল স্বপ্নের বাস্তবতা। নতুন জামা-পায়জামা, আতর-টুপি, ফিরনি, সেমাইয়ের সুগন্ধে ভরা সকালের অপেক্ষা, পকেটে জমে ওঠা ঈদ সালামি, কোরবানীর পশুর জবেহ—সব মিলিয়ে ঈদ ছিল প্রাণের উৎসব। ছোটবেলার ঈদে কোনো দায় ছিল না, ছিল কেবল প্রাপ্তির অনুভব। কিন্তু বয়স যতই বাড়ছে, সেই ঈদের রঙ যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

শৈশবের ঈদ ও প্রাপ্তবয়স্কের ঈদে রয়েছে অনেক তফাৎ, ছোটবেলায় ঈদ মানেই ছিল দৌড়ঝাঁপ, আত্মীয়দের বাড়িতে যাওয়া, খাওয়া-দাওয়া, হইহুল্লোড়। এখন ঈদ মানে শুধু ছুটি, ক্লান্তি আর দায়িত্বের ভার। জামা কেনা এখন আর আগের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নয়। ঈদের আগের রাত—যেটা একসময় ছিল ‘চাঁদ রাত’ নামের এক অনন্য রঙিন অধ্যায়—এখন তা আর মনে ধরা পড়ে না।

যারা নেই, তাদের শূন্যতাই যেন ঈদের বিষণ্নতা। ঈদের আনন্দ অনেকটাই নির্ভর করে প্রিয়জনদের উপস্থিতির উপর। অনেকেই এখন আর নেই—কেউ নেই জীবনে, কেউ নেই পৃথিবীতেই। সেই মুখগুলো, যাদের সঙ্গে ঈদের প্রতিটি মুহূর্ত ভাগ করে নেওয়া হতো, আজ তারা নিখোঁজ। সামাজিকতা এখন মোবাইল ফোনের ছোট্ট পর্দায় আটকে আছে, আর আত্মীয়তার উষ্ণতা ঠুনকো ‘ঈদ মোবারক’ মেসেজে সীমাবদ্ধ।

ঈদের অর্থ এখন বদলে গেছে, একসময় ঈদের মানে ছিল ‘আমি কী পেলাম’; এখন ঈদের মানে হয়ে দাঁড়িয়েছে ‘অন্যরা কতটা ভালো থাকল’। নিজে নতুন জামা না কিনলেও মেয়ের মুখে হাসি থাকলে তাতেই শান্তি। ঈদ এখন আর কেবল নিজের জন্য নয়, বরং পরিবারের জন্য, ছোটদের জন্য, সমাজের জন্য।

আনন্দ আছে, তবে রূপ পাল্টেছে। আজকের ঈদে হয়তো আগের মতো চঞ্চল উচ্ছ্বাস নেই, কিন্তু আছে একধরনের শান্ত প্রাপ্তির অনুভব। সেই অনুভবের মধ্যে রয়েছে দায়িত্ব, ভালোবাসা, আর স্মৃতির কোমল ছায়া। ঈদ এখন একটা উপলক্ষ—নিজেকে আরেকটু পরিণত দেখার, আরেকটু পরিশীলিত ভালোবাসা বিলানোর।

ঈদ এখন আর শুধু রঙিন জামা, ঈদ সালামী কিংবা ফিরনি-সেমাইয়ের গন্ধ নয়। ঈদ এখন একটুকরো নীরবতা, স্মৃতির ফ্রেমে বাঁধানো কিছু মুখ, আর প্রিয়জনের অভাব টের পাওয়ার ক্ষণিক উপলব্ধি। তবুও মন চায়—একবার, অন্তত একবার, ছেলেবেলার সেই ঈদের সকাল যেন ফিরে আসে। মা-বাবা যেন আবার বলে ওঠেন—“উঠ, আজ ঈদ, ঈদ মোবারক”

- নির্ঝর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nirjhar - নির্ঝর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category