Nirjhar - নির্ঝর

Nirjhar - নির্ঝর Endless love for everyone !

02/11/2025

স্মার্ট হুলো বিড়াল

02/11/2025

হ্যান্ডসাম হুলো বিড়াল

26/10/2025

আল্লাহ্ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?
আল কুরআন, সূরা আততীন, আয়াত ০৮

26/10/2025

ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী বা মুশরিকা নারীকেই বিয়ে করবে, এবং ব্যভিচারিণী নারী কেবল ব্যভিচারী পুরুষ বা মুশরিক পুরুষকেই বিয়ে করবে, এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে।
[আল-কুরআন, সুরা আন-নুর, আয়াত নং ০৩]

26/10/2025

বেচেঁ থাকার ইচ্ছেটা দিনদিন হ্রাস পাচ্ছে কেন? 😒

25/10/2025

Mom cat makes tiger cap for kittens

13/10/2025

জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি।

12/10/2025

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মহাসমাবেশ ১২ অক্টোবর★★★ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এবং ব্যাকডেট সুবিধা বাস্তব...
09/10/2025

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মহাসমাবেশ ১২ অক্টোবর

★★★ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এবং ব্যাকডেট সুবিধা বাস্তবায়নের দাবিতে আগামী ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে ১৯৯০ থেকে ১৯৯৪ সালে জন্ম নেওয়া ব্যাকডেটপ্রাপ্ত সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর এবং ব্যাকডেট প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, তারা নানা ধরনের প্রশাসনিক জটিলতা, করোনাকালীন স্থবিরতা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের কারণে বারবার বঞ্চিত হয়েছেন।

তারা বলেন, ১৯৯০–১৯৯৪ সালে জন্মগ্রহণকারী প্রার্থীরা কোটা সংস্কার, সেশনজট, করোনা ও নিয়োগ বন্ধসহ নানা প্রতিকূলতার মুখে পড়েছেন। ফলে তাদের অনেকেই যোগ্য হয়েও চাকরির আবেদন করার সুযোগ হারিয়েছেন।

দাবির যৌক্তিকতা হিসেবে তারা উল্লেখ করেছেন—

১. কোটা বঞ্চিত, ৩২ বঞ্চিত, করোনায় ৩ বছর বঞ্চিত এবং ব্যাকডেট সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। (ব্যাকডেট প্রজ্ঞাপন হয় ২২ সেপ্টেম্বর ২০২২ সালে, কিন্তু কার্যকর ধরা হয় ২৫ মার্চ ২০২০ থেকে, যার ফলে ৩৯ মাসের মধ্যে ৩০ মাস প্রজ্ঞাপনের আগেই শেষ হয় এবং তা ছিল করোনাকালীন সময়)।

২. করোনা-পরবর্তী দেড় বছর অর্থনৈতিক মন্দার কারণে নিয়োগ সার্কুলার বন্ধ ছিল এবং পুনঃসার্কুলারে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি।

৩. বিগত ১৬ বছরে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নফাঁস, সেশনজট, অনিয়ম, দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রক্সি বাণিজ্য, ডিভাইস বাণিজ্য ও চরম দুর্নীতির কারণে এক দিনে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা প্রার্থীদের জন্য বড় প্রতিবন্ধকতা।

৪. প্রাইভেট সেক্টরেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর হলেও সরকারি চাকরিতে তা কার্যকর না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

আয়োজকদের দাবি, উচ্চ যৌক্তিকতার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অন্তত তিন বছরের জন্য সকল চাকরিতে আবেদনের ব্যাকডেট সুবিধা দিতে হবে।

তারা আরও জানান, সরকারের নিকট দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আয়োজকদের আহ্বান:

“আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী, তারা ১২ অক্টোবর সারাদিন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে সকল ব্যাকডেট প্রার্থীদের আহ্বান জানাচ্ছি।”

যোগাযোগ:

প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

০১৯৬০৬৪৩৪৪৫, ০১৭৫০৩৩৫৫৩৮, ০১৭৮৬১৭৫৮৮১, ০১৫৪০১৮৮৬০৩, ০১৭৯৫৮৯৬৭৩৩

30/09/2025

তুমি যে অবস্থায় আছ, সেখানেই তোমার মৃত্যু আসতে পারে। কাজেই সর্বদা প্রস্তুত থাকো।
— ইমাম শাফেয়ী

25/09/2025

তখনকার প্রথম প্রেম চিঠি লেখা শিখাতো। আর এখন?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nirjhar - নির্ঝর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category