Tisha's Craft

Tisha's Craft Alhamdulillah for everything.❤️

23/07/2025
22/07/2025
22/07/2025

এখন থেকে কোনো সাংবাদিক বা কেউ যাদি রিকশা/সিনজি ওয়ালা বা ব্যবসায়ীদের অসহায় তুলে ধরার চেষ্টা করে তারা এদেশের শত্রু আমি মনে করি। যারা বিপদে বিনা স্বার্থে কারো পাশে দাড়ায় না , নিজেদের পকেট ভারী করার ধান্দা করে তারা আর যাই হোক মানুষের কাতারে পড়ে না, মানবিকতা পাওয়ার অধিকার আর নেই তাদের। আর যারা সার্কাসের মতো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলো, আল্লাহ যেন তাদেরকেও একই সিচুয়েশনে দাড় করায় দোয়া করি।

22/07/2025

অথচ তারাও বড় হবার কত স্বপ্ন দেখেছিলো। বাবা মা কতো আশা করতো। নিমিষেই শেষ সব।

18/07/2025

😵

১ ঘন্টা টেনেটুনে 😢
18/07/2025

১ ঘন্টা টেনেটুনে 😢

02/07/2025
পৃথিবীর প্রত্যেকটা মেয়ের মূলত আল্লাহ আর সে নিজে ছাড়া আপন কেউ হয় না।এই ছোট একটা কথা বুঝতে তার গোটা একটা জীবন শেষ হয়ে যায়।...
02/07/2025

পৃথিবীর প্রত্যেকটা মেয়ের মূলত আল্লাহ আর সে নিজে ছাড়া আপন কেউ হয় না।এই ছোট একটা কথা বুঝতে তার গোটা একটা জীবন শেষ হয়ে যায়। মেয়ে মানুষের জীবনে যতগুলো মানুষ থাকে সবাই তাকে তাদের স্বার্থে ব্যবহার করে। যতদিন বাবার বাড়ি থাকে ততদিন বাবা মার সেবা করলে, তাদের কথার পুতুল হয়ে থাকলে, তুমি লক্ষী মেয়ে।যেই তুমি নিজের ব্যপারে নিজের সিদ্ধান্ত নিতে চাও, নিজে কিছু করতে চাও সেই লক্ষী তখন নাকি মানসম্মান শেষ করে? কে সৃষ্টি করলো এই মানসম্মান যা শুধু মেয়েদের গেলামীতেই ভালো থাকে। সবাইকে খারাপ বলছি না,হাজারে এমন পরিবারও থাকে যার সোজা হয়ে দাড়ানোর মেরুদণ্ড তার পরিবার হয়। যাই হয়ে যাক মেয়ের পাশে সবসময় থাকে। কিন্তু কয়টা পরিবারইবা এমন। এই তো গেলো বাবার বাড়ি। তারপর শুরু হয় আরেকবাড়ি যার নাম - শ্বশুরবাড়ি। বিসমিল্লাহতেই যেখানে শুরু হয় মানিয়ে নেয়া,কম্প্রোমাইজ, এডজাস্টমেন্ট দিয়ে। আগের যুগে তো ছিল শারীরিক নির্যাতন, এখন তা আপডেট হয়ে হয়েছে মানসিক নির্যাতন। চুন থেকে পান আলাদা হলেই শুনতে হয় শিক্ষা, সমাজ, আবার সেই মানসম্মান নিয়ে কথা। বাবার বাড়িও তখন আর আপনালয় থাকে না। এভাবেই এখানের ধাক্কায় ওখানে, ওখানের ধাক্কায় এখানে- এভাবেই জীবন পার হয় তার। শেষ নিশ্বাস ত্যাগ করেও শান্তি পায় ভেবেছেন? তাও পায় না। এই পুরো জীবনচক্রে কে তার আপন, কে তার নিরাপদ আশ্রয় হয়েছে? কেউ না। সবার স্বার্থ যতদিন রক্ষা করতে পেরেছে ততদিন তাদের কাছে ভালো থেকেছে। জীবনের অর্ধেক পার করে বুঝলাম, আপন কেউ হয় না,বাবা-মা,ভাই-বোন,স্বামী,সন্তান কেউ না। যতদিন তাদের কাজে আসবেন ততদিনই আপনার অস্তিত্ব থাকবে। যেদিন ভুল করে আপনি একটু ভালো থাকতে চাইবেন, খুশি চাইবেন তখন আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হবেন। লক্ষী গোলাম হয়ে থাকার চেয়ে, খুশি অলক্ষী হয়ে থাকা ভালো। সৃষ্টিকর্তা ছাড়া কাউকে খুশি করার চেষ্টা বৃথা, তিনি যা ভাগ্যে লিখেছেন তাই হবে। তাই নিজেকে গুরুত্ব দেয়াটাও গুরুত্বপূর্ণ।

পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? একাকীত্ব।এই যে এত মানুষের ভীরেও নিজেকে অসহায় মনে করছেন কারণ কেউ আপনাকে বুঝে না,কে...
16/06/2025

পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন?
একাকীত্ব।
এই যে এত মানুষের ভীরেও নিজেকে অসহায় মনে করছেন কারণ কেউ আপনাকে বুঝে না,কেউ আপনাকে নিয়ে ভাবে না,দুটো কথা পর্যন্ত বলেনা।
সারাদিন যেমন তেমন করে ব্যস্ততার অভিনয় করে কাটিয়ে দিচ্ছেন কিন্তু সন্ধ্যা নামার পরই বুকের ভেতর কেমন যেন অস্থিরতা, ছটপট করে মন কারো সাথে কথা বলার জন্য। ভয়ে, নী-সঙ্গতায় চোখ বেয়ে অঝোরে বৃষ্টি নামতে নামতে।
এটাই একাকীত্ব।
এই পৃথিবীতে ভাতের অভাবে খুব কম মানুষই মরে, কিন্তু বেশিরভাগ মানুষ মরে কথা বলার অভাবে।
সব থেকেও যেন কি নেই, কোথাও কেউ নেই 💖
আমরা যত বড় হই ততই একা হই।
is strictly prohibited this writing without mentioned or permission.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tisha's Craft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share